ETV Bharat / politics

‘আপনাদের নেত্রীকে তিহাড়ে পাঠাব, আপনি তো কোন ছার !’, হুঁশিয়ারি অগ্নিমিত্রার - LOK SABHA ELECTION 2024 - LOK SABHA ELECTION 2024

Agnimitra Paul: নারায়ণগড় জ্বালানোর পাশাপাশি স্তব্ধ করে দেওয়ার হুঁশিয়ারি অগ্নিমিত্রার ৷ মমতা বন্দ্যোপাধ্য়ায়কেও তীব্র আক্রমণ করলেন বিজেপি প্রার্থীর ৷

Agnimitra Paul
অগ্নিমিত্রা পল (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 17, 2024, 7:21 AM IST

Updated : May 17, 2024, 8:27 AM IST

প্রচারে অগ্নিমিত্রা পল (ইটিভি ভারত)

নারায়ণগড়, 17 মে: "আপনার নেত্রীকে তিহাড় জেলে পাঠাব, আপনি তো কোন ছার !" নারায়ণগড়ে প্রচারে গিয়ে এই ভাষাতেই ধমক দিলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। মূলত বিজেপি কর্মীকে ভয় দেখানো সেই সঙ্গে মারধরের ঘটনার অভিযোগে তিনি জনসংযোগে গিয়ে হুঁশিয়ারি দিয়েছেন। পাশাপাশি তিনি নারায়ণগড়কে জ্বালিয়ে রেখে দেওয়ার সঙ্গেই স্তব্ধ করে দেওয়ারও হুমকি দিয়েছেন বলে অভিযোগ।

এবার জনসংযোগে গিয়ে নারায়ণগড়ের তৃণমূল নেতা ও স্থানীয় নেতৃত্বকেও হুমকি দিলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। তিনি প্রকাশ্যেই বলেন, "নারায়ণগড়কে আমি স্তব্ধ করে দেব, আপনারা কান খুলে শুনে নিন।" প্রসঙ্গত, লোকসভা ভোট যত এগিয়ে আসছে, তত বাড়ছে রাজনৈতিক সংঘর্ষ।এক্ষেত্রে বাদ যায়নি পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চল । রাজনৈতিক সংঘর্ষে ঘাটাল কেশপুরের পাশাপাশি উত্তপ্ত হয়ে উঠেছে নারায়ণগড়। গত বুধবার নারায়নগড় ব্লকের খালিনা এলাকায় এক বিজেপি কর্মীর বাবাকে মারধরের অভিযোগ ওঠে এলাকার তৃণমুলের নেতাদের বিরুদ্ধে। সেই ঘটনাতেই তীব্র ক্ষোভ প্রকাশ বিজেপি প্রার্থী। এইদিন প্রচারে গিয়ে সেই প্রসঙ্গ টেনে এনে তৃণমুলকে একপ্রকার হুঁশিয়ারি দেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল।

বৃহস্পতিবার বিজেপি প্রার্থী হুডখোলা জিপে জনসংযোগে নামেন এলাকায়। তিনি এলাকার মানুষের সঙ্গে কথা বলেন জনসংযোগ করেন এবং ভোট দেওয়ার আবেদন করেন। এরপর মাইক হাতে নিয়ে একপ্রকার ধমকি দেন এলাকা তৃণমূল নেতাদের। তিনি তৃণমূল নেতৃত্বদের নাম ধরে বলেন, "কান খুলে শুনে নিন আপনারা, এরপর যদি কোনও বিজেপি নেতা বা কর্মীর গায়ে হাত পড়েছে বা আক্রান্ত হয়েছে, তাহলে আমি নারায়ণগড়কে জ্বালিয়ে রেখে দেব ৷ স্তব্ধ করে দেব।" মাইক হাতে তৃণমূল নেতা নাম ধরে অগ্নিমিত্রা এও বলেন, "আপনি শাসিয়েছেন যে অন্নপূর্ণার ভাণ্ডার থেকে আপনাকে 100 টাকা করে দিতে হবে, আপনি কে হনু ?" সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বিজেপি প্রার্থী বলেন, "আপনার নেত্রীকে আমরা তিহাড় জেলে ঢোকাব, আপনি তো কোন ছার !" এই ধমকি দেওয়ার পরেই বিজেপির সমর্থকরা 'জয় শ্রীরাম' স্লোগান দিয়ে জয়ধ্বনি দেন প্রার্থীর হয়ে।

মূলত এই কেন্দ্রে ভোটের আর কয়েকদিন বাকি রয়েছে। তার মধ্যে জোরকদমে প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। যদিও এই ভোটকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠছে জেলার বিভিন্ন বিধানসভাগুলি যার মধ্যে অন্যতম হলো নারায়ণগড়। যদিও বেশিরভাগ অভিযোগই শাসক দলের দিকে।

