ওয়াশিংটন, 3 অগস্ট: মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের উপরই ভরসা রাখল ডেমোক্র্যাটিক পার্টি ৷ প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে মনোনীত হলেন এই ভারতীয় বংশোভূত ৷ একটি ভার্চুয়াল রোল কলে ভোটাভুটি হয় ৷ সেখানে ডেমোক্র্যাটিক প্রতিনিধিদের সমর্থন পেতে সফল হয়েছেন কমলা হ্যারিস ৷ এরপরেই শুক্রবার আমেরিকায় ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক পার্টির 2024 সালের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে তাঁর নাম ঘোষণা করা হয় ৷
কমলা হ্যারিস বলেছেন,"ডেমোক্র্যাটিক পার্টির তরফে আমেরিকার প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে আমি মনোনীত হতে পেরে সম্মানিত বোধ করছি । আমি আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন গ্রহণ করব ।" 5 নভেম্বর আমেরিকায় অনুষ্ঠিত হতে চলেছে সাধারণ নির্বাচন ৷ এই নির্বাচনে 59 বছর বয়সি কমসা হ্যারিস প্রতিদ্বন্দ্বিতা করবেন রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী 78 বছরের ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ।
জুলাই মাসে দলের প্রবল চাপের মুখে শেষমেশ প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়ান জো বাইডেন । সোশাল মিডিয়ায় এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে তিনি নিজেই ৷ তিনি জানান, প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে তাঁর পছন্দ ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস । মার্কিন প্রেসিডেন্ট হওয়া থেকে আর এক ধাপ দূরে কমলা হ্যারিস ৷ তিনিই প্রথম ভারতীয় আমেরিকান যিনি রিপাবলিকান বা ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন ।
ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির চেয়ারম্যান জেইম হ্যারিসন ভার্চুয়াল ভোটাভুটি শেষে বলেছেন, "আমি এটা ঘোষণা করতে পেরে খুব গর্বিত যে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস সমস্ত কনভেনশন ডেলিগেটদের থেকে সংখ্যাগরিষ্ঠ ভোট অর্জন করেছেন এবং সারা দেশে নির্বাচিত প্রতিনিধিদের ভোটের রোল কলের সমাপ্তির পরে ডেমোক্র্যাটিক পার্টির মনোনীত প্রার্থী হবেন ।"
কমলা হ্যারিসের মা শ্যামলা গোপালন ছিলেন ভারতীয় এবং তাঁর বাবা ডোনাল্ড জ্যাসপার হ্যারিস জ্যামাইকান ৷ উভয় মার্কিন অভিবাসী ছিলেন ৷ পরের সপ্তাহে ভার্চুয়াল ভোটিংয়ের সময় বন্ধ হয়ে গেলে কমলা হ্যারিস আনুষ্ঠানিকভাবে মনোনয়ন গ্রহণ করবেন । 22 অগস্ট শিকাগোতে ডেমোক্র্যাটিক ন্যাশনাল কনভেনশনে তিনি আনুষ্ঠানিকভাবে এটি পেশ করবেন । আগামী কয়েক দিনের মধ্যে তিনি সম্ভবত ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থীর নাম ঘোষণা করবেন ।
কমলা হ্যারিস বলেছেন, "আমরা আমাদের দেশকে ভালোবাসি । আমরা আমেরিকার প্রতিশ্রুতিতে বিশ্বাস করি এবং এই নিয়েই আমাদের প্রচারাভিযান । অবশ্যই ভার্চুয়াল ভোটিংয়ের সময় বন্ধ হয়ে গেলে আমি পরের সপ্তাহে আনুষ্ঠানিকভাবে আমার মনোনয়ন গ্রহণ করব । তবে ইতিমধ্যেই আমি জেনে খুশি যে আমাদের কাছে মনোনয়ন নিশ্চিত করার জন্য যথেষ্ট প্রতিনিধি রয়েছে ৷"
(সংবাদ সংস্থা- পিটিআই ও এপি)