ETV Bharat / politics

100 কোটির উপর স্থাবর সম্পদ, অস্থাবর সম্পদের পরিমাণও কোটিতে বিহারীবাবুর - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024: 2022 সালে উপনির্বাচনে জয়ী হওয়ার পর, 2024 লোকসভা নির্বাচনে ফের তৃণমূলের টিকিটে আসানসোল লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন শত্রুঘ্ন সিনহা ৷ সম্প্রতি মনোনয়ন পেশ করেছেন তিনি ৷ সেখান থেকেই উঠে এল আসানসোলের বিদায়ী সাংসদের স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসেব ৷

ETV BHARAT
শত্রুঘ্ন সিনহার স্থাবর-অস্থাবর সম্পত্তি (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 4, 2024, 1:51 PM IST

আসানসোল, 4 মে: সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন ৷ তবু আজও অভিনয় পেশা ৷ একসময়ে মুম্বই চলচ্চিত্র সুপারস্টার ৷ অমিতাভ বচ্চনের সমগোত্রীয় হিসেবে মানুষ তাঁকে তারকার আসনে বসিয়েছিল ৷ রাজনীতিতে আসার পরে স্টারডম কমেছে অনেক ৷ বড় পর্দায় তাঁকে আর সেভাবে দেখা না গেলেও, ওয়েব সিরিজে কাজ করছেন ৷ 77 বছর বয়সে পুনরায় আসানসোল লোকসভায় তৃণমূলের প্রার্থী হয়েছেন ৷ সম্প্রতি মনোনয়ন পেশ করেছেন ৷ সঙ্গে হলফনামা জমা দিয়েছেন নির্বাচন কমিশনের কাছে ৷ আর তাতেই উঠে এসেছে শত্রুঘ্ন সিনহা ও তাঁর স্ত্রী পুনম সিনহার সম্পত্তি ও আয়ের হিসেবনিকেশ ৷

সিনহা দম্পতির স্থাবর-অস্থাবর মিলিয়ে কয়েকশো কোটি টাকার সম্পত্তি-

  • হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী শত্রুঘ্ন সিনহার মোট স্থাবর সম্পত্তির পরিমাণ 122 কোটি টাকা ৷
  • অস্থাবর সম্পত্তির পরিমাণ 10 কোটি 90 লক্ষ 52 হাজার 950 টাকা ৷
  • শত্রুঘ্ন সিনহার স্ত্রী পুনম সিনহার মোট স্থাবর সম্পত্তি 67 কোটি 16 লক্ষ 1 হাজার 74 টাকার ৷
  • অস্থাবর সম্পত্তির পরিমাণ 10 কোটি 40 লক্ষ 86 হাজার 948 টাকা ৷
  • আসানসোলের সাংসদ হওয়ার পর শত্রুঘ্ন সিনহার আয় কোটিতে পৌঁছেছে ৷ অন্তত তাঁর হলফনামার তথ্য তাই বলছে ৷ অভিনয়ের পাশাপাশি শেয়ার বাজার, বাড়ি ভাড়া থেকেও শত্রুঘ্ন ও পুনমের আয়ের উৎস রয়েছে ৷

