ETV Bharat / politics

দক্ষিণের পর এবার উত্তর, 9-11 মার্চের মধ্যে জলপাইগুড়িতে মোদির সভার সম্ভাবনা

PM Narendra Modi: এক সপ্তাহে দক্ষিণবঙ্গে টানা তিনটি কর্মসূচি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ আরামবাগ ও কৃষ্ণনগরে সভা শেষ ৷ আগামী বুধবার বারাসতে মহিলা সমাবেশে অংশ নেবেন তিনি ৷ তার পর আগামী 9-11 মার্চের মধ্যে জলপাইগুড়িতে জনসভা করবেন প্রধানমন্ত্রী ৷ শনিবার বিজেপির জেলা নেতৃত্বের তরফে এই কথা জানানো হয়েছে ৷

PM Narendra Modi
PM Narendra Modi
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 2, 2024, 2:08 PM IST

Updated : Mar 2, 2024, 2:53 PM IST

জলপাইগুড়ি, 2 মার্চ: মার্চের শুরুতেই টানা দু’দিন বাংলায় থেকে দু’টি জনসভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আবারও আগামী 6 মার্চ তিনি ফের বঙ্গ সফরে আসছেন ৷ দক্ষিণবঙ্গে গেরুয়া শিবিরকে চাঙ্গা করার পর এবার তিনি উত্তরবঙ্গেও যাবেন বলে খবর ৷ শনিবার জলপাইগুড়ি জেলা বিজেপির তরফে তেমনই জানানো হয়েছে ৷

এ দিন জলপাইগুড়িতে সাংবাদিক সম্মেলন করে বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপী গোস্বামী জানান, জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে বিজেপির জনসভায় যোগ দিতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আগামী 9 থেকে 11 মার্চের মধ্যে প্রধানমন্ত্রীর প্রকাশ্য জনসভা হতে চলেছে জলপাইগুড়ি ও শিলিগুড়ির মাঝামাঝি জায়গায় । আজ (শনিবার) ও আগামিকালের (রবিবার) মধ্যেই সভাস্থল চিহ্নিত করা হবে । তবে জলপাইগুড়ি সাংগঠনিক জেলার মধ্যেই নরেন্দ্র মোদির সভা করার চেষ্টা করা হচ্ছে ।

বাপী গোস্বামী বলেন, ‘‘আমাদের কেন্দ্রীয় সরকারের যত প্রকল্পে যত মানুষ লাভবান হয়েছেন, তাঁদের নিয়ে সম্মেলন হবে । আমরা হিন্দি-বাংলা-নেপালি ভাষায় কেন্দ্রীয় প্রকল্পের ও লোকসভার সাংসদের হাত ধরে যত প্রকল্প হয়েছে, তা পুস্তিকা আকারে নিয়ে বাড়ি বাড়ি যাব । সামনে লোকসভা নির্বাচন ৷ তাই সাধারণ মানুষের কাছে কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলো তুলে ধরা হবে ।’’

তিনি আরও বলেন, ‘‘যত কেন্দ্রীয় প্রকল্প রাজ্য সরকার বঞ্চিত করেছে । আয়ুষ্মান ভারত প্রকল্পের মতো প্রকল্পগুলোকে কার্যকর করতে দেয়নি । 100 দিনের টাকা কেন সাধারণ মানুষ পাচ্ছেন না, তা আমরা প্রকাশ্যে আনব । ভুয়ো জব কার্ডের মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে তৃণমূল, তা প্রকাশ্যে আনব । আমরা আশাবাদী এবারও তৃণমূল কংগ্রেসকে হারিয়ে জিতব ।’’

অন্যদিকে বিজেপি বিধায়ক সৌমেন রায় জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের প্রার্থী হতে পারেন বলে নানা মহলে জল্পনা ছড়িয়েছে । এই প্রসঙ্গে বাপী গোস্বামী জানান, দলবদলু বিধায়ককে নিয়ে তাঁরা ভাবিত নন । তাঁদের জলপাইগুড়িতে কোনও স্থান নেই । যখন 2021 সালে বিজেপি ক্ষমতায় আসতে পারল না, সেই সময় বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন সৌমেন রায় । যখন বিজেপি কর্মীরা মার খাচ্ছে, বাড়ি ছাড়া ঠিক তখন সৌমেন রায় তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন । খারাপ সময়ে তিনি বিজেপির সঙ্গে থাকলেন না । আবার বিজেপিতে যোগ দিলেন ।

বাপী গোস্বামী বলেন, ‘‘তাঁকে নিয়ে আমরা চিন্তিত না । ভাবিত নই । তিনি আমার জেলায় বিধায়ক নন । দলবদলু নেতাদের জলপাইগুড়িতে কোনও স্থান নেই । আমার জেলার লোক নন । দুর্দিনের সময় তিনি দিদিভাই-এর কোলে গিয়ে বসেছিলেন ৷’’

আরও পড়ুন:

  1. মোদির টার্গেট 42, মতুয়াগড়ে সিএএ নিয়ে চুপ প্রধানমন্ত্রী
  2. 'স্বাধীনতার পর থেকে বঙ্গে উন্নয়ন হয়নি', কৃষ্ণনগরে সরকারি প্রকল্পের উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী
  3. 'যে বাচ্চা জন্মায়নি তার নামেও জবকার্ড', 100 দিনের কাজে তৃণমূলকে বিঁধলেন মোদি

জলপাইগুড়ি, 2 মার্চ: মার্চের শুরুতেই টানা দু’দিন বাংলায় থেকে দু’টি জনসভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আবারও আগামী 6 মার্চ তিনি ফের বঙ্গ সফরে আসছেন ৷ দক্ষিণবঙ্গে গেরুয়া শিবিরকে চাঙ্গা করার পর এবার তিনি উত্তরবঙ্গেও যাবেন বলে খবর ৷ শনিবার জলপাইগুড়ি জেলা বিজেপির তরফে তেমনই জানানো হয়েছে ৷

এ দিন জলপাইগুড়িতে সাংবাদিক সম্মেলন করে বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপী গোস্বামী জানান, জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে বিজেপির জনসভায় যোগ দিতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আগামী 9 থেকে 11 মার্চের মধ্যে প্রধানমন্ত্রীর প্রকাশ্য জনসভা হতে চলেছে জলপাইগুড়ি ও শিলিগুড়ির মাঝামাঝি জায়গায় । আজ (শনিবার) ও আগামিকালের (রবিবার) মধ্যেই সভাস্থল চিহ্নিত করা হবে । তবে জলপাইগুড়ি সাংগঠনিক জেলার মধ্যেই নরেন্দ্র মোদির সভা করার চেষ্টা করা হচ্ছে ।

বাপী গোস্বামী বলেন, ‘‘আমাদের কেন্দ্রীয় সরকারের যত প্রকল্পে যত মানুষ লাভবান হয়েছেন, তাঁদের নিয়ে সম্মেলন হবে । আমরা হিন্দি-বাংলা-নেপালি ভাষায় কেন্দ্রীয় প্রকল্পের ও লোকসভার সাংসদের হাত ধরে যত প্রকল্প হয়েছে, তা পুস্তিকা আকারে নিয়ে বাড়ি বাড়ি যাব । সামনে লোকসভা নির্বাচন ৷ তাই সাধারণ মানুষের কাছে কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলো তুলে ধরা হবে ।’’

তিনি আরও বলেন, ‘‘যত কেন্দ্রীয় প্রকল্প রাজ্য সরকার বঞ্চিত করেছে । আয়ুষ্মান ভারত প্রকল্পের মতো প্রকল্পগুলোকে কার্যকর করতে দেয়নি । 100 দিনের টাকা কেন সাধারণ মানুষ পাচ্ছেন না, তা আমরা প্রকাশ্যে আনব । ভুয়ো জব কার্ডের মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে তৃণমূল, তা প্রকাশ্যে আনব । আমরা আশাবাদী এবারও তৃণমূল কংগ্রেসকে হারিয়ে জিতব ।’’

অন্যদিকে বিজেপি বিধায়ক সৌমেন রায় জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের প্রার্থী হতে পারেন বলে নানা মহলে জল্পনা ছড়িয়েছে । এই প্রসঙ্গে বাপী গোস্বামী জানান, দলবদলু বিধায়ককে নিয়ে তাঁরা ভাবিত নন । তাঁদের জলপাইগুড়িতে কোনও স্থান নেই । যখন 2021 সালে বিজেপি ক্ষমতায় আসতে পারল না, সেই সময় বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন সৌমেন রায় । যখন বিজেপি কর্মীরা মার খাচ্ছে, বাড়ি ছাড়া ঠিক তখন সৌমেন রায় তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন । খারাপ সময়ে তিনি বিজেপির সঙ্গে থাকলেন না । আবার বিজেপিতে যোগ দিলেন ।

বাপী গোস্বামী বলেন, ‘‘তাঁকে নিয়ে আমরা চিন্তিত না । ভাবিত নই । তিনি আমার জেলায় বিধায়ক নন । দলবদলু নেতাদের জলপাইগুড়িতে কোনও স্থান নেই । আমার জেলার লোক নন । দুর্দিনের সময় তিনি দিদিভাই-এর কোলে গিয়ে বসেছিলেন ৷’’

আরও পড়ুন:

  1. মোদির টার্গেট 42, মতুয়াগড়ে সিএএ নিয়ে চুপ প্রধানমন্ত্রী
  2. 'স্বাধীনতার পর থেকে বঙ্গে উন্নয়ন হয়নি', কৃষ্ণনগরে সরকারি প্রকল্পের উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী
  3. 'যে বাচ্চা জন্মায়নি তার নামেও জবকার্ড', 100 দিনের কাজে তৃণমূলকে বিঁধলেন মোদি
Last Updated : Mar 2, 2024, 2:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.