ETV Bharat / international

'পরমাণু যুদ্ধের জন্য তৈরি রাশিয়া'; প্রেসিডেন্ট নির্বাচনের প্রাক্কালে হুঁশিয়ারি পুতিনের - Vladimir Putin on Nuclear War

President Vladimir Putin on Nuclear War: সামনেই দেশে প্রেসিডেন্ট নির্বাচন ৷ তার আগে একটি সাক্ষাৎকারে প্রেসিডেন্ট পুতিন জানিয়ে দিলেন, পারমাণবিক যুদ্ধের জন্য সব দিক দিয়ে তৈরি রাশিয়া ৷

ETV Bharat
ভ্লাদিমির পুতিন
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 14, 2024, 12:24 PM IST

মস্কো, 13 মার্চ: এবার পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৷ যদি কোনওভাবে রাশিয়ার সার্বভৌমত্ব বা স্বাধীনতা ঝুঁকির সম্মুখীন হয়, তাহলে পারমাণবিক অস্ত্র কাজে লাগাবেন পুতিন ৷ 17 মার্চ রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন ৷ তার চারদিন আগে পশ্চিমী দেশগুলির বিরুদ্ধে হুঙ্কার ছুড়ে দিলেন রুশ প্রেসিডেন্ট ৷

হুঙ্কারের পাশাপাশি 15-17 মার্চ প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার জন্য দেশবাসীকে আহ্বান জানিয়েছেন তিনি ৷ পুতিন এক ভিডিয়ো বার্তায় বলেন, "আমাদের একসঙ্গে এগিয়ে যেতে হবে ৷ প্রতিটি ভোট মূল্যবান ৷ আগামী তিন দিনে আপনারা আপনাদের ভোটাধিকার বুঝে নিন ৷" রাশিয়ার সেন্ট্রাল ইলেকশন কমিশন বা সিইসি ঘোষণা করেছে, 15-17 মার্চ তিন দিন ব্যাপী রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন হবে ৷ রাশিয়ায় এই প্রথম তিন দিন ধরে নির্বাচন হচ্ছে ৷

এদিকে 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে রাশিয়া ৷ 2 বছর পেরিয়ে আজও তা বহমান ৷ এই যুদ্ধের মাঝে অনেকবারই পুতিন পারমাণবিক অস্ত্র প্রয়োগের হুঙ্কার দিয়েছেন ৷ নির্বাচনের আগে প্রেসিডেন্ট পুতিন একটি সাক্ষাৎকারে বলেন, "ইউক্রেনের সঙ্গে যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রয়োজন নেই ৷" পুতিন আরও জানান, তাঁর মনে হয় না এই বিশ্ব পারমাণবিক যুদ্ধের দিকে এগিয়ে চলেছে ৷ কারণ প্রবীণ রাজনীতিবিদ আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন খুব ভালোভাবেই জানেন, যুদ্ধ ভয়ানক হলে ঠিক কী কী হতে পারে ৷

একইসঙ্গে পুতিন জোর গলায় জানান, রাশিয়া পরমাণু যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ৷ তিনি বলেন, "সামরিক-প্রযুক্তিগত দিক দিয়ে আমরা তৈরি ৷" প্রেসিডেন্ট জানান, দেশের নিরাপত্তার স্বার্থে মস্কো পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে ৷ এদিকে এরই মধ্যে 16 ফেব্রুয়ারি রাশিয়ার সরকার জানায়, সংশোধনাগারেই মৃত্যু হয়েছে পুতিনের কট্টর বিরোধী আলেক্সি নাভালনির ৷ পুতিন সরকারের দুর্নীতির বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলে ক্রেমলিন বিরোধী বিক্ষোভে নেতৃত্ব দিয়েছিলেন তিনি ৷

আরও পড়ুন:

