দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন অর্জুন, সঙ্গী দিব্যেন্দু; শুক্রেই বিজেপিতে যোগদান ! - Arjun and Dibyendu Joins BJP
Arjun Singh and Dibyendu Adhikari: সকালে অর্জুন জানিয়েছিলেন তাঁর সঙ্গে তৃণমূলের এক বড় নেতা দিল্লি যাচ্ছেন বিজেপিতে যোগ দিতে ৷ সন্ধ্যায় দেখা গেল অর্জুনের সঙ্গে দিল্লি যাচ্ছেন দিব্যেন্দু অধিকারী ৷ দিল্লিতে যাওয়া নিয়ে কী বললেন তাঁরা ?
Published : Mar 14, 2024, 10:36 PM IST
কলকাতা, 14 মার্চ: ফের বিজেপিতে যোগ দিচ্ছেন অর্জুন সিং ৷ 2019 সালের 14 মার্চ মাসে তিনি দিল্লি গিয়ে বিজেপিতে যোগদান করেছিলেন ৷ আর 2024 সালেরও 14 মার্চ বৃহস্পতিবার সন্ধ্যাতেই তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন ৷ উদ্দেশ্যও এক, বিজেপিতে যোগদান ৷ তার আগে কলকাতা বিমানবন্দরে অর্জুন সিং বলেন, "দিল্লিতে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখা করব । বিজেপিতে ছিলামই, বিজেপিতেই আবার চলে যাচ্ছি । তৃণমূলে ফিরে আসাটা 200 শতাংশ ভুল ছিল । রাজনীতির ভুল করেছিলাম । সেই ভুলটা যাতে আর জীবনে করতে না হয় সেটাই ঠাকুরের কাছে প্রার্থনা । টিকিট পাওয়ার বিষয় এটি আমাদের দলের সর্বোচ্চ নেতৃত্ব ঠিক করে । আমি তৃণমূল কংগ্রেস ছেড়ে আবার বিজেপি করব, সেই জন্যই দিল্লি যাচ্ছি ।" সঙ্গে ছিলেন তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী।
এদিন তিনি আরও বলেন, "আমার বিরুদ্ধে যিনি প্রার্থী হয়েছেন সেই পার্থ ভৌমিক সারাজীবন মানুষের ক্ষতি করেছেন । তৃণমূল কংগ্রেসের যে সমস্ত পুরনো কর্মীরা লড়াই করে দলকে ক্ষমতায় এনেছিলেন তিনি সবাইকে প্রায় বসিয়ে দিয়েছেন । তাঁরা কেউ সামনে আসবেন। আবার কেউ নাও আসতে পারেন ৷ তবে তাঁকে সঠিক জবাব দেওয়ার জন্য সবাই প্রস্তুত ৷ এই সিন্ডিকেট চালানো মানুষকে কোনওদিনও ক্ষমা করা উচিত নয় । নৈহাটিতে সর্বনাশ করে দিয়েছে। সমস্ত কলকারখানা তুলে বন্ধ করে দিয়েছে । মাটি থেকে মেশিন সব কিছু বিক্রি করে দিয়েছে । পার্থ ভাঁওতা দেওয়ার মাস্টার ৷"
অর্জুন সিংয়ের ভাইপো সৌরভ সিংকে বৃহস্পতিবারই নিজের নির্বাচনী এজেন্ট হিসেবে ঘোষণা করেছেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক ৷ এই বিষয়ে অর্জুন সিং বলেন," কে সৌরভ সিং ? আমার 2 হাজার 836টা ভাইপো । যারা রাজপুত তারা সবাই আমার ভাইপো । দিদিমণির নিজের ভাই বিজেপির সঙ্গে গিয়ে যোগাযোগ করছে । আমার কোনও ভাইপো নেই ৷ সিং হলেই আমার ভাইপো হবে তা নয় ।" তবে এদিন অর্জুন সিংয়ের সঙ্গে কলকাতা বিমানবন্দরে দেখা গিয়েছে দিব্যেন্দু অধিকারীকেও ৷ ব্যারাকপুরের সাংসদের সঙ্গে তিনিও দিল্লি যাচ্ছেন ৷ জানা গিয়েছে, দু'জনেই শুক্রবার বিজেপিতে যোগ দেবেন ৷
আরও পড়ুন :