ETV Bharat / lifestyle

কেউ নৃত্যপটিয়সী, কেউ জিতেছেন বিশ্বকাপ ! বিয়ের আগে কী করতেন জনপ্রিয় ক্রিকেটারদের স্ত্রী’রা ? - INDIAN CRICKETERS WIVES PROFESSION

বিরাট-পত্নী অনুষ্কা শর্মা নিজের জগতে বিখ্যাত ৷ দীনেশ কার্তিকের স্ত্রী আবার জনপ্রিয় ক্রীড়াবিদ ৷ ভারতীয় দলের অন্য ক্রিকেটারদের স্ত্রী’দের পেশা জানেন কি ?

Cricketers Wives profession Before Marriage
বিয়ের আগে কী করতেন জনপ্রিয় ক্রিকেটারদের স্ত্রী’রা ? (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Lifestyle Team

Published : Nov 27, 2024, 3:13 PM IST

ভারতে ক্রিকেট জনপ্রিয়তম খেলা । ফলে ক্রিকেটারদের উপর প্রত্যাশা পূরণের চাপ পাহাড়প্রমাণ ৷ স্বামীদের কঠিন ম্যাচে গ্যালারিতে আরও কঠিন মুখে দেখা মেলে তাঁদের সহধর্মিনীদেরও ৷ জাতীয় দলের, কয়েক কোটি সমর্থকের চাপ সামলাতে তাঁরাও গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন ৷

অনেকেই নিজেদের জগতে বিখ্যাত হলেও ক্রিকেটারদের নাম-ডাকের পিছনে হারিয়ে যায় তাঁদের পরিচয় । তারমধ্যেই নিজের জায়গা করে নিয়েছেন অনুষ্কা শর্মা, রীতিকা সজদে, দীপিকা পাল্লিকলরা ৷ নিজেদের জগতে তাঁরাও উল্লেখযোগ্য নাম ৷ অন্যান্য ভারতীয় ক্রিকেটারদের স্ত্রী’দের পেশা জানেন ?

1) অঞ্জলি তেন্ডুলকর: ক্রিকেট কিংবদন্তি সচিন তেন্ডুলকরর স্ত্রী । সারা স্টেডিয়াম যখন সচিন... সচিন... ধ্বনিতে ভরিয়ে দিত, সেই স্নায়ুর চাপ সামলাতে হত তাঁকেও ৷ অঞ্জলি পেশায় একজন শিশু বিশেষজ্ঞ । গ্র্যান্ট মেডিক্যাল কলেজে মেডিসিন নিয়ে পড়া শেষ করে মুম্বইয়ের জেজে হাসপাতালে শিশুরোগ বিশেষজ্ঞ হিসেবে যোগ দেন । 1995 সালে সচিনকে বিয়ে করেন । 1997 সালে মেয়ে সারা ও 1999 সালে জন্ম হয় ছেলে অর্জুনের ৷

2) অনুষ্কা শর্মা: অভিনেত্রী, চলচ্চিত্র প্রযোজক ৷ বিরাট-পত্নী শুধু নন, নিজের জগতে সুপ্রতিষ্ঠিত তিনিও ৷ ‘রব নে বানা দি জোড়ি’তে শাহরুখ খানের বিপরীতে অভিষেক হয় । অনুষ্কা প্রযোজনা সংস্থা ক্লিন স্লেট ফিল্মজের সহ-প্রতিষ্ঠাতা । মহিলাদের জন্য পোশাকের লাইন ডিজাইনও করেছেন অনুষ্কা ৷ যার নাম নুশ । 2017 সালে ইতালিতে ধুমধাম করে কোহলিকে বিয়ে করেন । 2020 সালে জন্ম হয় মেয়ে ভামিকার ৷ চলতি বছরের শুরুতে পুত্রসন্তান এসেছে বিরাট-অনুষ্কার ঘরে ৷

3) রীতিকা সাজদে: পেশায় স্পোর্টস ম্যানেজার । কর্নারস্টোন স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্টে কাজ করতেন রোহিত-ঘরণী ৷ যেটা তাঁর তুতোভাই বান্টি সাজদের মালিকানাধীন সংস্থা । একটি বিজ্ঞাপনী শুটিংয়ে রোহিত শর্মার সঙ্গে প্রথম দেখা হয়েছিল ৷ 2015 সালে গাঁটছড়া বাঁধেন রোহিত-রীতিকা ৷ 2018 সালে জন্ম হয় কন্যা সামাইরার ।