আরও পড়ুন

  1. 'মমতা তুমি কত টাকায় বিক্রি হও', অভিজিতের মন্তব্যে কমিশনের দ্বারস্থ তৃণমূল
  2. তৃণমূলকে বিঁধে 'বামেদের প্রশংসায়' অর্থমন্ত্রী নির্মলা

প্রচারে অগ্নিমিত্রা পল (ইটিভি ভারত)

নারায়ণগড়, 17 মে: "আপনার নেত্রীকে তিহাড় জেলে পাঠাব, আপনি তো কোন ছার !" নারায়ণগড়ে প্রচারে গিয়ে এই ভাষাতেই ধমক দিলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। মূলত বিজেপি কর্মীকে ভয় দেখানো সেই সঙ্গে মারধরের ঘটনার অভিযোগে তিনি জনসংযোগে গিয়ে হুঁশিয়ারি দিয়েছেন। পাশাপাশি তিনি নারায়ণগড়কে জ্বালিয়ে রেখে দেওয়ার সঙ্গেই স্তব্ধ করে দেওয়ারও হুমকি দিয়েছেন বলে অভিযোগ।

এবার জনসংযোগে গিয়ে নারায়ণগড়ের তৃণমূল নেতা ও স্থানীয় নেতৃত্বকেও হুমকি দিলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। তিনি প্রকাশ্যেই বলেন, "নারায়ণগড়কে আমি স্তব্ধ করে দেব, আপনারা কান খুলে শুনে নিন।" প্রসঙ্গত, লোকসভা ভোট যত এগিয়ে আসছে, তত বাড়ছে রাজনৈতিক সংঘর্ষ।এক্ষেত্রে বাদ যায়নি পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চল । রাজনৈতিক সংঘর্ষে ঘাটাল কেশপুরের পাশাপাশি উত্তপ্ত হয়ে উঠেছে নারায়ণগড়। গত বুধবার নারায়নগড় ব্লকের খালিনা এলাকায় এক বিজেপি কর্মীর বাবাকে মারধরের অভিযোগ ওঠে এলাকার তৃণমুলের নেতাদের বিরুদ্ধে। সেই ঘটনাতেই তীব্র ক্ষোভ প্রকাশ বিজেপি প্রার্থী। এইদিন প্রচারে গিয়ে সেই প্রসঙ্গ টেনে এনে তৃণমুলকে একপ্রকার হুঁশিয়ারি দেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল।

বৃহস্পতিবার বিজেপি প্রার্থী হুডখোলা জিপে জনসংযোগে নামেন এলাকায়। তিনি এলাকার মানুষের সঙ্গে কথা বলেন জনসংযোগ করেন এবং ভোট দেওয়ার আবেদন করেন। এরপর মাইক হাতে নিয়ে একপ্রকার ধমকি দেন এলাকা তৃণমূল নেতাদের। তিনি তৃণমূল নেতৃত্বদের নাম ধরে বলেন, "কান খুলে শুনে নিন আপনারা, এরপর যদি কোনও বিজেপি নেতা বা কর্মীর গায়ে হাত পড়েছে বা আক্রান্ত হয়েছে, তাহলে আমি নারায়ণগড়কে জ্বালিয়ে রেখে দেব ৷ স্তব্ধ করে দেব।" মাইক হাতে তৃণমূল নেতা নাম ধরে অগ্নিমিত্রা এও বলেন, "আপনি শাসিয়েছেন যে অন্নপূর্ণার ভাণ্ডার থেকে আপনাকে 100 টাকা করে দিতে হবে, আপনি কে হনু ?" সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বিজেপি প্রার্থী বলেন, "আপনার নেত্রীকে আমরা তিহাড় জেলে ঢোকাব, আপনি তো কোন ছার !" এই ধমকি দেওয়ার পরেই বিজেপির সমর্থকরা 'জয় শ্রীরাম' স্লোগান দিয়ে জয়ধ্বনি দেন প্রার্থীর হয়ে।

মূলত এই কেন্দ্রে ভোটের আর কয়েকদিন বাকি রয়েছে। তার মধ্যে জোরকদমে প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। যদিও এই ভোটকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠছে জেলার বিভিন্ন বিধানসভাগুলি যার মধ্যে অন্যতম হলো নারায়ণগড়। যদিও বেশিরভাগ অভিযোগই শাসক দলের দিকে।

আরও পড়ুন

  1. 'মমতা তুমি কত টাকায় বিক্রি হও', অভিজিতের মন্তব্যে কমিশনের দ্বারস্থ তৃণমূল
  2. তৃণমূলকে বিঁধে 'বামেদের প্রশংসায়' অর্থমন্ত্রী নির্মলা
Last Updated : May 17, 2024, 8:27 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.