ওয়াশিংটন, 4 ফেব্রুয়ারি: মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের সামরিক বাহিনী শনিবার ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত এলাকায় আবারও জোরদার হামলা চালাল ৷ আমেরিকার প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন এ কথা জানিয়েছেন ৷ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন ইয়েমেনের 13টি স্থানে 36টি হুথি ঘাঁটিতে যৌথ হামলা চালিয়েছে ৷ ইজরায়েল-হামাস যুদ্ধের জবাব দিতে লোহিত সাগরে আন্তর্জাতিক মালবাহী জাহাজগুলিকে নিশানা করেছিল ইরান-সমর্থিত জঙ্গিরা । তাঁদের ক্ষমতা হ্রাস করার উদ্দেশ্যে এ বার ফের হুথিদের টার্গেট করল আমেরিকা ও ব্রিটেন ৷
পেন্টাগন বলেছে যে, ব্রিটেন, অস্ট্রেলিয়া, বাহরাইন, কানাডা, ডেনমার্ক, নেদারল্যান্ডস এবং নিউজিল্যান্ড হুথিদের নিশানা করে হামলা চালানোয় সক্রিয় ভূমিকা পালন করেছে ৷ গত রবিবার জর্ডনে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে মারাত্মক ড্রোন হামলার প্রতিক্রিয়ায় শুক্রবার সিরিয়া এবং ইরাকে 85টি টার্গেটে পালটা হামলা চালায় আমেরিকা ৷ এরপর সর্বশেষ যে হামলা চালানো হয়, তার ফলে তিনজন সেনা সদস্যের মৃত্যু হয় ৷ প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন এক বিবৃতিতে বলেন, "যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের সামরিক বাহিনী ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত এলাকায় অতিরিক্ত হামলা চালিয়েছে ।"
এই সম্মিলিত পদক্ষেপ হুথিদের কাছে একটি স্পষ্ট বার্তা পাঠায় যে, তারা যদি আন্তর্জাতিক মালবাহী জাহাজ এবং নৌ জাহাজে তাদের অবৈধ আক্রমণ বন্ধ না করে, তবে তাদের আরও কঠিন পরিণতি সহ্য করতে হবে ৷ তাঁর কথায়, "আমরা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথে জীবন এবং বাণিজ্যের অবাধ প্রবাহ রক্ষা করতে দ্বিধা করব না ৷"
অস্টিন বলেছেন যে, জোট বাহিনী হুথিদের অস্ত্রসম্ভার, ক্ষেপণাস্ত্র সিস্টেম এবং লঞ্চার, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং রাডারগুলির সঙ্গে যুক্ত 13 টি স্থানকে নিশানা করেছে ৷
মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং তার অন্যান্য জোটের অংশীদারদের জারি করা একটি যৌথ বিবৃতিতে বলা হয়েছে যে অস্ট্রেলিয়া, বাহরাইন, কানাডা, ডেনমার্ক, নেদারল্যান্ডস এবং নিউজিল্যান্ডের সমর্থনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের সামরিক বাহিনী আনুপাতিক একটি অতিরিক্ত অভিযান চালিয়েছে এবং ইয়েমেনের 13টি স্থানে 36টি হুথি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ।
আরও পড়ুন: