ETV Bharat / lifestyle

নবরাত্রির দ্বিতীয়দিনে সবুজের এই লুকগুলিতে হতে পারেন আকর্ষণীয় - NAVARATRI 2024 - NAVARATRI 2024

নবরাত্রির দ্বিতীয়দিনে সবুজের লুক নিয়ে চিন্তিত ? সেলিব্রেটিদের এই ধরনের পোশাক আপনাকেও আকর্ষণীয় করে তুলতে পারে ৷ দেখে নিন আপনি কী লুক দিতে পারেন ৷

day 2 of Navaratri News
নবরাত্রির দ্বিতীয়দিন (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Lifestyle Team

Published : Oct 4, 2024, 2:43 PM IST

Updated : Oct 4, 2024, 5:02 PM IST

কলকাতা: আজ নবরাত্রি উৎসবের দ্বিতীয় দিন । যখন নবরাত্রির কথা ভাবা হয়, তখন প্রথমেই আমাদের মাথায় আসে আমরা কী ধরনের পোশাক পরব ৷ কিন্তু এখন চিন্তার কোনও কারণ নেই । বলিউড নায়িকাদের কিছু নজর কারা লুক যা এই ধরনের পোশাক পরে আপনি নিজেকেও সুন্দর করে তুলতে পারবেন ৷

নবরাত্রির দ্বিতীয় দিনে সবুজ রঙের পোশাক পরা হয় ৷ প্রকৃতির রঙ, বৃদ্ধি, উর্বরতা এবং প্রশান্তির প্রতীক সবুজ । নবরাত্রির দ্বিতীয় দিনে সবুজ পরা অভ্যন্তরীণ শান্তি ও প্রশান্তি বজায় রাখতে সাহায্য করে । এটি নতুন সূচনা এবং জীবনে সমৃদ্ধির আশার সঙ্গেও জড়িত বলে মনে করা হয় । আপনিও নিজেকে আকর্ষণীয় করে তুলতে নায়িকাদের মতো লুক তৈরি করতে পারেন ৷ দেখে নিন একনজরে ৷

day 2 of Navaratri
দিয়া মির্জার সবুজ লেহেঙ্গা লুক (ইটিভি ভারত)

দিয়া মির্জার সবুজ লেহেঙ্গা লুক: নবরাত্রির সময় একটি আকর্ষণীয় সাজ দিতে চাইছেন তাহলে দিয়া মির্জার মতো সবুজ লেহেঙ্গার সঙ্গে স্টেটমেন্ট জুয়েলারি পরতে পারেন ৷ এটি আপনাকেও আকর্ষণীয় করে তুলতে পারে ৷

day 2 of Navaratri
মৌনি রায়ের গাঢ় সবুজ লেহেঙ্গা (ইটিভি ভারত)

মৌনি রায়ের গাঢ় সবুজ লেহেঙ্গা: মৌনি রায়ের পরা গাঢ় সবুজ লেহেঙ্গা এই নবরাত্রিতে আপনার জন্য একটি ভালো বিকল্প হতে পারে ৷ আপনি চাইলে আপনার প্রয়োজন অনুযয়াী এই রকম লুক দিতে পারেন ৷ যা আপনাকেও সুন্দর করে তুলতে পারে ৷

day 2 of Navaratri
দীপিকা পাড়ুকোনের শারারার লুক (ইটিভি ভারত)

দীপিকা পাড়ুকোনের শারারার লুক: হালকা মেকআপ দিয়ে এই লুক তৈরি করেছেন দীপিকা পাড়ুকোন ৷ আপনি যদি এই নবরাত্রিতে দীপিকা পাড়ুকোনের মতো এই শারারা পরার পরিকল্পনা করছেন তাহলে এই লুক অনুসরণ করতে পারেন ৷ নবরাত্রির দ্বিতীয় দিনে এইরকম সবুজ রঙের শারারাতে সুন্দর আকর্ষণীয় লাগতে পারে আপনাকেও ৷

day 2 of Navaratri
সোনাক্ষী সিনহা গ্রিন ইন্দো-ওয়েস্টার্ন অ্যাসেম্বলেজ লুক (ইটিভি ভারত)

