ETV Bharat / politics

'নারী নির্যাতনের অভিযোগ প্রমাণিত হলে শাস্তি মাথা পেতে নেব', গোপন ডেরা থেকে দাবি শিবুর - সন্দেশখালিকাণ্ডে অভিযুক্ত শিবুর কথা

Sandeshkhali Update: যাঁর গ্রেফতারির দাবিতে সরব হয়েছেন সন্দেশখালি গ্রামের মহিলারা সেই শিবু হাজরাই এবার মুখ খুললেন গোপন ডেরা থেকে ৷ সব অভিযোগ নস্যাৎ করে কী বললেন তিনি ?

Etv Bharat
শিবু হাজরা
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 14, 2024, 10:05 PM IST

সন্দেশখালি, 14 ফেব্রুয়ারি: সন্দেশখালিতে নারী নির্যাতনকাণ্ডে তিনি অভিযুক্ত। সেই ঘটনায় শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরা ওরফে শিবুর গ্রেফতারের দাবিতে উত্তাল হয়েছে সন্দেশখালি । কিন্তু পুলিশ এখনও খুঁজে পায়নি শাহজাহানের 'ডান' হাত হিসেবে পরিচিত শিবু হাজরাকে । এবার সেই 'শিবু'ই মুখ খুললেন গোপন ডেরা থেকে । তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করে বুধবার শিবু সংবাদমাধ্যমের কাছে দাবি করেছেন, "নারী নির্যাতন নিয়ে যে অভিযোগ তোলা হচ্ছে তার কোনও ভিত্তি নেই । অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। নারীদের আমরা যথেষ্ট সম্মান করি । মহিলাদের পাশে থেকে সবসময় সহযোগিতা করে এসেছি । তাঁদের সুরক্ষার বিষয়ে আমরা যথেষ্ট সচেতন । নারীদের উপর কোনও অত‍্যাচার কিংবা নির্যাতনের ঘটনা ঘটেনি । তারপরও বলব, কোনও নির্যাতনের ঘটনা যদি প্রমাণিত হয় তাহলে আইন মেনে যা শাস্তি হবে তা মাথা পেতে নেব ।"

শুধু নারী নির্যাতন নয়, গ্রামবাসীদের বিঘার পর বিঘা জমি জোর করে দখল করে ভেড়ি বানানোর অভিযোগও মানতে চাননি সন্দেশখালি 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি তথা জেলা পরিষদ সদস্য শিবপ্রসাদ হাজরা ওরফে শিবু । এই বিষয়ে তাঁর দাবি, জোর করে কোনও জমি দখলের ঘটনা ঘটেনি । তাঁকে বদনাম করার চেষ্টা চলছে । বিরোধীরা বিষয়টি নিয়ে তাতাচ্ছে গ্রামবাসীদের একাংশকে । উস্কানি দিয়ে অশান্তি পাকাচ্ছে । সন্দেশখালিতে যা ঘটছে তা কাম‍্য নয় ।" গ্রামবাসীদের এই আন্দোলনে সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার এবং বিজেপির একাংশের চক্রান্ত দেখছেন এই দাপুটে তৃণমূল নেতা ।

তাঁর আরও দাবি, গ্রামবাসীদের উস্কানি এবং প্ররোচনা দেওয়ার নেপথ্যে আছে বিজেপি ও সিপিএম ৷ এরা নিজেদের জায়গা পোক্ত করতে চাইছে । তাঁর কথায়, "বিরোধীরা এসব করে কিছুই করতে পারবে না । সন্দেশখালির সাধারণ মানুষ তৃণমূলের সঙ্গে ছিল। আছে এবং ভবিষ্যতেও থাকবে ।" যদিও এতকিছু বললেও সন্দেশখালিকাণ্ডের 'মাস্টারমাইন্ড' শেখ শাহজাহান কোথায় তা জানা নেই বলেই জানিয়েছেন শিবু ৷

সন্দেশখালি, 14 ফেব্রুয়ারি: সন্দেশখালিতে নারী নির্যাতনকাণ্ডে তিনি অভিযুক্ত। সেই ঘটনায় শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরা ওরফে শিবুর গ্রেফতারের দাবিতে উত্তাল হয়েছে সন্দেশখালি । কিন্তু পুলিশ এখনও খুঁজে পায়নি শাহজাহানের 'ডান' হাত হিসেবে পরিচিত শিবু হাজরাকে । এবার সেই 'শিবু'ই মুখ খুললেন গোপন ডেরা থেকে । তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করে বুধবার শিবু সংবাদমাধ্যমের কাছে দাবি করেছেন, "নারী নির্যাতন নিয়ে যে অভিযোগ তোলা হচ্ছে তার কোনও ভিত্তি নেই । অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। নারীদের আমরা যথেষ্ট সম্মান করি । মহিলাদের পাশে থেকে সবসময় সহযোগিতা করে এসেছি । তাঁদের সুরক্ষার বিষয়ে আমরা যথেষ্ট সচেতন । নারীদের উপর কোনও অত‍্যাচার কিংবা নির্যাতনের ঘটনা ঘটেনি । তারপরও বলব, কোনও নির্যাতনের ঘটনা যদি প্রমাণিত হয় তাহলে আইন মেনে যা শাস্তি হবে তা মাথা পেতে নেব ।"

শুধু নারী নির্যাতন নয়, গ্রামবাসীদের বিঘার পর বিঘা জমি জোর করে দখল করে ভেড়ি বানানোর অভিযোগও মানতে চাননি সন্দেশখালি 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি তথা জেলা পরিষদ সদস্য শিবপ্রসাদ হাজরা ওরফে শিবু । এই বিষয়ে তাঁর দাবি, জোর করে কোনও জমি দখলের ঘটনা ঘটেনি । তাঁকে বদনাম করার চেষ্টা চলছে । বিরোধীরা বিষয়টি নিয়ে তাতাচ্ছে গ্রামবাসীদের একাংশকে । উস্কানি দিয়ে অশান্তি পাকাচ্ছে । সন্দেশখালিতে যা ঘটছে তা কাম‍্য নয় ।" গ্রামবাসীদের এই আন্দোলনে সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার এবং বিজেপির একাংশের চক্রান্ত দেখছেন এই দাপুটে তৃণমূল নেতা ।

তাঁর আরও দাবি, গ্রামবাসীদের উস্কানি এবং প্ররোচনা দেওয়ার নেপথ্যে আছে বিজেপি ও সিপিএম ৷ এরা নিজেদের জায়গা পোক্ত করতে চাইছে । তাঁর কথায়, "বিরোধীরা এসব করে কিছুই করতে পারবে না । সন্দেশখালির সাধারণ মানুষ তৃণমূলের সঙ্গে ছিল। আছে এবং ভবিষ্যতেও থাকবে ।" যদিও এতকিছু বললেও সন্দেশখালিকাণ্ডের 'মাস্টারমাইন্ড' শেখ শাহজাহান কোথায় তা জানা নেই বলেই জানিয়েছেন শিবু ৷

আরও পড়ুন :

  1. 'শাহজাহান-শিবু গ্রেফতার না হলে অত‍্যাচার আরও বাড়বে', রাজ্যপালের সামনে ক্ষোভ প্রকাশ মহিলাদের
  2. অশান্ত সন্দেশখালি, শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার তিনটি পোল্ট্রি ফার্মে আগুন ক্ষিপ্ত গ্রামবাসীদের
  3. লেখাপড়া করা উচিত না, 'চিল্লার পার্টি' বানিয়ে শিশুদের মগজ ধোলাই করত শাহজাহান
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.