ETV Bharat / politics

'ভয়ে নার্ভ কাঁপছে তাই পড়ে গিয়ে কারও কপাল ফাটছে', সিএএ নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ শান্তনুর - Shantanu Thakur slams Mamata

Shantanu Thakur slams Mamata Banerjee: দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করেন বনগাঁ লোকসভার বিজেপির প্রার্থী শান্তনু ঠাকুর। সেখানেই নাম না করে মমতাকে কটাক্ষ করেন বিজেপি প্রার্থী ৷ একই সঙ্গে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি ভুল প্রমান করতে নিজে নাগরিকত্বের জন্য আবেদন করবেন বলেও জানিয়েছেন শান্তনু।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 16, 2024, 9:32 AM IST

বাগদা, 16 মার্চ: পড়ে গিয়ে মুখ্যমন্ত্রীর মাথায় চোট নিয়ে এবার কটাক্ষ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের গলায়। তাঁর দাবি, মতুয়া এবং উদ্বাস্তুদের দলদাস করে রাখতে চায় তৃণমূল। আর তার সমাপ্তি ঘটায় ভয়ে নার্ভ কাঁপছে। যার ফলে পড়ে গিয়ে মাথায় চোট লেগেছে মুখ্যমন্ত্রীর। সেই সঙ্গে, সিএএ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি ভুল প্রমান করতে নিজে নাগরিকত্বের জন্য আবেদন করবেন বলেও জানিয়েছেন শান্তনু।

শুক্রবার বাগদায় এক বেসরকারি স্কুলে দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করেন বনগাঁ লোকসভার বিজেপির প্রার্থী শান্তনু ঠাকুর। কর্মীসভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শান্তনু ঠাকুর বলেন, "তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছেন। আমি আবারও বলছি কোনও কাগজপত্র না থাকলে কোনও সামাজিক সংগঠনের কাগজ দিয়ে নাগরিকত্বের জন্য আবেদন করা যাবে।" নাগরিকত্বের জন্য আবেদন করলেই নাগরিকত্ব হারাবে মানুষ, মুখ্যমন্ত্রীর এই দাবি ভুল প্রমান করতে শান্তনু নিজেও নাগরিকত্বের জন্য আবেদন করবেন বলেও জানান ৷ তিনি বলেন, "আমিও নাগরিকত্বের জন্য আবেদন করব। যদিও আমার ঠাকুরদা মাইগ্রেশন নিয়ে সিটিজেনশিপ নিয়েছিলেন, আমার আবেদন করার কোনও প্রয়োজন নেই। তবুও আমি আবেদন করব কারণ, মমতা বন্দ্যোপাধ্যায় অপপ্রচার করছেন। আমি দেখতে চাই সিটিজেনশিপ আবেদন করলে আমার কোনও কিছু বাদ হয়ে যায় কি না।"

সেই সঙ্গে, মুখ্যমন্ত্রীর মাথায় চোট নিয়ে কটাক্ষ করে শান্তনু বলেন, "আমি চাইছি সমগ্র মতুয়া সমাজ ও উদ্বাস্তু সমাজ প্রথম শ্রেণির নাগরিকত্ব পাক। কিন্তু কুচক্রীরা এদের শুধু দলদাস বানিয়ে রাখতে চায়। আর সেখান থেকে আজকে পরিসমাপ্তি ঘটেছে দেখে এদের জলন শুরু হয়ে গেছে। ভয়ের কারণে নার্ভ কম্পন শুরু হয়ে গিয়েছে। যার জন্য এক এক জন পড়ে গিয়ে কপাল ফাঁটিয়ে নিচ্ছেন।" শান্তনুর মন্তব্য নিয়ে তাঁকে পালটা আক্রমণ করেছে তৃণমূল। বনগাঁ লোকসভার তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস বলেন, "এনআরসি-তে মানুষের বিপদ ডেকে আনতে চাইছে মানুষ নিজে। শান্তনু ঠাকুর একই মুখে এক এক রকম কথা বলছে। এর থেকে বোঝা যায় শান্তনু ঠাকুর হারের ভয়ে এবং যন্ত্রনায় এখন এলো-মেলো কথা বলতে শুরু করে দিয়েছে।"

প্রসঙ্গত, প্রথম দিন থেকে সিএএ-এর বিরোধিতা করে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিএএ চালু হওয়ার পর হাবড়ার প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী সিএএ-এর ঘোর বিরোধিতা করে। দাবি করেন, সিএএ এর জন্য কেউ আবেদন করলে সে নাগরিকত্ব হারাবে। যাদের ভোটার কার্ড, রেশন কার্ড এবং আধার কার্ড আছে তারা সকলে নাগরিক। কারও আবেদন করতে হবে না।

