ETV Bharat / international

বিশ্ব পরিবেশ দিবসের প্রয়োজনীয়তা কী ? - WORLD ENVIRONMENT DAY - WORLD ENVIRONMENT DAY

World Environment Day: আজ বিশ্ব পরিবেশ দিবস ৷ 1972 সালের 5 জুন রাষ্ট্রসংঘ পরিবেশ রক্ষায় এই দিবস পালনের পরিকল্পনা করে ৷ তার পর থেকে 50 বছরের বেশি সময় ধরে প্রতিবছর 5 জুন পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস ৷ এবারের থিম - আমাদের জমি - আমাদের ভবিষ্যত, আমরা পুনরুদ্ধারের প্রজন্ম ৷

World Environment Day
বিশ্ব পরিবেশ দিবস (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 5, 2024, 7:22 PM IST

হায়দরাবাদ, 6 জুন: রাষ্ট্রসংঘের পরিবেশ কর্মসূচির অধীনে 1972 সাল থেকে 5 জুন সারা বিশ্বে পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস ৷ তার পর থেকে এই দিনটিকে পরিবেশ সচেতনতা বৃদ্ধির প্রচারে ব্যবহার করা হয় ৷ তাপমাত্রার বৃদ্ধি, জলবায়ুর পরিবর্তন, হিমবাহ গলে যাওয়ার বিষয়গুলি নিয়ে সচেতন করা হয় মানুষকে ৷ এবার বিশ্ব পরিবেশ দিবসের থিম - ‘আমাদের জমি - আমাদের ভবিষ্যত, আমরা পুনরুদ্ধারের প্রজন্ম (হ্যাশট্যাগ-সহ)’ ।

বিশ্ব পরিবেশ দিবসের ইতিহাস

মানব পরিবেশ নিয়ে 1972 সালের 5 জুন সুইডেনের স্টকহোমে রাষ্ট্রসংঘের একটি সম্মেলন হয় ৷ সেখানে আলোচনা শুরু হয় পরিবেশ রক্ষার বিষয় নিয়ে ৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের পরিস্থিতি ও সেই সময়ে চলমান কোল্ড ওয়ারের পটভূমিতে এই সম্মেলন হয়েছিল ৷ সেই সময় বিশ্বযুদ্ধের ভয়াবহতা থেকে, বিশেষ করে হিরোশিমা ও নাগাসাকিতে পরমাণু বোমার ব্যবহারের ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করছিল বিশ্ব ৷ তাছাড়া সেই সময় কিউবা, ভিয়েতনাম-সহ বেশ কয়েকটি দেশে যুদ্ধও চলছিল ৷

সেই প্রেক্ষাপটে ঠিক হয় যে প্রতিবছর 5 জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হবে ৷ 1973 সালে প্রথমবার বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় ৷ তার পর থেকে পাঁচ দশক ধরে তা পালিত হয়ে আসছে ৷ সময়ের সঙ্গে সঙ্গে অংশগ্রহণকারীর সংখ্যা বেড়েছে ৷

2024 সালের থিম

এই বছর ভূমি পুনরুদ্ধার, মরুকরণ এবং খরা থেকে বাঁচার বিষয়কে সামনে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হচ্ছে ৷ এবার বার্ষিক অনুষ্ঠানের আয়োজক দেশ সৌদি আরব ৷ এবারের থিম ‘আমাদের জমি - আমাদের ভবিষ্যত, আমরা পুনরুদ্ধারের প্রজন্ম (হ্যাশট্যাগ-সহ)’ । ভিশন 2030 কে সামনে রেখে সৌদি আরবও পরিবেশ রক্ষা ও এই নিয়ে দীর্ঘমেয়াদী কাজ করার বিষয়ে অঙ্গীকার করেছে ৷

