শিলিগুড়ি, 9 মার্চ: রাজ্যের আইনশৃঙ্খলা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । শনিবার শিলিগুড়িতে এসে তিনি বললেন, "রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্য চালাতে পুরো ব্যর্থ । গোল্লা পাবেন তিনি ।"
সম্প্রতি কলকাতা হাইকোর্টের বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগদান করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় । আর যোগদানের পর শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভায় যোগ দিতে কলকাতা থেকে বিমানে বাগডোগরা পৌঁছান তিনি । বিজেপিতে যোগদানের পর এটাই তাঁর প্রথম রাজনৈতিক কর্মসূচি । আর উত্তরবঙ্গের মাটিতে পা রেখেই প্রশাসন ও রাজ্য সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ।
এ দিন বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, "আমাকে যে দায়িত্ব দেওয়া হবে, আমি সেই দায়িত্ব পালন করব । রাজ্যের আইন-শৃঙ্খলার সাংঘাতিক খারাপ অবস্থা । রাজ্যে আইন-শৃঙ্খলা নেই । পুলিশ সাধারণ মানুষকে কিভাবে হেনস্থা করছে । আর সেটা উপরমহলের নির্দেশে করছে । এটাকে কী আইনশৃঙ্খলা বলে ? সাধারণ মানুষের রোষ, ক্ষোভ সামাল দিতে পারছে না ।"
এরপর সংবাদমাধ্যমের পক্ষে সওয়াল করেন তিনি । অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, "সাংবাদিকরা তুলে ধরলে সাংবাদিকদের উপর হামলা করা হচ্ছে । এটা চূড়ান্ত অগণতান্ত্রিক ব্যবস্থা । আমি মনে করি রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার মতো পরিস্থিতি রয়েছে ।"
সন্দেশখালি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী ও শাসক দলকে আক্রমণ করে বলেন, "সন্দেশখালিতে যা হয়েছে, মুখ্যমন্ত্রী একদিনও যাননি । সেখানকার সাংসদ গানবাজনা করে বেড়াচ্ছেন । রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্য চালাতে ব্যর্থ । তিনি গোল্লা পাবেন ।" লোকসভা নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, "যদি নির্বাচন অবাধ হয় ৷ যদি রিগিং না হয়, তাহলে বিজেপি অসম্ভব ভালো ফল করবে । এমনকি তৃণমূল পিছিয়ে পড়তে পারে ।" এ দিন প্রধানমন্ত্রীর জনসভায় সুযোগ পেলে উত্তরবঙ্গের উন্নয়ন নিয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার ইচ্ছে প্রকাশ করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ।
এদিকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে পালটা কটাক্ষ করেছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব । তিনি বলেন, "অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনীতি করছেন পাঁচদিন । তাঁর কথার কোনও গুরুত্ব দিতে চাই না । তিনি কোনোদিন মানুষের সঙ্গে মেশেননি । সেই সুযোগ তাঁর ছিল না । এখন বিজেপি করছেন । বিজেপি ক্ষমতায় না থাকলে বা ক্ষমতাচ্যুত হলে কি তিনি বিজেপিতে থাকবেন ? এখন তিনি শেখানো কথা বলছেন । আমি বিনীতভাবে বলব, তিনি আগে রাজনীতির পাঠটা ঠিকভাবে শিখুন ।"
আরও পড়ুন: