ETV Bharat / politics

আরজি কর-কাণ্ডে ‘ফেঁসে গিয়ে’ নির্যাতিতার মা-বাবাকে কিনতে চান মমতা, কটাক্ষ অধীরের - RG Kar Doctor Rape and Murder

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 30, 2024, 3:43 PM IST

Adhir Ranjan Chowdhury Slams Mamata Banerjee: আরজি কর-কাণ্ড নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কড়া সমালোচনা করলেন অধীররঞ্জন চৌধুরী ৷ কামদুনি-হাঁসখালির প্রসঙ্গ টেনেও মমতার সমালোচনা করেছেন তিনি ৷

Adhir Ranjan Chowdhury Slams Mamata Banerjee
আরজি কর-কাণ্ডের প্রতিবাদে কংগ্রেসের মিছিল৷ (নিজস্ব চিত্র)

কলকাতা, 29 অগস্ট: কামদুনি-হাঁসখালি থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নারী নির্যাতনের প্রসঙ্গ তুলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় সমালোচনা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী । তাঁর নেতৃত্বে বৃহস্পতিবার কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করেন কংগ্রেস কর্মী-সমর্থকরা । রাজ্যের বিভিন্ন প্রান্তের শয়ে শয়ে কংগ্রেস কর্মী-সমর্থকরা এই মিছিলে পা মিলিয়েছেন ।

মিছিল শেষে শ্যামবাজারের সভামঞ্চ থেকে অধীররঞ্জন চৌধুরী বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফেঁসে গিয়েছেন । ... বিনীত গোয়েলের মতো নির্যাতিতার বাবা-মাকে দশ লক্ষ টাকার বিনিময়ে কিনতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । কিন্তু কিনতে পারেননি । আজ যে মিটিং হচ্ছে এটা কোনও রাজনৈতিক দলের মিছিল নয় । সমাজের বিভিন্ন অংশের মানুষ সাধারণ মানুষ তারা সুবিচারের দাবিতে পথে নেমেছেন ।’’

Adhir Ranjan Chowdhury Slams Mamata Banerjee
আরজি কর-কাণ্ডের প্রতিবাদে কংগ্রেসের মিছিল৷ (নিজস্ব চিত্র)

তিনি আরও বলেন, ‘‘প্রত্যেকের চিন্তা আছে৷ কিন্তু নির্লজ্জ মুখ্যমন্ত্রী একটি বারের জন্য ক্ষমা চাইলেন না । উপরন্তু 5, 10 লাখ টাকার বিনিময়ে কিনতে চেয়েছেন । বাংলার মানুষ বিক্রি হবে না । আজ আমরা পতাকা নিয়ে রাস্তায় নেমেছি, আগামীতে সমস্ত জায়গায় রাজনৈতিক পতাকা ছেড়ে সাধারণ মানুষের সঙ্গে বিচারের দাবিতে আন্দোলনে সামিল হতে চায় । আরজি করের প্রমাণ লুট করেছেন আপনি । রিওয়াজনুর কাণ্ডে আপনি সিবিআই চেয়েছিলেন । কিন্তু আপনি ক্ষমতায় এসেও বিচার করতে পারেননি । আপনি কাজের সময় কাজী কাজ ফুরালে.... ।’’

অধীরের আরও বক্তব্য, ‘‘যা হয়েছে, তা বাংলার জন্য কলঙ্ক । সমাজের উপরে রাষ্ট্রের উপরে বিশ্বাস হারিয়ে যায় । নির্ভয়ার পর অভয়া । ফাঁসি নাম করে বিরোধী দলের ফাঁসি দেব, সেটা যাতে না হয় । বাংলায় অনেক ঘটনা ঘটে গিয়েছে, আপনি তখন ফাঁসি চাইলেন না । এখন ফাঁসির কথা বলছেন আপনি ৷’’

Adhir Ranjan Chowdhury Slams Mamata Banerjee
আরজি কর-কাণ্ডের প্রতিবাদে কংগ্রেসের মিছিল৷ (নিজস্ব চিত্র)

এছাড়া আরজি করের ওই চিকিৎসক কেন 36 ঘণ্টা ডিউটি করছিলেন, সেই প্রশ্নও তুলেছেন অধীর ৷ পাশাপাশি মুখ্যমন্ত্রীর একটি মন্তব্যকে তুলে ধরে তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রী এখন তাঁর দলের কর্মীদের বলছেন ফোঁস করতে শেখো । কিন্তু আমরা প্রস্তুত আছি সাপের বিষ দাঁত ভেঙে দিতে । আজ না হয় কাল এই বাংলা দুর্নীতিবাজ, সন্ত্রাসবাদীদের হাত থেকে মুক্ত হবে ।"

