ETV Bharat / politics

বালুরঘাটে বিজেপির টাকায় দলকে হারাতে চায় তৃণমূলের ‘মীরজাফর’রা, অভিযোগ বিপ্লব মিত্রের - Lok Sabha Election 2024

Lok Sabha Election 2024: দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিপ্লব মিত্র ৷ তাঁর প্রতিপক্ষ বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ৷ শুক্রবার বিপ্লব মিত্র অভিযোগ করেন, বিজেপির থেকে টাকা নিয়ে তৃণমূলের কিছু কর্মী মীরজাফরের মতো দলকে হারাতে চাইছেন ৷

Lok Sabha Election 2024
Lok Sabha Election 2024
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 12, 2024, 8:19 PM IST

বালুরঘাটে বিজেপির টাকায় দলকে হারাতে চায় তৃণমূলের ‘মীরজাফর’রা, অভিযোগ বিপ্লব মিত্রের

বংশীহারী, 12 এপ্রিল: ভোটের আগে নির্বাচনী কর্মিসভায় দলের কর্মীদের একাংশকেই মীরজাফরের সঙ্গে তুলনা করলেন বালুরঘাট লোকসভা আসনের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র । শুক্রবার দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর পৌরসভার সুকান্ত ভবনে নির্বাচনী কর্মিসভায় উপস্থিত হয়ে তিনি এই কথা বলেন ৷

তিনি বলেন, ‘‘এই লোকসভা ভোটে বালুরঘাট লোকসভায় আমাকে হারানোর ক্ষমতা বিজেপির নেই । আমি ভয় পাচ্ছি বেশি আমাদের দলের কিছু কর্মীদের । আমি বেশি ভয় পাচ্ছি বেইমান, বিশ্বাসঘাতক এই সমস্ত কর্মীদের । সিরাজদৌলাকে হারাতে পারত না ইংরেজরা, যদি না মীরজাফর ইংরেজদের সঙ্গে থাকতো । আমাদের পশ্চিমবাংলার সঙ্গে যারা ভারতবর্ষ চালাচ্ছে, তাদের এই মূল লড়াই । কিছু কিছু বিশ্বাসঘাতক বেইমানরা বিজেপি দলের কাছ থেকে সুযোগ-সুবিধা নিয়ে আমাদেরকে হারানোর চেষ্টা করছে । তাই আমাদের তাদের প্রলোভনে পা না দিয়ে লড়াইয়ে এগিয়ে চলতে হবে ।’’

তীব্র দাবদাহ উপেক্ষা করে শুক্রবার বংশিহারী ব্লকে ভোট প্রচার করেন তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র । ভোট প্রচারে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন ৷ এ দিন নির্বাচনী প্রচারে তৃণমূল প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল-সহ দলের অনেক নেতা-কর্মী ৷ সকাল থেকেই বংশীহারী ব্লকের ব্রজ বল্লভপুর এলাকায় বাইক মিছিল করার পর বুনিয়াদপুর পৌরসভার সুকান্ত ভবনে ওই কর্মিসভায় যোগ দেন বিপ্লব মিত্র ৷

Lok Sabha Election 2024
বালুরঘাটের কর্মিসভায় তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র৷

সেখানেই তিনি ভোটে সাবোতাজের আশঙ্কা প্রকাশ করেন ৷ বিপ্লব মিত্র বলেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র বিপ্লব মিত্রকে দায়িত্ব দেননি এই ভোটে জেতার জন্য ৷ আমাদের সকল কর্মীদের এগিয়ে আসতে হবে এই নির্বাচনে ভালো ফলাফল করবার জন্য । এই লড়াই শুধুমাত্র আপনাদের নয়, এই লড়াই আমার আপনার-সহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ।’’

Lok Sabha Election 2024
বালুরঘাটের কর্মিসভায় তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র৷

এর পর তিনি অভিযোগ করেন, ‘‘বালুরঘাটে জেতার জন্য কিন্তু বিজেপি প্রচুর টাকা খরচা করবে । তাদের প্রলোভনে কিন্তু কেউ পা দেবেন না । আমাকে হারানোর জন্য প্রচুর কৌশল অবলম্বন করছে বিজেপি ৷ আমাদের দলের অনেক কর্মীরা কিন্তু তাদের কাছে বিক্রি হচ্ছে । আমার কাছে খবর আসছে । আমাদের দলের কর্মীরাই খবর দিচ্ছে যে দলের বেশ কিছু কর্মী বিজেপির কাছে কত টাকা নিয়ে বিক্রি হচ্ছে ৷’’

ওই কর্মিসভার মঞ্চ থেকে তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভাওয়ালও সব কর্মীদের বার্তা দেন যে বিপ্লব মিত্রকে জেতানোর জন্য ঝাঁপিয়ে পড়ার জন্য ৷ বালুরঘাটে আগামী 26 এপ্রিল দ্বিতীয় দফায় ভোটগ্রহণ ৷

আরও পড়ুন:

