ময়না, 25 মে: ভোট চলাকালীন ফের বিজেপি নেতার বাড়িতে পুলিশি হানার প্রতিবাদে ময়নায় ধরনায় বসলেন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ তাঁর অভিযোগ, ষষ্ঠ দফার ভোটগ্রহণের সময় ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দার আপ্তসহায়কের বাড়িতে আচমকা হানা দেয় পুলিশ ৷ গৌতমের স্ত্রীর কাছে খবর পেয়েই ময়নায় গিয়ে গৌতমের বাড়ির সামনেই ধরনায় বসেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷
এ দিন ময়নায় গিয়ে তিনি বলেন, "ময়নার বিভিন্ন বুথ পরিদর্শন করব বলে মহিষাদল থেকে আসছিলাম ৷ তখনই হঠাৎ খবর আসে, ময়না বিধানসভায় আমাদের দলের কনভেনর গৌতম গুরুর বাড়িতে পুলিশ তল্লাশি চালাবে বলে এসেছে ৷ বাড়ির লোকেরা পুলিশকে ঢুকতে দেয়নি ৷ দুটো গ্রাউন্ডে ৷ তাঁরা বলেন, তল্লাশি করতে গেলে সার্চ ওয়ারেন্ট দেখাতে হবে ৷ আর সার্চের পুরো ভিডিয়োগ্রাফি করতে হবে, নইলে আপনারা এখানে কিছু ফেলে রেখে চলে যাবেন, সেটা হবে না ৷ পুলিশ এখানে প্রায় চার ঘণ্টা অপেক্ষা করেছে ৷"
আরও পড়ুন:
তিনি নিজে ময়নায় গিয়ে সেখানে উপস্থিত পুলিশকর্মীদের সঙ্গে কথা বলেন বলে জানান তমলুকের বিজেপি প্রার্থী ৷ তিনি বলেন, "আমি এসে পুলিশের সঙ্গে কথা বললাম, পুলিশ বলছে তারা বাড়িতে ঢুকতে চাননি ৷ যদিও তাই নিয়ে দ্বিমত আছে ৷ পুলিশ বলে, তারা সেখানেই দাঁড়িয়ে আছে ৷ কোনও বিরক্ত করেনি ৷ আমি বললাম, অন্য কোনও বাড়ির সামনে গিয়ে এ ভাবে দাঁড়িয়ে থাকেন ? ওসি বললেন, কখনও কখনও থাকি ৷ এটা ওসি বললেন ৷"
অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অভিযোগ, ওসি জানিয়েছেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই তাঁরা ওই বাড়িতে গিয়েছেন ৷ তমলুকের বিজেপি প্রার্থী বলেন, "আমি অনুরোধ করলাম, চলে যান ৷ এটা অকারণ একটা চাপ ৷ ওসি বললেন, আমি একটু দূরে সরে যেতে পারি, কিন্তু চলে যেতে পারব না ৷ আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এমন নির্দেশ আছে ৷ আমি যেতে পারব না ৷ তখন আমি ভোটের পুলিশ পর্যবেক্ষককে ফোন করে পুরো কথা জানাই ৷ তখন তিনি এসপির সঙ্গে কথা বলে আমাকে জানান, এখানে পুলিশকে সরিয়ে নেওয়া হবে ৷ তবে গৌতম গুরু ভোট শেষ না-হওয়া পর্যন্ত বাড়ি থেকে বেরোতে পারবেন না ৷ আমি বললাম, তিনি তো বাড়িতে নেই ৷ তাঁরা বললেন, তাঁদের কাছে খবর, গৌতম গুরু বাড়িতেই আছেন ৷ পরে পুলিশ চলে যায় ৷ আমিও পরিবারকে বলে দিই, গৌতম গুরু যেন বাড়ি থেকে না-বেরোন ৷ যদিও পুলিশ অফিসারকে জানিয়েছি, গৌতম গুরু বাড়িতে নেই ৷"
আরও পড়ুন:
ভোটের আগে শুভেন্দু অধিকারীর কোলাঘাটের বাড়িতে, হিরণ চট্টোপাধ্যায়ের আপ্ত সহায়কের বাড়িতে এবং অন্যান্য কয়েকজন বিজেপি নেতার বাড়িতে আচমকা পুলিশি হানার ঘটনায় তপ্ত হয়েছিল রাজ্য রাজনীতি ৷ আর এ বার ভোটের মধ্যেই বিজেপি নেতার বাড়িতে পুলিশি হানার প্রতিবাদে ধরনায় বসলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