বংশীহারী, 12 এপ্রিল: ভোটের আগে নির্বাচনী কর্মিসভায় দলের কর্মীদের একাংশকেই মীরজাফরের সঙ্গে তুলনা করলেন বালুরঘাট লোকসভা আসনের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র । শুক্রবার দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর পৌরসভার সুকান্ত ভবনে নির্বাচনী কর্মিসভায় উপস্থিত হয়ে তিনি এই কথা বলেন ৷
তিনি বলেন, ‘‘এই লোকসভা ভোটে বালুরঘাট লোকসভায় আমাকে হারানোর ক্ষমতা বিজেপির নেই । আমি ভয় পাচ্ছি বেশি আমাদের দলের কিছু কর্মীদের । আমি বেশি ভয় পাচ্ছি বেইমান, বিশ্বাসঘাতক এই সমস্ত কর্মীদের । সিরাজদৌলাকে হারাতে পারত না ইংরেজরা, যদি না মীরজাফর ইংরেজদের সঙ্গে থাকতো । আমাদের পশ্চিমবাংলার সঙ্গে যারা ভারতবর্ষ চালাচ্ছে, তাদের এই মূল লড়াই । কিছু কিছু বিশ্বাসঘাতক বেইমানরা বিজেপি দলের কাছ থেকে সুযোগ-সুবিধা নিয়ে আমাদেরকে হারানোর চেষ্টা করছে । তাই আমাদের তাদের প্রলোভনে পা না দিয়ে লড়াইয়ে এগিয়ে চলতে হবে ।’’
তীব্র দাবদাহ উপেক্ষা করে শুক্রবার বংশিহারী ব্লকে ভোট প্রচার করেন তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র । ভোট প্রচারে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন ৷ এ দিন নির্বাচনী প্রচারে তৃণমূল প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল-সহ দলের অনেক নেতা-কর্মী ৷ সকাল থেকেই বংশীহারী ব্লকের ব্রজ বল্লভপুর এলাকায় বাইক মিছিল করার পর বুনিয়াদপুর পৌরসভার সুকান্ত ভবনে ওই কর্মিসভায় যোগ দেন বিপ্লব মিত্র ৷
সেখানেই তিনি ভোটে সাবোতাজের আশঙ্কা প্রকাশ করেন ৷ বিপ্লব মিত্র বলেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র বিপ্লব মিত্রকে দায়িত্ব দেননি এই ভোটে জেতার জন্য ৷ আমাদের সকল কর্মীদের এগিয়ে আসতে হবে এই নির্বাচনে ভালো ফলাফল করবার জন্য । এই লড়াই শুধুমাত্র আপনাদের নয়, এই লড়াই আমার আপনার-সহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ।’’
এর পর তিনি অভিযোগ করেন, ‘‘বালুরঘাটে জেতার জন্য কিন্তু বিজেপি প্রচুর টাকা খরচা করবে । তাদের প্রলোভনে কিন্তু কেউ পা দেবেন না । আমাকে হারানোর জন্য প্রচুর কৌশল অবলম্বন করছে বিজেপি ৷ আমাদের দলের অনেক কর্মীরা কিন্তু তাদের কাছে বিক্রি হচ্ছে । আমার কাছে খবর আসছে । আমাদের দলের কর্মীরাই খবর দিচ্ছে যে দলের বেশ কিছু কর্মী বিজেপির কাছে কত টাকা নিয়ে বিক্রি হচ্ছে ৷’’
ওই কর্মিসভার মঞ্চ থেকে তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভাওয়ালও সব কর্মীদের বার্তা দেন যে বিপ্লব মিত্রকে জেতানোর জন্য ঝাঁপিয়ে পড়ার জন্য ৷ বালুরঘাটে আগামী 26 এপ্রিল দ্বিতীয় দফায় ভোটগ্রহণ ৷
আরও পড়ুন: