ETV Bharat / international

আমেরিকাতে বসেই এইচ-1বি ভিসা পুনর্নবীকরণ, গৃহীত হবে 20 হাজার আবেদন - এইচ 1বি ভিসা

H1-B Visa Renewal Drive: ভিসা পুনর্নবীকরণ প্রক্রিয়ার নতুন পরিবর্তন ৷ এখন আমেরিকাতে বসেই ভারতীয়-সহ অন্যান্য কর্মীরা এইচ-1বি ভিসা পুনর্নবীকরণের আবেদন করতে পারবে ৷ এইচ-1বি ভিসা পুনর্নবীকরণের জন্য শুরু হয়েছে আবেদন গ্রহণ ৷ 20 হাজার আবেদন গৃহীত হবে ৷

H1-B Visa
এইচ 1বি ভিসা
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 30, 2024, 12:27 PM IST

ওয়াশিংটন, 30 জানুয়ারি: আমেরিকায় শুরু হল এইচ-1বি ভিসা পুনর্নবীকরণ প্রক্রিয়া ৷ পাঁচ সপ্তাহ সময় পাবেন আবেদনকারীরা ৷ তার মধ্যে এইচ-1বি ভিসা পুনর্নবীকরণের জন্য আবেদন করতে হবে ৷ এবার 20 হাজার আবেদন জমা নেবে কর্তৃপক্ষ ৷ তবে এ বছর নতুন সংযোজন হল ভারতীয় নাগরিক-সহ অন্যান্য এইচ1বি কর্মীরা আমেরিকা ত্যাগ না করেই তাদের ভিসা পুনর্নবীকরণের জন্য আবেদন করতে পারবেন ৷

প্রায় দুই দশক পরে এইচ-1বি ভিসা পুনর্নবীকরণের ক্ষেত্রে এই উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে ৷ তাও আবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্কিন সফরের পর ৷ 2023 সালের জুন মাসে মোদি আমোরিকা সফর করেন ৷ সেই সময় ভারতীয় নাগরিক-সহ নির্দিষ্ট পিটিশন-ভিত্তিক অস্থায়ী কাজের ভিসা আমেরিকাতে বসেই পুনর্নবীকরণের পাইলট প্রোগ্রাম সম্পর্কে মার্কিন পররাষ্ট্র দফতরের তরফে ঘোষণা করা হয় ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওয়াশিংটনে ভারতীয় আমেরিকান সম্প্রদায়ের একটি অনুষ্ঠানে ঘোষণা করেছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে বসে এইচ-1বি ভিসা পুনর্নবীকরণ করা যাবে । পরে হোয়াইট হাউসের তরফে প্রকাশিত যৌথ বিবৃতিতেও এই কথা উল্লেখ করা হয় ৷ ভিসা প্রক্রিয়া এবং অস্থায়ী ভিসাধারীদের জীবনকে সহজতর করার জন্য উভয় দেশ মিলে এই পদক্ষেপ নিয়েছে ।

স্টেট ডিপার্টমেন্টের তরফে একটি ওয়েবসাইট প্রকাশ করা হয়েছে ৷ যেখানে এইচ-1বি ভিসা পুনর্নবীকরণ প্রক্রিয়া শুরুর আগে ভিসাধারীদের তাদের যোগ্যতা নিশ্চিত করতে বলা হয়েছে । গত সপ্তাহে এজেন্সির ওয়েবসাইটে ভিসার আবেদনপত্র পূরণ করতে বলা হয়েছিল আবেদনকারীদের ৷ তবে সোমবার পর্যন্ত আবেদন জমা পরেনি ।

