ETV Bharat / politics

আপনি রাজ্যপাল নামের কলঙ্ক; সিভি আনন্দ বোসকে কড়া আক্রমণ অভিষেকের - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Abhishek Banerjee Slams CV Ananda Bose: রাজ্যপাল ও সন্দেশখালি ইস্যুতে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কী বললেন ডায়মন্ড হারবারের বিদায়ী সাংসদ তথা তৃণমূল প্রার্থী ?

CV Ananda Bose, Abhishek Banerjee
শ্লীলতাহানি ইস্যুতে রাজ্যপালকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (নিজস্ব চিত্র ৷)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 10, 2024, 7:39 PM IST

কলকাতা, 10 মে: মনোনয়ন জমা দিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস ও সন্দেশখালির মতো রাজ্যের একাধিক ইস্যুতে সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এদিন রাস্তায় দাঁড়িয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হয়ে জবাব দিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী ৷

রাজ্যপালের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে অভিষেকের বক্তব্য:

"এই যে উনি নাটকের মতো সিসিটিভি ফুটেজ দেখিয়েছেন, তাতে অভিযোগকারিণীকে আরও অসম্মানিত করেছেন ৷ একটা মহিলার উপর শ্লীলতাহানি করার পর যখন তিনি কাঁদতে কাঁদতে পুলিশের আউটপোস্টে যাচ্ছেন অভিযোগ জানাতে, সেই ভিডিয়ো জনসমক্ষে দেখাচ্ছেন ? আপনি করিডোরের ভিডিয়ো দেখান না ৷ ক্ষমতা থাকলে আপনার চেম্বার থেকে যখন বেরিয়েছে তখনকার ভিডিয়ো প্রকাশ্যে আনুন ৷ তৃণমূলকে দেখাতে হবে না, আপনি সংবাদমাধ্যমের নির্বাচিত প্রতিনিধিদের দেখান ৷ আইনে আপনার বিরুদ্ধে কিছু করা যায় না বলে আপনি যা খুশি করবেন ? আপনি আইনের উর্ধ্বে ! একটি মেয়ের বয়সি মেয়েকে শ্লীলতাহানি করছেন ৷ রাজভবনে মেয়েটি যখন আপনার কেবিন থেকে বেরোচ্ছেন, তখনকার ফুটেজ বের করুন ৷ আমার বিরুদ্ধে যদি কোনও অভিযোগ ওঠে, তাহলে তা মিথ্যা প্রমাণ করতে তো আমি সব জায়গার ফুটেজ দেখাব ৷ ওনার এসব নাটক ৷"

তৃণমূলের রাজভবনে প্রবেশে রাজ্যপালের 'না' মন্তব্যে অভিষেকের পালটা:

"বাংলার কেউ যাবে না রাজভবনে ৷ আপনি রাজ্যপাল নামের কলঙ্ক ৷ অনেক রাজ্যপাল আমরা দেখেছি ৷ বাংলা বিরোধীও দেখেছি ৷ এর আগে জগদীপ ধনকড় ছিল, তাঁকেও আমরা দেখেছি ৷ কিন্তু এত নীচে একজন নামতে পারে ? চাকরি দেওয়ার নাম করে একটা মেয়ের বয়সি মেয়ের শ্লীলতাহানি করছেন ৷ উনি রাজ্যের সাংবিধানিক প্রধান বলে তো আইনের উর্ধ্বে নয় ৷ আইন সবার জন্য এক ৷ জেনে বা অজান্তে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনও ভুল হয়ে থাকলে, ক্ষমা চান মানুষের কাছে ৷ ক্ষমা চাইলে কেউ ছোট হয় না ৷"

এনসিডব্লিউয়ের বিরুদ্ধে তোপ অভিষেকের:

ঘটনার পর এতদিন পেরিয়ে গেলেও একবার খোঁজ পর্যন্ত নেয়নি ৷ বক্তব্য শোনা তো দূর ! ন্যাশনাল কমিশন ফর ওমেন (NCW) তো নয়, বিজেপি কমিশন ফর ওমেন হয়ে গিয়েছে ৷

সন্দেশখালি নিয়ে অভিষেকের বক্তব্য:

"সন্দেশখালি নিয়ে কালকে রেখা পাত্রের ভিডিয়ো ভাইরাল হয়েছে জনসমক্ষে ৷ বিজেপি যাকে প্রার্থী করেছে, প্রধানমন্ত্রী যার সঙ্গে ফোনে কথা বলেছে, সেই রেখা পাত্র বলছে, ভুয়ো অভিযোগকারিণী যার শ্লীলতাহানি হয়নি সেইসব মহিলাদের বিজেপির দল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করাতে নিয়ে গিয়েছে ৷ এরা কারা ? বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল বলছে, রেখা পাত্র 2 হাজার টাকা নিয়ে অভিযোগ করেছে ৷ এই জল অনেকদূর গড়াবে ৷ আরেক মণ্ডল সভাপতি শান্তি দলুই বলেছেন, বিজেপির লোকেরাই অস্ত্র রেখেছিল ৷ সেই অস্ত্র সিবিআই গিয়ে উদ্ধার করেছে ৷ হিতে বিপরীত হয়েছে ৷ সন্দেশখালির মা বোনেদের স্যালুট ৷ তাঁরা একে একে বাইরে বেরিয়ে এসে বিজেপির প্রকৃত স্বরূপটা মানুষের সামনে তুলে ধরছেন ৷"

আরও পড়ুন :