  1. মন্ত্রী হয়ে কমেছে আয়, হলফনামায় আর কী তথ্য দিলেন বালুরঘাটের তৃণমূল প্রার্থী বিপ্লব
  2. বালুরঘাট জমজমাট! লক্ষাধিক ভোটে জিতবেন, মনোনয়ন জমা দিয়ে দাবি তৃণমূল প্রার্থীর
  3. পদ্ম ছেড়ে জোড়াফুলে পাড়ি, কোন ‘দলবদলু’দের পুরস্কার দিল তৃণমূল

বালুরঘাটে বিজেপির টাকায় দলকে হারাতে চায় তৃণমূলের ‘মীরজাফর’রা, অভিযোগ বিপ্লব মিত্রের

বংশীহারী, 12 এপ্রিল: ভোটের আগে নির্বাচনী কর্মিসভায় দলের কর্মীদের একাংশকেই মীরজাফরের সঙ্গে তুলনা করলেন বালুরঘাট লোকসভা আসনের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র । শুক্রবার দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর পৌরসভার সুকান্ত ভবনে নির্বাচনী কর্মিসভায় উপস্থিত হয়ে তিনি এই কথা বলেন ৷

তিনি বলেন, ‘‘এই লোকসভা ভোটে বালুরঘাট লোকসভায় আমাকে হারানোর ক্ষমতা বিজেপির নেই । আমি ভয় পাচ্ছি বেশি আমাদের দলের কিছু কর্মীদের । আমি বেশি ভয় পাচ্ছি বেইমান, বিশ্বাসঘাতক এই সমস্ত কর্মীদের । সিরাজদৌলাকে হারাতে পারত না ইংরেজরা, যদি না মীরজাফর ইংরেজদের সঙ্গে থাকতো । আমাদের পশ্চিমবাংলার সঙ্গে যারা ভারতবর্ষ চালাচ্ছে, তাদের এই মূল লড়াই । কিছু কিছু বিশ্বাসঘাতক বেইমানরা বিজেপি দলের কাছ থেকে সুযোগ-সুবিধা নিয়ে আমাদেরকে হারানোর চেষ্টা করছে । তাই আমাদের তাদের প্রলোভনে পা না দিয়ে লড়াইয়ে এগিয়ে চলতে হবে ।’’

তীব্র দাবদাহ উপেক্ষা করে শুক্রবার বংশিহারী ব্লকে ভোট প্রচার করেন তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র । ভোট প্রচারে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন ৷ এ দিন নির্বাচনী প্রচারে তৃণমূল প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল-সহ দলের অনেক নেতা-কর্মী ৷ সকাল থেকেই বংশীহারী ব্লকের ব্রজ বল্লভপুর এলাকায় বাইক মিছিল করার পর বুনিয়াদপুর পৌরসভার সুকান্ত ভবনে ওই কর্মিসভায় যোগ দেন বিপ্লব মিত্র ৷

Lok Sabha Election 2024
বালুরঘাটের কর্মিসভায় তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র৷

সেখানেই তিনি ভোটে সাবোতাজের আশঙ্কা প্রকাশ করেন ৷ বিপ্লব মিত্র বলেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র বিপ্লব মিত্রকে দায়িত্ব দেননি এই ভোটে জেতার জন্য ৷ আমাদের সকল কর্মীদের এগিয়ে আসতে হবে এই নির্বাচনে ভালো ফলাফল করবার জন্য । এই লড়াই শুধুমাত্র আপনাদের নয়, এই লড়াই আমার আপনার-সহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ।’’

Lok Sabha Election 2024
বালুরঘাটের কর্মিসভায় তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র৷

এর পর তিনি অভিযোগ করেন, ‘‘বালুরঘাটে জেতার জন্য কিন্তু বিজেপি প্রচুর টাকা খরচা করবে । তাদের প্রলোভনে কিন্তু কেউ পা দেবেন না । আমাকে হারানোর জন্য প্রচুর কৌশল অবলম্বন করছে বিজেপি ৷ আমাদের দলের অনেক কর্মীরা কিন্তু তাদের কাছে বিক্রি হচ্ছে । আমার কাছে খবর আসছে । আমাদের দলের কর্মীরাই খবর দিচ্ছে যে দলের বেশ কিছু কর্মী বিজেপির কাছে কত টাকা নিয়ে বিক্রি হচ্ছে ৷’’

ওই কর্মিসভার মঞ্চ থেকে তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভাওয়ালও সব কর্মীদের বার্তা দেন যে বিপ্লব মিত্রকে জেতানোর জন্য ঝাঁপিয়ে পড়ার জন্য ৷ বালুরঘাটে আগামী 26 এপ্রিল দ্বিতীয় দফায় ভোটগ্রহণ ৷

আরও পড়ুন:

  1. মন্ত্রী হয়ে কমেছে আয়, হলফনামায় আর কী তথ্য দিলেন বালুরঘাটের তৃণমূল প্রার্থী বিপ্লব
  2. বালুরঘাট জমজমাট! লক্ষাধিক ভোটে জিতবেন, মনোনয়ন জমা দিয়ে দাবি তৃণমূল প্রার্থীর
  3. পদ্ম ছেড়ে জোড়াফুলে পাড়ি, কোন ‘দলবদলু’দের পুরস্কার দিল তৃণমূল
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.