ETV Bharat / politics

তৃণমূল বিধায়কের বেফাঁস মন্তব্য ঘিরে তোলপাড় রাজনৈতিক মহল, সরব অমিত মালব্য - TMC MLA Controversial Remark - TMC MLA CONTROVERSIAL REMARK

TMC MLA Controversial Remark: আরজি কর কাণ্ড নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন বর্ধমান দক্ষিণ বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিধায়ক খোকন দাস ৷ এই নিয়ে সোশাল মিডিয়ায় সরব হয়েছেন বিজেপি নেতা অমিত মালব্য ৷

TMC MLA Controversial Remark
তৃণমূল বিধায়কের বেফাঁস মন্তব্য ঘিরে তোলপাড় রাজনৈতিক মহল, সরব অমিত মালব্য (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 19, 2024, 8:43 PM IST

বর্ধমান, 19 অগস্ট: তৃণমূল কংগ্রেসের মঞ্চ থেকে শহরে আন্দোলনকারীদের হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ উঠেছে বর্ধমান দক্ষিণ বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিধায়ক খোকন দাসের বিরুদ্ধে । বিষয়টি নিয়ে টুইট করেছেন বিজেপি নেতা অমিত মালব্য । যদিও তৃণমূল নেতৃত্বের দাবি, বিধায়কের কথাকে অপব্যাখ্যা করে বিতর্ক তৈরি করা হচ্ছে ।

রবিবার বর্ধমান শহরের কার্জনগেট চত্বরে এক সভা থেকে বিধায়ক খোকন দাস আরজি করের ঘটনা প্রসঙ্গে প্রকাশ্য সভায় বলেন, ‘‘সরকার কী করেছে এখানে ? মুখ্যমন্ত্রী এখানে কী করেছেন ? তাঁর সম্বন্ধে বাজে বাজে কথা বলা হচ্ছে । সরকার বাজে কাজ করছে বলে আলোচনা করা হচ্ছে । এই সব কথা বলে মানুষকে উস্কানি দেওয়া হচ্ছে । এইসব বলে বাংলায় একটা অস্থির অবস্থা সৃষ্টি করার চক্রান্ত চলছে । শান্ত বাংলাকে অশান্ত করতে চাইছে এই সিপিএম, বিজেপি, কংগ্রেস-সহ বেশ কিছু অশুভ শক্তি ।’’

TMC MLA Controversial Remark
বর্ধমান দক্ষিণ বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিধায়ক খোকন দাস (নিজস্ব চিত্র)

তিনি আরও বলেন, ‘‘এর বিরুদ্ধে সাধারণ মানুষকে রুখে দাঁড়াতে হবে । কারণ, আমরা মনে করি এখনও পর্যন্ত আমাদের বাংলার মা-বোনেরা মুখ্যমন্ত্রীর উপরে নির্ভরশীল না হলে আজ এত মানুষ রাস্তায় বের হতো না । তাঁরা জানেন যে সরকারের বিরুদ্ধে মিথ্যা প্রচার করা হচ্ছে । উস্কানি দেওয়া হচ্ছে । তাঁরা মানুষকে বিভ্রান্ত করতে চাইছে । তাঁরা মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে ।’’

তিনি আরও বলনে, ‘‘কিন্তু মানুষ ভুল বুঝবে না । কারণ, আমরা পথে নেমে মেয়েদের নিয়ে গিয়ে প্রতিটা ওয়ার্ডে যাব । তাঁদের বোঝাবো যে এই ধরনের ঘটনা যদি কেউ কোথাও ঘটায়, তার জন্য সরকারের দোষ কোথায় ? সরকার কী করবে ?’’ তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘‘আমরা ভালো করে জানি যে এসব লোকগুলো শহরে একটা অশান্তির পরিবেশ তৈরি করতে চাইছে । তাই আমরা চুপ করে আছি । আর আমরা যদি অশান্তি করি তাহলে তারা থাকবে কোথায় ।’’

TMC MLA Controversial Remark
অমিত মালব্যর পোস্ট (সোশাল মিডিয়া থেকে সংগৃহীত)

সোশাল মিডিয়ায় এই বক্তব্য ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়ায় । বিষয়টি নিয়ে বিজেপি নেতা অমিত মালব্য টুইট করেছেন । টুইটে তিনি তৃণমূল কংগ্রেসের মন্ত্রী উদয়ন গুহর হুমকি দেওয়ার প্রসঙ্গের পাশাপাশি বর্ধমান দক্ষিণ বিধানসভার কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের বিধায়ক খোকন দাসের হুমকি দেওয়ার কথা তুলে ধরে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন তিনি ।

বিজেপি নেতা দেবজ্যোতি সিংহ রায় বলেন, ‘‘বিধায়ক কার্যত সুশীল সমাজকে হুমকি দিয়েছেন । রাজ্যে গণজাগরণ ঘটে গিয়েছে । ওঁরা ভয় পেয়েছেন । বিধায়ক ক্ষমা না চাইলে বিজেপি পথে নামবে ।’’ অন্যদিকে রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, ‘‘বিধায়কের কথাকে ভুল ব্যাখা করা হচ্ছে । উনি বলতে চেয়েছেন বিরোধীদের একাংশ অশান্তি পাকানোর চেষ্টা করছে । সেক্ষেত্রে কি আমরা হাত গুটিয়ে বসে থাকব ?’’