4) সাক্ষী সিং: সাক্ষী সিং রাওয়াত প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির স্ত্রী । ভারতের ম্য়াচ থাকলেই তাঁর দেখা পাওয়া যেত গ্যালারিতে ৷ বিয়ের আগে সাক্ষী কলকাতায় হোটেল ম্যানেজমেন্ট কোর্স করেন ৷ পরে তাজ বেঙ্গল কলকাতায় ইন্টার্ন হিসেবে কাজ করেন । এখানেই ধোনির সঙ্গে প্রথম আলাপ । 2010 সালে বিয়ে করেন ধোনি-সাক্ষী ৷ বর্তমানে মেয়ে জিভা সিং ধোনিকে নিয়ে তাঁদের সুখের সংসার । সোশাল মিডিয়ায় খুবই জনপ্রিয় সাক্ষী ৷

5) দীপিকা পাল্লিকল: ভারতীয় স্কোয়াশ খেলোয়াড় । প্রথম ভারতীয় যিনি PSA মহিলাদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষ 10-এ উঠেছিলেন । জোৎস্না চিন্নাপ্পার সঙ্গে 2014 কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন দীপিকা । ঝুলিতে রয়েছে বিশ্ব চ্যাম্পিয়নশিপে জেতা 4টি সোনাও ৷ প্রথম মহিলা স্কোয়াশ খেলোয়াড় হিসেবে অর্জুন পুরস্কার পেয়েছেন তিনি । 2014 সালে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হন । 2015 সালে স্টাম্পার-ব্যাটার দীনেশ কার্তিককে বিয়ে করেন দীপিকা।

6) গীতা বসরা: গীতা বসরা হলেন একজন ব্রিটিশ বংশোদ্ভূত ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী । বলিউডেও অভিনয় করেছেন । কিশোর নমিত কাপুর অ্যাক্টিং ইনস্টিটিউটে অভিনয় নিয়ে পড়াশোনা করেন । ‘দিল দিয়া হ্যায়’ ছবিতে ইমরান হাশমির বিরপরীতে বলিউডে অভিষেক হয় । তাঁকে দ্য ট্রেন, জিলা গাজিয়াবাদ, সেকেন্ড হ্যান্ড হাজব্যান্ডের মতো সিনেমাতেও দেখা গিয়েছে । 2015 সালে হরভজন সিংকে বিয়ে করেন গীতা ।

7) হেজেল কিচ: হেজেল কিচ একজন ব্রিটিশ-মরিসিয়ান মডেল । তিনি বেশ কয়েকটি বিজ্ঞাপন এবং চলচ্চিত্রে কাজ করেছেন । 2005 সালে মডেলিং ও অভিনয়কে পেশা হিসেবে বেছে নেন হেজেল ৷ সলমন খানের ‘বডিগার্ড’ সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন । 2013 সালের বিগ বসে অংশ নিয়েছিলেন হেজেল । 2016 সালে বিয়ে করেন যুবরাজ সিংকে ৷

8) ডোনা গঙ্গোপাধ্যায়: প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের স্ত্রী শুধু নন, ডোনা নিজের জগতেও প্রতিষ্ঠিত ৷ পেশায় ওডিশি নৃত্যশিল্পী ।কেলুচরণ মহাপাত্রের কাছ থেকে নাচে হাতেখড়ি । 3 বছর বয়স থেকে নাচ শেখা শুরু করেন ডোনা ৷ বর্তমানে ‘দীক্ষা মঞ্জরি’ নামে তাঁর নিজস্ব নাচের ইনস্টিটিউট রয়েছে ৷