সোনাক্ষী সিনহা গ্রিন ইন্দো-ওয়েস্টার্ন অ্যাসেম্বলেজ লুক: আপনি যদি এই নবরাত্রিতে একটি ভিন্ন লুক তৈরি করতে চান, তাহলে সোনাক্ষী সিনহার এই গ্রিন ইন্দো-ওয়েস্টার্ন এনসেম্বল লুকটি অনুসরণ করতে পারেন ৷ এটি আপনাকে সুন্দর দেখাবে ৷

day 2 of Navaratri
অনন্যা পান্ডের লেহেঙ্গা (ইটিভি ভারত)

অনন্যা পান্ডের লেহেঙ্গা: অনন্যা পান্ডে পরিধান করা এই জরির কাজ করা লেহেঙ্গা নবরাত্রির সময় আপনার জন্য একটি ভালো বিকল্প হতে পারে ৷

day 2 of Navaratri
অদিতি রাও হায়দারির সবুজ জর্জেট আনারকলি (ইটিভি ভারত)

অদিতি রাও হায়দারির সবুজ জর্জেট আনারকলি: অদিতি রাও হায়দারির পরা এই সবুজ জর্জেট এমব্রয়ডারি থ্রেড নচড আনারকলি স্যুট নবরাত্রিতে খুব আকর্ষণীয় দেখাবে ৷

day 2 of Navaratri
আলিয়া ভাটের বেনারসি শাড়ি লুক (ইটিভি ভারত)

আলিয়া ভাটের বেনারসি শাড়ি লুক: শাড়ি নারীর আকর্ষণীয় দিক ৷ নবরাত্রির দ্বিতীয় দিনে জরির কাজ করা সবুজ বেনারসি শাড়িতে আলিয়া ভাটকে খুব আকর্ষণীয় দেখাচ্ছে ৷ যা আপনিও এই ধরনের একটা শাড়ি পরে নিজেকে আকর্ষণীয় করে তুলতে পারেন ৷

day 2 of Navaratri
মাধুরী দীক্ষিতের এথনিক ব্লিচ লিনেন সবুজ শাড়ি লুক (ইটিভি ভারত)

মাধুরী দীক্ষিতের এথনিক ব্লিচ লিনেন সবুজ শাড়ি লুক: এথনিক লুক এখন বেশ সচল ৷ অভিনেত্রী মাধুরী দীক্ষিত এই ব্লিচ লিনেন সবুজ শাড়ি পরেছেন ৷ এই রকম একটা শাড়ি আপনাকেও একটি আকর্ষণীয় লুক দিতে পারে ৷

কলকাতা: আজ নবরাত্রি উৎসবের দ্বিতীয় দিন । যখন নবরাত্রির কথা ভাবা হয়, তখন প্রথমেই আমাদের মাথায় আসে আমরা কী ধরনের পোশাক পরব ৷ কিন্তু এখন চিন্তার কোনও কারণ নেই । বলিউড নায়িকাদের কিছু নজর কারা লুক যা এই ধরনের পোশাক পরে আপনি নিজেকেও সুন্দর করে তুলতে পারবেন ৷

নবরাত্রির দ্বিতীয় দিনে সবুজ রঙের পোশাক পরা হয় ৷ প্রকৃতির রঙ, বৃদ্ধি, উর্বরতা এবং প্রশান্তির প্রতীক সবুজ । নবরাত্রির দ্বিতীয় দিনে সবুজ পরা অভ্যন্তরীণ শান্তি ও প্রশান্তি বজায় রাখতে সাহায্য করে । এটি নতুন সূচনা এবং জীবনে সমৃদ্ধির আশার সঙ্গেও জড়িত বলে মনে করা হয় । আপনিও নিজেকে আকর্ষণীয় করে তুলতে নায়িকাদের মতো লুক তৈরি করতে পারেন ৷ দেখে নিন একনজরে ৷

day 2 of Navaratri
দিয়া মির্জার সবুজ লেহেঙ্গা লুক (ইটিভি ভারত)

দিয়া মির্জার সবুজ লেহেঙ্গা লুক: নবরাত্রির সময় একটি আকর্ষণীয় সাজ দিতে চাইছেন তাহলে দিয়া মির্জার মতো সবুজ লেহেঙ্গার সঙ্গে স্টেটমেন্ট জুয়েলারি পরতে পারেন ৷ এটি আপনাকেও আকর্ষণীয় করে তুলতে পারে ৷

day 2 of Navaratri
মৌনি রায়ের গাঢ় সবুজ লেহেঙ্গা (ইটিভি ভারত)