মিছিলে অধীর ছাড়াও প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্য, বর্তমান সাংসদ ইশা খানের মতো প্রদেশ কংগ্রেসের বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন ৷ প্রদীপ ভট্টাচার্য ইটিভি ভারতকে বলেন, "আমরা তো গোটা মন্ত্রিসভার পদত্যাগ চাইছি না । রাজ্যে স্বাস্থ্যমন্ত্রী রাজ্যের পুলিশ মন্ত্রী তার নিজের দায়ভার দায়িত্ব পালন করতে ব্যর্থ হচ্ছেন । কিন্তু নির্লজ্জ মুখ্যমন্ত্রী পদত্যাগ করছেন না বা কোনও পদক্ষেপও করছেন না ।"

কলকাতা, 29 অগস্ট: কামদুনি-হাঁসখালি থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নারী নির্যাতনের প্রসঙ্গ তুলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় সমালোচনা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী । তাঁর নেতৃত্বে বৃহস্পতিবার কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করেন কংগ্রেস কর্মী-সমর্থকরা । রাজ্যের বিভিন্ন প্রান্তের শয়ে শয়ে কংগ্রেস কর্মী-সমর্থকরা এই মিছিলে পা মিলিয়েছেন ।

মিছিল শেষে শ্যামবাজারের সভামঞ্চ থেকে অধীররঞ্জন চৌধুরী বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফেঁসে গিয়েছেন । ... বিনীত গোয়েলের মতো নির্যাতিতার বাবা-মাকে দশ লক্ষ টাকার বিনিময়ে কিনতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । কিন্তু কিনতে পারেননি । আজ যে মিটিং হচ্ছে এটা কোনও রাজনৈতিক দলের মিছিল নয় । সমাজের বিভিন্ন অংশের মানুষ সাধারণ মানুষ তারা সুবিচারের দাবিতে পথে নেমেছেন ।’’

Adhir Ranjan Chowdhury Slams Mamata Banerjee
আরজি কর-কাণ্ডের প্রতিবাদে কংগ্রেসের মিছিল৷ (নিজস্ব চিত্র)

তিনি আরও বলেন, ‘‘প্রত্যেকের চিন্তা আছে৷ কিন্তু নির্লজ্জ মুখ্যমন্ত্রী একটি বারের জন্য ক্ষমা চাইলেন না । উপরন্তু 5, 10 লাখ টাকার বিনিময়ে কিনতে চেয়েছেন । বাংলার মানুষ বিক্রি হবে না । আজ আমরা পতাকা নিয়ে রাস্তায় নেমেছি, আগামীতে সমস্ত জায়গায় রাজনৈতিক পতাকা ছেড়ে সাধারণ মানুষের সঙ্গে বিচারের দাবিতে আন্দোলনে সামিল হতে চায় । আরজি করের প্রমাণ লুট করেছেন আপনি । রিওয়াজনুর কাণ্ডে আপনি সিবিআই চেয়েছিলেন । কিন্তু আপনি ক্ষমতায় এসেও বিচার করতে পারেননি । আপনি কাজের সময় কাজী কাজ ফুরালে.... ।’’

অধীরের আরও বক্তব্য, ‘‘যা হয়েছে, তা বাংলার জন্য কলঙ্ক । সমাজের উপরে রাষ্ট্রের উপরে বিশ্বাস হারিয়ে যায় । নির্ভয়ার পর অভয়া । ফাঁসি নাম করে বিরোধী দলের ফাঁসি দেব, সেটা যাতে না হয় । বাংলায় অনেক ঘটনা ঘটে গিয়েছে, আপনি তখন ফাঁসি চাইলেন না । এখন ফাঁসির কথা বলছেন আপনি ৷’’

Adhir Ranjan Chowdhury Slams Mamata Banerjee
আরজি কর-কাণ্ডের প্রতিবাদে কংগ্রেসের মিছিল৷ (নিজস্ব চিত্র)

এছাড়া আরজি করের ওই চিকিৎসক কেন 36 ঘণ্টা ডিউটি করছিলেন, সেই প্রশ্নও তুলেছেন অধীর ৷ পাশাপাশি মুখ্যমন্ত্রীর একটি মন্তব্যকে তুলে ধরে তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রী এখন তাঁর দলের কর্মীদের বলছেন ফোঁস করতে শেখো । কিন্তু আমরা প্রস্তুত আছি সাপের বিষ দাঁত ভেঙে দিতে । আজ না হয় কাল এই বাংলা দুর্নীতিবাজ, সন্ত্রাসবাদীদের হাত থেকে মুক্ত হবে ।"

মিছিলে অধীর ছাড়াও প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্য, বর্তমান সাংসদ ইশা খানের মতো প্রদেশ কংগ্রেসের বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন ৷ প্রদীপ ভট্টাচার্য ইটিভি ভারতকে বলেন, "আমরা তো গোটা মন্ত্রিসভার পদত্যাগ চাইছি না । রাজ্যে স্বাস্থ্যমন্ত্রী রাজ্যের পুলিশ মন্ত্রী তার নিজের দায়ভার দায়িত্ব পালন করতে ব্যর্থ হচ্ছেন । কিন্তু নির্লজ্জ মুখ্যমন্ত্রী পদত্যাগ করছেন না বা কোনও পদক্ষেপও করছেন না ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.