ETV Bharat / politics

পাহাড়ে হারানো জমি ফিরে পেতে মরিয়া, লোকসভায় নির্দল হয়ে লড়ছেন বিমল গুরুং - Lok Sabha elections - LOK SABHA ELECTIONS

Bimal Gurung to contest Lok Sabha elections: হারানো জমি ফিরে পেতে মরিয়া গোর্খা জনমুক্তি মোর্চা সুপ্রিমো বিমল গুরুং ৷ লোকসভা নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 21, 2024, 4:58 PM IST

শিলিগুড়ি, 21 মার্চ: পাহাড়ে জমি ফিরে পেতে এ বার লোকসভা নির্বাচনে নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন গোর্খা জনমুক্তি মোর্চা সুপ্রিমো বিমল গুরুং। পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক দলগুলির সমর্থনে এবং নিজের দলের নেতৃত্বদের পরামর্শে এই সিদ্ধান্ত নিয়েছেন বিমল গুরুং ৷ দলীয় সূত্রে এমনটাই জানা গিয়েছে । যদিও এর আগে, কোন একটি কেন্দ্রীয় রাজনৈতিক দলকে সমর্থনের কথা জানিয়েছিলেন বিমল গুরুং । কিন্তু এ বার নিজেই নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিলেন । এ দিকে, সিপিআরএম, এবিজিএল ও অজয় এডওয়ার্ডের হামরো পার্টির মতো আঞ্চলিক রাজনৈতিক দলগুলির সঙ্গে মোর্চার আলোচনা চলছে বলে জানা গিয়েছে । নিজের এবং দলের অস্তিত্ব বাঁচাতে এ বার মরণ বাঁচন লড়াইয়ে নামার সিদ্ধান্ত নিয়েছে মোর্চা ।

এ বিষয়ে গোর্খা জনমুক্তি মোর্চার মুখপাত্র নোমান রাই বলেন, "মোর্চা সভাপতি বিমল গুরুং নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে কেন্দ্রীয় কমিটির আলোচনায় সিদ্ধান্ত হয়েছে । পাহাড়ের বেশ কয়েকটি আঞ্চলিক দল ও স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে আলোচনাও হয়েছে । পাহাড়ের এবং পাহাড়বাসীর ন্যায় ও অধিকার পেতে তিনি ফের নির্বাচনী ময়দানে নামতে চলেছেন ।"

Bimal Gurung to contest Lok Sabha elections
প্রচার শুরু গুরুংয়ের

অন্যদিকে, হামরো পার্টির মুখপাত্র দিপু তামাং বলেন, "বিমল গুরুং এবং মোর্চা নেতৃত্বের সঙ্গে আলোচনা হয়েছে ঠিকই । তবে এখনও আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি ।" যদিও বিমল গুরুংকে গুরুত্ব দিতে নারাজ পাহাড়ের শাসকদল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা । বিজিপিএমের মুখপাত্র শক্তিপ্রসাদ শর্মা বলেন, "বিমল গুরুংকে আমরা কোনও গুরুত্ব দিচ্ছি না । তাঁর এখন সেই সাংগঠনিক শক্তি নেই । তিনি প্রতিদ্বন্দ্বিতা করলে কোনও অসুবিধা হবে না ।"

প্রসঙ্গত, একদা পাহাড়ের অঘোষিত মুখ্যমন্ত্রী ছিলেন বিমল গুরুং । তাঁর সমর্থনেই প্রথম পাহাড়ে বিজেপি জয়লাভ করে । দু'বার তাঁর হাত ধরে লোকসভায় জায়গা করে নেয় বিজেপি । কিন্তু 2017 সালে পৃথক রাজ্য গোর্খাল্যান্ডের আন্দোলনের পর তাঁর সাংগঠনিক শক্তি ক্ষয়িষ্ণু হতে শুরু করে । জিটিএ, পঞ্চায়েত নির্বাচনে তার প্রমাণ মেলে । যে কারণে পাহাড় থেকে ক্রমে অপ্রাসঙ্গিক হয়ে পড়ছিলেন বিমল গুরুং । সেই কারণে এ বার পায়ের তলা থেকে হারিয়ে যাওয়া মাটি ফিরে পেতে মরিয়া মোর্চা সুপ্রিমো । তাই লোকসভা নির্বাচনে নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে নিজের শেষ ও সর্বশক্তিতে লড়াইয়ে নামতে চলেছেন বিমল গুরুং । সেজন্য ইতিমধ্যে পাহাড়ের আনাচে-কানাচে গিয়ে প্রচারও শুরু করেছেন তিনি ।

আরও পড়ুন:

  1. বিমল গুরুংকে প্রার্থী চায় গোর্খা জনমুক্তি মোর্চা, তৃণমূলের গোপাল লামায় আস্থা অনিতদের
  2. গোর্খাল্যান্ড ছেড়ে পৃথক উত্তরবঙ্গ রাজ্যের দাবিতে সরব বিমল গুরুং
  3. গোর্খাল্যান্ড নয়, উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবিতে কেপিপির সঙ্গে হাত মেলালো মোর্চা

শিলিগুড়ি, 21 মার্চ: পাহাড়ে জমি ফিরে পেতে এ বার লোকসভা নির্বাচনে নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন গোর্খা জনমুক্তি মোর্চা সুপ্রিমো বিমল গুরুং। পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক দলগুলির সমর্থনে এবং নিজের দলের নেতৃত্বদের পরামর্শে এই সিদ্ধান্ত নিয়েছেন বিমল গুরুং ৷ দলীয় সূত্রে এমনটাই জানা গিয়েছে । যদিও এর আগে, কোন একটি কেন্দ্রীয় রাজনৈতিক দলকে সমর্থনের কথা জানিয়েছিলেন বিমল গুরুং । কিন্তু এ বার নিজেই নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিলেন । এ দিকে, সিপিআরএম, এবিজিএল ও অজয় এডওয়ার্ডের হামরো পার্টির মতো আঞ্চলিক রাজনৈতিক দলগুলির সঙ্গে মোর্চার আলোচনা চলছে বলে জানা গিয়েছে । নিজের এবং দলের অস্তিত্ব বাঁচাতে এ বার মরণ বাঁচন লড়াইয়ে নামার সিদ্ধান্ত নিয়েছে মোর্চা ।

এ বিষয়ে গোর্খা জনমুক্তি মোর্চার মুখপাত্র নোমান রাই বলেন, "মোর্চা সভাপতি বিমল গুরুং নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে কেন্দ্রীয় কমিটির আলোচনায় সিদ্ধান্ত হয়েছে । পাহাড়ের বেশ কয়েকটি আঞ্চলিক দল ও স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে আলোচনাও হয়েছে । পাহাড়ের এবং পাহাড়বাসীর ন্যায় ও অধিকার পেতে তিনি ফের নির্বাচনী ময়দানে নামতে চলেছেন ।"

Bimal Gurung to contest Lok Sabha elections
প্রচার শুরু গুরুংয়ের

অন্যদিকে, হামরো পার্টির মুখপাত্র দিপু তামাং বলেন, "বিমল গুরুং এবং মোর্চা নেতৃত্বের সঙ্গে আলোচনা হয়েছে ঠিকই । তবে এখনও আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি ।" যদিও বিমল গুরুংকে গুরুত্ব দিতে নারাজ পাহাড়ের শাসকদল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা । বিজিপিএমের মুখপাত্র শক্তিপ্রসাদ শর্মা বলেন, "বিমল গুরুংকে আমরা কোনও গুরুত্ব দিচ্ছি না । তাঁর এখন সেই সাংগঠনিক শক্তি নেই । তিনি প্রতিদ্বন্দ্বিতা করলে কোনও অসুবিধা হবে না ।"

প্রসঙ্গত, একদা পাহাড়ের অঘোষিত মুখ্যমন্ত্রী ছিলেন বিমল গুরুং । তাঁর সমর্থনেই প্রথম পাহাড়ে বিজেপি জয়লাভ করে । দু'বার তাঁর হাত ধরে লোকসভায় জায়গা করে নেয় বিজেপি । কিন্তু 2017 সালে পৃথক রাজ্য গোর্খাল্যান্ডের আন্দোলনের পর তাঁর সাংগঠনিক শক্তি ক্ষয়িষ্ণু হতে শুরু করে । জিটিএ, পঞ্চায়েত নির্বাচনে তার প্রমাণ মেলে । যে কারণে পাহাড় থেকে ক্রমে অপ্রাসঙ্গিক হয়ে পড়ছিলেন বিমল গুরুং । সেই কারণে এ বার পায়ের তলা থেকে হারিয়ে যাওয়া মাটি ফিরে পেতে মরিয়া মোর্চা সুপ্রিমো । তাই লোকসভা নির্বাচনে নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে নিজের শেষ ও সর্বশক্তিতে লড়াইয়ে নামতে চলেছেন বিমল গুরুং । সেজন্য ইতিমধ্যে পাহাড়ের আনাচে-কানাচে গিয়ে প্রচারও শুরু করেছেন তিনি ।

আরও পড়ুন:

  1. বিমল গুরুংকে প্রার্থী চায় গোর্খা জনমুক্তি মোর্চা, তৃণমূলের গোপাল লামায় আস্থা অনিতদের
  2. গোর্খাল্যান্ড ছেড়ে পৃথক উত্তরবঙ্গ রাজ্যের দাবিতে সরব বিমল গুরুং
  3. গোর্খাল্যান্ড নয়, উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবিতে কেপিপির সঙ্গে হাত মেলালো মোর্চা
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.