ETV Bharat / politics

জোট আরও জটিল, বামেদের আগেই যাদবপুর-সহ আট কেন্দ্রে লড়াইয়ের ঘোষণা আইএসএফের - Left ISF Alliance in jeopardy

Left ISF Alliance in jeopardy: আরও জটিল হল বাম ও আইএসএফ-এর জোটের সম্ভাবনা ৷ বামেদের প্রার্থি তালিকা প্রকাশের আগেই যাদবপুর-সহ আট কেন্দ্রে লড়াইয়ের কথা ঘোষণা করে দিল নওশাদ সিদ্দিকীর দল ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 14, 2024, 6:32 PM IST

Updated : Mar 14, 2024, 8:12 PM IST

কলকাতা, 14 মার্চ: বামেদের উপর চাপ বাড়াতে বামেদের প্রথম প্রার্থী তালিকা প্রকাশের আধ ঘণ্টা আগেই তড়িঘড়ি আটটি আসনে লড়াইয়ের কথা ঘোষণা করল আইএসএফ । তাঁরা যে আটটি আসনে প্রার্থী দেবে বলে জানিয়েছে তার মধ্যে রয়েছে যাদবপুরও ৷ যদিও বামেরা তাদের প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করে জানিয়ে দিয়েছে যে, আইএসএফ-এর এই দাবি তারা মানছে না ৷ যাদবপুর থেকে সৃজন ভট্টাচার্যকে প্রার্থী করেছে বামফ্রন্ট ৷

বাম ও আইএসএফ-এর মধ্যে জোটের সম্ভাবনা আরও জটিল হল বৃহস্পতিবার ৷ আইএসএফ রাজ্য সভাপতি শামসুর আলি মল্লিক জানিয়েছে, তারা বামেদের সঙ্গে জোটের পক্ষে রয়েছে ৷ তবে, তাদের শর্ত না-মানলে আজই প্রার্থী ঘোষণা করার পথে হাঁটবে তারা ৷ আইএসএফ আজ জানিয়ে দিয়েছে যে, বারাসত, বসিরহাট, মথুরাপুর, যাদবপুর, উলুবেড়িয়া, শ্রীরামপুর, মালদহ দক্ষিণ ও মুর্শিদাবাদ আসনে লড়তে চায় তারা ৷ এর মধ্যে যাদবপুর কেন্দ্রে বামেরা বিকাশরঞ্জন ভট্টাচার্যকে প্রার্থী করলে তবেই তারা যাদবপুর থেকে প্রার্থী তুলে নেবে বলে জানিয়েছে আইএসএফ ৷

নওশাদ সিদ্দিকীর দলের তরফে জানানো হয়েছে যে, তারা প্রথমে 20টি আসন দাবি করেছিল ৷ তবে জোটের স্বার্থে তারা প্রথমে 14 ও তারপরে আটটি আসনের কথা বলেছে ৷ সেই আট আসনেরই নাম আজ বামেদের প্রার্থী তালিকা প্রকাশের আগেই জানিয়ে দেয় আইএসএফ ।

এ দিকে, ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রে নওশাদ সিদ্দিকী দাঁড়ানোর ইচ্ছেপ্রকাশ করেছিলেন । দক্ষিণ 24 পরগনার নেতৃত্ব তা নিয়ে আলোচনা করছেন বলে জানিয়েছে আইএসএফ রাজ্য সভাপতি ।

উল্লেখ্য, যাদবপুর কেন্দ্র নিয়ে আইএসএফ-এর দাবি যে তারা মানবে না, তা আজ স্পষ্ট করে দিয়েছে বামেরা ৷ ওই কেন্দ্রে প্রার্থী হিসেবে সৃজন ভট্টাচার্যের নামও ঘোষণা করে দেওয়া হয়েছে ৷ আগেভাগে আইএসএফ আসন ঘোষণা করায় সাংবাদিক সম্মেলনে অসন্তোষ প্রকাশ করেন বিমান বসু ৷

আরও পড়ুন:

  1. দমদমে সুজন-যাদবপুরে সৃজন, 15 নতুন মুখ নিয়ে 16 আসনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের
  2. ইস্তফার পরদিনই তৃণমূল প্রার্থী, কর্মজীবন পক্ষপাতদুষ্ট ? কী বলছেন প্রাক্তন আইপিএস অফিসার
  3. 'কঠিন নয়, যাদবপুরের লড়াই মর্যাদার'; প্রচারে সফরসঙ্গী ইটিভি ভারতকে বললেন সায়নী

কলকাতা, 14 মার্চ: বামেদের উপর চাপ বাড়াতে বামেদের প্রথম প্রার্থী তালিকা প্রকাশের আধ ঘণ্টা আগেই তড়িঘড়ি আটটি আসনে লড়াইয়ের কথা ঘোষণা করল আইএসএফ । তাঁরা যে আটটি আসনে প্রার্থী দেবে বলে জানিয়েছে তার মধ্যে রয়েছে যাদবপুরও ৷ যদিও বামেরা তাদের প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করে জানিয়ে দিয়েছে যে, আইএসএফ-এর এই দাবি তারা মানছে না ৷ যাদবপুর থেকে সৃজন ভট্টাচার্যকে প্রার্থী করেছে বামফ্রন্ট ৷

বাম ও আইএসএফ-এর মধ্যে জোটের সম্ভাবনা আরও জটিল হল বৃহস্পতিবার ৷ আইএসএফ রাজ্য সভাপতি শামসুর আলি মল্লিক জানিয়েছে, তারা বামেদের সঙ্গে জোটের পক্ষে রয়েছে ৷ তবে, তাদের শর্ত না-মানলে আজই প্রার্থী ঘোষণা করার পথে হাঁটবে তারা ৷ আইএসএফ আজ জানিয়ে দিয়েছে যে, বারাসত, বসিরহাট, মথুরাপুর, যাদবপুর, উলুবেড়িয়া, শ্রীরামপুর, মালদহ দক্ষিণ ও মুর্শিদাবাদ আসনে লড়তে চায় তারা ৷ এর মধ্যে যাদবপুর কেন্দ্রে বামেরা বিকাশরঞ্জন ভট্টাচার্যকে প্রার্থী করলে তবেই তারা যাদবপুর থেকে প্রার্থী তুলে নেবে বলে জানিয়েছে আইএসএফ ৷

নওশাদ সিদ্দিকীর দলের তরফে জানানো হয়েছে যে, তারা প্রথমে 20টি আসন দাবি করেছিল ৷ তবে জোটের স্বার্থে তারা প্রথমে 14 ও তারপরে আটটি আসনের কথা বলেছে ৷ সেই আট আসনেরই নাম আজ বামেদের প্রার্থী তালিকা প্রকাশের আগেই জানিয়ে দেয় আইএসএফ ।

এ দিকে, ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রে নওশাদ সিদ্দিকী দাঁড়ানোর ইচ্ছেপ্রকাশ করেছিলেন । দক্ষিণ 24 পরগনার নেতৃত্ব তা নিয়ে আলোচনা করছেন বলে জানিয়েছে আইএসএফ রাজ্য সভাপতি ।

উল্লেখ্য, যাদবপুর কেন্দ্র নিয়ে আইএসএফ-এর দাবি যে তারা মানবে না, তা আজ স্পষ্ট করে দিয়েছে বামেরা ৷ ওই কেন্দ্রে প্রার্থী হিসেবে সৃজন ভট্টাচার্যের নামও ঘোষণা করে দেওয়া হয়েছে ৷ আগেভাগে আইএসএফ আসন ঘোষণা করায় সাংবাদিক সম্মেলনে অসন্তোষ প্রকাশ করেন বিমান বসু ৷

আরও পড়ুন:

  1. দমদমে সুজন-যাদবপুরে সৃজন, 15 নতুন মুখ নিয়ে 16 আসনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের
  2. ইস্তফার পরদিনই তৃণমূল প্রার্থী, কর্মজীবন পক্ষপাতদুষ্ট ? কী বলছেন প্রাক্তন আইপিএস অফিসার
  3. 'কঠিন নয়, যাদবপুরের লড়াই মর্যাদার'; প্রচারে সফরসঙ্গী ইটিভি ভারতকে বললেন সায়নী
Last Updated : Mar 14, 2024, 8:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.