9) নাতাসা স্ট্যানকোভিচ: সার্বিয়ান নৃত্যশিল্পী, মডেল এবং অভিনেত্রী । 2012 সালে তিনি অভিনয়ে কেরিয়ার গড়ার জন্য ভারতে চলে আসেন ৷ জনসন অ্যান্ড জনসন ব্র্যান্ডের মডেলও ছিলেন নাতাশা । বলিউডে আত্মপ্রকাশ সত্যাগ্রহ সিনেমার মাধ্যমে । 7 আওয়ারস টু গো, ফুকরে রিটার্নস এবং জিরোতেও কাজ করেছেন । 2014 সালে বিগ বসে অংশগ্রহণ করেছিলেন । 2020 সালে হার্দিক পান্ডিয়ারে বিয়ে করেন নাতাশা ৷ বিয়ের চার বছরের মাথায় আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারকা দম্পতি ৷

ভারতে ক্রিকেট জনপ্রিয়তম খেলা । ফলে ক্রিকেটারদের উপর প্রত্যাশা পূরণের চাপ পাহাড়প্রমাণ ৷ স্বামীদের কঠিন ম্যাচে গ্যালারিতে আরও কঠিন মুখে দেখা মেলে তাঁদের সহধর্মিনীদেরও ৷ জাতীয় দলের, কয়েক কোটি সমর্থকের চাপ সামলাতে তাঁরাও গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন ৷

অনেকেই নিজেদের জগতে বিখ্যাত হলেও ক্রিকেটারদের নাম-ডাকের পিছনে হারিয়ে যায় তাঁদের পরিচয় । তারমধ্যেই নিজের জায়গা করে নিয়েছেন অনুষ্কা শর্মা, রীতিকা সজদে, দীপিকা পাল্লিকলরা ৷ নিজেদের জগতে তাঁরাও উল্লেখযোগ্য নাম ৷ অন্যান্য ভারতীয় ক্রিকেটারদের স্ত্রী’দের পেশা জানেন ?

1) অঞ্জলি তেন্ডুলকর: ক্রিকেট কিংবদন্তি সচিন তেন্ডুলকরর স্ত্রী । সারা স্টেডিয়াম যখন সচিন... সচিন... ধ্বনিতে ভরিয়ে দিত, সেই স্নায়ুর চাপ সামলাতে হত তাঁকেও ৷ অঞ্জলি পেশায় একজন শিশু বিশেষজ্ঞ । গ্র্যান্ট মেডিক্যাল কলেজে মেডিসিন নিয়ে পড়া শেষ করে মুম্বইয়ের জেজে হাসপাতালে শিশুরোগ বিশেষজ্ঞ হিসেবে যোগ দেন । 1995 সালে সচিনকে বিয়ে করেন । 1997 সালে মেয়ে সারা ও 1999 সালে জন্ম হয় ছেলে অর্জুনের ৷

2) অনুষ্কা শর্মা: অভিনেত্রী, চলচ্চিত্র প্রযোজক ৷ বিরাট-পত্নী শুধু নন, নিজের জগতে সুপ্রতিষ্ঠিত তিনিও ৷ ‘রব নে বানা দি জোড়ি’তে শাহরুখ খানের বিপরীতে অভিষেক হয় । অনুষ্কা প্রযোজনা সংস্থা ক্লিন স্লেট ফিল্মজের সহ-প্রতিষ্ঠাতা । মহিলাদের জন্য পোশাকের লাইন ডিজাইনও করেছেন অনুষ্কা ৷ যার নাম নুশ । 2017 সালে ইতালিতে ধুমধাম করে কোহলিকে বিয়ে করেন । 2020 সালে জন্ম হয় মেয়ে ভামিকার ৷ চলতি বছরের শুরুতে পুত্রসন্তান এসেছে বিরাট-অনুষ্কার ঘরে ৷

3) রীতিকা সাজদে: পেশায় স্পোর্টস ম্যানেজার । কর্নারস্টোন স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্টে কাজ করতেন রোহিত-ঘরণী ৷ যেটা তাঁর তুতোভাই বান্টি সাজদের মালিকানাধীন সংস্থা । একটি বিজ্ঞাপনী শুটিংয়ে রোহিত শর্মার সঙ্গে প্রথম দেখা হয়েছিল ৷ 2015 সালে গাঁটছড়া বাঁধেন রোহিত-রীতিকা ৷ 2018 সালে জন্ম হয় কন্যা সামাইরার ।

