বিশ্বসেরা রোহিতদের বিজয়োল্লাস, চলল ভাঙরা নাচ-কান্না-উচ্ছ্বাস; একঝলকে দেখুন ছবিতে - T20 World Cup 2024 Final - T20 WORLD CUP 2024 FINAL
ঘড়ির কাঁটায় রাত 11টা 33 ৷ শনিবার বার্বাডোজের মাঠে তখন হার্দিক পান্ডিয়ার শেষ বলে এক রান নিল দক্ষিণ আফ্রিকা ৷ আর তারপরই লাগামহীন উচ্ছ্বাসে ফেটে পড়ল ‘রোহিত ব্রিগেড’ ৷ ভারতীয় দলের উচ্ছ্বাস দেখতে তখন সবাই মত্ত ৷ টিম ইন্ডিয়ার সদস্যদের বিশ্বকাপ ট্রফি হাতের বিজয়োল্লাস দেখুন একঝলকে... (ইটিভি ভারত)
Published : Jun 30, 2024, 1:53 PM IST