2019 সালে মার্চে রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে পরিবেশ নিয়ে একটি ঘোষণাপত্র জারি করা হয় ৷ সেখানে 2021 থেকে 2030 কে ইকোসিস্টেম রেস্টোরেশন এর দশক হিসেবে ঘোষণা করা হয় ৷ প্রতিবছর এই বিষয়টিকে সামনে রেখেই বিশ্ব পরিবেশ দিবস পালন করা হচ্ছে ৷ কোপ-16 এর সঙ্গে মিল রেখে সৌদি আরব এবার বিশ্ব পরিবেশ দিবসের থিমে ‘আমাদের জমি, আমাদের ভবিষ্যৎ’ বিষয়টি রেখেছে ৷ তার সঙ্গে ইকোসিস্টেম রেস্টোরেশন এর দশকের বিষয়টিকে মেলাতে ‘আমরা পুনরুদ্ধারের প্রজন্ম’ সংক্রান্ত হ্য়াশট্যাগটি যুক্ত করা হয়েছে ৷

রাষ্ট্রসংঘের পরিবেশ কর্মসূচি অনুযায়ী, "বিশ্বব্যাপী, দেশগুলো এক বিলিয়ন হেক্টর ভূমি পুনরুদ্ধার করার প্রতিশ্রুতি দিয়েছে, যা চিনের চেয়েও বড় এলাকা ৷ প্রকৃতির জন্য 30 শতাংশ ভূমি ও সমুদ্র রক্ষা করা ও পৃথিবীর 30 শতাংশ অবক্ষয়িত বাস্তুতন্ত্র পুনরুদ্ধার করা ৷ 2030 সালের অ্যাজেন্ডাকে সামনে রেখে বিশ্বকে রক্ষায় দীর্ঘমেয়াদী ব্য়বস্থার পথে নিয়ে এসে বাস্তুতন্ত্র পুনরুদ্ধারের গতি তরান্বিত করাই এবারের পরিবেশ দিবসের লক্ষ্য ৷

