ETV Bharat / lifestyle

Exclusive: অভিনেত্রী এখন সাংসদ ! পঞ্চাশ পেরিয়েও তাক লাগান রচনা; গোপন রহস্যটা জানেন ? - RACHANA BANERJEE

পঞ্চাশ বসন্ত পেরিয়েও গোল দিতে পারেন হাঁটুর বয়সি অভিনেত্রীদেরও ৷ ব্যস্ত জীবনে কীভাবে নিজের যত্ন নেন রচনা বন্দ্যোপাধ্যায় ? রইল এক্সক্লুসিভ সাক্ষাৎকার...

RACHANA BANERJEE
রচনা বন্দ্যোপাধ্যায় (Instagram)
author img

By ETV Bharat Lifestyle Team

Published : Dec 14, 2024, 2:49 PM IST

তাঁর প্রথম পরিচয়, অভিনেত্রী ! ঝুলিতে রয়েছে সূর্যবংশীর মতো সিনেমা ৷ বাংলার অন্যতম জনপ্রিয় ডেলি সোপ 'দিদি নং ওয়ান'-এর সঞ্চালিকা ৷ সাংসদ হওয়ায় ব্যস্ততা আরও বেড়েছে ৷ তারমধ্যেও নিজের যত্নে কোনও কসুর করেন না রচনা বন্দ্যোপাধ্যায় ৷ সাধারণ সকাল হলে দিন শুরু হত বেশ কিছুক্ষণ শরীরচর্চা দিয়ে । এখন কোনওমতে তৈরি হয়ে কাজে বেরিয়ে পড়েন বাংলার ‘দিদি নং ওয়ান’ । ব্যস্ত জীবনেও কীভাবে নিজের খেয়াল রাখেন তিনি ?

রচনা বলেন, "আমি মনে করি ইনার বিউটি যদি ঠিক থাকে তাহলে আউটার বিউটি চলে আসে ৷ ভিতর থেকে ঠিক থাকাটা জরুরি ৷ তার জন্য ভীষণভাবে জরুরি প্রতিদিনের খাদ্যাভাস ঠিক রাখা ৷ খাবার ঠিক থাকলে শরীরও সুস্থ থাকবে, ত্বকও ঠিক থাকবে ৷ ফেসিয়াল করলেই স্কিন ভালো হয়ে যায় না বা দামি ক্রিম ব্যবহার করলেই মুখ ভালো হয়ে যায় না ৷ তাই ভিতর যদি সবসময় পরিষ্কার থাকে ও খাদ্যাভাস যদি ঠিক থাকে তবে ত্বকও সবসময় গ্লোয়িং হবে ৷"

তিনি আরও বলেন, "আমি ভীষণ নিয়ম মেনে চলি ৷ চেষ্টা করি শরীরচর্চা করার ৷ সময় না-হলে হাঁটাচলা করি ৷ কিছু একটা করি সকালে 45 থেকে 40 মিনিট ৷ যতটা পরিমাণ সময় থাকে কিছু না কিছু করার চেষ্টা করি ৷ আমি প্রতিদিন সন্ধ্যে 7-7.30টার পরে আর কিছু খাই না ৷ যদি বিয়েবাড়ি যাই বাড়ি থেকে খেয়ে বিয়েবাড়ি যাই, কারণ আমি বিয়েবাড়ির খাবার খাই না ৷ ফল ও সবজি বেশি খাই ৷"

‘‘আমি কিন্তু বিরিয়ানিও খাই ৷ তবে পরিমাণ অনুযায়ী ৷ একদিন খাওয়ার পর পরদিনের খাবারের ব্যালেন্স করার চেষ্টা করি যাতে পরদিন কোনও হেভি খাবার না-হয় ৷ আমার কোনও ক্রেভিংস নেই ৷ আমি নিয়ম করে থাকতে পছন্দ করি ৷ ’’

  • মানুষের একটা সময়ের পর বয়সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ মেটাবলিজম কমে যায় ৷ সেসময় শরীরকে ফিট রাখা ভীষণভাবে জরুরি ৷ কী করেন বাংলার জনপ্রিয় অভিনেত্রী-সাংসদ ?

তিনি বলেন, "ঘরোয়া কোনও উপায় করা সম্ভব হয় না ৷ সময় হয় না যে বাড়িতে বসে কিছু করব ৷ তবে আমি আমার নিজস্ব প্রোডাক্ট আছে সেগুলি ব্যবহার করি ৷ রচনা কেয়ারের প্রোডাক্ট ভীষণ ন্যাচারাল ৷ সেগুলির মধ্যে রূপটান পাউডার, অ্যালোভেরা জেল ও ফেসওয়াস ব্যবহার করি ৷ আমার ফেশওয়াস হল ওটসের তৈরি ৷ বাজারের কেমিক্যাল কোনও কিছু ব্যবহার করি না ৷ শেষ দু’বছর ধরে আমি আমার প্রোডাক্ট ব্যবহার করি ৷ রাতে কোনও ক্রিম ব্যবহার করি না ৷ আমি আমার নিজস্ব ওয়েল ব্যবহারের চেষ্টা করি ৷ আমি ত্বক ক্লিন করি ভালোভাবে ৷"

রচনার কথায়, খুব একটা মেকআপ তিনি করেন না ৷ একমাত্র শুটিংয়ের প্রয়োজনে যা দরকার হয় ৷ পার্লামেন্টও ছিমছামভাবেই যান তিনি ৷ 'দিদি নং ওয়ানের'[ শ্যুট ছাড়া মেকআপ করেন না ৷ সামাজিক মাধ্যমে ট্রোলড হলেও তা গায়ে মাখেন না 'দিদি নম্বর ওয়ান' ৷

