ETV Bharat / international

আমেরিকার গোপন তথ্য ফাঁস, দোষ স্বীকার করে ব্রিটেনের সংশোধনাগার থেকে মুক্ত জুলিয়ান অ্যাসাঞ্জ - Julian Assange

author img

By PTI

Published : Jun 25, 2024, 10:18 AM IST

Updated : Jun 25, 2024, 11:16 AM IST

Wikileaks Founder Julian Assange: দীর্ঘ আইনি যুদ্ধের অবসান ৷ নির্দিষ্ট শর্তে ব্রিটেনের সংশোধনাগার থেকে অবশেষে বেরিয়ে এলেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ ৷ ব্রিটেন ছেড়ে ইতিমধ্যে আমেরিকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি ৷

Julian Assange
জুলিয়ান অ্যাসাঞ্জ (নিজস্ব ছবি)

ওয়াশিংটন, 25 জুন: অবশেষে বন্দিদশা কাটল ৷ ব্রিটেনের সংশোধনাগার থেকে মুক্তি পেলেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ ৷ মার্কিন আদালতে দোষী সাব্যস্ত হতে রাজি হয়েছেন তিনি ৷ এই শর্তেই তাঁকে মুক্তি দিল ব্রিটেনের আদালত ৷ জানা গিয়েছে, ইতিমধ্যে উইকিলিকসের প্রতিষ্ঠাতা সংশোধনাগার থেরে বেরিয়ে ব্রিটেন ছেড়ে আমেরিকার উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন ৷ বুধবার আমেরিকার স্থানীয় সময়ে সকালে জুলিয়ান অ্যাসাঞ্জকে সে দেশের আদালতে পেশ করা হবে ৷ তাঁর বিরুদ্ধে বেআইনিভাবে আমেরিকার প্রতিরক্ষা সংক্রান্ত গোপন তথ্য ফাঁসের অভিযোগ রয়েছে ৷

ব্রিটেনের সঙ্গে আমেরিকার বোঝাপড়া অনযায়ী, জুলিয়ান অ্যাসাঞ্জ তাঁর অপরাধ স্বীকার করে নেবেন ৷ এর পরিরর্তে তাঁকে আর সংশোধনাগারে কাটাতে হবে না । গুপ্তচির বৃদ্ধি আইন লঙ্ঘনের অপরাধ স্বীকার করে নিলে আমেরিকার আদালত জুলিয়ান অ্যাসাঞ্জকে 62 মাসের সাজা দিতে পারে ৷ কিন্তু তিনি ইতিমধ্যে পাঁচ বছর ব্রিটেনের সংশোধনাগারে বন্দি ছিলেন ৷ এর ফলে তিনি পুরোপুরি সাজামুক্ত হয়ে নিজের দেশ অস্ট্রেলিয়ায় ফিরে যেতে পারবেন বলে মনে করা হচ্ছে ৷

জুলিয়ান অ্যাসাঞ্জের বয়স এখন 52 বছর ৷ তাঁর বিরুদ্ধে ইরাক ও আফগানিস্তানে হওয়া সংঘাত সংক্রান্ত সামরিক গোপন তথ্য ফাঁসের অভিযোগ রয়েছে ৷ ওই সংঘাতে নেতৃত্ব দিয়েছিল আমেরিকা ৷ উইকিলিকসের তরফে প্রকাশিত ফাইলগুলির মধ্যে বাগদাদে আমেরিকান বাহিনীর দ্বারা 2007 সালের অ্যাপাচি হেলিকপ্টার হামলার একটি ভিডিয়ো ছিল ৷ যাতে রয়টার্সের দুই সাংবাদিক-সহ 11 জন নিহত হন । আমেরিকার গোপন তথ্য ফাঁস ও চরবৃত্তির অভিযোগে সে দেশে তাঁকে অপরাধীও ঘোষণা করা হয় ৷ 18টি চার্জ রয়েছে তাঁর বিরুদ্ধে ৷ এর পাশাপাশি জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রয়েছে, যা তিনি অস্বীকার করেছেন ।

