গিলগিট-বালতিস্তান (পাক অধিকৃত কাশ্মীর), 19 ফেব্রুয়ারি: পাকিস্তান অধিকৃত কাশ্মীরের গিলগিট ও বালতিস্তানের মানুষ মারাত্মক লোডশেডিংয়ের সমস্যায় ভুগছেন ৷ এর জেরে সেখানে ক্ষোভ বাড়ছে ৷ ইতিমধ্যে প্রতিবাদে সরব হয়েছেন সেখানকার মানুষ৷ মিছিলও হয়েছে ৷ সেই মিছিল শিশু ও মহিলাদেরও সামিল হতে দেখা গিয়েছে ৷
মিছিলে অংশ নেওয়া বিক্ষোভকারীদের দাবি, রোজ প্রায় 22 ঘণ্টা করে লোডশেডিং হচ্ছে ৷ কর্তৃপক্ষ সমস্যা সমাধানে কোনও চেষ্টাই করছে না ৷ অথচ এলাকার আমলা, ভিআইপি-দের বাড়িতে কোনও লোডশেডিং হচ্ছে না ৷ তাঁদের জন্য বিশেষ ব্যবস্থা করছে প্রশাসন ৷ এদিকে সাধারণ বাড়ির শিশুরা পড়াশোনা করতে পারছে না ৷ জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এই লোডশেডিংয়ের জেরে ৷
স্থানীয় বাসিন্দা নুর বানো বলেন, "অসহায় হয়ে প্রতিবাদ জানাতে রাস্তায় নামতে হয়েছে । এখানে বিদ্যুতের ব্যবস্থা সত্যিই খারাপ । আমরা বিদ্যুৎ পাচ্ছি না ৷ মাত্র দেড় ঘণ্টা করে বিদ্যুৎ সংযোগ থাকছে । সেই অল্প সময়ের মধ্যেই আমরা জামা-কাপড় ইস্ত্রি করতে পারছি না, রান্না হচ্ছে না, মোটরের সাহায্যে জল ভরাও যাচ্ছে না ৷ ঠান্ডার জন্য সবকিছু জমে যাচ্ছে৷ তাই আমরা রাস্তায় প্রতিবাদ করতে বাধ্য হচ্ছি ।"
শারলিন ফতিমা নামে আরেক বাসিন্দা বলেন, "বিদ্যুৎ সকাল 7টা নাগাদ আসছে এবং সকাল 8টা পর্যন্ত থাকছে । গিলগিট শহরে সবকিছুতে বরফ জমে আছে ৷ এই পরিস্থিতিতে এত অল্প সময়ে সব সাফ করে মোটর চালু করতে পারছি না ৷ সবচেয়ে বড় সমস্যা আমাদের কাছে জল নেই । দ্বিতীয়টি হল আমাদের ছেলেমেয়েরা স্কুলে যায় এবং তাদের স্কুলের ইউনিফর্ম ইস্ত্রি করা হয় না ও শিক্ষকরা অভিযোগ করেন ।"
এবারই প্রথম নয়, এই নিয়ে প্রতিবাদ আগেও হয়েছে ৷ তাছাড়া গিলগিট-বালতিস্তানের বাসিন্দাদের দাবি, অধিকৃত এলাকায় স্বায়ত্তশাসন ব্যবস্থা চালুর মিথ্যে আশ্বাস দিয়েছে পাকিস্তান ৷ এখানকার নির্বাচিত প্রতিনিধিদের নীতি তৈরিতে কোনও ভূমিকা থাকে না ৷ এখানকার মানুষকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে ৷
এই নিয়ে ওই এলাকার বাসিন্দা বিবি গুল বলেন, "আমি মনে করি যে সরকার সঠিকভাবে কাজ করছে না । আমরা অনেক সরকারকে ক্ষমতায় আসতে দেখেছি ৷ কিন্তু তাদের কেউই আমাদের সমস্যার সমাধান করতে পারেনি । প্রতিটি সরকারের বক্তব্য জল কম, তাই বিদ্যুৎ উৎপাদন করা যাবে না ৷ কিন্তু আসলে সেটা নয় ৷"
তিনি আরও বলেন, "আমাদের গিলগিট ও বালতিস্তানে জল ও নদী আছে ৷ কিন্তু কোনও সরকারই সঠিকভাবে সমস্যা মেটাতে পারে না । এমনকি গিলগিট ও বালতিস্তানের বর্তমান সরকারও আমাদের যত্ন নিচ্ছে না । ভিআইপি ও সরকারি কর্মীরা বিশেষ লাইনের মাধ্যমে বিশেষ সুবিধা পাচ্ছেন ৷ তবে শেষ পর্যন্ত সাধারণ মানুষ কষ্ট পায় ।"
(সংবাদসংস্থা - এএনআই)
আরও পড়ুন: