ETV Bharat / politics

শিলিগুড়িতে প্রধানমন্ত্রীর সভা, সভাস্থল পরিদর্শনে জেলা নেতৃত্ব - নরেন্দ্র মোদি

PM Modi meeting at Siliguri: শিলিগুড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা রয়েছে আগামী 9 মার্চ ৷ তার আগে আজ সভাস্থল পরিদর্শন করল জেলা নেতৃত্ব ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 4, 2024, 7:29 PM IST

প্রধানমন্ত্রীর সভাস্থল পরিদর্শনে বিজেপি

দার্জিলিং, 4 মার্চ: আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরবঙ্গকে পাখির চোখ করেছে বিজেপি । আর উত্তরের গড় সামলাতে জনসভা করতে আসছেন স্বয়ং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তাঁর সফর ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে জেলা বিজেপি ৷ সোমবার কাওয়াখালির ময়দান সরেজমিনে পরিদর্শন করলেন গেরুয়া শিবিরের জেলার নেতারা ৷ লোকসভা নির্বাচনে জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী তাঁরা ৷ তবে প্রার্থী নিয়ে নানা জল্পনা চললেও এখনই এ নিয়ে তাঁরা কোনও মন্তব্য করতে চাননি ৷

আগামী 9 মার্চ শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়া ব্লকের কাওয়াখালি ময়দানে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তার আগে আজ, সোমবার দুপুরে জনসভার মাঠ পরিদর্শন করলেন বিজেপির জেলা সভাপতি-সহ শিলিগুড়ি সাংগঠনিক জেলার নেতৃত্বরা । উপস্থিত ছিলেন জেলা সভাপতি অরুণ মণ্ডল, প্রবীণ আগরওয়াল, সম্পাদক রাজু সাহা-সহ অন্যান্যরা ।

জানা গিয়েছে, ওই দিন বিকেলে জনসভায় পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সেদিনই বাগডোগরা বিমানবন্দরের টার্মিনাল বিল্ডিংয়ের শিলান্যাস করবেন তিনি । তারপর ওই জনসভা করার কথা রয়েছে তাঁর । এই জনসভায় প্রচুর বিজেপি কর্মী-সমর্থকদের জমায়েত হবে বলে আশাবাদী জেলা বিজেপি ৷

বিজেপির জেলা সভাপতি অরুণ মণ্ডল বলেন, "উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এই জনসভা থেকে জলপাইগুড়ি এবং শিলিগুড়ির মানুষের উদ্দেশে বার্তা দেবেন তিনি । আমাদের লক্ষ্য, প্রতিটি আসনে বিজেপির জয় ৷ এটাই আমাদের মূল টার্গেট । কে প্রার্থী হবেন আর কে হবেন না, তা দল ঠিক করবে । আমাদের দল ব্যক্তিকেন্দ্রিক নয়, এখানে প্রতীকই শেষ কথা ৷"

আরও পড়ুন:

  1. লালুকে পালটা জবাব দিতে সোশাল মিডিয়ায় নামের পাশে ‘মোদি কা পরিবার’ জুড়লেন শাহ-নাড্ডারা
  2. বারাসতে সভার আগে মঙ্গলের রাতেই কলকাতায় মোদি, থাকবেন রাজভবনে
  3. 'দেশ গঠনে দান করুন', দলকে 2000 টাকা দিয়ে নাগরিকদের কাছে আর্জি মোদির

প্রধানমন্ত্রীর সভাস্থল পরিদর্শনে বিজেপি

দার্জিলিং, 4 মার্চ: আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরবঙ্গকে পাখির চোখ করেছে বিজেপি । আর উত্তরের গড় সামলাতে জনসভা করতে আসছেন স্বয়ং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তাঁর সফর ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে জেলা বিজেপি ৷ সোমবার কাওয়াখালির ময়দান সরেজমিনে পরিদর্শন করলেন গেরুয়া শিবিরের জেলার নেতারা ৷ লোকসভা নির্বাচনে জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী তাঁরা ৷ তবে প্রার্থী নিয়ে নানা জল্পনা চললেও এখনই এ নিয়ে তাঁরা কোনও মন্তব্য করতে চাননি ৷

আগামী 9 মার্চ শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়া ব্লকের কাওয়াখালি ময়দানে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তার আগে আজ, সোমবার দুপুরে জনসভার মাঠ পরিদর্শন করলেন বিজেপির জেলা সভাপতি-সহ শিলিগুড়ি সাংগঠনিক জেলার নেতৃত্বরা । উপস্থিত ছিলেন জেলা সভাপতি অরুণ মণ্ডল, প্রবীণ আগরওয়াল, সম্পাদক রাজু সাহা-সহ অন্যান্যরা ।

জানা গিয়েছে, ওই দিন বিকেলে জনসভায় পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সেদিনই বাগডোগরা বিমানবন্দরের টার্মিনাল বিল্ডিংয়ের শিলান্যাস করবেন তিনি । তারপর ওই জনসভা করার কথা রয়েছে তাঁর । এই জনসভায় প্রচুর বিজেপি কর্মী-সমর্থকদের জমায়েত হবে বলে আশাবাদী জেলা বিজেপি ৷

বিজেপির জেলা সভাপতি অরুণ মণ্ডল বলেন, "উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এই জনসভা থেকে জলপাইগুড়ি এবং শিলিগুড়ির মানুষের উদ্দেশে বার্তা দেবেন তিনি । আমাদের লক্ষ্য, প্রতিটি আসনে বিজেপির জয় ৷ এটাই আমাদের মূল টার্গেট । কে প্রার্থী হবেন আর কে হবেন না, তা দল ঠিক করবে । আমাদের দল ব্যক্তিকেন্দ্রিক নয়, এখানে প্রতীকই শেষ কথা ৷"

আরও পড়ুন:

  1. লালুকে পালটা জবাব দিতে সোশাল মিডিয়ায় নামের পাশে ‘মোদি কা পরিবার’ জুড়লেন শাহ-নাড্ডারা
  2. বারাসতে সভার আগে মঙ্গলের রাতেই কলকাতায় মোদি, থাকবেন রাজভবনে
  3. 'দেশ গঠনে দান করুন', দলকে 2000 টাকা দিয়ে নাগরিকদের কাছে আর্জি মোদির
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.