নয়াদিল্লি, 13 মার্চ: লোকসভা নির্বাচনের জন্য দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি ৷ এই তালিকায় আরও 72 জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে ৷ এই তালিকায় রয়েছে অনুরাগ ঠাকুর, মনোহর লাল খট্টর, পীযূষ গোয়েল এবং নীতিন গড়করির মতো দলের শীর্ষ স্থানীয় নেতাদের নাম ৷
হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর কারনাল থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন । কেন্দ্রীয় ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী অনুরাগ ঠাকুর লড়ছেন হিমাচল প্রদেশের হামিরপুর থেকে ৷ কেন্দ্রের অপর দুই মন্ত্রী নীতিন গড়করি ও পীযূষ গোয়েল যথাক্রমে নাগপুর ও মুম্বই উত্তর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন ।
কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোমাই হাভেরি থেকে, কর্ণাটকে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশি ধারওয়াড় থেকে এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার ছেলে বিওয়াই রাঘবেন্দ্র শিমোগা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন । বিজেপির যুব শাখার প্রধান তেজস্বী সূর্য বেঙ্গালুরু দক্ষিণ থেকে, সিরসা থেকে অশোক তানওয়ার, আম্বালা থেকে বান্টো কাটারিয়া, ভিওয়ানি-মহেন্দ্রগড় থেকে ধর্মবীর সিং, গুরুগ্রাম থেকে রাও ইন্দ্রজিৎ সিং যাদব এবং ফরিদাবাদ থেকে কৃষাণ পাল গুর্জর নির্বাচনে লড়বেন ৷
বিজেপির মুখপাত্র এবং রাজ্যসভার সদস্য অনিল বালুনিকে উত্তরাখণ্ডের গাড়ওয়াল থেকে প্রার্থী করা হয়েছে । দিল্লিতে বিজেপি দুটি নতুন প্রার্থী দিয়েছে - পূর্ব দিল্লি থেকে লড়বেন হর্ষ মালহোত্রা এবং উত্তর পশ্চিম দিল্লি থেকে যোগেন্দ্র চান্দোলিয়া ৷
প্রাক্তন মহীশূর রাজপরিবারের যদুবীর কৃষ্ণদত্ত ওয়াড়িয়ার মহীশূর আসনে বিজেপি প্রার্থী হিসাবে প্রতাপ সিমহার স্থলাভিষিক্ত হয়েছেন । মহারাষ্ট্রের মন্ত্রী সুধীর মুনগানতিওয়ার চন্দ্রপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন ।
মুরলীধর মোহল পুনে থেকে এবং ড. সুজয় রাধাকৃষ্ণ ভিখে পাতিল আহমেদনগর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন । প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী গোপীনাথ মুণ্ডের মেয়ে পঙ্কঞ্জা মুণ্ডে মহারাষ্ট্রের বিদ থেকে লোকসভা ভোটে লড়বেন ।
চলতি মাসের শুরুর দিকে বিজেপি লোকসভা নির্বাচনের জন্য 190 জনেরও বেশি প্রার্থীর প্রথম তালিকা ঘোষণা করেছিল ।
আরও পড়ুন: