ETV Bharat / politics

‘শাহনাওয়াজ রাষ্ট্রদ্রোহী’, মালব্যর অভিযোগে পালটা দিলেন তৃণমূলের লোকসভা প্রার্থীও - Lok Sabha Elections 2024

Lok Sabha Polls 2024: রাষ্ট্রদ্রোহিতার ভয়ঙ্কর অভিযোগ এনেছেন বিজেপি নেতা অমিত মালব্য ৷ পালটা তৃণমূল প্রার্থী শাহনাওয়াজ রাইহানের কটাক্ষ, বিজেপির আশা ছিল, এবার দক্ষিণ মালদা কেন্দ্রে তারা জিতবে ৷ কিন্তু তৃণমূলের প্রার্থী তালিকায় আমার নাম দেখে ওরা ভয় পেয়ে গিয়েছে ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 12, 2024, 8:25 PM IST

মালব্যর অভিযোগে পালটা দিলেন তৃণমূলের লোকসভা প্রার্থীও

মালদা, 12 মার্চ: লোকসভা ভোটে রাজ্যের 42টি আসনে প্রার্থীতালিকা ঘোষণা হতে না-হতেই মাঠে নেমেছে বিজেপি ৷ দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী শাহনাওয়াজ আলি রাইহানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার ভয়ঙ্কর অভিযোগ আনলেন পদ্মশিবিরের বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য ৷ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করেন বিজেপি নেতা ৷ যদিও মালব্যর যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন শাহনাওয়াজ ৷ তাঁর দাবি, হারের ভয়েই এমন মিথ্যে অভিযোগ তুলছেন বিজেপি নেতা ৷

অমিত মালব্যের অভিযোগ, “মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচিত দক্ষিণ মালদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শাহনাওয়াজ আলি রাইহান হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামে একটি সংগঠনের সক্রিয় সদস্য ৷ তিনি জামাত-ই-ইসলামি হিন্দেরও সক্রিয় সদস্য ৷ ওই সংগঠনের ছাত্র সংগঠন স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার একজন জাতীয় সম্পাদকও ছিলেন ৷ জামাত-ই-ইসলামি হিন্দেরই আরেক শাখা সংগঠন বাংলাদেশ জামাত-ই-ইসলামি 1971 সালে সেদেশে ঘটে যাওয়া হিন্দুদের বিরুদ্ধে সন্ত্রাসে মুখ্য ভূমিকা নিয়েছিল ৷ 2020 সালের অক্টোবর মাসে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) দিল্লি ও কাশ্মীরভিত্তিক ন’টি স্বেচ্ছাসেবী সংগঠনের দফতরে অভিযান চালায় ৷ এই সংস্থাগুলি জনস্বাস্থ্য ও শিক্ষার নামে বিভিন্ন ছুতোয় দেশ ও বিদেশ থেকে অর্থ সংগ্রহ করছিল ৷ সেই সময় এনআইএ দাবি করেছিল, এই অর্থ হাওয়ালা-সহ বিভিন্ন উপায়ে জম্মু ও কাশ্মীরে পাঠানো হয়েছিল ৷ এই অর্থ সেখানকার বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাতে ব্যবহার করা হয়েছিল ৷ এনআইএ’র তালিকাভুক্ত সংস্থাগুলির মধ্যে দিল্লির হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনও ছিল ৷”

লোকসভা প্রার্থী তালিকায় শাহনাওয়াজের নাম ঘোষণা হওয়ার পরেই তৃণমূল সুপ্রিমোকে কটাক্ষ করেন অমিত মালব্য ৷ তাঁর দাবি, মমতা দক্ষিণ মালদার মতো স্পর্শকাতর কেন্দ্রে শাহনাওয়াজের মতো একজন উগ্রবাদী, হিন্দু-বিদ্বেষী, গোঁড়া মুসলমানকে প্রার্থী করেছেন ৷ শাহনাওয়াজ মৌলবাদী সংগঠনের সঙ্গে জড়িত ৷ সিএএ এবং ভারতকে গোটা বিশ্বে ভুল প্রচার করছেন ৷ প্রার্থী হিসাবে তাঁর নাম ঘোষিত হওয়ার ঠিক আগে শাহনাওয়াজ তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে অনেক পোস্ট মুছে ফেলেন ৷ পুরনো পোস্ট মুছে তিনি কি কিছু আড়াল করার চেষ্টা করছেন ?

