ETV Bharat / lifestyle

পথ দেখায় মশাল, ঢাকের বোলে বেয়ারাদের কাঁধে উদ্দাম নৃত্য 4 বোনের

রাত 12টার পর নাচতে নাচতে গ্রাম পরিদর্শন চার বোনের ৷ ছবি ও ভিডিয়ো-সহ আমাদপুরের কালী প্রতিমা বিসর্জনের বিশেষ প্রতিবেদন ইটিভি ভারতে ৷ লিখছেন পূজা মণ্ডল ৷

Amadpur Kali Puja
বিসর্জনের রাতে কালীগ্রামে দেবীর নাচ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : 3 hours ago

Updated : 37 minutes ago

আমাদপুর, 1 নভেম্বর: কালীপুজোর পরের রাত ৷ বিদ্যুৎ থাকলেও 12টা বাজতেই গ্রামের আলো নিভিয়ে দেওয়া হল ৷ দূর থেকে এগিয়ে আসছে মশালের আলো ৷ সঙ্গে ঢাক ও কাঁসরের আওয়াজ ৷ পিছনে বেয়ারাদের কাঁধে চড়ে নাচছেন রণচণ্ডী ৷ মাকে সেই বছরের মতো শেষবার দেখতে কেউ উঠে যান ছাদে, কেউ এসে দাঁড়ায় বড় জানালার সামনে ৷ মশালের আলো-আঁধারিতে বিরাট মূর্তি এগিয়ে আসার সঙ্গে সঙ্গে হাত জোড় করে কপালে ঠেকান গ্রামবাসীরা ৷

কালীগ্রাম হিসেবে খ্যাত আমাদপুরে পুজো ও দেবী বিসর্জন দেখার মতো ৷ পুজোর পরদিন রাতে চার বোন যখন বিসর্জন শোভাযাত্রায় বের হন, তখন গোটা গ্রাম অন্ধকারে ঢেকে যায় ৷ দাউদাউ করে জ্বলে মশাল ৷ সেই আলোর সঙ্গে ঢাক ও কাঁসরের আওয়াজে উদ্দাম নৃত্য করেন বড়-মেজ-সেজ ও ছোট মা ৷ প্রায় 400 বছরেরও বেশি সময় ধরে চলে আসছে এই রীতি ৷

বিসর্জনের রাতে কালী নাচ, দেখুন ভিডিয়ো (ইটিভি ভারত)

আমাদপুর গ্রামজুড়ে প্রায় তিন থেকে সাড়ে তিনশো কালীপুজো হয় ৷ যার মধ্যে বিখ্যাত কালীর চার বোন ৷ দীপাবলির পরের দিন বিসর্জনের নিয়ম ৷ তাও কেবল ঢাক-কাঁসরের আওয়াজ ও মশালের আলোয় ৷ এভাবেই গ্রাম প্রদর্শন করেন আমাদপুরের সব কালী প্রতিমা ৷ নিকষ কালো অন্ধকারে কেবল মশালের আলোয় রাত 12টার পর গ্রাম ঘুরতে বেরোন চার বোন ৷ বেয়ারাদের কাঁধে চড়ে এগিয়ে যায় বিরাট প্রতিমা ৷ বেয়ারাদের নাচের মধ্যে দিয়েই মা-ও নাচতে থাকেন ৷ অনেকেই ভাবেন এত বড় ঠাকুর কীভাবে বেয়ারার কাঁধে নাচতে নাচতে গ্রাম পরিক্রমা করে ৷

Amadpur Kali Naach
একই পথে কালী ও ভৈরব (ইটিভি ভারত)

এই বিষয়ে স্থানীয় বাসিন্দা সুব্রত সরকার বলেন, "আমাদের বিশ্বাস, দেবী মাহাত্ম্যের জেরেই এখনও প্রাচীন এই প্রথা চলে আসছে ৷ আজ পর্যন্ত কোনওদিন সমস্যা হয়নি ৷ তবে একবার গাড়িতে করে ঠাকুর নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছিল ৷ সেই মতো সেজ মাকে গাড়িতে তোলা হয় ৷ তবে সেবার বিসর্জন হওয়া পর্যন্ত বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছিল ৷ এমনকি ঠাকুর বিসর্জনের সময় জলে নামাতেও অসুবিধায় পড়েছিলেন পুজো উদ্য়োক্তারা ৷ সেই থেকে আর কেউ সাহস করেন না প্রথার বাইরে বেরিয়ে বিসর্জন করতে ৷"

Amadpur Kali Puja
আমাদপুরের একটি মণ্ডপে ভৈরব মূর্তি (ইটিভি ভারত)

