ETV Bharat / politics

তৃণমূলের প্রার্থী তালিকায় ইউসুফ-রচনা, রয়েছে আরও চমক; দেখে নিন কে কে রয়েছেন

TMC Candidate List for Lok Sabha Elections 2024: চমকে ভরা তৃণমূলের প্রার্থী তালিকা ৷ একনজরে দেখে নিন লোকসভা নির্বাচনে তৃণমূলের সম্পূর্ণ প্রার্থী তালিকা ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 10, 2024, 2:34 PM IST

Updated : Mar 10, 2024, 3:13 PM IST

কলকাতা, 10 মার্চ: লোকসভা নির্বাচনের জন্য তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষিত হল ব্রিগেডের সমাবেশ থেকে ৷ আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তব্য শেষ করার পর তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী তালিকা ঘোষণা করতে বলেন ৷ সেই মতোই একে একে লোকসভা নির্বাচনের জন্য রাজ্যের 42টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন অভিষেক ৷ নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই প্রার্থীদের সবার সঙ্গে পরিচয় করিয়ে দিতে তাঁদের নিয়ে ব্রিগেডে নির্মিত ব়্যাম্পে হাঁটেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

এবারে তৃণমূলের প্রার্থী তালিকায় রয়েছে বেশকিছু চমক ৷ কীর্তি আজাদ বা রচনা বন্দ্যোপাধ্যায়দের যে প্রার্থী করা হবে তা নিয়ে আগে জল্পনা চললেও এ দিন সবচেয়ে বড় চমক অপেক্ষা করেছিল বহরমপুর কেন্দ্র থেকে ৷ অধীর চৌধুরীর গড়ে তৃণমূলের হয়ে লড়াই করবেন জনপ্রিয় প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান ৷ বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদ ৷ হাওড়ায় প্রার্থী হচ্ছেন প্রসূন বন্দ্যোপাধ্যায় ৷ জল্পনাকে সত্যি করে হুগলিতে প্রার্থী হয়েছেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় ৷ এছাড়াও ঘাটালে দেব, যাদবপুরে সায়নী ঘোষ, বীরভূমে শতাব্দী রায়, কৃষ্ণনগরে মহুয়া মৈত্র প্রার্থী হয়েছেন ৷ ডায়মন্ডহারবার কেন্দ্রের থেকে প্রার্থী হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম এ দিন ঘোষণা করেন ইন্দ্রনীল সেন ৷ সাতজন বিদায়ী সাংসদ এ বার টিকিট পাননি ৷

একনজরে দেখে নেব তৃণমূলের সম্পূর্ণ প্রার্থী তালিকা...

1. জগদীশচন্দ্র বাসুনিয়া - কোচবিহার

2. প্রকাশচিক বরাইক - আলিপুরদুয়ার

3. নির্মলচন্দ্র রায় - জলপাইগুড়ি

4. গোপাল লামা - দার্জিলিং

5. কৃষ্ণ কল্যাণী - রায়গঞ্জ

6. বিপ্লব মিত্র - বালুরঘাট

7. প্রসূন বন্দ্যোপাধ্যায় - মালদা উত্তর

8. শাহনওয়াজ আলি রেহান - মালদা দক্ষিণ

9. খলিলুর রহমান - জঙ্গিপুর

10. ইউসুফ পাঠান - বহরমপুর

11. আবু তাহের খান - মুর্শিদাবাদ

12. মহুয়া মৈত্র - কৃষ্ণনগর

13. মুকুটমণি অধিকারী - রাণাঘাট

14. বিশ্বজিৎ দাস - বনগাঁ

15. পার্থ ভৌমিক - বারাকপুর

16. সৌগত রায় - দমদম

17. কাকলি ঘোষ দস্তিদার - বারাসত

18. হাজি নুরুল ইসলাম - বসিরহাট

19. জয়নগর - প্রতিমা মণ্ডল

20. বাপী হালদার - মথুরাপুর

21. অভিষেক বন্দ্যোপাধ্যায় - ডায়মন্ডহারবার

22. সায়নী ঘোষ - যাদবপুর

23. মালা রায় - কলকাতা দক্ষিণ

24. সুদীপ বন্দ্যোপাধ্যায় - কলকাতা উত্তর

25. প্রসূন বন্দ্যোপাধ্যায় - হাওড়া

26. সাজদা আহমেদ - উলুবেড়িয়া

27. কল্যাণ বন্দ্যোপাধ্যায় - শ্রীরামপুর

28. রচনা বন্দ্যোপাধ্যায় - হুগলি

29. মিতালী বাগ - আরামবাগ

30. দেবাংশু ভট্টাচার্য - তমলুক

31. উত্তম বারিক - কাঁথি

32. দীপক অধিকারী - ঘাটাল

33. কালীপদ সোরেন - ঝাড়গ্রাম

34. জুন মালিয়া - মেদিনীপুর

35. শান্তিরাম মাহাত - পুরুলিয়া

36. অরূপ চক্রবর্তী - বাঁকুড়া

37. শর্মিলা সরকার - বর্ধমান পূর্ব

38. কীর্তি আজাদ - বর্ধমান দুর্গাপুর

39. শত্রুঘ্ন সিনহা - আসানসোল

40. অসিত কুমার মাল - বোলপুর

41. শতাব্দী রায় - বীরভূম

42. সুজাতা মণ্ডল - বিষ্ণুপুর

আরও পড়ুন:

  1. ডিম-ভাত অতীত ! ব্রিগেডগামী তৃণমূল কর্মীদের পাতে পড়ল খিচুড়ি
  2. ভাঙছে ছক, ব্রিগেড সমাবেশ থেকে প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছে তৃণমূল
  3. 'জনগণের গর্জন, বাংলায় বিরোধীদের বিসর্জন', ব্রিগেডের মঞ্চে হুঙ্কার অভিষেকের

কলকাতা, 10 মার্চ: লোকসভা নির্বাচনের জন্য তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষিত হল ব্রিগেডের সমাবেশ থেকে ৷ আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তব্য শেষ করার পর তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী তালিকা ঘোষণা করতে বলেন ৷ সেই মতোই একে একে লোকসভা নির্বাচনের জন্য রাজ্যের 42টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন অভিষেক ৷ নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই প্রার্থীদের সবার সঙ্গে পরিচয় করিয়ে দিতে তাঁদের নিয়ে ব্রিগেডে নির্মিত ব়্যাম্পে হাঁটেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

এবারে তৃণমূলের প্রার্থী তালিকায় রয়েছে বেশকিছু চমক ৷ কীর্তি আজাদ বা রচনা বন্দ্যোপাধ্যায়দের যে প্রার্থী করা হবে তা নিয়ে আগে জল্পনা চললেও এ দিন সবচেয়ে বড় চমক অপেক্ষা করেছিল বহরমপুর কেন্দ্র থেকে ৷ অধীর চৌধুরীর গড়ে তৃণমূলের হয়ে লড়াই করবেন জনপ্রিয় প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান ৷ বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদ ৷ হাওড়ায় প্রার্থী হচ্ছেন প্রসূন বন্দ্যোপাধ্যায় ৷ জল্পনাকে সত্যি করে হুগলিতে প্রার্থী হয়েছেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় ৷ এছাড়াও ঘাটালে দেব, যাদবপুরে সায়নী ঘোষ, বীরভূমে শতাব্দী রায়, কৃষ্ণনগরে মহুয়া মৈত্র প্রার্থী হয়েছেন ৷ ডায়মন্ডহারবার কেন্দ্রের থেকে প্রার্থী হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম এ দিন ঘোষণা করেন ইন্দ্রনীল সেন ৷ সাতজন বিদায়ী সাংসদ এ বার টিকিট পাননি ৷

একনজরে দেখে নেব তৃণমূলের সম্পূর্ণ প্রার্থী তালিকা...

1. জগদীশচন্দ্র বাসুনিয়া - কোচবিহার

2. প্রকাশচিক বরাইক - আলিপুরদুয়ার

3. নির্মলচন্দ্র রায় - জলপাইগুড়ি

4. গোপাল লামা - দার্জিলিং

5. কৃষ্ণ কল্যাণী - রায়গঞ্জ

6. বিপ্লব মিত্র - বালুরঘাট

7. প্রসূন বন্দ্যোপাধ্যায় - মালদা উত্তর

8. শাহনওয়াজ আলি রেহান - মালদা দক্ষিণ

9. খলিলুর রহমান - জঙ্গিপুর

10. ইউসুফ পাঠান - বহরমপুর

11. আবু তাহের খান - মুর্শিদাবাদ

12. মহুয়া মৈত্র - কৃষ্ণনগর

13. মুকুটমণি অধিকারী - রাণাঘাট

14. বিশ্বজিৎ দাস - বনগাঁ

15. পার্থ ভৌমিক - বারাকপুর

16. সৌগত রায় - দমদম

17. কাকলি ঘোষ দস্তিদার - বারাসত

18. হাজি নুরুল ইসলাম - বসিরহাট

19. জয়নগর - প্রতিমা মণ্ডল

20. বাপী হালদার - মথুরাপুর

21. অভিষেক বন্দ্যোপাধ্যায় - ডায়মন্ডহারবার

22. সায়নী ঘোষ - যাদবপুর

23. মালা রায় - কলকাতা দক্ষিণ

24. সুদীপ বন্দ্যোপাধ্যায় - কলকাতা উত্তর

25. প্রসূন বন্দ্যোপাধ্যায় - হাওড়া

26. সাজদা আহমেদ - উলুবেড়িয়া

27. কল্যাণ বন্দ্যোপাধ্যায় - শ্রীরামপুর

28. রচনা বন্দ্যোপাধ্যায় - হুগলি

29. মিতালী বাগ - আরামবাগ

30. দেবাংশু ভট্টাচার্য - তমলুক

31. উত্তম বারিক - কাঁথি

32. দীপক অধিকারী - ঘাটাল

33. কালীপদ সোরেন - ঝাড়গ্রাম

34. জুন মালিয়া - মেদিনীপুর

35. শান্তিরাম মাহাত - পুরুলিয়া

36. অরূপ চক্রবর্তী - বাঁকুড়া

37. শর্মিলা সরকার - বর্ধমান পূর্ব

38. কীর্তি আজাদ - বর্ধমান দুর্গাপুর

39. শত্রুঘ্ন সিনহা - আসানসোল

40. অসিত কুমার মাল - বোলপুর

41. শতাব্দী রায় - বীরভূম

42. সুজাতা মণ্ডল - বিষ্ণুপুর

আরও পড়ুন:

  1. ডিম-ভাত অতীত ! ব্রিগেডগামী তৃণমূল কর্মীদের পাতে পড়ল খিচুড়ি
  2. ভাঙছে ছক, ব্রিগেড সমাবেশ থেকে প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছে তৃণমূল
  3. 'জনগণের গর্জন, বাংলায় বিরোধীদের বিসর্জন', ব্রিগেডের মঞ্চে হুঙ্কার অভিষেকের
Last Updated : Mar 10, 2024, 3:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.