শত্রুঘ্ন সিনহার অস্থাবর সম্পত্তি

  • 2022 সালে উপনির্বাচনে জিতে শত্রুঘ্ন আসানসোলের সাংসদ হয়েছেন ৷ হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী
    2022-23 অর্থবর্ষে শত্রুঘ্ন সিনহা আয় করেছেন 1 কোটি 40 লক্ষ 79 হাজার 700 টাকা ৷ অথচ 2021-22 অর্থবর্ষে তাঁর আয় ছিল 73 লক্ষ 91 হাজার 90 টাকা ৷
  • যদি অতীতের রেকর্ড দেখা যায় 2018-19 অর্থবর্ষে শত্রুঘ্ন সিনহার আয় ছিল 97 লক্ষ 42 হাজার 450 টাকা ৷
  • 2019-20 অর্থবর্ষে 89 লক্ষ 91 হাজার 210 টাকা, 2020-21 অর্থবর্ষে 58 লক্ষ 52 হাজার 890 টাকা ৷ এই সময়ে তাঁর আয় ওঠা নামা করেছে ৷
  • স্ত্রী পুনম সিনহা অবশ্য প্রতিবছরই কোটি টাকার উপরে আয় করেছেন বলে হলফনামায় উল্লেখ রয়েছে ৷ গত আর্থিক বর্ষে পুনমের আয় ছিল 1 কোটি 43 লক্ষ টাকা ৷
  • কোটি কোটি টাকার সম্পত্তি থাকলেও, সিনহা দম্পত্তির হাতে নগদে পরিমাণ সে তুলনায় নগন্য ৷ শত্রুঘ্ন সিনহার হাতে নগদ 1 লক্ষ 62 হাজার 990 টাকা রয়েছে ৷
  • স্ত্রী পুনমের হাতে রয়েছে 1 লক্ষ 10 হাজার 587 টাকা ৷ তবে, কোটি কোটি টাকা দু’জনেরই বিভিন্ন ব্যাংকে ও শেয়ারে বিনিয়োগ করা আছে ৷

শত্রুঘ্ন সিনহার স্থাবর সম্পত্তি

  • শত্রুঘ্ন সিনহার 6টি আবাসন ও ফ্ল্যাট আছে ৷ মুম্বইয়ের জুহুতে "রামায়ণ" নামে তাঁর যে সুসজ্জিত বাংলো আছে ৷ তারই বাজার মূল্য 88 কোটি টাকা ৷
  • এছাড়াও লব-কুশ টাওয়ার, বান্দ্রা ও জুহুতে ফ্ল্যাট রয়েছে ৷ দেরাদূন ও গুরুগ্রামে ফ্ল্যাট কেনা আছে শত্রুঘ্ন সিনহার ৷
  • লব-কুশ টাওয়ারে ফ্ল্যাট রয়েছে স্ত্রী পুনমেরও ৷ দিল্লিতেও ফ্ল্যাট রয়েছে পুনম সিনহার নামে ৷ এছাড়াও মুম্বই, দিল্লি ও নয়ডায় চাষযোগ্য জমি-সহ ফার্ম হাউস ও অনান্য জমিও আছে সিনহা দম্পত্তির নামে ৷
  • অতীতকে ভোলেন না শত্রুঘ্ন সিনহা ৷ বাড়িতে পুনম সিনহার 48 লাখের মার্সিডিজ থাকলেও, 2000 সালে কেনা মান্ধাতার আমলের অ্যাম্বাসাডর গাড়ি আজও যত্নে রেখেছেন ৷ সাংসদ হওয়ার পরেই শত্রুঘ্ন সিনহা কিনেছেন ইনোভা ক্রিয়েস্টা ৷ এছাড়াও আরেকটি ইনোভা, সিয়াজ ও স্করপিও গাড়ি রয়েছে বিহারীবাবুর ৷
  • সোনা ও মূল্যবান পাথরের সখ আছে সিনহা দম্পত্তির ৷ হলফনামায় প্রকাশিত তথ্যে শত্রুঘ্ন সিনহার কাছে 95 লক্ষ 48 হাজার 735 টাকার সোনা এবং রুপো রয়েছে ৷ পুনমের কাছে সোনা-রুপো মিলিয়ে রয়েছে 54 লক্ষ 78 হাজার 286 টাকার গয়না ৷ শত্রুঘ্নর কাছে বহুমূল্য রত্ন আছে 34 লক্ষ 11 হাজার 474 টাকার ৷ পুনমের কাছে 86 লক্ষ 92 হাজার 301 টাকার ৷

আরও পড়ুন:

  1. ব্যারাকপুরে বিজেপি প্রার্থীর শেয়ারে লক্ষ লক্ষ টাকা! রইল অর্জুন সিংয়ের নির্বাচনী হলফনামা
  2. কেন্দ্রীয় মন্ত্রী শান্তনুর নামে ঝুলছে 20 মামলা, হু হু করে বেড়েছে বিষয়-আশয়
  3. 294টি কাজের ফলক তৈরি করেছেন নিজেই, বাস্তবে কতটা কী করলেন এসএস আলুওয়ালিয়া ?