Exclusive: ত্বকের জ্বেল্লা ধরে রাখতে নায়িকাও খান কুমড়োর সঙ্গে এই দুই সবজি, গোপন রহস্য জানলেন নিশান্তিকা

তাঁর প্রথম পরিচয়, অভিনেত্রী ! ঝুলিতে রয়েছে সূর্যবংশীর মতো সিনেমা ৷ বাংলার অন্যতম জনপ্রিয় ডেলি সোপ 'দিদি নং ওয়ান'-এর সঞ্চালিকা ৷ সাংসদ হওয়ায় ব্যস্ততা আরও বেড়েছে ৷ তারমধ্যেও নিজের যত্নে কোনও কসুর করেন না রচনা বন্দ্যোপাধ্যায় ৷ সাধারণ সকাল হলে দিন শুরু হত বেশ কিছুক্ষণ শরীরচর্চা দিয়ে । এখন কোনওমতে তৈরি হয়ে কাজে বেরিয়ে পড়েন বাংলার ‘দিদি নং ওয়ান’ । ব্যস্ত জীবনেও কীভাবে নিজের খেয়াল রাখেন তিনি ?

রচনা বলেন, "আমি মনে করি ইনার বিউটি যদি ঠিক থাকে তাহলে আউটার বিউটি চলে আসে ৷ ভিতর থেকে ঠিক থাকাটা জরুরি ৷ তার জন্য ভীষণভাবে জরুরি প্রতিদিনের খাদ্যাভাস ঠিক রাখা ৷ খাবার ঠিক থাকলে শরীরও সুস্থ থাকবে, ত্বকও ঠিক থাকবে ৷ ফেসিয়াল করলেই স্কিন ভালো হয়ে যায় না বা দামি ক্রিম ব্যবহার করলেই মুখ ভালো হয়ে যায় না ৷ তাই ভিতর যদি সবসময় পরিষ্কার থাকে ও খাদ্যাভাস যদি ঠিক থাকে তবে ত্বকও সবসময় গ্লোয়িং হবে ৷"

তিনি আরও বলেন, "আমি ভীষণ নিয়ম মেনে চলি ৷ চেষ্টা করি শরীরচর্চা করার ৷ সময় না-হলে হাঁটাচলা করি ৷ কিছু একটা করি সকালে 45 থেকে 40 মিনিট ৷ যতটা পরিমাণ সময় থাকে কিছু না কিছু করার চেষ্টা করি ৷ আমি প্রতিদিন সন্ধ্যে 7-7.30টার পরে আর কিছু খাই না ৷ যদি বিয়েবাড়ি যাই বাড়ি থেকে খেয়ে বিয়েবাড়ি যাই, কারণ আমি বিয়েবাড়ির খাবার খাই না ৷ ফল ও সবজি বেশি খাই ৷"

‘‘আমি কিন্তু বিরিয়ানিও খাই ৷ তবে পরিমাণ অনুযায়ী ৷ একদিন খাওয়ার পর পরদিনের খাবারের ব্যালেন্স করার চেষ্টা করি যাতে পরদিন কোনও হেভি খাবার না-হয় ৷ আমার কোনও ক্রেভিংস নেই ৷ আমি নিয়ম করে থাকতে পছন্দ করি ৷ ’’

  • মানুষের একটা সময়ের পর বয়সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ মেটাবলিজম কমে যায় ৷ সেসময় শরীরকে ফিট রাখা ভীষণভাবে জরুরি ৷ কী করেন বাংলার জনপ্রিয় অভিনেত্রী-সাংসদ ?

তিনি বলেন, "ঘরোয়া কোনও উপায় করা সম্ভব হয় না ৷ সময় হয় না যে বাড়িতে বসে কিছু করব ৷ তবে আমি আমার নিজস্ব প্রোডাক্ট আছে সেগুলি ব্যবহার করি ৷ রচনা কেয়ারের প্রোডাক্ট ভীষণ ন্যাচারাল ৷ সেগুলির মধ্যে রূপটান পাউডার, অ্যালোভেরা জেল ও ফেসওয়াস ব্যবহার করি ৷ আমার ফেশওয়াস হল ওটসের তৈরি ৷ বাজারের কেমিক্যাল কোনও কিছু ব্যবহার করি না ৷ শেষ দু’বছর ধরে আমি আমার প্রোডাক্ট ব্যবহার করি ৷ রাতে কোনও ক্রিম ব্যবহার করি না ৷ আমি আমার নিজস্ব ওয়েল ব্যবহারের চেষ্টা করি ৷ আমি ত্বক ক্লিন করি ভালোভাবে ৷"

রচনার কথায়, খুব একটা মেকআপ তিনি করেন না ৷ একমাত্র শুটিংয়ের প্রয়োজনে যা দরকার হয় ৷ পার্লামেন্টও ছিমছামভাবেই যান তিনি ৷ 'দিদি নং ওয়ানের'[ শ্যুট ছাড়া মেকআপ করেন না ৷ সামাজিক মাধ্যমে ট্রোলড হলেও তা গায়ে মাখেন না 'দিদি নম্বর ওয়ান' ৷

Exclusive: ত্বকের জ্বেল্লা ধরে রাখতে নায়িকাও খান কুমড়োর সঙ্গে এই দুই সবজি, গোপন রহস্য জানলেন নিশান্তিকা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.