ETV Bharat / politics

'পাবলিক তাড়া করে জামা কাপড় খুলে নেবে', ঘেরাও ইস্যুতে কুণালকে হুঁশিয়ারি দিলীপের - Dilip warns Kunal - DILIP WARNS KUNAL

Dilip Slams Kunal: ফের বেফাঁস মন্তব্য বিজেপি নেতা দিলীপ ঘোষের ৷ বিজেপির নেতা-কর্মীদের ঘেরাও করার নিদানের পালটা কুণাল ঘোষকে হুঁশিয়ারি দিলেন তিনি ৷ দেবের বিরুদ্ধেও এদিন সরব হন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী ৷

BJP leader Dilip Ghosh
BJP leader Dilip Ghosh
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 8, 2024, 4:18 PM IST

কুণালকে হুঁশিয়ারি দিলীপের

দুর্গাপুর, 8 এপ্রিল: এলাকায় বিজেপির লুটেরা গেলে ঘেরাও করে রাখার নিদান দিয়েছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ ৷ তাঁকে পালটা হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ ৷ তিনি বলেন, "দম থাকলে দিলীপ ঘোষকে ঘেরাও করে দেখাক না কুণাল ঘোষ । পাবলিক এমন তাড়া করে মারবে, জামা কাপড় খুলে নেবে। ভেবেচিন্তে কথা বলেন যেন। সেই দিনকাল পালটে গিয়েছে। কেমন দৌড় করিয়েছিল দু'মাস আটকে রেখেও শাহজাহানকে বাঁচাতে পারেনি । আবার এখানে ওখানে শাহজাহান ঘুরে বেড়াচ্ছে ৷ হয় ইডি-সিবিআই খুঁজবে, না হলে জনতা খুঁজবে।"

ভূপতিনগরে এআইএ অভিযান নিয়েও তৃণমূলকে নিশানা করেন ৷ তিনি বলেন, "মধ্যরাতে হোক বা শেষ রাতে, যখন দরকার পড়বে চোরেদের বাড়িতে ইডি, সিবিআই, এনআইএ যাবে ৷ যারা রাষ্ট্রদ্রোহী, যারা দেশে বোমা বন্দুকের কারখানা করছে, মানুষ মারছে, তাদের মাটির তলা থেকে বের করে আনবে কেন্দ্রীয় সরকার। যদি পুলওয়ামায় হতে পারে, বালাকোট হতে পারে, তাহলে এখানেও আরও বড় সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে ৷ কেউ বাঁচবে না। উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) যেসব ডাকাতদের পুষে রেখেছেন একেকটাকে বের করে সাজা দেওয়া হবে । আর যারা (তৃণমূল নেতা) লাফাচ্ছিলেন তাঁরা ভোট দিতে পারবেন না ৷ জেলের ভেতরেই ঢুকে থাকবেন ।"

বিজেপির লুটেরা এলাকায় গেলে গণ প্রতিরোধ করারও ডাক দিয়েছে তৃণমূল। এই বিষয়ে দিলীপ ঘোষের বক্তব্য, "ডাকই দেবে কিন্তু কেউ প্রতিরোধে বেরোচ্ছে না। মুরগির বাচ্চার মতো যখন এক একটাকে তুলে নিয়ে যাচ্ছে তখন মহিলাদের সামনে করে দিচ্ছেন । যখন ফোর্স যাবে সামনে তখন বুঝতে পারবেন ।"

ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বিদায়ী সাংসদ দেবকে কটাক্ষ করেন এই বিজেপি নেতা ৷ তিনি বলেন, "দেব পার্ট টাইম পলিটিসিয়ান, ফুল টাইম অ্যাক্টর । আপনি বাংলা সিনেমাকে বাঁচান, আমরা বাংলাকে বাঁচিয়ে নেব।" সংখ্যালঘু ভোট নিয়ে দিলীপের বক্তব্য, "বিজেপি সংখ্যালঘুদের ভোট নিয়ে চিন্তিত নয়, সংখ্যালঘুদের নিয়ে চিন্তিত।"

মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলকে নিয়েও মন্তব্য করেন দিলীপ ঘোষ ৷ তিনি বলেন, "অগ্নিমিত্রা পল মেদিনীপুরে নতুন গিয়েছেন তাই সব কর্মীদের সঙ্গে হয়তো পরিচিত নন, তবে নির্বাচনের অনেক সময় আছে। প্রচার-জনসভার থেকে জনসংযোগে জোর দিক। শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার-সহ কেন্দ্রীয় নেতারাও আসবেন প্রচারে।"

আরও পড়ুন:

