ETV Bharat / international

জেলে থেকেও পাকিস্তানের কুর্সির দৌড়ে এগিয়ে ইমরান, আত্মবিশ্বাসী নওয়াজ - Government in Pakistan

Pakistan Election 2024: অর্থনৈতিক এবং রাজনৈতিক টালমাটাল অবস্থার মধ্যে ভোটপর্ব মিটেছে পাকিস্তানে ৷ তবে রাজনৈতিক পরিস্থিতির কোনও বদল হবে কি ? ভোটগণনা শেষের পথে হলেও কোনও সদুত্তর পাওয়া যাচ্ছে না পাকিস্তানে ৷

ETV Bharat
পাকিস্তান নির্বাচন 2024
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 10, 2024, 10:25 AM IST

Updated : Feb 10, 2024, 10:46 AM IST

ইসলামাবাদ, 10 ফেব্রুয়ারি: সরকার কে গড়বে, তা এখনও পরিষ্কার নয় ৷ শনিবার সকালে পাকিস্তানে ভোটগণনা প্রায় শেষের পথে ৷ এদিকে এগিয়ে রয়েছেন কারাবন্দি ইমরান খান ৷ প্রাক্তন ক্রিকেটার তথা প্রাক্তন প্রধানমন্ত্রীর পাকিস্তান-তেহরিক-ইনসাফ সমর্থিত নিরপেক্ষ প্রার্থীরা এখনও পর্যন্ত 90 টিরও বেশি আসনে জয়ী হয়েছেন ৷ ইমরানের পিটিআই-এর থেকে অনেকটাই পিছিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পিএমএলএন ৷

8 ফেব্রুয়ারি বৃহস্পতিবার সাধারণ নির্বাচন হয় পাকিস্তানে ৷ ভোট শেষ হওয়ার পরপরই গণনা শুরু হয় ৷ আশা করা গিয়েছিল, শুক্রবার বিকেলে অন্তত বোঝা যাবে, ন্যাশনাল অ্যাসেম্বলির 250টি আসনে কোন দল সংখ্যাগরিষ্ঠতা পেল ৷ আর কে-ই বা সরকার গড়বে ৷ তবে এখনও তা ঠিক স্পষ্ট নয় ৷

পাকিস্তানের নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, ন্যাশনাল অ্যাসেম্বলির 250টি আসনের ভোটগণনা সম্পূর্ণ হয়েছে ৷ আর তাতে 99 জন নির্দল প্রার্থী জয়ী হয়েছে ৷ এদিকে এই দলের বেশির ভাগ প্রার্থীকেই সমর্থন করেছে প্রাক্তন মুখ্যমন্ত্রী ইমরান খানের পাকিস্তান-তেহরিক-ই-ইনসাফ ৷ তিনি জেলে থেকেও এই ভোট পরিচালনা করেছেন বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ দলের একাংশ ৷ এরপর 71টি আসনে জয়ী হয়েছে নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ বা পিএমএলএন ৷ আর তারপরে রয়েছে দেশের তরুণ রাজনৈতিক নেতা বিল​ওয়াল জারদারি ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি ৷ তাঁর দল 53টি আসনে জয়ী হয়েছে ৷

এদিকে নির্দল প্রার্থীরা জেলে থাকা ইমরান খানের দলের সমর্থন পেলেও তাঁরা যে কোনও দলে যোগ দিতে পারেন ৷ আর এখানেই লুকিয়ে রয়েছে পাকিস্তানে সরকার গড়ার মূল চাবিকাঠি ৷ নির্দল প্রার্থীরা সরকার গড়ায় অংশ নিলেও সেই সরকারের স্থায়িত্ব নিয়ে আশঙ্কা থেকেই যাচ্ছে ৷ অন্যদিকে শুক্রবার বিকেলেই পিএমএল-এনের প্রধান নওয়াজ শরিফ সাফ জানিয়ে দিয়েছেন, তিনি জোট সরকার গড়তে চান ৷ এর জন্য বেশ কয়েকদিন সময় লেগে যেতে পারে ৷ তাঁর ভাই প্রাক্তন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ অন্য রাজনৈতিক দলগুলির সঙ্গে এ বিষয়ে আলোচনা করবেন ৷

নওয়াজ শরিফের এই সরকার গড়ার বিশ্বাসে জোর ধাক্কা দেওয়ার পরিকল্পনা করছেন ইমরান খান ৷ তবে এখানেও ওই নির্দল প্রার্থীরা কোন দিকে যাবেন, তার উপরেই সরকার গড়ার বিষয়টি নির্ভর করছে ৷ তবে শরিফ বিরোধী কোনও ছোটখাটো দলকেই সঙ্গী চায় পিটিআই ৷ তার ফলে এই ছোট দলটিও একটি বড় প্ল্যাটফর্ম পাবে ৷

আরও পড়ুন:

