ETV Bharat / politics

ধর্মের নামে নয়, কাজ দেখে ভোট দিন, পার্ক সার্কাস থেকে বার্তা অভিষেকের - তৃণমূল কংগ্রেস

Abhishek Banerjee: তৃণমূল কংগ্রেসের তরফে আজ সোমবার এক সংহতি যাত্রার আয়োজন করা হয়েছে৷ মিছিল শেষে পার্ক সার্কাসে এক সভা হয়৷ সেই সভা থেকে অভিষেক বন্দ্য়োপাধ্যায় বলেন, ‘‘ধর্মের নামে নয়, কর্মের নামে দেবেন ।"

Abhishek Banerjee
Abhishek Banerjee
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 22, 2024, 7:20 PM IST

Updated : Jan 22, 2024, 7:57 PM IST

কলকাতা, 22 জানুয়ারি: ধর্মের নামে নয়, কর্ম দেখে ভোট দেওয়ার আবেদন জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সোমবার পার্ক সার্কাসে আয়োজিত তৃণমূল কংগ্রেসের ‘সংহতি সভা’ থেকে তিনি এই বার্তা দেন ৷ অভিষেক বলেন, ‘‘ধর্মের নামে ভোট দেবেন না কর্মের নামে দেবেন ।"

এ দিনই অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে রামলালার ৷ সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘প্রধান যজমান’ হিসেবে উপস্থিত ছিলেন ৷ সেই অনুষ্ঠান শেষ হওয়ার কিছু সময় পর কলকাতা সংহতি যাত্রা করে তৃণমূল কংগ্রেস ৷ সেই যাত্রায় বিভিন্ন ধর্মের ধর্মগুরুদের নিয়ে হাঁটেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ মিছিলে তৃণমূল কংগ্রেসের অন্য নেতা-নেত্রীদের সঙ্গেই উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ৷

মিছিল শুরু হয় কলকাতার হাজরা মোড় থেকে ৷ মিছিল শেষ হয় পার্ক সার্কাসে ৷ সেখানেই অনুষ্ঠিত হয় এক সভা ৷ সেই সভায় ভাষণ দেওয়ার সময় এই কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তবে এই কথা বলার আগে সাধারণ মানুষের উদ্দেশ্যে অভিষেককে বলতে শোনা যায়, ‘‘আপনার যাকে ইচ্ছে ভোট দেবেন । সিপিএম-কে দেবেন । কংগ্রেসকে দেবেন । বিজেপিকে দেবেন ।’’ এর পরই ধর্ম নয়, কাজ দেখে ভোট দেওয়ার আবেদন করেন তিনি ৷ বলেন, ‘‘...কিন্তু ধর্মের নামে ভোট দেবেন না, কর্মের নামে দেবেন ।"

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের আরও বক্তব্য, আজকের দিনটা তাঁর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাঙালি হিসেবে আজকের দিনটা তাঁর কাছে খুব গর্বের দিন ৷ কারণ, একদিকে যেমন একটি ধর্মীয় অনুষ্ঠান নিয়ে সারাদেশে হইচই হচ্ছে, সেই সময় বাংলায় সংহতি মিছিল হচ্ছে । তিনি বলেন, ‘‘আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না ।’’

এ দিন নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশানা করেন ৷ তাঁর বক্তব্য, একজন মানুষের যেকোনও ধর্মের হতে পারেন ৷ কিন্তু ভোটে জিতে জনপ্রতিনিধি হওয়ার পর কারও কোনও ধর্ম থাকতে পারে না ৷ তখন তিনি মানুষের প্রতিনিধি ৷ তাছাড়া অভিষেক বলেন, ‘‘দীপাবলিতে যদি আলি থাকে আর রমজানে যদি রাম থাকে, তাহলে বিভাজন নিয়ে ভাবতে হবে না ।’’

আরও পড়ুন:

  1. মন্দির-মসজিদ-চার্চ হয়ে হাজরা থেকে পার্ক সার্কাস সংহতি যাত্রা মমতার
  2. পরনে কালো টিশার্ট-সাদা প্যান্ট, কলকাতা পুলিশের হাফ ম্যারাথনে দৌড় অভিষেকের

কলকাতা, 22 জানুয়ারি: ধর্মের নামে নয়, কর্ম দেখে ভোট দেওয়ার আবেদন জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সোমবার পার্ক সার্কাসে আয়োজিত তৃণমূল কংগ্রেসের ‘সংহতি সভা’ থেকে তিনি এই বার্তা দেন ৷ অভিষেক বলেন, ‘‘ধর্মের নামে ভোট দেবেন না কর্মের নামে দেবেন ।"

এ দিনই অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে রামলালার ৷ সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘প্রধান যজমান’ হিসেবে উপস্থিত ছিলেন ৷ সেই অনুষ্ঠান শেষ হওয়ার কিছু সময় পর কলকাতা সংহতি যাত্রা করে তৃণমূল কংগ্রেস ৷ সেই যাত্রায় বিভিন্ন ধর্মের ধর্মগুরুদের নিয়ে হাঁটেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ মিছিলে তৃণমূল কংগ্রেসের অন্য নেতা-নেত্রীদের সঙ্গেই উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ৷

মিছিল শুরু হয় কলকাতার হাজরা মোড় থেকে ৷ মিছিল শেষ হয় পার্ক সার্কাসে ৷ সেখানেই অনুষ্ঠিত হয় এক সভা ৷ সেই সভায় ভাষণ দেওয়ার সময় এই কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তবে এই কথা বলার আগে সাধারণ মানুষের উদ্দেশ্যে অভিষেককে বলতে শোনা যায়, ‘‘আপনার যাকে ইচ্ছে ভোট দেবেন । সিপিএম-কে দেবেন । কংগ্রেসকে দেবেন । বিজেপিকে দেবেন ।’’ এর পরই ধর্ম নয়, কাজ দেখে ভোট দেওয়ার আবেদন করেন তিনি ৷ বলেন, ‘‘...কিন্তু ধর্মের নামে ভোট দেবেন না, কর্মের নামে দেবেন ।"

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের আরও বক্তব্য, আজকের দিনটা তাঁর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাঙালি হিসেবে আজকের দিনটা তাঁর কাছে খুব গর্বের দিন ৷ কারণ, একদিকে যেমন একটি ধর্মীয় অনুষ্ঠান নিয়ে সারাদেশে হইচই হচ্ছে, সেই সময় বাংলায় সংহতি মিছিল হচ্ছে । তিনি বলেন, ‘‘আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না ।’’

এ দিন নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশানা করেন ৷ তাঁর বক্তব্য, একজন মানুষের যেকোনও ধর্মের হতে পারেন ৷ কিন্তু ভোটে জিতে জনপ্রতিনিধি হওয়ার পর কারও কোনও ধর্ম থাকতে পারে না ৷ তখন তিনি মানুষের প্রতিনিধি ৷ তাছাড়া অভিষেক বলেন, ‘‘দীপাবলিতে যদি আলি থাকে আর রমজানে যদি রাম থাকে, তাহলে বিভাজন নিয়ে ভাবতে হবে না ।’’

আরও পড়ুন:

  1. মন্দির-মসজিদ-চার্চ হয়ে হাজরা থেকে পার্ক সার্কাস সংহতি যাত্রা মমতার
  2. পরনে কালো টিশার্ট-সাদা প্যান্ট, কলকাতা পুলিশের হাফ ম্যারাথনে দৌড় অভিষেকের
Last Updated : Jan 22, 2024, 7:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.