মরুকরণ বন্ধ করা ও খরার সঙ্গে লড়াইয়ের পথ

  1. জৈব চাষে জোর - জৈব চাষ প্রচার করা শুধুমাত্র একটি উর্বর মাটির ধরন সংরক্ষণ করবে না, বরং তা 100 শতাংশ নিরাপদ ও স্বাস্থ্যকর ফসলও ফলাবে ।
  2. বৃক্ষরোপণ - উন্নয়নশীল দেশগুলিতে দ্রুতগতিতে নগরায়ন, শিল্প-কারখানার বৃদ্ধির ফলে লক্ষ লক্ষ গাছ-সহ ভূমি কমে যাচ্ছে ৷ এর ফলে ভূমি তার জল ধারণ ক্ষমতা হারাচ্ছে ৷ পরিবেশগত অনেক সমস্যা সৃষ্টি হচ্ছে । তাই শুধু অক্সিজেনের জন্য নয়, জমির গুণাগুণের জন্যও বেশি বেশি গাছ লাগাতে হবে ।
  3. মিষ্টি জলের বাস্তুতন্ত্র পুনরুদ্ধার করুন - মিষ্টি জলের বাস্তুতন্ত্র জমিকে উর্বর রাখে । কোটি কোটি মানুষকে খাদ্য ও জল সরবরাহ করে ৷ খরা ও বন্যা থেকে আমাদের রক্ষা করে এবং অসংখ্য গাছপালা ও প্রাণীদের জন্য আবাসস্থল সরবরাহ করে । তবুও দূষণ, জলবায়ু পরিবর্তন, অতিরিক্ত মাছ ধরা-সহ নানা তা আশঙ্কাজনক হারে হারিয়ে যাচ্ছে । জলের গুণমান উন্নত করে, দূষণের উৎস চিহ্নিত করে ও মিষ্টি জলের বাস্তুতন্ত্রের স্বাস্থ্য পর্যবেক্ষণ করে, তা সংরক্ষণ করতে পারে মানুষ ৷
  4. উপকূলীয় এবং সামুদ্রিক অঞ্চল পুনর্গঠন - মহাসাগর ও সমুদ্র মানবজাতিকে অক্সিজেন, খাদ্য ও জল সরবরাহ করে । পাশাপাশি জলবায়ু পরিবর্তন প্রশমিত করে ও চরম আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতেও সাহায্য করেছে ৷ রাষ্ট্রসংঘের মতে, উন্নয়নশীল দেশগুলিতে 3 বিলিয়নেরও বেশি মানুষ জীবিকার জন্য সামুদ্রিক ও উপকূলীয় জীববৈচিত্র্যের উপর নির্ভর করে । বিভিন্ন দেশ ম্যানগ্রোভ, লবণাক্ত জলাভূমি, বন ও প্রবাল প্রাচীর-সহ নীল বাস্তুতন্ত্র পুনরুদ্ধার করতে পারে ৷ অন্যদিকে দূষণ, শিল্প সংক্রান্ত ও প্লাস্টিক-সহ একাধিক বিষয়ের উপর কঠোর বিধি আরোপ করতে পারে ৷
  5. পুনরুদ্ধারের জন্য অর্থায়ন তৈরি করুন - দীর্ঘমেয়াদী উদ্যোগে বিনিয়োগকারী আর্থিক প্রতিষ্ঠানগুলিতে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি সরান ৷ পুনরুদ্ধার বা ক্রাউড-ফান্ডে দান করুন, যা পৃথিবীকে বাঁচাতে সাহায্য করতে পারে । রাষ্ট্রসংঘের মতে, ক্রমবর্ধমান জনসংখ্যা ও প্রাকৃতিক সম্পদের জন্য জ্বালানির চাহিদার সঙ্গে দীর্ঘমেয়াদী উৎপাদন ও খরচের ধরন ভূমির উপর অত্যধিক চাপকে অবক্ষয়ের পর্যায়ে নিয়ে গিয়েছে । মরুকরণ ও খরা জোরপূর্বক অভিবাসনকে চালিত করছে ৷ প্রতি বছর কয়েক মিলিয়ন মানুষকে বাস্তুচ্যুতির ঝুঁকিতে ফেলেছে ৷ তাই বিশ্ব পরিবেশ দিবসে এই সব নিয়ে সচেতনতার প্রচার বেশি হওয়া জরুরি ৷

হায়দরাবাদ, 6 জুন: রাষ্ট্রসংঘের পরিবেশ কর্মসূচির অধীনে 1972 সাল থেকে 5 জুন সারা বিশ্বে পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস ৷ তার পর থেকে এই দিনটিকে পরিবেশ সচেতনতা বৃদ্ধির প্রচারে ব্যবহার করা হয় ৷ তাপমাত্রার বৃদ্ধি, জলবায়ুর পরিবর্তন, হিমবাহ গলে যাওয়ার বিষয়গুলি নিয়ে সচেতন করা হয় মানুষকে ৷ এবার বিশ্ব পরিবেশ দিবসের থিম - ‘আমাদের জমি - আমাদের ভবিষ্যত, আমরা পুনরুদ্ধারের প্রজন্ম (হ্যাশট্যাগ-সহ)’ ।

বিশ্ব পরিবেশ দিবসের ইতিহাস

মানব পরিবেশ নিয়ে 1972 সালের 5 জুন সুইডেনের স্টকহোমে রাষ্ট্রসংঘের একটি সম্মেলন হয় ৷ সেখানে আলোচনা শুরু হয় পরিবেশ রক্ষার বিষয় নিয়ে ৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের পরিস্থিতি ও সেই সময়ে চলমান কোল্ড ওয়ারের পটভূমিতে এই সম্মেলন হয়েছিল ৷ সেই সময় বিশ্বযুদ্ধের ভয়াবহতা থেকে, বিশেষ করে হিরোশিমা ও নাগাসাকিতে পরমাণু বোমার ব্যবহারের ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করছিল বিশ্ব ৷ তাছাড়া সেই সময় কিউবা, ভিয়েতনাম-সহ বেশ কয়েকটি দেশে যুদ্ধও চলছিল ৷

