কলকাতা, 21 জানুয়ারি: রাম মন্দির প্রতিষ্ঠার আগের সন্ধ্যায় সোশাল মিডিয়ায় সরব তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার কারও নামের উল্লেখ না করেও আদতে বিজেপিকেই আক্রমণ করেছেন অভিষেক। এদিন অভিষেক লিখেছেন, "আমার ধর্ম আমাকে শেখায় না মৃতদেহের উপরে নির্মিত কোনও উপাসনালয়কে গ্রহণ করতে।"
প্রসঙ্গত, অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের আগের দিন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের এ হেন মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। উল্লেখ্য, এদিন বিকেল পর্যন্ত 22 জানুয়ারির অনুষ্ঠান নিয়ে নীরবই ছিলেন অভিষেক। তৃণমূল সুপ্রিমোর ডাকা সংহতি মিছিলে অভিষেক থাকবেন কিনা তা নিয়ও অনিশ্চয়তা এখনও কাটেনি। অভিষেকের ঘনিষ্ঠ মহলও নিশ্চিত করে কিছু জানায়নি। রাম মন্দির উদ্বোধন নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনোভাব কী এদিন তাঁর সোশাল মিডিয়ায় করা মন্তব্য থেকেই স্পষ্ট হয়ে গিয়েছে।
সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন, "আমার ধর্ম আমায় এমন কোনও ধর্মীয় স্থান, সেটা মন্দির, মসজিদ, চার্চ বা গুরুদ্বারা- যাই হোক, সেটা যদি ঘৃণা, হিংসা এবং অসহায় মানুষের মৃতদেহের বিনিময়ে বা তার ওপর তৈরি হয় সেই ধর্মীয় স্থানকে স্বীকার ও গ্রহণ করতে শেখায় না।" এদিকে, আগামিকাল, সোমবার রাম মন্দির উদ্বোধনের দিন কলকাতায় সর্বধর্ম সম্বন্বয়ের সংহতি মিছিলের আয়োজন করছে তৃণমূল। সেই মিছিলে হাঁটবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে হাঁটবেন সমস্ত ধর্মের ধর্ম গুরুরা আর হাঁটবেন সাধারণ মানুষও। মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলের আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক ফলাফল।
অন্যদিকে, ইতিমধ্যেই কলকাতা শহরের বিভিন্ন প্রান্তে এই সংহতি মিছিলকে কেন্দ্র করে বড় বড় হোডিং পড়েছে। সেখানে ছবি রয়েছে শুধুমাত্র দলনেত্রীর। সেখান থেকেই প্রশ্ন উঠছে অভিষেক কি থাকবেন কালকের মিছিলে। অভিষেকের ঘনিষ্ঠ মহল সূত্রে যতটুকু খবর, তাতে তাঁর উপস্থিতির বিষয় কোনও নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না। তবে অভিষেক যে থাকবেন না একথাও জোর দিয়ে দলের তরফ থেকে বলা হচ্ছে না।
শহর জুড়ে যে পোস্টার করেছে তাতে এককভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে তাই মনে করা হচ্ছে এই মিছিলে নাও থাকতে পারে অভিষেক। তবে সাম্প্রতিক অতীতে যে গতিপ্রকৃতি দেখা গিয়েছে তাতে দলীয় কর্মসূচিতে অভিষেক থাকলেও সরকারি কর্মসূচিতে তিনি থাকেন না।এক্ষেত্রে যেহেতু দলের তরফ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে সেই কারণেই অভিষেকের উপস্থিতি নিয়ে এত জল্পনা।
তবে এই সম্প্রীতি মিছিলে রাজ্যের প্রায় সমস্ত মন্ত্রীই উপস্থিত থাকবেন। থাকবেন সাংসদ বিধায়ক থেকে শুরু করে তৃণমূলের বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরাও। থাকবেন সাধারণ মানুষ। দুপুর তিনটে মিছিল শুরু হওয়ার কথা থাকলেও দুটোর পর থেকেই হাজরা মোড়ে জমায়েত হতে শুরু করবে বলে মনে করা হচ্ছে। তিনটেয় মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে পুজো দিয়ে আসার পর এই মিছিল শুরু হবে। আর সেই জায়গা থেকে এটা বলাই যায়। অভিষেক থাকুন অথবা না থাকুন, কালকের সংহতি মিছিলের মুখ কিন্তু মমতাই।
আরও পড়ুন
পটচিত্রে 'রামকাহিনি', রাম মন্দির উদ্বোধনে পটের গান বাঁধলেন পিংলার চিত্রকর পরিবার
যাদবপুরে রাম মন্দির উদ্বোধনের বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন পড়ুয়াদের একাংশের, বিরোধীতা করে চিঠি জুটার
রাম মন্দির উদ্বোধনে ছুটি, নেতাজির জন্মদিনে পরীক্ষা; আক্ষেপ বিশ্বভারতীর পড়ুয়া-অধ্যাপকদের