মৌনি রায়ের গাঢ় সবুজ লেহেঙ্গা: মৌনি রায়ের পরা গাঢ় সবুজ লেহেঙ্গা এই নবরাত্রিতে আপনার জন্য একটি ভালো বিকল্প হতে পারে ৷ আপনি চাইলে আপনার প্রয়োজন অনুযয়াী এই রকম লুক দিতে পারেন ৷ যা আপনাকেও সুন্দর করে তুলতে পারে ৷

day 2 of Navaratri
দীপিকা পাড়ুকোনের শারারার লুক (ইটিভি ভারত)

দীপিকা পাড়ুকোনের শারারার লুক: হালকা মেকআপ দিয়ে এই লুক তৈরি করেছেন দীপিকা পাড়ুকোন ৷ আপনি যদি এই নবরাত্রিতে দীপিকা পাড়ুকোনের মতো এই শারারা পরার পরিকল্পনা করছেন তাহলে এই লুক অনুসরণ করতে পারেন ৷ নবরাত্রির দ্বিতীয় দিনে এইরকম সবুজ রঙের শারারাতে সুন্দর আকর্ষণীয় লাগতে পারে আপনাকেও ৷

day 2 of Navaratri
সোনাক্ষী সিনহা গ্রিন ইন্দো-ওয়েস্টার্ন অ্যাসেম্বলেজ লুক (ইটিভি ভারত)

সোনাক্ষী সিনহা গ্রিন ইন্দো-ওয়েস্টার্ন অ্যাসেম্বলেজ লুক: আপনি যদি এই নবরাত্রিতে একটি ভিন্ন লুক তৈরি করতে চান, তাহলে সোনাক্ষী সিনহার এই গ্রিন ইন্দো-ওয়েস্টার্ন এনসেম্বল লুকটি অনুসরণ করতে পারেন ৷ এটি আপনাকে সুন্দর দেখাবে ৷

day 2 of Navaratri
অনন্যা পান্ডের লেহেঙ্গা (ইটিভি ভারত)

অনন্যা পান্ডের লেহেঙ্গা: অনন্যা পান্ডে পরিধান করা এই জরির কাজ করা লেহেঙ্গা নবরাত্রির সময় আপনার জন্য একটি ভালো বিকল্প হতে পারে ৷

day 2 of Navaratri
অদিতি রাও হায়দারির সবুজ জর্জেট আনারকলি (ইটিভি ভারত)

অদিতি রাও হায়দারির সবুজ জর্জেট আনারকলি: অদিতি রাও হায়দারির পরা এই সবুজ জর্জেট এমব্রয়ডারি থ্রেড নচড আনারকলি স্যুট নবরাত্রিতে খুব আকর্ষণীয় দেখাবে ৷

day 2 of Navaratri
আলিয়া ভাটের বেনারসি শাড়ি লুক (ইটিভি ভারত)

আলিয়া ভাটের বেনারসি শাড়ি লুক: শাড়ি নারীর আকর্ষণীয় দিক ৷ নবরাত্রির দ্বিতীয় দিনে জরির কাজ করা সবুজ বেনারসি শাড়িতে আলিয়া ভাটকে খুব আকর্ষণীয় দেখাচ্ছে ৷ যা আপনিও এই ধরনের একটা শাড়ি পরে নিজেকে আকর্ষণীয় করে তুলতে পারেন ৷

day 2 of Navaratri
মাধুরী দীক্ষিতের এথনিক ব্লিচ লিনেন সবুজ শাড়ি লুক (ইটিভি ভারত)

মাধুরী দীক্ষিতের এথনিক ব্লিচ লিনেন সবুজ শাড়ি লুক: এথনিক লুক এখন বেশ সচল ৷ অভিনেত্রী মাধুরী দীক্ষিত এই ব্লিচ লিনেন সবুজ শাড়ি পরেছেন ৷ এই রকম একটা শাড়ি আপনাকেও একটি আকর্ষণীয় লুক দিতে পারে ৷

Last Updated : Oct 4, 2024, 5:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.