হিন্দুধর্ম অনুসারে সপ্তাহের প্রতিটি দিন কোনও না কোনও দেব-দেবীর উদ্দেশ্যে নিবেদিত । সেই হিসেবে রবিবার হল লক্ষ্মীর দিন । আবার রবিবার দিনটি রবি অর্থাত্ সূর্যের উদ্দেশ্যেও নিবেদিত । জ্যোতিষশাস্ত্র অনুসারে, সপ্তাহের প্রতিটি দিনই কোনও গ্রহের উদ্দশ্যে নিবেদিত হয় ৷ তাই রবিবারে কিছু কাজ করলে আপনার সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে ৷ সংসারে শান্তি বজায় থাকবে ৷ সমাজে খ্যাতি অর্জন করতে পারবেন ৷
জ্যোতিষী রাহুল দে বলেন, "রবি মানে সূর্য ৷ যিনি লিডারসিপ দেওয়ার ক্ষমতা রাখেন ৷ যাকে কেন্দ্র করে সবাই পরিচালিত হন ৷ যেমন সূর্যকে কেন্দ্র করে সব গ্রহ ঘোরে ৷ সূর্য যেমন প্রতিদিন নির্দিষ্ঠ সময়ে উদয় হয় ও অস্ত যায় তেমনি আমাদের ক্ষেত্রে সময় ও কথার দাম ঠিক রাখা প্রয়োজন ৷ এই জিনিস মেনে চললে রবি রেখা ভালো হয় ৷ এছাড়াও এইদিনে লাল বা কমলা রঙের পোশাক পড়তে পারেন ৷ এতে দিন শুভ যাবে ৷ জীবনে সুখ শান্তিতে ভরে উঠবে ৷"
রবিবারের অধিষ্ঠাতা দেবতা হলেন সূর্যদেব । তাই এদিন সূর্যের পুজো করার পরামর্শ দেওয়া হয় । এরফলে সূর্যের কৃপায় আপনি সমাজে সম্মান ও সম্পদ লাভ করবেন । জীবনের সংকট থেকে মুক্তি পাওয়া যায় রবিবারে সূর্যের আরাধনা করে । রবিবার লক্ষ্মীরও অত্যন্ত প্রিয় দিন । এদিন লক্ষ্মীকে তুষ্ট করলে লক্ষী আপনার ঘরে বিরাজ করবে ৷
তিনি আরও জানান, এইদিন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করা উচিত এবং পরিষ্কার কাপড় পরিধান করা উচিত । সূর্য উদয়ের পর সূর্যপ্রণাম করা ভালো ৷ এরফলে সূর্যদেবতা প্রসন্ন হন ৷ এতে আপনার জীবনে সুখ শান্তি ভরে উঠবে ৷ কষ্টকে পিছনে রেখে আপনি লক্ষ্যে এগিয়ে যেতে পারবেন ৷ জ্যোতিষ শাস্ত্রে, শুধু গণনা দ্বারা যে সকল সমস্যার কথা আগে থেকে বলা যায় এমন নয় । যে কোনও সমস্যা থেকে নিষ্পত্তির উপায়ও রয়েছে শাস্ত্রে বলে জানান রাহুল দে ।
(বিঃ দ্রঃ- ধর্মীয় বিশ্বাস নিজস্ব । এই তথ্য জ্যোতিষীর দেওয়া তথ্য অনুযায়ী নেওয়া হয়েছে ৷ এর জন্য ইটিভি ভারত কোনওভাবে দায়ী নয় ৷ আপনার কোনও জিজ্ঞাসার ক্ষেত্রে বিশেষজ্ঞর পরামর্শ নিন)