2019 সাল থেকে ব্রিটেনের সংশোধনাগারে বন্দি ছিলেন জুলিয়ান অ্যাসাঞ্জ ৷ লন্ডনের যে সংশোধনাগারে তিনি বন্দি ছিলেন সেখানেই তাঁর বাগদত্তা স্টেলা মরিসকে বিয়ে করেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা ৷ মাত্র চারজন অতিথি ও দু‘জন সাক্ষীকে বিয়েতে উপস্থিত থাকার জন্য অনুমতি দিয়েছিল সংশোধনাগার কর্তৃপক্ষ ৷ সেই মতোই বিনা আড়ম্বরে সংশোধনাগারে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি ৷

ওয়াশিংটন, 25 জুন: অবশেষে বন্দিদশা কাটল ৷ ব্রিটেনের সংশোধনাগার থেকে মুক্তি পেলেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ ৷ মার্কিন আদালতে দোষী সাব্যস্ত হতে রাজি হয়েছেন তিনি ৷ এই শর্তেই তাঁকে মুক্তি দিল ব্রিটেনের আদালত ৷ জানা গিয়েছে, ইতিমধ্যে উইকিলিকসের প্রতিষ্ঠাতা সংশোধনাগার থেরে বেরিয়ে ব্রিটেন ছেড়ে আমেরিকার উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন ৷ বুধবার আমেরিকার স্থানীয় সময়ে সকালে জুলিয়ান অ্যাসাঞ্জকে সে দেশের আদালতে পেশ করা হবে ৷ তাঁর বিরুদ্ধে বেআইনিভাবে আমেরিকার প্রতিরক্ষা সংক্রান্ত গোপন তথ্য ফাঁসের অভিযোগ রয়েছে ৷

ব্রিটেনের সঙ্গে আমেরিকার বোঝাপড়া অনযায়ী, জুলিয়ান অ্যাসাঞ্জ তাঁর অপরাধ স্বীকার করে নেবেন ৷ এর পরিরর্তে তাঁকে আর সংশোধনাগারে কাটাতে হবে না । গুপ্তচির বৃদ্ধি আইন লঙ্ঘনের অপরাধ স্বীকার করে নিলে আমেরিকার আদালত জুলিয়ান অ্যাসাঞ্জকে 62 মাসের সাজা দিতে পারে ৷ কিন্তু তিনি ইতিমধ্যে পাঁচ বছর ব্রিটেনের সংশোধনাগারে বন্দি ছিলেন ৷ এর ফলে তিনি পুরোপুরি সাজামুক্ত হয়ে নিজের দেশ অস্ট্রেলিয়ায় ফিরে যেতে পারবেন বলে মনে করা হচ্ছে ৷

জুলিয়ান অ্যাসাঞ্জের বয়স এখন 52 বছর ৷ তাঁর বিরুদ্ধে ইরাক ও আফগানিস্তানে হওয়া সংঘাত সংক্রান্ত সামরিক গোপন তথ্য ফাঁসের অভিযোগ রয়েছে ৷ ওই সংঘাতে নেতৃত্ব দিয়েছিল আমেরিকা ৷ উইকিলিকসের তরফে প্রকাশিত ফাইলগুলির মধ্যে বাগদাদে আমেরিকান বাহিনীর দ্বারা 2007 সালের অ্যাপাচি হেলিকপ্টার হামলার একটি ভিডিয়ো ছিল ৷ যাতে রয়টার্সের দুই সাংবাদিক-সহ 11 জন নিহত হন । আমেরিকার গোপন তথ্য ফাঁস ও চরবৃত্তির অভিযোগে সে দেশে তাঁকে অপরাধীও ঘোষণা করা হয় ৷ 18টি চার্জ রয়েছে তাঁর বিরুদ্ধে ৷ এর পাশাপাশি জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রয়েছে, যা তিনি অস্বীকার করেছেন ।

2019 সাল থেকে ব্রিটেনের সংশোধনাগারে বন্দি ছিলেন জুলিয়ান অ্যাসাঞ্জ ৷ লন্ডনের যে সংশোধনাগারে তিনি বন্দি ছিলেন সেখানেই তাঁর বাগদত্তা স্টেলা মরিসকে বিয়ে করেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা ৷ মাত্র চারজন অতিথি ও দু‘জন সাক্ষীকে বিয়েতে উপস্থিত থাকার জন্য অনুমতি দিয়েছিল সংশোধনাগার কর্তৃপক্ষ ৷ সেই মতোই বিনা আড়ম্বরে সংশোধনাগারে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি ৷

Last Updated : Jun 25, 2024, 11:16 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.