ETV Bharat / politics

বাংলায় অনুপ্রবেশকে বৈধতা দিতে চাইছেন মমতা, অভিযোগ বিজেপির - BJP Slams Mamata - BJP SLAMS MAMATA

BJP Slams Mamata: রবিবার কলকাতায় তৃণমূলের কর্মসূচি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে বাংলাদেশের নাগরিকরা প্রয়োজন পড়লে পশ্চিমবঙ্গে এসে আশ্রয় নিতে পারেন ৷ এই নিয়ে মমতার বিরুদ্ধে সোমবার সরব হয়েছে বিজেপি ৷ তাদের অভিযোগ, এই মন্তব্য করে বাংলায় অনুপ্রবেশকে বৈধতা দিতে চাইছেন মমতা ৷

MAMATA BANERJEE
মমতা বন্দ্যোপাধ্যায় (ফাইল ছবি)
author img

By PTI

Published : Jul 22, 2024, 4:19 PM IST

নয়াদিল্লি, 22 জুলাই: অনুপ্রবেশকে বৈধতা দিতে চাইছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সোমবার এই অভিযোগ তুলেছে বিজেপি ৷ বাংলাদেশে হিংসাত্মক পরিস্থিতির জেরে যাঁরা সমস্যায় পড়েছেন, তাঁদের বাংলায় ঠাঁই দেওয়ার যে কথা মমতা রবিবার বলেছিলেন, তার প্রেক্ষিতেই এই অভিযোগ তুলেছে গেরুয়া শিবির ৷

উল্লেখ্য, বাংলাদেশের বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে রবিবার মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছিলেন যে প্রতিবেশী দেশে যাঁরা সমস্যায় পড়েছেন, তাঁদের জন্য পশ্চিমবঙ্গের দরজা খোলা ৷ তিনি সমস্যায় পড়া বাংলাদেশিদের এই রাজ্যে আশ্রয় দেওয়ার কথাও বলেন ৷ সোমবার বিজেপি নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ এই নিয়ে সরব হয়েছেন ৷

এই নিয়ে রবিশঙ্কর প্রসাদের বক্তব্য, এই ধরনের বিষয়গুলি সম্পূর্ণরূপে ভারত সরকারের অধীনে রয়েছে ৷ তিনি 1971 সালের যুদ্ধের কথাও স্মরণ করেন ৷ জানান, 1971 সালের যুদ্ধের পরে বাংলাদেশিদের এদেশে আশ্রয় দেওয়ার আহ্বান জানিয়েছিল তৎকালীন কেন্দ্রীয় সরকার ।

এই প্রসঙ্গে তিনি সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ-র প্রসঙ্গ তুলেছেন ৷ তাঁর দাবি, প্রতিবেশী দেশে ধর্মীয় সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়ার আপত্তি তোলে তৃণমূল কংগ্রেস ৷ অথচ অনুপ্রবেশকারীদের সাহায্য করতে চায় তারা ৷ পশ্চিমবঙ্গের জনবিন্যাস পরিবর্তন করতেই এটা করছে তৃণমূল ৷ সেই কারণেই বাংলায় সংখ্যালঘুদের সংখ্যা বাড়ছে বলেও তিনি অভিযোগ করেন ৷

রবিশঙ্কর প্রসাদের আরও দাবি, এমনকি বাংলাদেশ থেকে আসা লোকজনের কারণে কলকাতার জনসংখ্যাও পরিবর্তিত হচ্ছে এবং জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত মামলার অনেক আসামি বাংলায় আশ্রয় খুঁজে পাচ্ছে ৷ অন্যদিকে জাতীয়তাবাদের পক্ষে দাঁড়ানোয় বাংলায় আক্রান্ত হচ্ছেন বিজেপি ও আরএসএস কর্মীরা ৷

পাশাপাশি তিনি মমতার আরও একটি মন্তব্যেরও সমালোচনা করেছেন ৷ রবিবার কলকাতার ধর্মতলায় তৃণমূলের শহিদ স্মরণ সমাবেশ থেকে মমতা জানিয়েছিলেন যে তিনি চান বাংলা ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুক । এই নিয়ে মন্তব্য নিয়েই প্রশ্ন তুলেছেন রবিশঙ্কর প্রসাদ ৷ তিনি জানতে চান, বাংলা তো ভারতেরই অংশ ৷ তাহলে কেন এই মন্তব্য করলেন মমতা ? এই নিয়ে মমতাকে হুঁশিয়ারিও দিয়েছেন মোদির দলের এই বর্ষীয়ান নেতা ৷ তিনি জানিয়েছেন, ভারতের ঐক্য ও অখণ্ডতাকে দুর্বল করার যে কোনও প্রচেষ্টাকে বরদাস্ত করা হবে না ৷