  1. কোনও জোটে যাবে না ইমরানের দল, সরকার গড়তে সঙ্গীর সন্ধানে নওয়াজরা
  2. পাকিস্তানের ভোটের ফল যাই হোক, ভারতে লোকসভা নির্বাচনের আগে পরিস্থিতি বদলের সম্ভাবনা নেই
  3. জেলবন্দি ইমরানের চমক, নওয়াজকে পরাজয় মেনে নেওয়ার পরামর্শ দিল তেহরিক-ই-ইনসাফ

ইসলামাবাদ, 10 ফেব্রুয়ারি: সরকার কে গড়বে, তা এখনও পরিষ্কার নয় ৷ শনিবার সকালে পাকিস্তানে ভোটগণনা প্রায় শেষের পথে ৷ এদিকে এগিয়ে রয়েছেন কারাবন্দি ইমরান খান ৷ প্রাক্তন ক্রিকেটার তথা প্রাক্তন প্রধানমন্ত্রীর পাকিস্তান-তেহরিক-ইনসাফ সমর্থিত নিরপেক্ষ প্রার্থীরা এখনও পর্যন্ত 90 টিরও বেশি আসনে জয়ী হয়েছেন ৷ ইমরানের পিটিআই-এর থেকে অনেকটাই পিছিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পিএমএলএন ৷

8 ফেব্রুয়ারি বৃহস্পতিবার সাধারণ নির্বাচন হয় পাকিস্তানে ৷ ভোট শেষ হওয়ার পরপরই গণনা শুরু হয় ৷ আশা করা গিয়েছিল, শুক্রবার বিকেলে অন্তত বোঝা যাবে, ন্যাশনাল অ্যাসেম্বলির 250টি আসনে কোন দল সংখ্যাগরিষ্ঠতা পেল ৷ আর কে-ই বা সরকার গড়বে ৷ তবে এখনও তা ঠিক স্পষ্ট নয় ৷

পাকিস্তানের নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, ন্যাশনাল অ্যাসেম্বলির 250টি আসনের ভোটগণনা সম্পূর্ণ হয়েছে ৷ আর তাতে 99 জন নির্দল প্রার্থী জয়ী হয়েছে ৷ এদিকে এই দলের বেশির ভাগ প্রার্থীকেই সমর্থন করেছে প্রাক্তন মুখ্যমন্ত্রী ইমরান খানের পাকিস্তান-তেহরিক-ই-ইনসাফ ৷ তিনি জেলে থেকেও এই ভোট পরিচালনা করেছেন বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ দলের একাংশ ৷ এরপর 71টি আসনে জয়ী হয়েছে নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ বা পিএমএলএন ৷ আর তারপরে রয়েছে দেশের তরুণ রাজনৈতিক নেতা বিল​ওয়াল জারদারি ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি ৷ তাঁর দল 53টি আসনে জয়ী হয়েছে ৷

এদিকে নির্দল প্রার্থীরা জেলে থাকা ইমরান খানের দলের সমর্থন পেলেও তাঁরা যে কোনও দলে যোগ দিতে পারেন ৷ আর এখানেই লুকিয়ে রয়েছে পাকিস্তানে সরকার গড়ার মূল চাবিকাঠি ৷ নির্দল প্রার্থীরা সরকার গড়ায় অংশ নিলেও সেই সরকারের স্থায়িত্ব নিয়ে আশঙ্কা থেকেই যাচ্ছে ৷ অন্যদিকে শুক্রবার বিকেলেই পিএমএল-এনের প্রধান নওয়াজ শরিফ সাফ জানিয়ে দিয়েছেন, তিনি জোট সরকার গড়তে চান ৷ এর জন্য বেশ কয়েকদিন সময় লেগে যেতে পারে ৷ তাঁর ভাই প্রাক্তন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ অন্য রাজনৈতিক দলগুলির সঙ্গে এ বিষয়ে আলোচনা করবেন ৷

নওয়াজ শরিফের এই সরকার গড়ার বিশ্বাসে জোর ধাক্কা দেওয়ার পরিকল্পনা করছেন ইমরান খান ৷ তবে এখানেও ওই নির্দল প্রার্থীরা কোন দিকে যাবেন, তার উপরেই সরকার গড়ার বিষয়টি নির্ভর করছে ৷ তবে শরিফ বিরোধী কোনও ছোটখাটো দলকেই সঙ্গী চায় পিটিআই ৷ তার ফলে এই ছোট দলটিও একটি বড় প্ল্যাটফর্ম পাবে ৷

আরও পড়ুন:

  1. কোনও জোটে যাবে না ইমরানের দল, সরকার গড়তে সঙ্গীর সন্ধানে নওয়াজরা
  2. পাকিস্তানের ভোটের ফল যাই হোক, ভারতে লোকসভা নির্বাচনের আগে পরিস্থিতি বদলের সম্ভাবনা নেই
  3. জেলবন্দি ইমরানের চমক, নওয়াজকে পরাজয় মেনে নেওয়ার পরামর্শ দিল তেহরিক-ই-ইনসাফ
Last Updated : Feb 10, 2024, 10:46 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.