আসানসোল, 4 মে: সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন ৷ তবু আজও অভিনয় পেশা ৷ একসময়ে মুম্বই চলচ্চিত্র সুপারস্টার ৷ অমিতাভ বচ্চনের সমগোত্রীয় হিসেবে মানুষ তাঁকে তারকার আসনে বসিয়েছিল ৷ রাজনীতিতে আসার পরে স্টারডম কমেছে অনেক ৷ বড় পর্দায় তাঁকে আর সেভাবে দেখা না গেলেও, ওয়েব সিরিজে কাজ করছেন ৷ 77 বছর বয়সে পুনরায় আসানসোল লোকসভায় তৃণমূলের প্রার্থী হয়েছেন ৷ সম্প্রতি মনোনয়ন পেশ করেছেন ৷ সঙ্গে হলফনামা জমা দিয়েছেন নির্বাচন কমিশনের কাছে ৷ আর তাতেই উঠে এসেছে শত্রুঘ্ন সিনহা ও তাঁর স্ত্রী পুনম সিনহার সম্পত্তি ও আয়ের হিসেবনিকেশ ৷

সিনহা দম্পতির স্থাবর-অস্থাবর মিলিয়ে কয়েকশো কোটি টাকার সম্পত্তি-

  • হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী শত্রুঘ্ন সিনহার মোট স্থাবর সম্পত্তির পরিমাণ 122 কোটি টাকা ৷
  • অস্থাবর সম্পত্তির পরিমাণ 10 কোটি 90 লক্ষ 52 হাজার 950 টাকা ৷
  • শত্রুঘ্ন সিনহার স্ত্রী পুনম সিনহার মোট স্থাবর সম্পত্তি 67 কোটি 16 লক্ষ 1 হাজার 74 টাকার ৷
  • অস্থাবর সম্পত্তির পরিমাণ 10 কোটি 40 লক্ষ 86 হাজার 948 টাকা ৷
  • আসানসোলের সাংসদ হওয়ার পর শত্রুঘ্ন সিনহার আয় কোটিতে পৌঁছেছে ৷ অন্তত তাঁর হলফনামার তথ্য তাই বলছে ৷ অভিনয়ের পাশাপাশি শেয়ার বাজার, বাড়ি ভাড়া থেকেও শত্রুঘ্ন ও পুনমের আয়ের উৎস রয়েছে ৷

শত্রুঘ্ন সিনহার অস্থাবর সম্পত্তি

  • 2022 সালে উপনির্বাচনে জিতে শত্রুঘ্ন আসানসোলের সাংসদ হয়েছেন ৷ হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী
    2022-23 অর্থবর্ষে শত্রুঘ্ন সিনহা আয় করেছেন 1 কোটি 40 লক্ষ 79 হাজার 700 টাকা ৷ অথচ 2021-22 অর্থবর্ষে তাঁর আয় ছিল 73 লক্ষ 91 হাজার 90 টাকা ৷
  • যদি অতীতের রেকর্ড দেখা যায় 2018-19 অর্থবর্ষে শত্রুঘ্ন সিনহার আয় ছিল 97 লক্ষ 42 হাজার 450 টাকা ৷
  • 2019-20 অর্থবর্ষে 89 লক্ষ 91 হাজার 210 টাকা, 2020-21 অর্থবর্ষে 58 লক্ষ 52 হাজার 890 টাকা ৷ এই সময়ে তাঁর আয় ওঠা নামা করেছে ৷
  • স্ত্রী পুনম সিনহা অবশ্য প্রতিবছরই কোটি টাকার উপরে আয় করেছেন বলে হলফনামায় উল্লেখ রয়েছে ৷ গত আর্থিক বর্ষে পুনমের আয় ছিল 1 কোটি 43 লক্ষ টাকা ৷
  • কোটি কোটি টাকার সম্পত্তি থাকলেও, সিনহা দম্পত্তির হাতে নগদে পরিমাণ সে তুলনায় নগন্য ৷ শত্রুঘ্ন সিনহার হাতে নগদ 1 লক্ষ 62 হাজার 990 টাকা রয়েছে ৷
  • স্ত্রী পুনমের হাতে রয়েছে 1 লক্ষ 10 হাজার 587 টাকা ৷ তবে, কোটি কোটি টাকা দু’জনেরই বিভিন্ন ব্যাংকে ও শেয়ারে বিনিয়োগ করা আছে ৷