4) সাক্ষী সিং: সাক্ষী সিং রাওয়াত প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির স্ত্রী । ভারতের ম্য়াচ থাকলেই তাঁর দেখা পাওয়া যেত গ্যালারিতে ৷ বিয়ের আগে সাক্ষী কলকাতায় হোটেল ম্যানেজমেন্ট কোর্স করেন ৷ পরে তাজ বেঙ্গল কলকাতায় ইন্টার্ন হিসেবে কাজ করেন । এখানেই ধোনির সঙ্গে প্রথম আলাপ । 2010 সালে বিয়ে করেন ধোনি-সাক্ষী ৷ বর্তমানে মেয়ে জিভা সিং ধোনিকে নিয়ে তাঁদের সুখের সংসার । সোশাল মিডিয়ায় খুবই জনপ্রিয় সাক্ষী ৷

5) দীপিকা পাল্লিকল: ভারতীয় স্কোয়াশ খেলোয়াড় । প্রথম ভারতীয় যিনি PSA মহিলাদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষ 10-এ উঠেছিলেন । জোৎস্না চিন্নাপ্পার সঙ্গে 2014 কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন দীপিকা । ঝুলিতে রয়েছে বিশ্ব চ্যাম্পিয়নশিপে জেতা 4টি সোনাও ৷ প্রথম মহিলা স্কোয়াশ খেলোয়াড় হিসেবে অর্জুন পুরস্কার পেয়েছেন তিনি । 2014 সালে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হন । 2015 সালে স্টাম্পার-ব্যাটার দীনেশ কার্তিককে বিয়ে করেন দীপিকা।

6) গীতা বসরা: গীতা বসরা হলেন একজন ব্রিটিশ বংশোদ্ভূত ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী । বলিউডেও অভিনয় করেছেন । কিশোর নমিত কাপুর অ্যাক্টিং ইনস্টিটিউটে অভিনয় নিয়ে পড়াশোনা করেন । ‘দিল দিয়া হ্যায়’ ছবিতে ইমরান হাশমির বিরপরীতে বলিউডে অভিষেক হয় । তাঁকে দ্য ট্রেন, জিলা গাজিয়াবাদ, সেকেন্ড হ্যান্ড হাজব্যান্ডের মতো সিনেমাতেও দেখা গিয়েছে । 2015 সালে হরভজন সিংকে বিয়ে করেন গীতা ।

7) হেজেল কিচ: হেজেল কিচ একজন ব্রিটিশ-মরিসিয়ান মডেল । তিনি বেশ কয়েকটি বিজ্ঞাপন এবং চলচ্চিত্রে কাজ করেছেন । 2005 সালে মডেলিং ও অভিনয়কে পেশা হিসেবে বেছে নেন হেজেল ৷ সলমন খানের ‘বডিগার্ড’ সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন । 2013 সালের বিগ বসে অংশ নিয়েছিলেন হেজেল । 2016 সালে বিয়ে করেন যুবরাজ সিংকে ৷

8) ডোনা গঙ্গোপাধ্যায়: প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের স্ত্রী শুধু নন, ডোনা নিজের জগতেও প্রতিষ্ঠিত ৷ পেশায় ওডিশি নৃত্যশিল্পী ।কেলুচরণ মহাপাত্রের কাছ থেকে নাচে হাতেখড়ি । 3 বছর বয়স থেকে নাচ শেখা শুরু করেন ডোনা ৷ বর্তমানে ‘দীক্ষা মঞ্জরি’ নামে তাঁর নিজস্ব নাচের ইনস্টিটিউট রয়েছে ৷

9) নাতাসা স্ট্যানকোভিচ: সার্বিয়ান নৃত্যশিল্পী, মডেল এবং অভিনেত্রী । 2012 সালে তিনি অভিনয়ে কেরিয়ার গড়ার জন্য ভারতে চলে আসেন ৷ জনসন অ্যান্ড জনসন ব্র্যান্ডের মডেলও ছিলেন নাতাশা । বলিউডে আত্মপ্রকাশ সত্যাগ্রহ সিনেমার মাধ্যমে । 7 আওয়ারস টু গো, ফুকরে রিটার্নস এবং জিরোতেও কাজ করেছেন । 2014 সালে বিগ বসে অংশগ্রহণ করেছিলেন । 2020 সালে হার্দিক পান্ডিয়ারে বিয়ে করেন নাতাশা ৷ বিয়ের চার বছরের মাথায় আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারকা দম্পতি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.