সেই প্রেক্ষাপটে ঠিক হয় যে প্রতিবছর 5 জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হবে ৷ 1973 সালে প্রথমবার বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় ৷ তার পর থেকে পাঁচ দশক ধরে তা পালিত হয়ে আসছে ৷ সময়ের সঙ্গে সঙ্গে অংশগ্রহণকারীর সংখ্যা বেড়েছে ৷

2024 সালের থিম

এই বছর ভূমি পুনরুদ্ধার, মরুকরণ এবং খরা থেকে বাঁচার বিষয়কে সামনে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হচ্ছে ৷ এবার বার্ষিক অনুষ্ঠানের আয়োজক দেশ সৌদি আরব ৷ এবারের থিম ‘আমাদের জমি - আমাদের ভবিষ্যত, আমরা পুনরুদ্ধারের প্রজন্ম (হ্যাশট্যাগ-সহ)’ । ভিশন 2030 কে সামনে রেখে সৌদি আরবও পরিবেশ রক্ষা ও এই নিয়ে দীর্ঘমেয়াদী কাজ করার বিষয়ে অঙ্গীকার করেছে ৷

2019 সালে মার্চে রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে পরিবেশ নিয়ে একটি ঘোষণাপত্র জারি করা হয় ৷ সেখানে 2021 থেকে 2030 কে ইকোসিস্টেম রেস্টোরেশন এর দশক হিসেবে ঘোষণা করা হয় ৷ প্রতিবছর এই বিষয়টিকে সামনে রেখেই বিশ্ব পরিবেশ দিবস পালন করা হচ্ছে ৷ কোপ-16 এর সঙ্গে মিল রেখে সৌদি আরব এবার বিশ্ব পরিবেশ দিবসের থিমে ‘আমাদের জমি, আমাদের ভবিষ্যৎ’ বিষয়টি রেখেছে ৷ তার সঙ্গে ইকোসিস্টেম রেস্টোরেশন এর দশকের বিষয়টিকে মেলাতে ‘আমরা পুনরুদ্ধারের প্রজন্ম’ সংক্রান্ত হ্য়াশট্যাগটি যুক্ত করা হয়েছে ৷

রাষ্ট্রসংঘের পরিবেশ কর্মসূচি অনুযায়ী, "বিশ্বব্যাপী, দেশগুলো এক বিলিয়ন হেক্টর ভূমি পুনরুদ্ধার করার প্রতিশ্রুতি দিয়েছে, যা চিনের চেয়েও বড় এলাকা ৷ প্রকৃতির জন্য 30 শতাংশ ভূমি ও সমুদ্র রক্ষা করা ও পৃথিবীর 30 শতাংশ অবক্ষয়িত বাস্তুতন্ত্র পুনরুদ্ধার করা ৷ 2030 সালের অ্যাজেন্ডাকে সামনে রেখে বিশ্বকে রক্ষায় দীর্ঘমেয়াদী ব্য়বস্থার পথে নিয়ে এসে বাস্তুতন্ত্র পুনরুদ্ধারের গতি তরান্বিত করাই এবারের পরিবেশ দিবসের লক্ষ্য ৷