শত্রুঘ্ন সিনহার স্থাবর সম্পত্তি

  • শত্রুঘ্ন সিনহার 6টি আবাসন ও ফ্ল্যাট আছে ৷ মুম্বইয়ের জুহুতে "রামায়ণ" নামে তাঁর যে সুসজ্জিত বাংলো আছে ৷ তারই বাজার মূল্য 88 কোটি টাকা ৷
  • এছাড়াও লব-কুশ টাওয়ার, বান্দ্রা ও জুহুতে ফ্ল্যাট রয়েছে ৷ দেরাদূন ও গুরুগ্রামে ফ্ল্যাট কেনা আছে শত্রুঘ্ন সিনহার ৷
  • লব-কুশ টাওয়ারে ফ্ল্যাট রয়েছে স্ত্রী পুনমেরও ৷ দিল্লিতেও ফ্ল্যাট রয়েছে পুনম সিনহার নামে ৷ এছাড়াও মুম্বই, দিল্লি ও নয়ডায় চাষযোগ্য জমি-সহ ফার্ম হাউস ও অনান্য জমিও আছে সিনহা দম্পত্তির নামে ৷
  • অতীতকে ভোলেন না শত্রুঘ্ন সিনহা ৷ বাড়িতে পুনম সিনহার 48 লাখের মার্সিডিজ থাকলেও, 2000 সালে কেনা মান্ধাতার আমলের অ্যাম্বাসাডর গাড়ি আজও যত্নে রেখেছেন ৷ সাংসদ হওয়ার পরেই শত্রুঘ্ন সিনহা কিনেছেন ইনোভা ক্রিয়েস্টা ৷ এছাড়াও আরেকটি ইনোভা, সিয়াজ ও স্করপিও গাড়ি রয়েছে বিহারীবাবুর ৷
  • সোনা ও মূল্যবান পাথরের সখ আছে সিনহা দম্পত্তির ৷ হলফনামায় প্রকাশিত তথ্যে শত্রুঘ্ন সিনহার কাছে 95 লক্ষ 48 হাজার 735 টাকার সোনা এবং রুপো রয়েছে ৷ পুনমের কাছে সোনা-রুপো মিলিয়ে রয়েছে 54 লক্ষ 78 হাজার 286 টাকার গয়না ৷ শত্রুঘ্নর কাছে বহুমূল্য রত্ন আছে 34 লক্ষ 11 হাজার 474 টাকার ৷ পুনমের কাছে 86 লক্ষ 92 হাজার 301 টাকার ৷

আরও পড়ুন:

  1. ব্যারাকপুরে বিজেপি প্রার্থীর শেয়ারে লক্ষ লক্ষ টাকা! রইল অর্জুন সিংয়ের নির্বাচনী হলফনামা
  2. কেন্দ্রীয় মন্ত্রী শান্তনুর নামে ঝুলছে 20 মামলা, হু হু করে বেড়েছে বিষয়-আশয়
  3. 294টি কাজের ফলক তৈরি করেছেন নিজেই, বাস্তবে কতটা কী করলেন এসএস আলুওয়ালিয়া ?
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.