নয়াদিল্লি, 22 জুলাই: অনুপ্রবেশকে বৈধতা দিতে চাইছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সোমবার এই অভিযোগ তুলেছে বিজেপি ৷ বাংলাদেশে হিংসাত্মক পরিস্থিতির জেরে যাঁরা সমস্যায় পড়েছেন, তাঁদের বাংলায় ঠাঁই দেওয়ার যে কথা মমতা রবিবার বলেছিলেন, তার প্রেক্ষিতেই এই অভিযোগ তুলেছে গেরুয়া শিবির ৷

উল্লেখ্য, বাংলাদেশের বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে রবিবার মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছিলেন যে প্রতিবেশী দেশে যাঁরা সমস্যায় পড়েছেন, তাঁদের জন্য পশ্চিমবঙ্গের দরজা খোলা ৷ তিনি সমস্যায় পড়া বাংলাদেশিদের এই রাজ্যে আশ্রয় দেওয়ার কথাও বলেন ৷ সোমবার বিজেপি নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ এই নিয়ে সরব হয়েছেন ৷

এই নিয়ে রবিশঙ্কর প্রসাদের বক্তব্য, এই ধরনের বিষয়গুলি সম্পূর্ণরূপে ভারত সরকারের অধীনে রয়েছে ৷ তিনি 1971 সালের যুদ্ধের কথাও স্মরণ করেন ৷ জানান, 1971 সালের যুদ্ধের পরে বাংলাদেশিদের এদেশে আশ্রয় দেওয়ার আহ্বান জানিয়েছিল তৎকালীন কেন্দ্রীয় সরকার ।

এই প্রসঙ্গে তিনি সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ-র প্রসঙ্গ তুলেছেন ৷ তাঁর দাবি, প্রতিবেশী দেশে ধর্মীয় সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়ার আপত্তি তোলে তৃণমূল কংগ্রেস ৷ অথচ অনুপ্রবেশকারীদের সাহায্য করতে চায় তারা ৷ পশ্চিমবঙ্গের জনবিন্যাস পরিবর্তন করতেই এটা করছে তৃণমূল ৷ সেই কারণেই বাংলায় সংখ্যালঘুদের সংখ্যা বাড়ছে বলেও তিনি অভিযোগ করেন ৷

রবিশঙ্কর প্রসাদের আরও দাবি, এমনকি বাংলাদেশ থেকে আসা লোকজনের কারণে কলকাতার জনসংখ্যাও পরিবর্তিত হচ্ছে এবং জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত মামলার অনেক আসামি বাংলায় আশ্রয় খুঁজে পাচ্ছে ৷ অন্যদিকে জাতীয়তাবাদের পক্ষে দাঁড়ানোয় বাংলায় আক্রান্ত হচ্ছেন বিজেপি ও আরএসএস কর্মীরা ৷

পাশাপাশি তিনি মমতার আরও একটি মন্তব্যেরও সমালোচনা করেছেন ৷ রবিবার কলকাতার ধর্মতলায় তৃণমূলের শহিদ স্মরণ সমাবেশ থেকে মমতা জানিয়েছিলেন যে তিনি চান বাংলা ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুক । এই নিয়ে মন্তব্য নিয়েই প্রশ্ন তুলেছেন রবিশঙ্কর প্রসাদ ৷ তিনি জানতে চান, বাংলা তো ভারতেরই অংশ ৷ তাহলে কেন এই মন্তব্য করলেন মমতা ? এই নিয়ে মমতাকে হুঁশিয়ারিও দিয়েছেন মোদির দলের এই বর্ষীয়ান নেতা ৷ তিনি জানিয়েছেন, ভারতের ঐক্য ও অখণ্ডতাকে দুর্বল করার যে কোনও প্রচেষ্টাকে বরদাস্ত করা হবে না ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.