ETV Bharat / politics

বিজেপি জিতলে এক বছরের মধ্যেই প্রধানমন্ত্রী হবেন অমিত শাহ, দাবি অরবিন্দ কেজরিওয়ালের - ARVIND KEJRIWAL

Arvind Kejriwal: গতকাল, শুক্রবার জামিন পেয়েছেন দিল্লির মুখ্য়মন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ শনিবার তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হন ৷ সেখানে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে চড়া সুরে আক্রমণ শানান ৷ প্রশ্ন তোলেন, বিজেপি ভোটে জিতলে তারা কাকে প্রধানমন্ত্রী করবে ?

Arvind Kejriwal
অরবিন্দ কেজরিওয়াল (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 11, 2024, 3:04 PM IST

নয়াদিল্লি, 11 মে: বিরোধীদের প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে ? এই প্রশ্ন গত কয়েকমাসে বিজেপির তাবড় তাবড় নেতাদের মুখে শোনা গিয়েছে ৷ এবার পালটা বিজেপির উদ্দেশ্যেই একই প্রশ্ন ছুঁড়ে দিলেন দিল্লির মুখ্য়মন্ত্রী তথা আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল৷ শনিবার তিনি প্রশ্ন করেন, ‘‘বিজেপির কাছে জানতে চাই, আপনাদের প্রধানমন্ত্রী কে হবেন ?’’

শুক্রবার অরবিন্দ কেজরিওয়ালকে জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ জামিন পাওয়ার পর শনিবার দুপুর 1টা নাগাদ তিনি প্রথমবার জনসমক্ষে ভাষণ দেন ৷ সেখানেই তিনি বিজেপির উদ্দেশ্য়ে এই প্রশ্ন ছুঁড়ে দেন ৷ কেন তিনি এই প্রশ্ন করছেন, সেই ব্যাখ্যাও দেন ৷ কেজরিওয়ালের কথায়, নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর নিয়ম করেছিলেন যে বিজেপিতে 75 বছরের বেশি বয়সী নেতাদের অবসর নিতে হবে ৷ সেই কারণে, প্রথমে লালকৃষ্ণ আদবানী, পরে মুরলি মনোহর যোশী, সুমিত্রা মহাজনকে অবসর নিতে বাধ্য করা হয় ৷

সেই অঙ্কেই কেজরিওয়ালের ব্যাখ্যা, আগামী বছর 17 সেপ্টেম্বর (মোদির জন্মদিন) 75 বছর বয়স হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ নিয়ম অনুযায়ী 75 বছর হয়ে গেলে মোদিকেও অবসর নিতে হবে ৷ সেই কারণে ভোটে জিতলে মোদি প্রথমে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের রাজনীতি শেষ করবেন বলে অভিযোগ অরবিন্দ কেজরিওয়ালের ৷

একই সঙ্গে মোদির পর বিজেপি কাকে প্রধানমন্ত্রী করবে, সেটাও বলে দিয়েছেন কেজরিওয়াল ৷ তাঁর দাবি, ‘‘এর পর অমিত শাহকে প্রধানমন্ত্রী করা হবে ৷ মোদি নিজের জন্য ভোট চাইছেন না, অমিত শাহের জন্য ভোট চাইছেন ৷’’ সেই কারণে কেজরিওয়ালের প্রশ্ন, ‘‘আমি জানতে চাই মোদির গ্যারান্টি কে পূরণ করবেন ? অমিত শাহ কি মোদির গ্যারান্টি পূরণ করবেন ?’’

আরও পড়ুন:

  1. ‘ওয়ান নেশন ওয়ান লিডার’ মিশন সফল করতে চান মোদি, অভিযোগ কেজরিওয়ালের
  2. স্বৈরাচারের হাত থেকে দেশকে বাঁচাতে হবে, মুক্তির পরই বার্তা কেজরিওয়ালের
  3. অন্তর্বর্তী জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী, 1 জুন পর্যন্ত জেলের বাইরে কেজরিওয়াল

নয়াদিল্লি, 11 মে: বিরোধীদের প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে ? এই প্রশ্ন গত কয়েকমাসে বিজেপির তাবড় তাবড় নেতাদের মুখে শোনা গিয়েছে ৷ এবার পালটা বিজেপির উদ্দেশ্যেই একই প্রশ্ন ছুঁড়ে দিলেন দিল্লির মুখ্য়মন্ত্রী তথা আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল৷ শনিবার তিনি প্রশ্ন করেন, ‘‘বিজেপির কাছে জানতে চাই, আপনাদের প্রধানমন্ত্রী কে হবেন ?’’

শুক্রবার অরবিন্দ কেজরিওয়ালকে জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ জামিন পাওয়ার পর শনিবার দুপুর 1টা নাগাদ তিনি প্রথমবার জনসমক্ষে ভাষণ দেন ৷ সেখানেই তিনি বিজেপির উদ্দেশ্য়ে এই প্রশ্ন ছুঁড়ে দেন ৷ কেন তিনি এই প্রশ্ন করছেন, সেই ব্যাখ্যাও দেন ৷ কেজরিওয়ালের কথায়, নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর নিয়ম করেছিলেন যে বিজেপিতে 75 বছরের বেশি বয়সী নেতাদের অবসর নিতে হবে ৷ সেই কারণে, প্রথমে লালকৃষ্ণ আদবানী, পরে মুরলি মনোহর যোশী, সুমিত্রা মহাজনকে অবসর নিতে বাধ্য করা হয় ৷

সেই অঙ্কেই কেজরিওয়ালের ব্যাখ্যা, আগামী বছর 17 সেপ্টেম্বর (মোদির জন্মদিন) 75 বছর বয়স হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ নিয়ম অনুযায়ী 75 বছর হয়ে গেলে মোদিকেও অবসর নিতে হবে ৷ সেই কারণে ভোটে জিতলে মোদি প্রথমে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের রাজনীতি শেষ করবেন বলে অভিযোগ অরবিন্দ কেজরিওয়ালের ৷

একই সঙ্গে মোদির পর বিজেপি কাকে প্রধানমন্ত্রী করবে, সেটাও বলে দিয়েছেন কেজরিওয়াল ৷ তাঁর দাবি, ‘‘এর পর অমিত শাহকে প্রধানমন্ত্রী করা হবে ৷ মোদি নিজের জন্য ভোট চাইছেন না, অমিত শাহের জন্য ভোট চাইছেন ৷’’ সেই কারণে কেজরিওয়ালের প্রশ্ন, ‘‘আমি জানতে চাই মোদির গ্যারান্টি কে পূরণ করবেন ? অমিত শাহ কি মোদির গ্যারান্টি পূরণ করবেন ?’’

আরও পড়ুন:

  1. ‘ওয়ান নেশন ওয়ান লিডার’ মিশন সফল করতে চান মোদি, অভিযোগ কেজরিওয়ালের
  2. স্বৈরাচারের হাত থেকে দেশকে বাঁচাতে হবে, মুক্তির পরই বার্তা কেজরিওয়ালের
  3. অন্তর্বর্তী জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী, 1 জুন পর্যন্ত জেলের বাইরে কেজরিওয়াল
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.