বর্ধমান, 19 অগস্ট: তৃণমূল কংগ্রেসের মঞ্চ থেকে শহরে আন্দোলনকারীদের হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ উঠেছে বর্ধমান দক্ষিণ বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিধায়ক খোকন দাসের বিরুদ্ধে । বিষয়টি নিয়ে টুইট করেছেন বিজেপি নেতা অমিত মালব্য । যদিও তৃণমূল নেতৃত্বের দাবি, বিধায়কের কথাকে অপব্যাখ্যা করে বিতর্ক তৈরি করা হচ্ছে ।

রবিবার বর্ধমান শহরের কার্জনগেট চত্বরে এক সভা থেকে বিধায়ক খোকন দাস আরজি করের ঘটনা প্রসঙ্গে প্রকাশ্য সভায় বলেন, ‘‘সরকার কী করেছে এখানে ? মুখ্যমন্ত্রী এখানে কী করেছেন ? তাঁর সম্বন্ধে বাজে বাজে কথা বলা হচ্ছে । সরকার বাজে কাজ করছে বলে আলোচনা করা হচ্ছে । এই সব কথা বলে মানুষকে উস্কানি দেওয়া হচ্ছে । এইসব বলে বাংলায় একটা অস্থির অবস্থা সৃষ্টি করার চক্রান্ত চলছে । শান্ত বাংলাকে অশান্ত করতে চাইছে এই সিপিএম, বিজেপি, কংগ্রেস-সহ বেশ কিছু অশুভ শক্তি ।’’

TMC MLA Controversial Remark
বর্ধমান দক্ষিণ বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিধায়ক খোকন দাস (নিজস্ব চিত্র)

তিনি আরও বলেন, ‘‘এর বিরুদ্ধে সাধারণ মানুষকে রুখে দাঁড়াতে হবে । কারণ, আমরা মনে করি এখনও পর্যন্ত আমাদের বাংলার মা-বোনেরা মুখ্যমন্ত্রীর উপরে নির্ভরশীল না হলে আজ এত মানুষ রাস্তায় বের হতো না । তাঁরা জানেন যে সরকারের বিরুদ্ধে মিথ্যা প্রচার করা হচ্ছে । উস্কানি দেওয়া হচ্ছে । তাঁরা মানুষকে বিভ্রান্ত করতে চাইছে । তাঁরা মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে ।’’

তিনি আরও বলনে, ‘‘কিন্তু মানুষ ভুল বুঝবে না । কারণ, আমরা পথে নেমে মেয়েদের নিয়ে গিয়ে প্রতিটা ওয়ার্ডে যাব । তাঁদের বোঝাবো যে এই ধরনের ঘটনা যদি কেউ কোথাও ঘটায়, তার জন্য সরকারের দোষ কোথায় ? সরকার কী করবে ?’’ তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘‘আমরা ভালো করে জানি যে এসব লোকগুলো শহরে একটা অশান্তির পরিবেশ তৈরি করতে চাইছে । তাই আমরা চুপ করে আছি । আর আমরা যদি অশান্তি করি তাহলে তারা থাকবে কোথায় ।’’

TMC MLA Controversial Remark
অমিত মালব্যর পোস্ট (সোশাল মিডিয়া থেকে সংগৃহীত)

সোশাল মিডিয়ায় এই বক্তব্য ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়ায় । বিষয়টি নিয়ে বিজেপি নেতা অমিত মালব্য টুইট করেছেন । টুইটে তিনি তৃণমূল কংগ্রেসের মন্ত্রী উদয়ন গুহর হুমকি দেওয়ার প্রসঙ্গের পাশাপাশি বর্ধমান দক্ষিণ বিধানসভার কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের বিধায়ক খোকন দাসের হুমকি দেওয়ার কথা তুলে ধরে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন তিনি ।

বিজেপি নেতা দেবজ্যোতি সিংহ রায় বলেন, ‘‘বিধায়ক কার্যত সুশীল সমাজকে হুমকি দিয়েছেন । রাজ্যে গণজাগরণ ঘটে গিয়েছে । ওঁরা ভয় পেয়েছেন । বিধায়ক ক্ষমা না চাইলে বিজেপি পথে নামবে ।’’ অন্যদিকে রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, ‘‘বিধায়কের কথাকে ভুল ব্যাখা করা হচ্ছে । উনি বলতে চেয়েছেন বিরোধীদের একাংশ অশান্তি পাকানোর চেষ্টা করছে । সেক্ষেত্রে কি আমরা হাত গুটিয়ে বসে থাকব ?’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.