বীরভূম, 23 এপ্রিল: 5 বছরে স্থাবর ও অস্থাবর সম্পত্তি প্রায় দ্বিগুণ হয়েছে তৃণমূলের বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী শতাব্দী রায়ের ৷ তিনবারের সাংসদ তিনি ৷ চতুর্থবারের জন্যও এই লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে লড়াই করছেন অভিনেত্রী প্রার্থী ৷ শেয়ার বাজার ও জমি, ঠিকাদারি ব্যবসায় লগ্নি করেই সম্পত্তি বৃদ্ধি পেয়েছে নেত্রীর, এমনটাই নির্বাচন কমিশনে দেওয়া হলফনামায় উল্লেখ করা হয়েছে ৷ যদিও, 29 লক্ষ টাকা ব্যাংক থেকে ঋণ নিয়েছেন শতাব্দী রায় ৷
রাজ্যে যখন পালা বদল ঘটেনি, 2009 সালে বাম-দূর্গ হিসাবে পরিচিত বীরভূমে তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়ী হন অভিনেত্রী শতাব্দী রায় ৷ সে বারই প্রথম তাঁর রাজনীতির ময়দানে হাতে খড়ি ৷ 2014 লোকসভা নির্বাচনেও বীরভূম কেন্দ্রে সিপিআইএম’কে হারান শতাব্দী ৷ 2019 সালেও একইভাবে তৃণমূল-কংগ্রেসের টিকিটে দাঁড়িয়ে বিজেপি প্রার্থীকে পরাজিত করেন দু’বারের সাংসদ ৷ এবারও তাঁর উপরেই ভরসা রেখেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷
ইতিমধ্যে, শতাব্দী সিউড়ি জেলাশাসকের দফতরে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৷ মনোনয়ন দাখিল করার সময়, সম্পত্তির হিসাব দেওয়া বাধ্যতামূলক ৷ সেই হলফনামা অনুযায়ী জানা গিয়েছে, 5 বছরে প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে শতাব্দী রায়ের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ৷
বীরভূম লোকসভার তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের অস্থাবর সম্পত্তির পরিমাণ
- শতাব্দী রায়ের হাতে নগদ রয়েছে 65 হাজার টাকা ৷ স্বামী মৃগাঙ্ক বন্দ্যোপাধ্যায়ের হাতে রয়েছে 30 হাজার টাকা ৷
- শতাব্দী রায়ের মোট গয়নার বাজারদর 49 লক্ষ টাকা ৷ স্বামীর গয়না রয়েছে 12 লক্ষ টাকার ৷
- বীরভূমের তৃণমূল প্রার্থীর শেয়ার মার্কেটে লগ্নির পরিমাণ 32 লক্ষ টাকা ৷ জমি ও ঠিকাদার সংক্রান্ত ব্যবসায় লগ্নি করেছেন 50 লক্ষ টাকা ৷ স্বামীর শেয়ার মার্কেটে লগ্নি 6 লক্ষ টাকা ৷
- শতাব্দী রায়ের মোট স্থাবর সম্পত্তির পরিমাণ 2 কোটি 1 লক্ষ 71 হাজার 92 টাকা ৷
তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের স্থাবর সম্পত্তির পরিমাণ
- শতাব্দী রায়ের নিজস্ব ও যৌথভাবে বাড়ি 4টি, যার মধ্যে কলকাতায় 3টি ও বোলপুরের প্রান্তিকে একটি ৷ সবক’টির মূল্য মোট 1 কোটি 85 লক্ষ টাকা ৷
- শতাব্দী রায়ের একটি চার চাকার ইনোভা গাড়ি রয়েছে, যার বাজার দর 30 লক্ষ 58 হাজার টাকা ৷ স্বামীর একটি চার চাকা গাড়ি রয়েছে ৷ যার মূল্য সাড়ে 4 লক্ষ টাকা ৷
- বীরভূমের তৃণমূল প্রার্থীর অস্থাবর সম্পত্তি 3 কোটি 73 লক্ষ 27 হাজার 69 টাকা ৷ তাঁর স্বামীর অস্থাবর সম্পত্তি 83 লক্ষ 7 হাজার টাকার ৷
- স্থাবর ও অস্থাবর মিলিয়ে শতাব্দী রায়ের মোট সম্পত্তির পরিমাণ প্রায় 5 কোটি 61 লক্ষ টাকা ৷
2019 সালে নির্বাচন কমিশনকে দেওয়া হলফনামা অনুযায়ী সাংসদ শতাব্দী রায়ের অস্থাবর সম্পত্তি
- দু’টি ব্যাংকে ফিক্সড ডিপোজিট 3 লক্ষ 49 হাজার ও 53 লক্ষ 45 হাজার টাকা ৷
- সোনার গয়না, যার বাজারমূল্য ছিল 7 লক্ষ 48 হাজার 755 টাকা ৷
- স্বামীর গয়না 2 লক্ষ টাকা ৷
- বিভিন্ন ক্ষেত্রে লগ্নি ছিল শতাব্দী রায়ের ৷
2019 সালে নির্বাচন কমিশনকে দেওয়া হলফনামা অনুযায়ী সাংসদ শতাব্দী রায়ের স্থাবর সম্পত্তি
- কলকাতায় দু’টি বাড়ি, যার তৎকালীন মূল্য প্রায় 63 লক্ষ টাকা ও 22 লক্ষ টাকা ৷ পাশাপাশি, নিজের ও স্বামীর গাড়ির ছিল বলে জানিয়েছিলেন বীরভূমের সাংসদ ৷
- শতাব্দী রায়ের 2019 সালে মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ছিল 1 কোটি 73 লক্ষ 97 হাজার টাকা এবং নিজের ও স্বামীর স্থাবর সম্পত্তির পরিমাণ ছিল 3 কোটি 80 লক্ষ 70 হাজার টাকা ৷
আরও পড়ুন: