ETV Bharat / international

টিট ফর ট্যাট ! কেন কয়েকশো মিসাইল-ড্রোন নিয়ে ইরান হামলা চালাল ইজরায়েলে ? - Iran attacks Israel - IRAN ATTACKS ISRAEL

Iran attacks Israel: ইজরায়েলের বিরুদ্ধে টিট-ফর-ট্যাট নীতি নিয়েছে ইরান ৷ প্রতিশোধ নিতেই তারা সরাসরি আক্রমণের রাস্তায় হেঁটেছে ৷ সম্প্রতি দামাস্কাসের দূতাবাসে ইরানের কর্মকর্তাদের ইজরায়েল বিমান হামলা হত্যা করে বলে অভিযোগ ৷ তারই প্রতিশোধ নিকে মধ্যপ্রাচ্যে শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতাকে অস্থিতিশীল করার হুমকি দিয়েছে ইরান ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 14, 2024, 11:17 AM IST

Updated : Apr 14, 2024, 1:32 PM IST

হায়দরাবাদ, 14 এপ্রিল: শনিবার গভীর রাতে রাশি রাশি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিয়ে ইজরায়েলের উপর হামলা চালায় ইরান ৷ যা একটি আঞ্চলিক যুদ্ধে পরিণত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে । ইজরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আক্রমণ অব্যাহত থাকায়, ইহুদি এই দেশ 7 অক্টোবর হামাসের আক্রমণের সময় ব্যবহৃত জরুরি কাজে ব্যবহৃত প্রতিরক্ষা দফতরের বিমানকে যাবতীয় ব্যবস্থা সক্রিয় করে পাহারায় রাখা হয়েছে ৷

ইজরায়েলের রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি একটি বিবৃতিতে বলেছেন, "ইরানের সরকার 200 টিরও বেশি ঘাতক ড্রোন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ক্রুজ ক্ষেপণাস্ত্রের একটি বিশাল ঝাঁক পাঠিয়েছে ।" ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্রকে গুলি করে নামিয়ে আনার জন্য ইজরায়েলের বাহিনীতে যোগ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং জর্ডন ৷

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের হামলার বিরুদ্ধে ইজরায়েলকে 'লোহার আবরণ'-এর মতো পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন ৷ ইরানের বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছে আন্তর্জাতিক মহলে । জো বাইডেন এক্স হ্যান্ডেলে লিখেছেন, "ইজরায়েলের বিরুদ্ধে ইরানের হামলার আপডেটের জন্য আমি এইমাত্র আমার জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে দেখা করেছি । ইরান এবং এর প্রক্সিদের কাছ থেকে হুমকির বিরুদ্ধে ইজরায়েলের নিরাপত্তার প্রতি আমাদের প্রতিশ্রুতি লোহার মতো দৃঢ় ৷"

যুদ্ধ পরিস্থিতি

ইজরায়েল-হামাস যুদ্ধের মধ্যেই বেশ কিছুদিন ধরে ইরান ও ইজরায়েলের মধ্যে উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছিল ৷ ইরান লেবাননে হিজবুল্লাহ যোদ্ধাদের সমর্থন করে প্রক্সি যুদ্ধে জড়িয়েছে বলে অভিযোগ রয়েছে, যারা বেশ কয়েকটি অনুষ্ঠানে ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ।

ইজরায়েল সম্প্রতি দামেস্কাসে ইরানি দূতাবাসের কর্মকর্তাদের হত্যা করেছে বলে দাবি করেছিল ইরান ৷ সেই ঘটনার পরই ইরানের সরাসরি সামরিক হামলা আঞ্চলিক শান্তিকে অস্থিতিশীল করে তোলার আশঙ্কা তৈরি করেছে ৷ ইরানিয়ান রেভোলিউশনারি গার্ড কর্পসের বিদেশি কোয়াডস ফোর্সের একজন শীর্ষ কমান্ডার-সহ বেশ কয়েকজন কর্মকর্তা 1 এপ্রিল একটি বিমান হামলায় নিহত হন । তাঁরা দামাস্কাস দূতাবাসের কম্পাউন্ডে একটি বৈঠক করছিলেন, সেই সময়ই তাঁদের উপর হামলা চলে ৷

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার সঙ্গে সঙ্গেই এই হামলার ঘটনা ঘটল । খামেনি বলেছিলেন যে, ইজরায়েলকে ইরানের মাটিতে হামলার জন্য় সমতুল্য একটি অপারেশনে জন্য "শাস্তি পেতে হবে"।

ইরান বলেছে যে এই হামলা ছিল 'ইজরায়েলি অপরাধের' শাস্তি । রাষ্ট্রসংঘে ইরানি মশন বলেছে যে, "ইজরায়েলি শাসক যদি আরেকটি ভুল করে, ইরানের প্রতিক্রিয়া যথেষ্ট বেশি কঠোর হবে ৷" রাষ্ট্রসংঘে ইরানি মিশন আরও বলেছে যে, মার্কিন যুক্তরাষ্ট্রকে 'দূরে থাকার' থাকার কথা বোঝানো হয়েছে এবং সতর্ক করে দিয়েছে । এই বিষয়টি শেষ হয়েছে বলে মনে করা উচিত, মত ইরানি মিশনের ।

রাষ্ট্রসংঘের জরুরি বৈঠক হবে

ইজরায়েলের উপর ইরানের নজিরবিহীন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে রবিবার জরুরি বৈঠকে বসতে চলেছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ । ইজরায়েলে ইরানের হামলার নিন্দা জানিয়েছে বেশ কয়েকটি দেশ । ব্রিটেন ও ফ্রান্সের মতো দেশগুলিও ইজরায়েলের নিরাপত্তায় সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে ।