আরও পড়ুন

সিএএ নিয়ে বিরোধীদের জবাব স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের, দেখুন সরাসরি

এনআরসি মাথা হলে সিএএ তার লেজুড়, ফের মোদি সরকারের বিরুদ্ধে সরব মমতা

বাগদা, 16 মার্চ: পড়ে গিয়ে মুখ্যমন্ত্রীর মাথায় চোট নিয়ে এবার কটাক্ষ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের গলায়। তাঁর দাবি, মতুয়া এবং উদ্বাস্তুদের দলদাস করে রাখতে চায় তৃণমূল। আর তার সমাপ্তি ঘটায় ভয়ে নার্ভ কাঁপছে। যার ফলে পড়ে গিয়ে মাথায় চোট লেগেছে মুখ্যমন্ত্রীর। সেই সঙ্গে, সিএএ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি ভুল প্রমান করতে নিজে নাগরিকত্বের জন্য আবেদন করবেন বলেও জানিয়েছেন শান্তনু।

শুক্রবার বাগদায় এক বেসরকারি স্কুলে দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করেন বনগাঁ লোকসভার বিজেপির প্রার্থী শান্তনু ঠাকুর। কর্মীসভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শান্তনু ঠাকুর বলেন, "তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছেন। আমি আবারও বলছি কোনও কাগজপত্র না থাকলে কোনও সামাজিক সংগঠনের কাগজ দিয়ে নাগরিকত্বের জন্য আবেদন করা যাবে।" নাগরিকত্বের জন্য আবেদন করলেই নাগরিকত্ব হারাবে মানুষ, মুখ্যমন্ত্রীর এই দাবি ভুল প্রমান করতে শান্তনু নিজেও নাগরিকত্বের জন্য আবেদন করবেন বলেও জানান ৷ তিনি বলেন, "আমিও নাগরিকত্বের জন্য আবেদন করব। যদিও আমার ঠাকুরদা মাইগ্রেশন নিয়ে সিটিজেনশিপ নিয়েছিলেন, আমার আবেদন করার কোনও প্রয়োজন নেই। তবুও আমি আবেদন করব কারণ, মমতা বন্দ্যোপাধ্যায় অপপ্রচার করছেন। আমি দেখতে চাই সিটিজেনশিপ আবেদন করলে আমার কোনও কিছু বাদ হয়ে যায় কি না।"

সেই সঙ্গে, মুখ্যমন্ত্রীর মাথায় চোট নিয়ে কটাক্ষ করে শান্তনু বলেন, "আমি চাইছি সমগ্র মতুয়া সমাজ ও উদ্বাস্তু সমাজ প্রথম শ্রেণির নাগরিকত্ব পাক। কিন্তু কুচক্রীরা এদের শুধু দলদাস বানিয়ে রাখতে চায়। আর সেখান থেকে আজকে পরিসমাপ্তি ঘটেছে দেখে এদের জলন শুরু হয়ে গেছে। ভয়ের কারণে নার্ভ কম্পন শুরু হয়ে গিয়েছে। যার জন্য এক এক জন পড়ে গিয়ে কপাল ফাঁটিয়ে নিচ্ছেন।" শান্তনুর মন্তব্য নিয়ে তাঁকে পালটা আক্রমণ করেছে তৃণমূল। বনগাঁ লোকসভার তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস বলেন, "এনআরসি-তে মানুষের বিপদ ডেকে আনতে চাইছে মানুষ নিজে। শান্তনু ঠাকুর একই মুখে এক এক রকম কথা বলছে। এর থেকে বোঝা যায় শান্তনু ঠাকুর হারের ভয়ে এবং যন্ত্রনায় এখন এলো-মেলো কথা বলতে শুরু করে দিয়েছে।"

প্রসঙ্গত, প্রথম দিন থেকে সিএএ-এর বিরোধিতা করে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিএএ চালু হওয়ার পর হাবড়ার প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী সিএএ-এর ঘোর বিরোধিতা করে। দাবি করেন, সিএএ এর জন্য কেউ আবেদন করলে সে নাগরিকত্ব হারাবে। যাদের ভোটার কার্ড, রেশন কার্ড এবং আধার কার্ড আছে তারা সকলে নাগরিক। কারও আবেদন করতে হবে না।

আরও পড়ুন

সিএএ নিয়ে বিরোধীদের জবাব স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের, দেখুন সরাসরি

এনআরসি মাথা হলে সিএএ তার লেজুড়, ফের মোদি সরকারের বিরুদ্ধে সরব মমতা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.