  1. জয়ের ব্যবধান বাড়বে; অক্ষয় তৃতীয়ায় তৃতীয়বার মনোনয়ন জমা দিয়ে আত্মবিশ্বাসী অভিষেক
  2. 'সবে শুরু, ভোট হলে আরও সত‍্য সামনে আসবে !' সন্দেশখালি নিয়ে সরব শাহজাহান, পালটা রেখার
  3. এবার রাজভবনের অন্য একটি সিসিটিভি ফুটেজ জমা পড়ল লালবাজারে

কলকাতা, 10 মে: মনোনয়ন জমা দিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস ও সন্দেশখালির মতো রাজ্যের একাধিক ইস্যুতে সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এদিন রাস্তায় দাঁড়িয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হয়ে জবাব দিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী ৷

রাজ্যপালের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে অভিষেকের বক্তব্য:

"এই যে উনি নাটকের মতো সিসিটিভি ফুটেজ দেখিয়েছেন, তাতে অভিযোগকারিণীকে আরও অসম্মানিত করেছেন ৷ একটা মহিলার উপর শ্লীলতাহানি করার পর যখন তিনি কাঁদতে কাঁদতে পুলিশের আউটপোস্টে যাচ্ছেন অভিযোগ জানাতে, সেই ভিডিয়ো জনসমক্ষে দেখাচ্ছেন ? আপনি করিডোরের ভিডিয়ো দেখান না ৷ ক্ষমতা থাকলে আপনার চেম্বার থেকে যখন বেরিয়েছে তখনকার ভিডিয়ো প্রকাশ্যে আনুন ৷ তৃণমূলকে দেখাতে হবে না, আপনি সংবাদমাধ্যমের নির্বাচিত প্রতিনিধিদের দেখান ৷ আইনে আপনার বিরুদ্ধে কিছু করা যায় না বলে আপনি যা খুশি করবেন ? আপনি আইনের উর্ধ্বে ! একটি মেয়ের বয়সি মেয়েকে শ্লীলতাহানি করছেন ৷ রাজভবনে মেয়েটি যখন আপনার কেবিন থেকে বেরোচ্ছেন, তখনকার ফুটেজ বের করুন ৷ আমার বিরুদ্ধে যদি কোনও অভিযোগ ওঠে, তাহলে তা মিথ্যা প্রমাণ করতে তো আমি সব জায়গার ফুটেজ দেখাব ৷ ওনার এসব নাটক ৷"

তৃণমূলের রাজভবনে প্রবেশে রাজ্যপালের 'না' মন্তব্যে অভিষেকের পালটা:

"বাংলার কেউ যাবে না রাজভবনে ৷ আপনি রাজ্যপাল নামের কলঙ্ক ৷ অনেক রাজ্যপাল আমরা দেখেছি ৷ বাংলা বিরোধীও দেখেছি ৷ এর আগে জগদীপ ধনকড় ছিল, তাঁকেও আমরা দেখেছি ৷ কিন্তু এত নীচে একজন নামতে পারে ? চাকরি দেওয়ার নাম করে একটা মেয়ের বয়সি মেয়ের শ্লীলতাহানি করছেন ৷ উনি রাজ্যের সাংবিধানিক প্রধান বলে তো আইনের উর্ধ্বে নয় ৷ আইন সবার জন্য এক ৷ জেনে বা অজান্তে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনও ভুল হয়ে থাকলে, ক্ষমা চান মানুষের কাছে ৷ ক্ষমা চাইলে কেউ ছোট হয় না ৷"

এনসিডব্লিউয়ের বিরুদ্ধে তোপ অভিষেকের:

ঘটনার পর এতদিন পেরিয়ে গেলেও একবার খোঁজ পর্যন্ত নেয়নি ৷ বক্তব্য শোনা তো দূর ! ন্যাশনাল কমিশন ফর ওমেন (NCW) তো নয়, বিজেপি কমিশন ফর ওমেন হয়ে গিয়েছে ৷

সন্দেশখালি নিয়ে অভিষেকের বক্তব্য:

"সন্দেশখালি নিয়ে কালকে রেখা পাত্রের ভিডিয়ো ভাইরাল হয়েছে জনসমক্ষে ৷ বিজেপি যাকে প্রার্থী করেছে, প্রধানমন্ত্রী যার সঙ্গে ফোনে কথা বলেছে, সেই রেখা পাত্র বলছে, ভুয়ো অভিযোগকারিণী যার শ্লীলতাহানি হয়নি সেইসব মহিলাদের বিজেপির দল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করাতে নিয়ে গিয়েছে ৷ এরা কারা ? বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল বলছে, রেখা পাত্র 2 হাজার টাকা নিয়ে অভিযোগ করেছে ৷ এই জল অনেকদূর গড়াবে ৷ আরেক মণ্ডল সভাপতি শান্তি দলুই বলেছেন, বিজেপির লোকেরাই অস্ত্র রেখেছিল ৷ সেই অস্ত্র সিবিআই গিয়ে উদ্ধার করেছে ৷ হিতে বিপরীত হয়েছে ৷ সন্দেশখালির মা বোনেদের স্যালুট ৷ তাঁরা একে একে বাইরে বেরিয়ে এসে বিজেপির প্রকৃত স্বরূপটা মানুষের সামনে তুলে ধরছেন ৷"

আরও পড়ুন :

  1. জয়ের ব্যবধান বাড়বে; অক্ষয় তৃতীয়ায় তৃতীয়বার মনোনয়ন জমা দিয়ে আত্মবিশ্বাসী অভিষেক
  2. 'সবে শুরু, ভোট হলে আরও সত‍্য সামনে আসবে !' সন্দেশখালি নিয়ে সরব শাহজাহান, পালটা রেখার
  3. এবার রাজভবনের অন্য একটি সিসিটিভি ফুটেজ জমা পড়ল লালবাজারে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.