ETV Bharat / politics

সুভাষ সরকারের পোস্টারে কালি বিজেপি কর্মী-সমর্থকদের, অস্বস্তিতে দল

Protest against BJP MP Subhas Sarkar: সুভাষ সরকার যদি 2024 লোকসভা নির্বাচনেও প্রার্থী হন, তাহলে ভোটের ফলাফলে ব্যাপক ক্ষতি হবে । এই অভিযোগ তুলেই সাংসদের ছবি কালি মাখিয়ে বিক্ষোভ দলীয় কর্মী-সমর্থকদের ৷ বাঁকুড়ায় ফের অস্বস্তিতে ভারতীয় জনতা পার্টি ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 2, 2024, 3:27 PM IST

Updated : Mar 2, 2024, 3:45 PM IST

সুভাষ সরকারের পোস্টারে কালি বিজেপি কর্মী-সমর্থকদের

বাঁকুড়া, 2 মার্চ: 2023 সালের পঞ্চায়েত নির্বাচন মিটে যাবার পরেই বিতর্কে বাঁকুড়া বিজেপি ৷ পদ্ম শিবিরের অন্দরেই কেন্দ্রীয় মন্ত্রী তথা বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকারকে নিয়ে অসন্তোষ সৃষ্টি হয়েছে । এর আগেও জেলার বিভিন্ন প্রান্তে বিজেপির দলীয় কর্মী-সমর্থকদের রাস্তায় নেমে সাংসদের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে । এবার ফের একই ছবি দেখা গেল বাঁকুড়ায় ৷ দলীয় পতাকা হাতে নিয়ে সুভাষ সরকারের বিরুদ্ধে স্লোগান তোলাই শুধু নয়, সাংসদের ছবিতে কালিও মাখাতে দেখা গেল উত্তেজিত বিজেপি বিজেপি কর্মী-সমর্থকদের ।

ঘটনার সূত্রপাত শনিবার সকালে ৷ শহরের প্রাণকেন্দ্র বলে পরিচিত মাচানতলায় বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মী-সমর্থকরা ৷ বিক্ষোভরত বিজেপি কর্মীদের দাবি, গত পাঁচ বছরে সুভাষ সরকার মানুষের পাশে তো দূরের কথা, বিজেপি কর্মীদেরও পাশে থাকেননি ৷ শুধু তাই নয়, সাংসদ তহবিলের 17 কোটি টাকার মধ্যে মাত্র 5 কোটি টাকা খরচ করেছেন ৷ বাকি 12 কোটি টাকা তিনি আত্মসাৎ করেছেন ৷ এই কারণেই গত পৌর নির্বাচন এবং পঞ্চায়েতে নির্বাচনে বিজেপির ফলাফল খারাপ হয়েছে । একই সঙ্গে তাদের দাবি, সুভাষ সরকার যদি 2024 লোকসভা নির্বাচনেও প্রার্থী হন, তাহলে দলের ফলে ব্যাপক ক্ষতি হবে ।

বেশ কয়েক মাস আগে বিজেপি সাংসদকে দলীয় কার্যালয়েই তালাবন্দি করেন কর্মীরা ৷ লোকসভা ভোটের আগে ফের একই কাণ্ডে অস্বস্তিতে গেরুয়া শিবির ৷ বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডল অবশ্য অসন্তোষের যাবতীয় জল্পনা উড়িয়ে দিয়েছেন ৷ তিনি বলেন, ‘‘যারা বিক্ষোভ দেখাচ্ছে তাদেরকে দল বিরোধী কাজ করার জন্য অনেকদিন আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছে । বিক্ষোভকারীরা বিজেপির সাংগঠনিক কেউ নয়, তাই তাদের এই আন্দোলনের কোনও গুরুত্ব নেই ।’’

আরও পড়ুন:

সুভাষ সরকারের পোস্টারে কালি বিজেপি কর্মী-সমর্থকদের

বাঁকুড়া, 2 মার্চ: 2023 সালের পঞ্চায়েত নির্বাচন মিটে যাবার পরেই বিতর্কে বাঁকুড়া বিজেপি ৷ পদ্ম শিবিরের অন্দরেই কেন্দ্রীয় মন্ত্রী তথা বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকারকে নিয়ে অসন্তোষ সৃষ্টি হয়েছে । এর আগেও জেলার বিভিন্ন প্রান্তে বিজেপির দলীয় কর্মী-সমর্থকদের রাস্তায় নেমে সাংসদের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে । এবার ফের একই ছবি দেখা গেল বাঁকুড়ায় ৷ দলীয় পতাকা হাতে নিয়ে সুভাষ সরকারের বিরুদ্ধে স্লোগান তোলাই শুধু নয়, সাংসদের ছবিতে কালিও মাখাতে দেখা গেল উত্তেজিত বিজেপি বিজেপি কর্মী-সমর্থকদের ।

ঘটনার সূত্রপাত শনিবার সকালে ৷ শহরের প্রাণকেন্দ্র বলে পরিচিত মাচানতলায় বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মী-সমর্থকরা ৷ বিক্ষোভরত বিজেপি কর্মীদের দাবি, গত পাঁচ বছরে সুভাষ সরকার মানুষের পাশে তো দূরের কথা, বিজেপি কর্মীদেরও পাশে থাকেননি ৷ শুধু তাই নয়, সাংসদ তহবিলের 17 কোটি টাকার মধ্যে মাত্র 5 কোটি টাকা খরচ করেছেন ৷ বাকি 12 কোটি টাকা তিনি আত্মসাৎ করেছেন ৷ এই কারণেই গত পৌর নির্বাচন এবং পঞ্চায়েতে নির্বাচনে বিজেপির ফলাফল খারাপ হয়েছে । একই সঙ্গে তাদের দাবি, সুভাষ সরকার যদি 2024 লোকসভা নির্বাচনেও প্রার্থী হন, তাহলে দলের ফলে ব্যাপক ক্ষতি হবে ।

বেশ কয়েক মাস আগে বিজেপি সাংসদকে দলীয় কার্যালয়েই তালাবন্দি করেন কর্মীরা ৷ লোকসভা ভোটের আগে ফের একই কাণ্ডে অস্বস্তিতে গেরুয়া শিবির ৷ বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডল অবশ্য অসন্তোষের যাবতীয় জল্পনা উড়িয়ে দিয়েছেন ৷ তিনি বলেন, ‘‘যারা বিক্ষোভ দেখাচ্ছে তাদেরকে দল বিরোধী কাজ করার জন্য অনেকদিন আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছে । বিক্ষোভকারীরা বিজেপির সাংগঠনিক কেউ নয়, তাই তাদের এই আন্দোলনের কোনও গুরুত্ব নেই ।’’

আরও পড়ুন:

Last Updated : Mar 2, 2024, 3:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.