আরও পড়ুন:

  1. কয়েকশো ড্রোন-মিসাইলে ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি
  2. ইজরায়েলের উপর ইরানের হামলার তীব্র নিন্দা, জি-7 নেতাদের বৈঠকের ডাক বাইডেনের
  3. ইরান হামলা করলে জবাব দিতে প্রস্তুত, জানাল ইজরায়েলি সেনা

হায়দরাবাদ, 14 এপ্রিল: শনিবার গভীর রাতে রাশি রাশি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিয়ে ইজরায়েলের উপর হামলা চালায় ইরান ৷ যা একটি আঞ্চলিক যুদ্ধে পরিণত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে । ইজরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আক্রমণ অব্যাহত থাকায়, ইহুদি এই দেশ 7 অক্টোবর হামাসের আক্রমণের সময় ব্যবহৃত জরুরি কাজে ব্যবহৃত প্রতিরক্ষা দফতরের বিমানকে যাবতীয় ব্যবস্থা সক্রিয় করে পাহারায় রাখা হয়েছে ৷

ইজরায়েলের রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি একটি বিবৃতিতে বলেছেন, "ইরানের সরকার 200 টিরও বেশি ঘাতক ড্রোন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ক্রুজ ক্ষেপণাস্ত্রের একটি বিশাল ঝাঁক পাঠিয়েছে ।" ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্রকে গুলি করে নামিয়ে আনার জন্য ইজরায়েলের বাহিনীতে যোগ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং জর্ডন ৷

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের হামলার বিরুদ্ধে ইজরায়েলকে 'লোহার আবরণ'-এর মতো পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন ৷ ইরানের বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছে আন্তর্জাতিক মহলে । জো বাইডেন এক্স হ্যান্ডেলে লিখেছেন, "ইজরায়েলের বিরুদ্ধে ইরানের হামলার আপডেটের জন্য আমি এইমাত্র আমার জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে দেখা করেছি । ইরান এবং এর প্রক্সিদের কাছ থেকে হুমকির বিরুদ্ধে ইজরায়েলের নিরাপত্তার প্রতি আমাদের প্রতিশ্রুতি লোহার মতো দৃঢ় ৷"

যুদ্ধ পরিস্থিতি

ইজরায়েল-হামাস যুদ্ধের মধ্যেই বেশ কিছুদিন ধরে ইরান ও ইজরায়েলের মধ্যে উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছিল ৷ ইরান লেবাননে হিজবুল্লাহ যোদ্ধাদের সমর্থন করে প্রক্সি যুদ্ধে জড়িয়েছে বলে অভিযোগ রয়েছে, যারা বেশ কয়েকটি অনুষ্ঠানে ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ।

ইজরায়েল সম্প্রতি দামেস্কাসে ইরানি দূতাবাসের কর্মকর্তাদের হত্যা করেছে বলে দাবি করেছিল ইরান ৷ সেই ঘটনার পরই ইরানের সরাসরি সামরিক হামলা আঞ্চলিক শান্তিকে অস্থিতিশীল করে তোলার আশঙ্কা তৈরি করেছে ৷ ইরানিয়ান রেভোলিউশনারি গার্ড কর্পসের বিদেশি কোয়াডস ফোর্সের একজন শীর্ষ কমান্ডার-সহ বেশ কয়েকজন কর্মকর্তা 1 এপ্রিল একটি বিমান হামলায় নিহত হন । তাঁরা দামাস্কাস দূতাবাসের কম্পাউন্ডে একটি বৈঠক করছিলেন, সেই সময়ই তাঁদের উপর হামলা চলে ৷

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার সঙ্গে সঙ্গেই এই হামলার ঘটনা ঘটল । খামেনি বলেছিলেন যে, ইজরায়েলকে ইরানের মাটিতে হামলার জন্য় সমতুল্য একটি অপারেশনে জন্য "শাস্তি পেতে হবে"।

ইরান বলেছে যে এই হামলা ছিল 'ইজরায়েলি অপরাধের' শাস্তি । রাষ্ট্রসংঘে ইরানি মশন বলেছে যে, "ইজরায়েলি শাসক যদি আরেকটি ভুল করে, ইরানের প্রতিক্রিয়া যথেষ্ট বেশি কঠোর হবে ৷" রাষ্ট্রসংঘে ইরানি মিশন আরও বলেছে যে, মার্কিন যুক্তরাষ্ট্রকে 'দূরে থাকার' থাকার কথা বোঝানো হয়েছে এবং সতর্ক করে দিয়েছে । এই বিষয়টি শেষ হয়েছে বলে মনে করা উচিত, মত ইরানি মিশনের ।

রাষ্ট্রসংঘের জরুরি বৈঠক হবে

ইজরায়েলের উপর ইরানের নজিরবিহীন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে রবিবার জরুরি বৈঠকে বসতে চলেছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ । ইজরায়েলে ইরানের হামলার নিন্দা জানিয়েছে বেশ কয়েকটি দেশ । ব্রিটেন ও ফ্রান্সের মতো দেশগুলিও ইজরায়েলের নিরাপত্তায় সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে ।

আরও পড়ুন:

  1. কয়েকশো ড্রোন-মিসাইলে ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি
  2. ইজরায়েলের উপর ইরানের হামলার তীব্র নিন্দা, জি-7 নেতাদের বৈঠকের ডাক বাইডেনের
  3. ইরান হামলা করলে জবাব দিতে প্রস্তুত, জানাল ইজরায়েলি সেনা
Last Updated : Apr 14, 2024, 1:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.