ETV Bharat / politics

বিজেপির দ্বিতীয় তালিকায় আরও 72 প্রার্থী, আছেন গড়করি-খাট্টার-অনুরাগ-গোয়েলের মতো হেভিওয়েটরা - BJP second candidate list released

BJP second candidate list released: দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি ৷ এই তালিকায় আছে আরও 72 প্রার্থীর নাম ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 13, 2024, 7:39 PM IST

Updated : Mar 13, 2024, 8:02 PM IST

নয়াদিল্লি, 13 মার্চ: লোকসভা নির্বাচনের জন্য দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি ৷ এই তালিকায় আরও 72 জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে ৷ এই তালিকায় রয়েছে অনুরাগ ঠাকুর, মনোহর লাল খট্টর, পীযূষ গোয়েল এবং নীতিন গড়করির মতো দলের শীর্ষ স্থানীয় নেতাদের নাম ৷

হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর কারনাল থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন । কেন্দ্রীয় ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী অনুরাগ ঠাকুর লড়ছেন হিমাচল প্রদেশের হামিরপুর থেকে ৷ কেন্দ্রের অপর দুই মন্ত্রী নীতিন গড়করি ও পীযূষ গোয়েল যথাক্রমে নাগপুর ও মুম্বই উত্তর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন ।

কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোমাই হাভেরি থেকে, কর্ণাটকে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশি ধারওয়াড় থেকে এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার ছেলে বিওয়াই রাঘবেন্দ্র শিমোগা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন । বিজেপির যুব শাখার প্রধান তেজস্বী সূর্য বেঙ্গালুরু দক্ষিণ থেকে, সিরসা থেকে অশোক তানওয়ার, আম্বালা থেকে বান্টো কাটারিয়া, ভিওয়ানি-মহেন্দ্রগড় থেকে ধর্মবীর সিং, গুরুগ্রাম থেকে রাও ইন্দ্রজিৎ সিং যাদব এবং ফরিদাবাদ থেকে কৃষাণ পাল গুর্জর নির্বাচনে লড়বেন ৷

বিজেপির মুখপাত্র এবং রাজ্যসভার সদস্য অনিল বালুনিকে উত্তরাখণ্ডের গাড়ওয়াল থেকে প্রার্থী করা হয়েছে । দিল্লিতে বিজেপি দুটি নতুন প্রার্থী দিয়েছে - পূর্ব দিল্লি থেকে লড়বেন হর্ষ মালহোত্রা এবং উত্তর পশ্চিম দিল্লি থেকে যোগেন্দ্র চান্দোলিয়া ৷

প্রাক্তন মহীশূর রাজপরিবারের যদুবীর কৃষ্ণদত্ত ওয়াড়িয়ার মহীশূর আসনে বিজেপি প্রার্থী হিসাবে প্রতাপ সিমহার স্থলাভিষিক্ত হয়েছেন । মহারাষ্ট্রের মন্ত্রী সুধীর মুনগানতিওয়ার চন্দ্রপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন ।

মুরলীধর মোহল পুনে থেকে এবং ড. সুজয় রাধাকৃষ্ণ ভিখে পাতিল আহমেদনগর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন । প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী গোপীনাথ মুণ্ডের মেয়ে পঙ্কঞ্জা মুণ্ডে মহারাষ্ট্রের বিদ থেকে লোকসভা ভোটে লড়বেন ।

চলতি মাসের শুরুর দিকে বিজেপি লোকসভা নির্বাচনের জন্য 190 জনেরও বেশি প্রার্থীর প্রথম তালিকা ঘোষণা করেছিল ।

আরও পড়ুন:

  1. তৃণমূলের 'চোখ উপড়ে' নেওয়ার হুমকি সৌমিত্রের, কটাক্ষ সুজাতার
  2. বাম তকমা গায়ে মেখে সংখ্যালঘু মহল্লায় প্রচার বিজেপি প্রার্থী খগেন মুর্মুর
  3. তহবিলের অধিকাংশ অর্থ খরচই হয়নি, একনজরে রাজু বিস্তার কাজের খতিয়ান

নয়াদিল্লি, 13 মার্চ: লোকসভা নির্বাচনের জন্য দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি ৷ এই তালিকায় আরও 72 জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে ৷ এই তালিকায় রয়েছে অনুরাগ ঠাকুর, মনোহর লাল খট্টর, পীযূষ গোয়েল এবং নীতিন গড়করির মতো দলের শীর্ষ স্থানীয় নেতাদের নাম ৷

হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর কারনাল থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন । কেন্দ্রীয় ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী অনুরাগ ঠাকুর লড়ছেন হিমাচল প্রদেশের হামিরপুর থেকে ৷ কেন্দ্রের অপর দুই মন্ত্রী নীতিন গড়করি ও পীযূষ গোয়েল যথাক্রমে নাগপুর ও মুম্বই উত্তর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন ।

কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোমাই হাভেরি থেকে, কর্ণাটকে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশি ধারওয়াড় থেকে এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার ছেলে বিওয়াই রাঘবেন্দ্র শিমোগা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন । বিজেপির যুব শাখার প্রধান তেজস্বী সূর্য বেঙ্গালুরু দক্ষিণ থেকে, সিরসা থেকে অশোক তানওয়ার, আম্বালা থেকে বান্টো কাটারিয়া, ভিওয়ানি-মহেন্দ্রগড় থেকে ধর্মবীর সিং, গুরুগ্রাম থেকে রাও ইন্দ্রজিৎ সিং যাদব এবং ফরিদাবাদ থেকে কৃষাণ পাল গুর্জর নির্বাচনে লড়বেন ৷

বিজেপির মুখপাত্র এবং রাজ্যসভার সদস্য অনিল বালুনিকে উত্তরাখণ্ডের গাড়ওয়াল থেকে প্রার্থী করা হয়েছে । দিল্লিতে বিজেপি দুটি নতুন প্রার্থী দিয়েছে - পূর্ব দিল্লি থেকে লড়বেন হর্ষ মালহোত্রা এবং উত্তর পশ্চিম দিল্লি থেকে যোগেন্দ্র চান্দোলিয়া ৷

প্রাক্তন মহীশূর রাজপরিবারের যদুবীর কৃষ্ণদত্ত ওয়াড়িয়ার মহীশূর আসনে বিজেপি প্রার্থী হিসাবে প্রতাপ সিমহার স্থলাভিষিক্ত হয়েছেন । মহারাষ্ট্রের মন্ত্রী সুধীর মুনগানতিওয়ার চন্দ্রপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন ।

মুরলীধর মোহল পুনে থেকে এবং ড. সুজয় রাধাকৃষ্ণ ভিখে পাতিল আহমেদনগর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন । প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী গোপীনাথ মুণ্ডের মেয়ে পঙ্কঞ্জা মুণ্ডে মহারাষ্ট্রের বিদ থেকে লোকসভা ভোটে লড়বেন ।

চলতি মাসের শুরুর দিকে বিজেপি লোকসভা নির্বাচনের জন্য 190 জনেরও বেশি প্রার্থীর প্রথম তালিকা ঘোষণা করেছিল ।

আরও পড়ুন:

  1. তৃণমূলের 'চোখ উপড়ে' নেওয়ার হুমকি সৌমিত্রের, কটাক্ষ সুজাতার
  2. বাম তকমা গায়ে মেখে সংখ্যালঘু মহল্লায় প্রচার বিজেপি প্রার্থী খগেন মুর্মুর
  3. তহবিলের অধিকাংশ অর্থ খরচই হয়নি, একনজরে রাজু বিস্তার কাজের খতিয়ান
Last Updated : Mar 13, 2024, 8:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.