পুরীতে উপচে পড়ছে ভিড়, চারিদিকে ধ্বনিত হচ্ছে জয় জগন্নাথ! দেখুন ছবিতে - Rath Yatra 2024 - RATH YATRA 2024
আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া থেকে জগন্নাথের রথযাত্রা শুরু হয়। এই রথযাত্রা শেষ হয় দশমী তিথিতে। ভগবান জগন্নাথ, ভগবান কৃষ্ণের অবতার হিসেবে বিবেচিত । বড় ভাই বলরাম এবং বোন সুভদ্রার সঙ্গে প্রতি বছর মাসির বাড়ি যান প্রভু জগন্নাথ ৷ একঝলকে দেখে নিন সেই মুহূর্ত ৷ (শ্রী জগন্নাথ মন্দির অফিস, পুরী এক্স)
Published : Jul 7, 2024, 3:22 PM IST