ETV Bharat / politics

প্রচুর ভোটে জিতবেন রাজমাতা, কৃষ্ণনগরে রোড শোয়ে দাবি শাহের - Lok Sabha Election 2024

Amit Shah in Krishnanagar: কৃষ্ণনগরে বিরাট রোড শো করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তিনি এ দিন বলেন, বিজেপি প্রার্থী অমৃতা রায় সেখানে প্রচুর ভোটে জিতবেন ৷

ETV BHARAT
কৃষ্ণনগরে শাহি রোড শো (ছবি: নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 6, 2024, 1:54 PM IST

Updated : May 6, 2024, 3:55 PM IST

কৃষ্ণনগরে শাহি রোড শো (ইটিভি ভারত)

কৃষ্ণনগর, 6 মে: কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায় প্রচুর ভোটে জিতবেন ৷ এখানে কাটমানি, ঘুষ সব বন্ধ করতে হবে । সবাই নির্ভয়ে ভোট দেবেন । সোমবার নদিয়ার কৃষ্ণনগরে রোড শো করার সময় জনগণের উদ্দেশে এই বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ।

কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী রাজমাতা অমৃতা রায়ের হয়ে ভোট প্রচারে এসেছেন অমিত শাহ । সোমবার কৃষ্ণনগর সদর মোড় থেকে কৃষ্ণনগর এবি হাই স্কুল পর্যন্ত প্রায় এক কিলোমিটারেরও বেশি রোড শো করেন তিনি । এ দিন অমিত শাহের পাশে উপস্থিত ছিলেন প্রার্থী অমৃতা রায় এবং কৃষ্ণনগর বিজেপির জেলা সভাপতি অর্জুন বিশ্বাস । অমিত শাহের রোড শো দেখতে রাস্তার দু'ধারে ভিড় জমান বহু মানুষ ৷ জোড় হাত করে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন শাহ ৷ তাঁর উপর করা হয়ে ফুলে বর্ষণ । রোড শো শেষে প্রায় তিন মিনিট বক্তব্য রাখেন বিজেপির সেকেন্ড-ইন-কম্যান্ড ।

এ দিন প্রথমেই কর্মীদের উদ্দেশে কৃতজ্ঞতা প্রদান করেন অমিত শাহ । তিনি বলেন, "আজ সাধারণ মানুষ এবং কর্মীদের যা উৎসাহ দেখছি, তাতে আমার মনে হচ্ছে অমৃতা রায় প্রচুর ভোটে জিতবেন এখানে ।" রাজ্য থেকে দুর্নীতি, কাটমানি, ঘুষ - এ সব বন্ধ করার ডাক দেন তিনি ৷

উল্লেখ্য, এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী বিদায়ী সাংসদ মহুয়া মৈত্র । তাঁর সমর্থনে গতকালই কালীগঞ্জে সভা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর পাশাপাশি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও কৃষ্ণনগরে জোর প্রচার চালাচ্ছেন । অন্যদিকে, এই কেন্দ্রে অমিত শাহের আগেই জনসভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এ বার লোকসভা ভোটে কৃষ্ণনগর কেন্দ্রটি যথেষ্ট গুরুত্বপূর্ণ উভয় দলের জন্যই ৷ এই লোকসভা কেন্দ্রটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটি চ্যালেঞ্জের মতো ৷ জনতা কার পক্ষে রায় দেয়, সেটাই দেখার ৷

আরও পড়ুন:

‘ব্যক্তি আক্রমণে বিশ্বাসী নই, না-হলে ওঁকে ঝেড়ে-ধুয়ে দিতাম’, ইটিভি ভারতে অকপট রাজমাতা

'মোদির পুতুল' অমৃতাকে নয়, 'মমতার প্রকৃত সৈনিক' মহুয়াকে জেতান: অভিষেক

হাতিয়ার সন্দেশখালির ভিডিয়ো, বিজেপিকে উচিত শিক্ষা দেওয়ার ডাক অভিষেকের

কৃষ্ণনগরে শাহি রোড শো (ইটিভি ভারত)

কৃষ্ণনগর, 6 মে: কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায় প্রচুর ভোটে জিতবেন ৷ এখানে কাটমানি, ঘুষ সব বন্ধ করতে হবে । সবাই নির্ভয়ে ভোট দেবেন । সোমবার নদিয়ার কৃষ্ণনগরে রোড শো করার সময় জনগণের উদ্দেশে এই বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ।

কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী রাজমাতা অমৃতা রায়ের হয়ে ভোট প্রচারে এসেছেন অমিত শাহ । সোমবার কৃষ্ণনগর সদর মোড় থেকে কৃষ্ণনগর এবি হাই স্কুল পর্যন্ত প্রায় এক কিলোমিটারেরও বেশি রোড শো করেন তিনি । এ দিন অমিত শাহের পাশে উপস্থিত ছিলেন প্রার্থী অমৃতা রায় এবং কৃষ্ণনগর বিজেপির জেলা সভাপতি অর্জুন বিশ্বাস । অমিত শাহের রোড শো দেখতে রাস্তার দু'ধারে ভিড় জমান বহু মানুষ ৷ জোড় হাত করে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন শাহ ৷ তাঁর উপর করা হয়ে ফুলে বর্ষণ । রোড শো শেষে প্রায় তিন মিনিট বক্তব্য রাখেন বিজেপির সেকেন্ড-ইন-কম্যান্ড ।

এ দিন প্রথমেই কর্মীদের উদ্দেশে কৃতজ্ঞতা প্রদান করেন অমিত শাহ । তিনি বলেন, "আজ সাধারণ মানুষ এবং কর্মীদের যা উৎসাহ দেখছি, তাতে আমার মনে হচ্ছে অমৃতা রায় প্রচুর ভোটে জিতবেন এখানে ।" রাজ্য থেকে দুর্নীতি, কাটমানি, ঘুষ - এ সব বন্ধ করার ডাক দেন তিনি ৷

উল্লেখ্য, এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী বিদায়ী সাংসদ মহুয়া মৈত্র । তাঁর সমর্থনে গতকালই কালীগঞ্জে সভা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর পাশাপাশি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও কৃষ্ণনগরে জোর প্রচার চালাচ্ছেন । অন্যদিকে, এই কেন্দ্রে অমিত শাহের আগেই জনসভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এ বার লোকসভা ভোটে কৃষ্ণনগর কেন্দ্রটি যথেষ্ট গুরুত্বপূর্ণ উভয় দলের জন্যই ৷ এই লোকসভা কেন্দ্রটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটি চ্যালেঞ্জের মতো ৷ জনতা কার পক্ষে রায় দেয়, সেটাই দেখার ৷

আরও পড়ুন:

‘ব্যক্তি আক্রমণে বিশ্বাসী নই, না-হলে ওঁকে ঝেড়ে-ধুয়ে দিতাম’, ইটিভি ভারতে অকপট রাজমাতা

'মোদির পুতুল' অমৃতাকে নয়, 'মমতার প্রকৃত সৈনিক' মহুয়াকে জেতান: অভিষেক

হাতিয়ার সন্দেশখালির ভিডিয়ো, বিজেপিকে উচিত শিক্ষা দেওয়ার ডাক অভিষেকের

Last Updated : May 6, 2024, 3:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.