ETV Bharat / politics

বাংলায় 30-35 আসন জিতে উত্তরবঙ্গে এইমস করবে বিজেপি সরকার, মমতাকে বিঁধে প্রতিশ্রুতি শাহের - Amit Shah - AMIT SHAH

Amit Shah: মঙ্গলবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জে নির্বাচনী জনসভা করেন অমিত শাহ ৷ সেই সভা থেকে তিনি একাধিক ইস্যুতে হুঁশিয়ারি ছুঁড়ে দেন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের উদ্দেশ্যে ৷ পাশাপাশি জানান যে বাংলায় বিজেপি এবার 30 থেকে 35টি আসন জিতবে ৷

Amit Shah-Mamata Banerjee
Amit Shah-Mamata Banerjee
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 23, 2024, 2:33 PM IST

Updated : Apr 23, 2024, 5:22 PM IST

রায়গঞ্জ, 23 এপ্রিল: বছরখানেক আগে বীরভূমের সিউড়িতে জনসভা করতে এসে অমিত শাহ বাংলায় 35 আসন জয়ের টার্গেট বেঁধে দিয়েছিলেন বিজেপির রাজ্য নেতাদের জন্য ৷ বছর ঘুরতেই লোকসভা নির্বাচনের প্রচারে এসে রায়গঞ্জে অমিত শাহ জানালেন বিজেপি এবার রাজ্যে 30 থেকে 35টি আসন জিততে চলেছে ৷ এই নিয়ে তিনি হুঁশিয়ারি দেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ৷ তাঁর হুঁশিয়ারি, ‘‘দিদি কান খুলে শুনে রাখুন বাংলার জনতা সজাগ হয়ে গিয়েছেন ৷’’ তবে শুধু হুঁশিয়ারি দিয়েই তিনি থেমে যাননি ৷ বরং মমতাকে বিঁধতে উসকে দিয়েছেন রায়গঞ্জবাসীর এইমস নিয়ে বঞ্চনার অভিযোগের বিষয়টি ৷ জানিয়েছেন, 30 আসনে বিজেপিকে বাংলা থেকে জেতানো হলে উত্তরবঙ্গে এইমস তৈরি করবে কেন্দ্রীয় সরকার ৷

আগামী শুক্রবার (26 এপ্রিল) লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ করা হবে ৷ দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গের তিন আসনে ভোট নেওয়া হবে ৷ ওই তিন আসনের মধ্যে একটি রায়গঞ্জ ৷ সেখানে 2019 সালে প্রথমবার জিতেছিল বিজেপি ৷ সাংসদ হয়েছিলেন দেবশ্রী চৌধুরী ৷ তবে এবার সেখানে কার্তিকচন্দ্র পালকে প্রার্থী করেছে গেরুয়া শিবির ৷ মঙ্গলবার তাঁর সমর্থনে রায়গঞ্জে নির্বাচনী জনসভা করেন বিজেপির প্রাক্তন জাতীয় সভাপতি তথা বর্তমান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷

সেই সভার মঞ্চ থেকে একাধিক ইস্যুতে তিনি আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্য়ায়কে ৷ অমিত শাহ বলেন, ‘‘আমরা বাংলা 35 আসনের লক্ষ্য নিয়েছি ৷ দিদি (মমতা) আমার কথা কান খুলে শুনে নিন ৷ বাংলার জনতা এখন সজাগ হয়ে গিয়েছে ৷ বাংলায় বিজেপি 30 থেকে 35 আসনের মধ্যে পদ্ম ফোটাতে চলেছে ৷’’

এ দিন রায়গঞ্জের নির্বাচনী সভায় মিনিট কুড়ি ভাষণ দেন অমিত শাহ ৷ একেবারে শেষের দিকে আসন জয়ের সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে এইমসের প্রসঙ্গ তোলেন ৷ তিনি বলেন, ‘‘এখানে রায়গঞ্জের জন্য এইমস করার পরিকল্পনা নেওয়া হয়েছিল ৷ মমতা দিদি আটকে দিলেন ৷ বিজেপি তৈরি করতে চেয়েছিল ৷ উনি কলকাতায় নিয়ে গেলেন ৷ পুরো উত্তরবঙ্গে এইমস নেই ৷ মোদির গ্যারান্টি 30 আসনে জিতিয়ে দিন উত্তরবঙ্গের জন্য় আলাদা এইমস তৈরি করে দেওয়া হবে ৷’’

উল্লেখ্য, শুরুতে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে এইমস তৈরির কথা হয়েছিল ৷ পরে তা নদিয়ার কল্যাণীতে স্থানান্তরিত করা হয় ৷ সেই রায়গঞ্জ তথা উত্তরবঙ্গবাসীর ক্ষোভ রয়েছে ৷ সেটাই মঙ্গলবার উসকে দিলেন অমিত শাহ ৷ এছাড়া তিনি আরও একাধিক প্রতিশ্রুতি দিয়েছেন রায়গঞ্জ থেকে ৷ তার মধ্যে অন্য়তম, বাংলায় বিজেপি 35 আসনে জিতলে অনুপ্রবেশ বন্ধ করে দেওয়া হবে ৷