  1. পুতিনের চরম শত্রু নাভালনির মৃত্যু রাশিয়ার সংশোধনাগারে, বয়স ছিল 47
  2. ইউক্রেনে তাঁর লক্ষ্য একই থাকবে, তা দখল না-হওয়া পর্যন্ত সেখানে শান্তি আসবে না: পুতিন
  3. রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মৃত হায়দরাবাদের 'ভাড়াটে সৈন্য', দেহ ফেরাতে উদ্যোগী ভারত সরকার

মস্কো, 13 মার্চ: এবার পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৷ যদি কোনওভাবে রাশিয়ার সার্বভৌমত্ব বা স্বাধীনতা ঝুঁকির সম্মুখীন হয়, তাহলে পারমাণবিক অস্ত্র কাজে লাগাবেন পুতিন ৷ 17 মার্চ রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন ৷ তার চারদিন আগে পশ্চিমী দেশগুলির বিরুদ্ধে হুঙ্কার ছুড়ে দিলেন রুশ প্রেসিডেন্ট ৷

হুঙ্কারের পাশাপাশি 15-17 মার্চ প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার জন্য দেশবাসীকে আহ্বান জানিয়েছেন তিনি ৷ পুতিন এক ভিডিয়ো বার্তায় বলেন, "আমাদের একসঙ্গে এগিয়ে যেতে হবে ৷ প্রতিটি ভোট মূল্যবান ৷ আগামী তিন দিনে আপনারা আপনাদের ভোটাধিকার বুঝে নিন ৷" রাশিয়ার সেন্ট্রাল ইলেকশন কমিশন বা সিইসি ঘোষণা করেছে, 15-17 মার্চ তিন দিন ব্যাপী রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন হবে ৷ রাশিয়ায় এই প্রথম তিন দিন ধরে নির্বাচন হচ্ছে ৷

এদিকে 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে রাশিয়া ৷ 2 বছর পেরিয়ে আজও তা বহমান ৷ এই যুদ্ধের মাঝে অনেকবারই পুতিন পারমাণবিক অস্ত্র প্রয়োগের হুঙ্কার দিয়েছেন ৷ নির্বাচনের আগে প্রেসিডেন্ট পুতিন একটি সাক্ষাৎকারে বলেন, "ইউক্রেনের সঙ্গে যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রয়োজন নেই ৷" পুতিন আরও জানান, তাঁর মনে হয় না এই বিশ্ব পারমাণবিক যুদ্ধের দিকে এগিয়ে চলেছে ৷ কারণ প্রবীণ রাজনীতিবিদ আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন খুব ভালোভাবেই জানেন, যুদ্ধ ভয়ানক হলে ঠিক কী কী হতে পারে ৷

একইসঙ্গে পুতিন জোর গলায় জানান, রাশিয়া পরমাণু যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ৷ তিনি বলেন, "সামরিক-প্রযুক্তিগত দিক দিয়ে আমরা তৈরি ৷" প্রেসিডেন্ট জানান, দেশের নিরাপত্তার স্বার্থে মস্কো পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে ৷ এদিকে এরই মধ্যে 16 ফেব্রুয়ারি রাশিয়ার সরকার জানায়, সংশোধনাগারেই মৃত্যু হয়েছে পুতিনের কট্টর বিরোধী আলেক্সি নাভালনির ৷ পুতিন সরকারের দুর্নীতির বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলে ক্রেমলিন বিরোধী বিক্ষোভে নেতৃত্ব দিয়েছিলেন তিনি ৷

আরও পড়ুন:

  1. পুতিনের চরম শত্রু নাভালনির মৃত্যু রাশিয়ার সংশোধনাগারে, বয়স ছিল 47
  2. ইউক্রেনে তাঁর লক্ষ্য একই থাকবে, তা দখল না-হওয়া পর্যন্ত সেখানে শান্তি আসবে না: পুতিন
  3. রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মৃত হায়দরাবাদের 'ভাড়াটে সৈন্য', দেহ ফেরাতে উদ্যোগী ভারত সরকার
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.