মরুকরণ বন্ধ করা ও খরার সঙ্গে লড়াইয়ের পথ

  1. জৈব চাষে জোর - জৈব চাষ প্রচার করা শুধুমাত্র একটি উর্বর মাটির ধরন সংরক্ষণ করবে না, বরং তা 100 শতাংশ নিরাপদ ও স্বাস্থ্যকর ফসলও ফলাবে ।
  2. বৃক্ষরোপণ - উন্নয়নশীল দেশগুলিতে দ্রুতগতিতে নগরায়ন, শিল্প-কারখানার বৃদ্ধির ফলে লক্ষ লক্ষ গাছ-সহ ভূমি কমে যাচ্ছে ৷ এর ফলে ভূমি তার জল ধারণ ক্ষমতা হারাচ্ছে ৷ পরিবেশগত অনেক সমস্যা সৃষ্টি হচ্ছে । তাই শুধু অক্সিজেনের জন্য নয়, জমির গুণাগুণের জন্যও বেশি বেশি গাছ লাগাতে হবে ।
  3. মিষ্টি জলের বাস্তুতন্ত্র পুনরুদ্ধার করুন - মিষ্টি জলের বাস্তুতন্ত্র জমিকে উর্বর রাখে । কোটি কোটি মানুষকে খাদ্য ও জল সরবরাহ করে ৷ খরা ও বন্যা থেকে আমাদের রক্ষা করে এবং অসংখ্য গাছপালা ও প্রাণীদের জন্য আবাসস্থল সরবরাহ করে । তবুও দূষণ, জলবায়ু পরিবর্তন, অতিরিক্ত মাছ ধরা-সহ নানা তা আশঙ্কাজনক হারে হারিয়ে যাচ্ছে । জলের গুণমান উন্নত করে, দূষণের উৎস চিহ্নিত করে ও মিষ্টি জলের বাস্তুতন্ত্রের স্বাস্থ্য পর্যবেক্ষণ করে, তা সংরক্ষণ করতে পারে মানুষ ৷
  4. উপকূলীয় এবং সামুদ্রিক অঞ্চল পুনর্গঠন - মহাসাগর ও সমুদ্র মানবজাতিকে অক্সিজেন, খাদ্য ও জল সরবরাহ করে । পাশাপাশি জলবায়ু পরিবর্তন প্রশমিত করে ও চরম আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতেও সাহায্য করেছে ৷ রাষ্ট্রসংঘের মতে, উন্নয়নশীল দেশগুলিতে 3 বিলিয়নেরও বেশি মানুষ জীবিকার জন্য সামুদ্রিক ও উপকূলীয় জীববৈচিত্র্যের উপর নির্ভর করে । বিভিন্ন দেশ ম্যানগ্রোভ, লবণাক্ত জলাভূমি, বন ও প্রবাল প্রাচীর-সহ নীল বাস্তুতন্ত্র পুনরুদ্ধার করতে পারে ৷ অন্যদিকে দূষণ, শিল্প সংক্রান্ত ও প্লাস্টিক-সহ একাধিক বিষয়ের উপর কঠোর বিধি আরোপ করতে পারে ৷
  5. পুনরুদ্ধারের জন্য অর্থায়ন তৈরি করুন - দীর্ঘমেয়াদী উদ্যোগে বিনিয়োগকারী আর্থিক প্রতিষ্ঠানগুলিতে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি সরান ৷ পুনরুদ্ধার বা ক্রাউড-ফান্ডে দান করুন, যা পৃথিবীকে বাঁচাতে সাহায্য করতে পারে । রাষ্ট্রসংঘের মতে, ক্রমবর্ধমান জনসংখ্যা ও প্রাকৃতিক সম্পদের জন্য জ্বালানির চাহিদার সঙ্গে দীর্ঘমেয়াদী উৎপাদন ও খরচের ধরন ভূমির উপর অত্যধিক চাপকে অবক্ষয়ের পর্যায়ে নিয়ে গিয়েছে । মরুকরণ ও খরা জোরপূর্বক অভিবাসনকে চালিত করছে ৷ প্রতি বছর কয়েক মিলিয়ন মানুষকে বাস্তুচ্যুতির ঝুঁকিতে ফেলেছে ৷ তাই বিশ্ব পরিবেশ দিবসে এই সব নিয়ে সচেতনতার প্রচার বেশি হওয়া জরুরি ৷
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.