যদিও অমিত মালব্যের অভিযোগকে গুরুত্ব দিতে রাজি নন শাহনাওয়াজ ৷ ইটিভি ভারতকে তিনি বলেন, “এটা বিজেপির স্বভাবসিদ্ধ অপপ্রচার ৷ এর জন্য বিজেপির আইটি সেল কুখ্যাত ৷ অমিত মালব্য নিজেও এর জন্য কুখ্যাত ৷ এটা তারই জের ৷ আমি জীবনে কখনও কোনও অসাংবিধানিক কাজ করিনি ৷ কখনও কোনও অসাংবিধানিক কিংবা নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িত হইনি ৷ যে সংগঠনের মঞ্চে আমি উপস্থিত ছিলাম তাদের কোথাও কোনও বেআইনি কিছু নেই ৷ ওই অনুষ্ঠানটি কলকাতায় হয়েছিল ৷ কলকাতার সেই অনুষ্ঠানের সঙ্গে ওরা কাশ্মীরকে লিংক করে দিয়েছে ৷ এসবই ওরা করে, করছে ৷ এই অভিযোগ সম্পূর্ণ অবাস্তব, কাল্পনিক এবং সর্বৈব মিথ্যে ৷ এসব কল্পকাহিনী, আরব্য রজনীর গল্প ৷”

রাইহানের কটাক্ষ, বিজেপির আশা ছিল, এবার দক্ষিণ মালদা কেন্দ্রে তারা জিতবে ৷ কিন্তু তৃণমূলের প্রার্থী তালিকায় আমার নাম দেখে ওরা ভয় পেয়ে গিয়েছে ৷ আমার স্বচ্ছ ভাবমূর্তি, ভুমিপুত্র তকমা, দেশ ও দেশের বাইরে আমার লেখায় ওরা ভয় পাচ্ছে ৷ আমাকে দেশদ্রোহী আখ্যা দেওয়া হচ্ছে ৷ আমি এনআরসির বিরুদ্ধে লন্ডনে মিছিল করেছি ৷ স্লোগানও দিয়েছি ৷ তবে তা দেশের বিরুদ্ধে নয়, বিজেপির বিরুদ্ধে ৷ আমার কাছে বিজেপি আর রাষ্ট্র আলাদা ৷ আমার ভক্তি-আনুগত্য রাষ্ট্রের কাছে, বিজেপির কাছে নয় ৷

আরও পড়ুন:

  1. ফিরহাদের 'ললিপপে'ও গলল না বরফ, পার্থর বিরুদ্ধে ব্যারাকপুরেই প্রার্থী অর্জুন !
  2. 'বাইরে থেকে খেলোয়াড় এনে অধীরকে পরাস্ত করা যাবে না', ফের বিদ্রোহী তৃণমূলের হুমায়ুন
  3. 'অভিজিৎ তুমি তো লোভী', পোস্টারের মাঝেই শুভেন্দু গড়ে প্রাক্তন বিচারপতি

মালব্যর অভিযোগে পালটা দিলেন তৃণমূলের লোকসভা প্রার্থীও

মালদা, 12 মার্চ: লোকসভা ভোটে রাজ্যের 42টি আসনে প্রার্থীতালিকা ঘোষণা হতে না-হতেই মাঠে নেমেছে বিজেপি ৷ দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী শাহনাওয়াজ আলি রাইহানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার ভয়ঙ্কর অভিযোগ আনলেন পদ্মশিবিরের বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য ৷ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করেন বিজেপি নেতা ৷ যদিও মালব্যর যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন শাহনাওয়াজ ৷ তাঁর দাবি, হারের ভয়েই এমন মিথ্যে অভিযোগ তুলছেন বিজেপি নেতা ৷

অমিত মালব্যের অভিযোগ, “মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচিত দক্ষিণ মালদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শাহনাওয়াজ আলি রাইহান হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামে একটি সংগঠনের সক্রিয় সদস্য ৷ তিনি জামাত-ই-ইসলামি হিন্দেরও সক্রিয় সদস্য ৷ ওই সংগঠনের ছাত্র সংগঠন স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার একজন জাতীয় সম্পাদকও ছিলেন ৷ জামাত-ই-ইসলামি হিন্দেরই আরেক শাখা সংগঠন বাংলাদেশ জামাত-ই-ইসলামি 1971 সালে সেদেশে ঘটে যাওয়া হিন্দুদের বিরুদ্ধে সন্ত্রাসে মুখ্য ভূমিকা নিয়েছিল ৷ 2020 সালের অক্টোবর মাসে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) দিল্লি ও কাশ্মীরভিত্তিক ন’টি স্বেচ্ছাসেবী সংগঠনের দফতরে অভিযান চালায় ৷ এই সংস্থাগুলি জনস্বাস্থ্য ও শিক্ষার নামে বিভিন্ন ছুতোয় দেশ ও বিদেশ থেকে অর্থ সংগ্রহ করছিল ৷ সেই সময় এনআইএ দাবি করেছিল, এই অর্থ হাওয়ালা-সহ বিভিন্ন উপায়ে জম্মু ও কাশ্মীরে পাঠানো হয়েছিল ৷ এই অর্থ সেখানকার বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাতে ব্যবহার করা হয়েছিল ৷ এনআইএ’র তালিকাভুক্ত সংস্থাগুলির মধ্যে দিল্লির হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনও ছিল ৷”

লোকসভা প্রার্থী তালিকায় শাহনাওয়াজের নাম ঘোষণা হওয়ার পরেই তৃণমূল সুপ্রিমোকে কটাক্ষ করেন অমিত মালব্য ৷ তাঁর দাবি, মমতা দক্ষিণ মালদার মতো স্পর্শকাতর কেন্দ্রে শাহনাওয়াজের মতো একজন উগ্রবাদী, হিন্দু-বিদ্বেষী, গোঁড়া মুসলমানকে প্রার্থী করেছেন ৷ শাহনাওয়াজ মৌলবাদী সংগঠনের সঙ্গে জড়িত ৷ সিএএ এবং ভারতকে গোটা বিশ্বে ভুল প্রচার করছেন ৷ প্রার্থী হিসাবে তাঁর নাম ঘোষিত হওয়ার ঠিক আগে শাহনাওয়াজ তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে অনেক পোস্ট মুছে ফেলেন ৷ পুরনো পোস্ট মুছে তিনি কি কিছু আড়াল করার চেষ্টা করছেন ?

যদিও অমিত মালব্যের অভিযোগকে গুরুত্ব দিতে রাজি নন শাহনাওয়াজ ৷ ইটিভি ভারতকে তিনি বলেন, “এটা বিজেপির স্বভাবসিদ্ধ অপপ্রচার ৷ এর জন্য বিজেপির আইটি সেল কুখ্যাত ৷ অমিত মালব্য নিজেও এর জন্য কুখ্যাত ৷ এটা তারই জের ৷ আমি জীবনে কখনও কোনও অসাংবিধানিক কাজ করিনি ৷ কখনও কোনও অসাংবিধানিক কিংবা নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িত হইনি ৷ যে সংগঠনের মঞ্চে আমি উপস্থিত ছিলাম তাদের কোথাও কোনও বেআইনি কিছু নেই ৷ ওই অনুষ্ঠানটি কলকাতায় হয়েছিল ৷ কলকাতার সেই অনুষ্ঠানের সঙ্গে ওরা কাশ্মীরকে লিংক করে দিয়েছে ৷ এসবই ওরা করে, করছে ৷ এই অভিযোগ সম্পূর্ণ অবাস্তব, কাল্পনিক এবং সর্বৈব মিথ্যে ৷ এসব কল্পকাহিনী, আরব্য রজনীর গল্প ৷”

রাইহানের কটাক্ষ, বিজেপির আশা ছিল, এবার দক্ষিণ মালদা কেন্দ্রে তারা জিতবে ৷ কিন্তু তৃণমূলের প্রার্থী তালিকায় আমার নাম দেখে ওরা ভয় পেয়ে গিয়েছে ৷ আমার স্বচ্ছ ভাবমূর্তি, ভুমিপুত্র তকমা, দেশ ও দেশের বাইরে আমার লেখায় ওরা ভয় পাচ্ছে ৷ আমাকে দেশদ্রোহী আখ্যা দেওয়া হচ্ছে ৷ আমি এনআরসির বিরুদ্ধে লন্ডনে মিছিল করেছি ৷ স্লোগানও দিয়েছি ৷ তবে তা দেশের বিরুদ্ধে নয়, বিজেপির বিরুদ্ধে ৷ আমার কাছে বিজেপি আর রাষ্ট্র আলাদা ৷ আমার ভক্তি-আনুগত্য রাষ্ট্রের কাছে, বিজেপির কাছে নয় ৷

আরও পড়ুন:

  1. ফিরহাদের 'ললিপপে'ও গলল না বরফ, পার্থর বিরুদ্ধে ব্যারাকপুরেই প্রার্থী অর্জুন !
  2. 'বাইরে থেকে খেলোয়াড় এনে অধীরকে পরাস্ত করা যাবে না', ফের বিদ্রোহী তৃণমূলের হুমায়ুন
  3. 'অভিজিৎ তুমি তো লোভী', পোস্টারের মাঝেই শুভেন্দু গড়ে প্রাক্তন বিচারপতি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.