তিনি আরও জানান, কেবল চার বোনই নয়; গ্রামের সব কালী প্রতিমাই কাঁধে চড়ে বিসর্জনে যান ৷ ব্যতিক্রম ভৈরব ৷ ভৈরব বা মহাদেবগুলি কিছু কাঁধে যায় ও কিছু গাড়িতে ৷ বিসর্জনের রাতে ঢাকের বোল ও মশালের আলোয় নাচতে নাচতে জমিদার পাড়ায় এসে মিলিত হন চার বোন ৷ সেখানে বেশ কিছুক্ষণ নাচের পর সংশ্লিষ্ট ঘাটে নিয়ে যাওয়া হয় ৷ তবে রাত 12টা থেকে শুরু হওয়া এই বিসর্জন প্রক্রিয়া শেষ হতে সকাল 7টা বেজে যায় ৷ প্রাচীন এই রীতি চাক্ষুষ করতে দূরদূরান্ত থেকে আসেন অনেকে ৷ গ্রামের বাড়িগুলি আত্মীয়স্বজনে ভরে যায় ৷ থাকে উৎসবের মেজাজ ৷

Amadpur Kali Puja
সকাল 7টায় ঘাটের কাছে প্রতিমা (ইটিভি ভারত)
Amadpur Kali Naach
প্রতিমা গ্রাম প্রদর্শনের মুহূর্তে (ইটিভি ভারত)
Amadpur Kali Puja
নাচতে নাচতে গ্রাম প্রদর্শন কালী প্রতিমার (ইটিভি ভারত)

কালীগ্রাম আমাদপুর যাওয়ার পথ নির্দেশিকা :

  • হাওড়া-বর্ধমান মেন লাইনে মেমারি স্টেশন ৷ সেখান থেকে মেমারি বাসস্ট্যান্ড ৷ ওখান থেকেই মিলবে আমাদপুর যাওয়ার বাস ও অটো ৷ এছাড়া মালম্বাগামী বাসে চড়ে আমাদপুর স্কুলপাড়া মোড়ে নামতে হবে ৷
  • কালনা-বর্ধমান বাসরুট দিয়ে গেলে নামতে হবে পাহাড়হাটি ৷ সেখান থেকে অটো বা টোটোয় যেতে পারেন আমাদপুর ৷
  • কলকাতার দিক থেকে গাড়ি করে এলে কলকাতা-বর্ধমান 19 নং জাতীয় সড়ক ধরে আঝাপুর হয়ে মেমারি যেতে হবে ৷ এরপর বামুনপাড়া মোড় হয়ে পাহাড়হাটি রাস্তা দিয়ে পৌঁছনো যাবে আমাদপুর গ্রামে ৷
Amadpur Kali Puja
মশালের আলোয় কালী নাচের মুহূর্তে (ইটিভি ভারত)

আমাদপুর, 1 নভেম্বর: কালীপুজোর পরের রাত ৷ বিদ্যুৎ থাকলেও 12টা বাজতেই গ্রামের আলো নিভিয়ে দেওয়া হল ৷ দূর থেকে এগিয়ে আসছে মশালের আলো ৷ সঙ্গে ঢাক ও কাঁসরের আওয়াজ ৷ পিছনে বেয়ারাদের কাঁধে চড়ে নাচছেন রণচণ্ডী ৷ মাকে সেই বছরের মতো শেষবার দেখতে কেউ উঠে যান ছাদে, কেউ এসে দাঁড়ায় বড় জানালার সামনে ৷ মশালের আলো-আঁধারিতে বিরাট মূর্তি এগিয়ে আসার সঙ্গে সঙ্গে হাত জোড় করে কপালে ঠেকান গ্রামবাসীরা ৷

কালীগ্রাম হিসেবে খ্যাত আমাদপুরে পুজো ও দেবী বিসর্জন দেখার মতো ৷ পুজোর পরদিন রাতে চার বোন যখন বিসর্জন শোভাযাত্রায় বের হন, তখন গোটা গ্রাম অন্ধকারে ঢেকে যায় ৷ দাউদাউ করে জ্বলে মশাল ৷ সেই আলোর সঙ্গে ঢাক ও কাঁসরের আওয়াজে উদ্দাম নৃত্য করেন বড়-মেজ-সেজ ও ছোট মা ৷ প্রায় 400 বছরেরও বেশি সময় ধরে চলে আসছে এই রীতি ৷

বিসর্জনের রাতে কালী নাচ, দেখুন ভিডিয়ো (ইটিভি ভারত)

আমাদপুর গ্রামজুড়ে প্রায় তিন থেকে সাড়ে তিনশো কালীপুজো হয় ৷ যার মধ্যে বিখ্যাত কালীর চার বোন ৷ দীপাবলির পরের দিন বিসর্জনের নিয়ম ৷ তাও কেবল ঢাক-কাঁসরের আওয়াজ ও মশালের আলোয় ৷ এভাবেই গ্রাম প্রদর্শন করেন আমাদপুরের সব কালী প্রতিমা ৷ নিকষ কালো অন্ধকারে কেবল মশালের আলোয় রাত 12টার পর গ্রাম ঘুরতে বেরোন চার বোন ৷ বেয়ারাদের কাঁধে চড়ে এগিয়ে যায় বিরাট প্রতিমা ৷ বেয়ারাদের নাচের মধ্যে দিয়েই মা-ও নাচতে থাকেন ৷ অনেকেই ভাবেন এত বড় ঠাকুর কীভাবে বেয়ারার কাঁধে নাচতে নাচতে গ্রাম পরিক্রমা করে ৷

Amadpur Kali Naach
একই পথে কালী ও ভৈরব (ইটিভি ভারত)

এই বিষয়ে স্থানীয় বাসিন্দা সুব্রত সরকার বলেন, "আমাদের বিশ্বাস, দেবী মাহাত্ম্যের জেরেই এখনও প্রাচীন এই প্রথা চলে আসছে ৷ আজ পর্যন্ত কোনওদিন সমস্যা হয়নি ৷ তবে একবার গাড়িতে করে ঠাকুর নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছিল ৷ সেই মতো সেজ মাকে গাড়িতে তোলা হয় ৷ তবে সেবার বিসর্জন হওয়া পর্যন্ত বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছিল ৷ এমনকি ঠাকুর বিসর্জনের সময় জলে নামাতেও অসুবিধায় পড়েছিলেন পুজো উদ্য়োক্তারা ৷ সেই থেকে আর কেউ সাহস করেন না প্রথার বাইরে বেরিয়ে বিসর্জন করতে ৷"

Amadpur Kali Puja
আমাদপুরের একটি মণ্ডপে ভৈরব মূর্তি (ইটিভি ভারত)

তিনি আরও জানান, কেবল চার বোনই নয়; গ্রামের সব কালী প্রতিমাই কাঁধে চড়ে বিসর্জনে যান ৷ ব্যতিক্রম ভৈরব ৷ ভৈরব বা মহাদেবগুলি কিছু কাঁধে যায় ও কিছু গাড়িতে ৷ বিসর্জনের রাতে ঢাকের বোল ও মশালের আলোয় নাচতে নাচতে জমিদার পাড়ায় এসে মিলিত হন চার বোন ৷ সেখানে বেশ কিছুক্ষণ নাচের পর সংশ্লিষ্ট ঘাটে নিয়ে যাওয়া হয় ৷ তবে রাত 12টা থেকে শুরু হওয়া এই বিসর্জন প্রক্রিয়া শেষ হতে সকাল 7টা বেজে যায় ৷ প্রাচীন এই রীতি চাক্ষুষ করতে দূরদূরান্ত থেকে আসেন অনেকে ৷ গ্রামের বাড়িগুলি আত্মীয়স্বজনে ভরে যায় ৷ থাকে উৎসবের মেজাজ ৷

Amadpur Kali Puja
সকাল 7টায় ঘাটের কাছে প্রতিমা (ইটিভি ভারত)
Amadpur Kali Naach
প্রতিমা গ্রাম প্রদর্শনের মুহূর্তে (ইটিভি ভারত)
Amadpur Kali Puja
নাচতে নাচতে গ্রাম প্রদর্শন কালী প্রতিমার (ইটিভি ভারত)

কালীগ্রাম আমাদপুর যাওয়ার পথ নির্দেশিকা :

  • হাওড়া-বর্ধমান মেন লাইনে মেমারি স্টেশন ৷ সেখান থেকে মেমারি বাসস্ট্যান্ড ৷ ওখান থেকেই মিলবে আমাদপুর যাওয়ার বাস ও অটো ৷ এছাড়া মালম্বাগামী বাসে চড়ে আমাদপুর স্কুলপাড়া মোড়ে নামতে হবে ৷
  • কালনা-বর্ধমান বাসরুট দিয়ে গেলে নামতে হবে পাহাড়হাটি ৷ সেখান থেকে অটো বা টোটোয় যেতে পারেন আমাদপুর ৷
  • কলকাতার দিক থেকে গাড়ি করে এলে কলকাতা-বর্ধমান 19 নং জাতীয় সড়ক ধরে আঝাপুর হয়ে মেমারি যেতে হবে ৷ এরপর বামুনপাড়া মোড় হয়ে পাহাড়হাটি রাস্তা দিয়ে পৌঁছনো যাবে আমাদপুর গ্রামে ৷
Amadpur Kali Puja
মশালের আলোয় কালী নাচের মুহূর্তে (ইটিভি ভারত)
Last Updated : 37 minutes ago
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.