ETV Bharat / politics

'পদ্ম ফুলের টাকা নিয়ে জোড়া ফুলে ভোট দেবেন', স্পষ্ট বার্তা অভিষেকের - Lok Sabha Election 2024

Abhishek Banerjee: বিজেপি টাকা দিতে এলে টাকা নিয়ে জোড়া ফুলে ভোট দেওয়ার আর্জি জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ মঞ্চ থেকে বিজেপির টাকা নিয়ে নিতেও বললেন অভিষেক ৷

Abhishek Banerjee
অভিষেক বন্দ্যোপাধ্যায় (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 14, 2024, 10:22 PM IST

অভিষেক বন্দ্যোপাধ্যায় (নিজস্ব প্রতিনিধি)

দাঁতন, 14 মে: প্রার্থীর হয়ে প্রচার করতে এসে বিজেপির থেকে টাকা নেওয়ার বার্তা দিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ! মঙ্গলবার তিনি দাঁতনে সভা করতে এসে এই মন্তব্য করেন। তিনি বলেন, "বিজেপির নেতারা ভোটের জন্য টাকা দিতে এলে আপনার টাকা নিয়ে নেবেন ৷ বেশি করে নেবেন ৷ কিন্তু ভোট দেবেন জোড়া ফুলে। এদের বাংলা থেকে বিতাড়িত করবেন ।" উপমা দিয়ে অভিষেক আরও বলেন, "সেঁকরার ঠুকঠাক, কামারের এক ঘা।"

ভোটের পারদ যত চড়ছে, ততই প্রচারে উত্তেজনা বাড়ছে । এবার দাঁতনে জুন মালিয়ার হয়ে সভা করতে আসেন তৃণমূলের শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি প্রার্থী, এলাকার বিধায়ক, জেলা সভাপতি এবং বিভিন্ন কর্মাধ্যক্ষদের নিয়ে দাঁতনের মাঠ থেকে সভা করেন। আর সভা মঞ্চ থেকে স্বভাবসিদ্ধ ভাষায় প্রথম থেকেই তিনি বক্তব্য রাখা শুরু করেন বিজেপিকে নিশানা করে। তিনি বিজেপি নেতৃত্ব, দল, বিজেপি সাংসদ, বিধায়কদেরও কটাক্ষ করেন মঞ্চ থেকে ৷ কটাক্ষ করেন নরেন্দ্র মোদিকেও । এদিন অভিষেক বিশেষভাবে বক্তব্য রেখেছিলেন সন্দেশখালি এবং বাংলার দেনা-পাওনা নিয়ে। তবে বক্তব্যের শেষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে জানান, কয়েকদিন আগে তাঁকে খড়গপুর মেদিনীপুর থেকে কয়েকজন কর্মী-সমর্থক মেসেজ করেন যে, এই লোকসভা ভোটের সময় বিজেপি নেতা বুথ সভাপতিরা টাকা বিলোচ্ছেন এলাকায় এলাকায়।

এই বিষয়ে তিনি প্রশ্ন করেন, "ভোটের সময় বিজেপি টাকা দিতে এলে টাকা আপনারা নিয়ে নেবেন ৷ কী নেবেন না ?" এরপর তিনি যুক্তি দিয়ে বলেন, "আপনারা আমাকে ভুল বুঝবেন না। এই টাকা আপনার টাকা। কোভিডের সময় এদেরকে আপনি ৷ 100 দিনের টাকা আপনি পাননি। বিড়াল ঠেলায় না পড়লে গাছে ওঠে না। এই নির্বাচনের সময় ওদের মনে পড়ছে আপনাদের।" তিনি এ-ও বলেন, "ওরা 500 টাকা দিতে এলে বলবেন 2000 টাকা দাও ৷ তাহলে পদ্মফুলে ভোট দেব। ক্লাব কর্তাদের বলেন 2000 দিতে এলে 5000 চাইবে, 5000 দিতে গেলে 15000 চাইবে। আপনারা টাকা ফিরিয়ে দেবেন না।" তিনি কর্মী সমর্থকদের বলেন, "আপনার পদ্মফুল থেকে টাকা নেবেন এবং জোড়া ফুলে ভোট দেবেন ৷"

আরও পড়ুন

বারবার বিধি ভাঙছেন, কমিশনে নরেন্দ্র মোদির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি তৃণমূলের

দিনক্ষণ দেখে মনোনয়ন জমা, সকাল 11টা 40 মিনিটকেই কেন বেছে নিলেন মোদি?

অভিষেক বন্দ্যোপাধ্যায় (নিজস্ব প্রতিনিধি)

দাঁতন, 14 মে: প্রার্থীর হয়ে প্রচার করতে এসে বিজেপির থেকে টাকা নেওয়ার বার্তা দিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ! মঙ্গলবার তিনি দাঁতনে সভা করতে এসে এই মন্তব্য করেন। তিনি বলেন, "বিজেপির নেতারা ভোটের জন্য টাকা দিতে এলে আপনার টাকা নিয়ে নেবেন ৷ বেশি করে নেবেন ৷ কিন্তু ভোট দেবেন জোড়া ফুলে। এদের বাংলা থেকে বিতাড়িত করবেন ।" উপমা দিয়ে অভিষেক আরও বলেন, "সেঁকরার ঠুকঠাক, কামারের এক ঘা।"

ভোটের পারদ যত চড়ছে, ততই প্রচারে উত্তেজনা বাড়ছে । এবার দাঁতনে জুন মালিয়ার হয়ে সভা করতে আসেন তৃণমূলের শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি প্রার্থী, এলাকার বিধায়ক, জেলা সভাপতি এবং বিভিন্ন কর্মাধ্যক্ষদের নিয়ে দাঁতনের মাঠ থেকে সভা করেন। আর সভা মঞ্চ থেকে স্বভাবসিদ্ধ ভাষায় প্রথম থেকেই তিনি বক্তব্য রাখা শুরু করেন বিজেপিকে নিশানা করে। তিনি বিজেপি নেতৃত্ব, দল, বিজেপি সাংসদ, বিধায়কদেরও কটাক্ষ করেন মঞ্চ থেকে ৷ কটাক্ষ করেন নরেন্দ্র মোদিকেও । এদিন অভিষেক বিশেষভাবে বক্তব্য রেখেছিলেন সন্দেশখালি এবং বাংলার দেনা-পাওনা নিয়ে। তবে বক্তব্যের শেষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে জানান, কয়েকদিন আগে তাঁকে খড়গপুর মেদিনীপুর থেকে কয়েকজন কর্মী-সমর্থক মেসেজ করেন যে, এই লোকসভা ভোটের সময় বিজেপি নেতা বুথ সভাপতিরা টাকা বিলোচ্ছেন এলাকায় এলাকায়।

এই বিষয়ে তিনি প্রশ্ন করেন, "ভোটের সময় বিজেপি টাকা দিতে এলে টাকা আপনারা নিয়ে নেবেন ৷ কী নেবেন না ?" এরপর তিনি যুক্তি দিয়ে বলেন, "আপনারা আমাকে ভুল বুঝবেন না। এই টাকা আপনার টাকা। কোভিডের সময় এদেরকে আপনি ৷ 100 দিনের টাকা আপনি পাননি। বিড়াল ঠেলায় না পড়লে গাছে ওঠে না। এই নির্বাচনের সময় ওদের মনে পড়ছে আপনাদের।" তিনি এ-ও বলেন, "ওরা 500 টাকা দিতে এলে বলবেন 2000 টাকা দাও ৷ তাহলে পদ্মফুলে ভোট দেব। ক্লাব কর্তাদের বলেন 2000 দিতে এলে 5000 চাইবে, 5000 দিতে গেলে 15000 চাইবে। আপনারা টাকা ফিরিয়ে দেবেন না।" তিনি কর্মী সমর্থকদের বলেন, "আপনার পদ্মফুল থেকে টাকা নেবেন এবং জোড়া ফুলে ভোট দেবেন ৷"

আরও পড়ুন

বারবার বিধি ভাঙছেন, কমিশনে নরেন্দ্র মোদির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি তৃণমূলের

দিনক্ষণ দেখে মনোনয়ন জমা, সকাল 11টা 40 মিনিটকেই কেন বেছে নিলেন মোদি?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.