  1. দিলীপকে 'গো-ব্যাক' স্লোগান, দুর্গাপুরে হাতাহাতি তৃণমূল-বিজেপি সমর্থকদের
  2. দাদাগিরি শুরু করিনি, কীভাবে শায়েস্তা করতে হয় জানি; হুঁশিয়ারি দিলীপের
  3. 'সেলিমের ওকালতি না-করে নিজের ঘর সামলান', অধীরকে পরামর্শ দিলীপের

কুণালকে হুঁশিয়ারি দিলীপের

দুর্গাপুর, 8 এপ্রিল: এলাকায় বিজেপির লুটেরা গেলে ঘেরাও করে রাখার নিদান দিয়েছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ ৷ তাঁকে পালটা হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ ৷ তিনি বলেন, "দম থাকলে দিলীপ ঘোষকে ঘেরাও করে দেখাক না কুণাল ঘোষ । পাবলিক এমন তাড়া করে মারবে, জামা কাপড় খুলে নেবে। ভেবেচিন্তে কথা বলেন যেন। সেই দিনকাল পালটে গিয়েছে। কেমন দৌড় করিয়েছিল দু'মাস আটকে রেখেও শাহজাহানকে বাঁচাতে পারেনি । আবার এখানে ওখানে শাহজাহান ঘুরে বেড়াচ্ছে ৷ হয় ইডি-সিবিআই খুঁজবে, না হলে জনতা খুঁজবে।"

ভূপতিনগরে এআইএ অভিযান নিয়েও তৃণমূলকে নিশানা করেন ৷ তিনি বলেন, "মধ্যরাতে হোক বা শেষ রাতে, যখন দরকার পড়বে চোরেদের বাড়িতে ইডি, সিবিআই, এনআইএ যাবে ৷ যারা রাষ্ট্রদ্রোহী, যারা দেশে বোমা বন্দুকের কারখানা করছে, মানুষ মারছে, তাদের মাটির তলা থেকে বের করে আনবে কেন্দ্রীয় সরকার। যদি পুলওয়ামায় হতে পারে, বালাকোট হতে পারে, তাহলে এখানেও আরও বড় সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে ৷ কেউ বাঁচবে না। উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) যেসব ডাকাতদের পুষে রেখেছেন একেকটাকে বের করে সাজা দেওয়া হবে । আর যারা (তৃণমূল নেতা) লাফাচ্ছিলেন তাঁরা ভোট দিতে পারবেন না ৷ জেলের ভেতরেই ঢুকে থাকবেন ।"

বিজেপির লুটেরা এলাকায় গেলে গণ প্রতিরোধ করারও ডাক দিয়েছে তৃণমূল। এই বিষয়ে দিলীপ ঘোষের বক্তব্য, "ডাকই দেবে কিন্তু কেউ প্রতিরোধে বেরোচ্ছে না। মুরগির বাচ্চার মতো যখন এক একটাকে তুলে নিয়ে যাচ্ছে তখন মহিলাদের সামনে করে দিচ্ছেন । যখন ফোর্স যাবে সামনে তখন বুঝতে পারবেন ।"

ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বিদায়ী সাংসদ দেবকে কটাক্ষ করেন এই বিজেপি নেতা ৷ তিনি বলেন, "দেব পার্ট টাইম পলিটিসিয়ান, ফুল টাইম অ্যাক্টর । আপনি বাংলা সিনেমাকে বাঁচান, আমরা বাংলাকে বাঁচিয়ে নেব।" সংখ্যালঘু ভোট নিয়ে দিলীপের বক্তব্য, "বিজেপি সংখ্যালঘুদের ভোট নিয়ে চিন্তিত নয়, সংখ্যালঘুদের নিয়ে চিন্তিত।"

মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলকে নিয়েও মন্তব্য করেন দিলীপ ঘোষ ৷ তিনি বলেন, "অগ্নিমিত্রা পল মেদিনীপুরে নতুন গিয়েছেন তাই সব কর্মীদের সঙ্গে হয়তো পরিচিত নন, তবে নির্বাচনের অনেক সময় আছে। প্রচার-জনসভার থেকে জনসংযোগে জোর দিক। শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার-সহ কেন্দ্রীয় নেতারাও আসবেন প্রচারে।"

আরও পড়ুন:

  1. দিলীপকে 'গো-ব্যাক' স্লোগান, দুর্গাপুরে হাতাহাতি তৃণমূল-বিজেপি সমর্থকদের
  2. দাদাগিরি শুরু করিনি, কীভাবে শায়েস্তা করতে হয় জানি; হুঁশিয়ারি দিলীপের
  3. 'সেলিমের ওকালতি না-করে নিজের ঘর সামলান', অধীরকে পরামর্শ দিলীপের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.