তাছাড়া অনুপ্রবেশ নিয়ে তিনি এ দিন আবার কাঠগড়ায় তোলেন তৃণমূল কংগ্রেস ৷ সিএএ নিয়েও কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সমালোচনা করেন ৷ কেন্দ্রীয় প্রকল্প সাধারণ মানুষের কাছে মমতা পৌঁছাতে দিচ্ছে না বলেও অমিত শাহের দাবি ৷ পঞ্চায়েত ভোটে হিংসা ও সন্দেশখালি ইস্যুতে আবার সরব হন তিনি ৷

সোমবার কলকাতা হাইকোর্ট নিয়োগ দুর্নীতি নিয়ে যে রায় দিয়েছে, সেই নিয়েও মমতা ও তৃণমূলকে কটাক্ষ করেন বিজেপির অন্যতম হেভিওয়েট এই নেতা ৷ অমিত শাহ বলেন, ‘‘কালই (সোমবার) 50 হাজার চাকরি হাইকোর্ট সাসপেন্ড করে দিয়েছে ৷ কেন করেছে ? 10 লাখ, 15 লাখ, চাকরির জন্য ঘুষ নিত ৷ মা-বোনেরা আপনাদের কাছে আপনাদের ভাই-সন্তানদের চাকরি পাইয়ে দেওয়ার জন্য 15 লক্ষ টাকা আছে কি ? না থাকলে কিভাবে চাকরি পাবে ? ওঁর (মমতা বন্দ্যোপাধ্য়ায়) এক মন্ত্রীর ঘর থেকে 51 কোটি টাকা পাওয়া গিয়েছে ৷ পার্থ চট্টোপাধ্য়ায় এখন জেলে আছেন ৷ মমতাজি এখনও তাঁকে সাসপেন্ড করেননি ৷ আমি প্রশ্ন করতে এসেছি, কাটমানি, দুর্নীতি, চাকরিতে দুর্নীতে বাংলায় বন্ধ হওয়া উচিত কি না ? এটা কি মমতাদিদি বন্ধ করতে পারবেন ? একমাত্র বিজেপি ও নরেন্দ্র মোদি আটকাতে পারবেন ৷’’

আরও পড়ুন:

  1. বিজয় মুহূর্তের সূচনা, মনোনয়ন জমা দিয়ে বললেন অমিত শাহ
  2. অনুপ্রবেশকারীরাই মমতার ভোটব্যাংক, সিএএ নিয়ে ফের তোপ অমিত শাহের
  3. 'ধর্ম ঠিক করবে কে অনুপ্রবেশকারী আর কে শরণার্থী ?', শাহকে কড়া আক্রমণ তৃণমূলের সাগরিকার

রায়গঞ্জ, 23 এপ্রিল: বছরখানেক আগে বীরভূমের সিউড়িতে জনসভা করতে এসে অমিত শাহ বাংলায় 35 আসন জয়ের টার্গেট বেঁধে দিয়েছিলেন বিজেপির রাজ্য নেতাদের জন্য ৷ বছর ঘুরতেই লোকসভা নির্বাচনের প্রচারে এসে রায়গঞ্জে অমিত শাহ জানালেন বিজেপি এবার রাজ্যে 30 থেকে 35টি আসন জিততে চলেছে ৷ এই নিয়ে তিনি হুঁশিয়ারি দেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ৷ তাঁর হুঁশিয়ারি, ‘‘দিদি কান খুলে শুনে রাখুন বাংলার জনতা সজাগ হয়ে গিয়েছেন ৷’’ তবে শুধু হুঁশিয়ারি দিয়েই তিনি থেমে যাননি ৷ বরং মমতাকে বিঁধতে উসকে দিয়েছেন রায়গঞ্জবাসীর এইমস নিয়ে বঞ্চনার অভিযোগের বিষয়টি ৷ জানিয়েছেন, 30 আসনে বিজেপিকে বাংলা থেকে জেতানো হলে উত্তরবঙ্গে এইমস তৈরি করবে কেন্দ্রীয় সরকার ৷

আগামী শুক্রবার (26 এপ্রিল) লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ করা হবে ৷ দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গের তিন আসনে ভোট নেওয়া হবে ৷ ওই তিন আসনের মধ্যে একটি রায়গঞ্জ ৷ সেখানে 2019 সালে প্রথমবার জিতেছিল বিজেপি ৷ সাংসদ হয়েছিলেন দেবশ্রী চৌধুরী ৷ তবে এবার সেখানে কার্তিকচন্দ্র পালকে প্রার্থী করেছে গেরুয়া শিবির ৷ মঙ্গলবার তাঁর সমর্থনে রায়গঞ্জে নির্বাচনী জনসভা করেন বিজেপির প্রাক্তন জাতীয় সভাপতি তথা বর্তমান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷

সেই সভার মঞ্চ থেকে একাধিক ইস্যুতে তিনি আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্য়ায়কে ৷ অমিত শাহ বলেন, ‘‘আমরা বাংলা 35 আসনের লক্ষ্য নিয়েছি ৷ দিদি (মমতা) আমার কথা কান খুলে শুনে নিন ৷ বাংলার জনতা এখন সজাগ হয়ে গিয়েছে ৷ বাংলায় বিজেপি 30 থেকে 35 আসনের মধ্যে পদ্ম ফোটাতে চলেছে ৷’’

এ দিন রায়গঞ্জের নির্বাচনী সভায় মিনিট কুড়ি ভাষণ দেন অমিত শাহ ৷ একেবারে শেষের দিকে আসন জয়ের সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে এইমসের প্রসঙ্গ তোলেন ৷ তিনি বলেন, ‘‘এখানে রায়গঞ্জের জন্য এইমস করার পরিকল্পনা নেওয়া হয়েছিল ৷ মমতা দিদি আটকে দিলেন ৷ বিজেপি তৈরি করতে চেয়েছিল ৷ উনি কলকাতায় নিয়ে গেলেন ৷ পুরো উত্তরবঙ্গে এইমস নেই ৷ মোদির গ্যারান্টি 30 আসনে জিতিয়ে দিন উত্তরবঙ্গের জন্য় আলাদা এইমস তৈরি করে দেওয়া হবে ৷’’

উল্লেখ্য, শুরুতে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে এইমস তৈরির কথা হয়েছিল ৷ পরে তা নদিয়ার কল্যাণীতে স্থানান্তরিত করা হয় ৷ সেই রায়গঞ্জ তথা উত্তরবঙ্গবাসীর ক্ষোভ রয়েছে ৷ সেটাই মঙ্গলবার উসকে দিলেন অমিত শাহ ৷ এছাড়া তিনি আরও একাধিক প্রতিশ্রুতি দিয়েছেন রায়গঞ্জ থেকে ৷ তার মধ্যে অন্য়তম, বাংলায় বিজেপি 35 আসনে জিতলে অনুপ্রবেশ বন্ধ করে দেওয়া হবে ৷

তাছাড়া অনুপ্রবেশ নিয়ে তিনি এ দিন আবার কাঠগড়ায় তোলেন তৃণমূল কংগ্রেস ৷ সিএএ নিয়েও কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সমালোচনা করেন ৷ কেন্দ্রীয় প্রকল্প সাধারণ মানুষের কাছে মমতা পৌঁছাতে দিচ্ছে না বলেও অমিত শাহের দাবি ৷ পঞ্চায়েত ভোটে হিংসা ও সন্দেশখালি ইস্যুতে আবার সরব হন তিনি ৷

সোমবার কলকাতা হাইকোর্ট নিয়োগ দুর্নীতি নিয়ে যে রায় দিয়েছে, সেই নিয়েও মমতা ও তৃণমূলকে কটাক্ষ করেন বিজেপির অন্যতম হেভিওয়েট এই নেতা ৷ অমিত শাহ বলেন, ‘‘কালই (সোমবার) 50 হাজার চাকরি হাইকোর্ট সাসপেন্ড করে দিয়েছে ৷ কেন করেছে ? 10 লাখ, 15 লাখ, চাকরির জন্য ঘুষ নিত ৷ মা-বোনেরা আপনাদের কাছে আপনাদের ভাই-সন্তানদের চাকরি পাইয়ে দেওয়ার জন্য 15 লক্ষ টাকা আছে কি ? না থাকলে কিভাবে চাকরি পাবে ? ওঁর (মমতা বন্দ্যোপাধ্য়ায়) এক মন্ত্রীর ঘর থেকে 51 কোটি টাকা পাওয়া গিয়েছে ৷ পার্থ চট্টোপাধ্য়ায় এখন জেলে আছেন ৷ মমতাজি এখনও তাঁকে সাসপেন্ড করেননি ৷ আমি প্রশ্ন করতে এসেছি, কাটমানি, দুর্নীতি, চাকরিতে দুর্নীতে বাংলায় বন্ধ হওয়া উচিত কি না ? এটা কি মমতাদিদি বন্ধ করতে পারবেন ? একমাত্র বিজেপি ও নরেন্দ্র মোদি আটকাতে পারবেন ৷’’

আরও পড়ুন:

  1. বিজয় মুহূর্তের সূচনা, মনোনয়ন জমা দিয়ে বললেন অমিত শাহ
  2. অনুপ্রবেশকারীরাই মমতার ভোটব্যাংক, সিএএ নিয়ে ফের তোপ অমিত শাহের
  3. 'ধর্ম ঠিক করবে কে অনুপ্রবেশকারী আর কে শরণার্থী ?', শাহকে কড়া আক্রমণ তৃণমূলের সাগরিকার
Last Updated : Apr 23, 2024, 5:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.