অভিবাসন বিষয়ক বিশিষ্ট আইনজীবী অজয় ​​ভুটোরিয়া এএনআইকে বলেছেন,"আমি এই ঘোষণা দেখে রোমাঞ্চিত যে স্টেট ডিপার্টমেন্ট আজ আনুষ্ঠানিকভাবে আমেরিকাতে ভিসা মুদ্রণ চালু করেছে ৷ এই প্রয়াসের লক্ষ্য হল বৈধ অভিবাসীদের জন্য ভিসা প্রক্রিয়াকে সহজতর এবং উন্নত করা ৷ আমেরিকাতে বসেই ভিসা পুনর্নবীকরণের জন্য আবেদন করা যাবে ৷ এর জন্য দেশে ফিরে যেতে হবে না ৷ আমি বিশ্বাস করি এই ইতিবাচক পরিবর্তনটি মার্কিন যুক্তরাষ্ট্রে কাজ করতে আসা হাজার হাজার ব্যক্তিকে উপকৃত করবে ৷ আমাদের দেশের কোম্পানি এবং অর্থনীতির বৃদ্ধি তারা অবদান রাখবে ৷"

আরও পড়ুন:

  1. চাকরির ক্ষেত্রে ভিসা-নীতিতে বদল মার্কিন যুক্তরাষ্ট্রের
  2. ভারত-আমেরিকা সম্পর্ক! গত এক বছরে প্রায় দেড় লক্ষ পড়ুয়ার ভিসা মঞ্জুর বাইডেন প্রশাসনের
  3. ভিসা থাকা সত্ত্বেও কেন ভারতীয় পড়ুয়াদের ফেরত পাঠাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র

ওয়াশিংটন, 30 জানুয়ারি: আমেরিকায় শুরু হল এইচ-1বি ভিসা পুনর্নবীকরণ প্রক্রিয়া ৷ পাঁচ সপ্তাহ সময় পাবেন আবেদনকারীরা ৷ তার মধ্যে এইচ-1বি ভিসা পুনর্নবীকরণের জন্য আবেদন করতে হবে ৷ এবার 20 হাজার আবেদন জমা নেবে কর্তৃপক্ষ ৷ তবে এ বছর নতুন সংযোজন হল ভারতীয় নাগরিক-সহ অন্যান্য এইচ1বি কর্মীরা আমেরিকা ত্যাগ না করেই তাদের ভিসা পুনর্নবীকরণের জন্য আবেদন করতে পারবেন ৷

প্রায় দুই দশক পরে এইচ-1বি ভিসা পুনর্নবীকরণের ক্ষেত্রে এই উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে ৷ তাও আবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্কিন সফরের পর ৷ 2023 সালের জুন মাসে মোদি আমোরিকা সফর করেন ৷ সেই সময় ভারতীয় নাগরিক-সহ নির্দিষ্ট পিটিশন-ভিত্তিক অস্থায়ী কাজের ভিসা আমেরিকাতে বসেই পুনর্নবীকরণের পাইলট প্রোগ্রাম সম্পর্কে মার্কিন পররাষ্ট্র দফতরের তরফে ঘোষণা করা হয় ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওয়াশিংটনে ভারতীয় আমেরিকান সম্প্রদায়ের একটি অনুষ্ঠানে ঘোষণা করেছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে বসে এইচ-1বি ভিসা পুনর্নবীকরণ করা যাবে । পরে হোয়াইট হাউসের তরফে প্রকাশিত যৌথ বিবৃতিতেও এই কথা উল্লেখ করা হয় ৷ ভিসা প্রক্রিয়া এবং অস্থায়ী ভিসাধারীদের জীবনকে সহজতর করার জন্য উভয় দেশ মিলে এই পদক্ষেপ নিয়েছে ।

স্টেট ডিপার্টমেন্টের তরফে একটি ওয়েবসাইট প্রকাশ করা হয়েছে ৷ যেখানে এইচ-1বি ভিসা পুনর্নবীকরণ প্রক্রিয়া শুরুর আগে ভিসাধারীদের তাদের যোগ্যতা নিশ্চিত করতে বলা হয়েছে । গত সপ্তাহে এজেন্সির ওয়েবসাইটে ভিসার আবেদনপত্র পূরণ করতে বলা হয়েছিল আবেদনকারীদের ৷ তবে সোমবার পর্যন্ত আবেদন জমা পরেনি ।

অভিবাসন বিষয়ক বিশিষ্ট আইনজীবী অজয় ​​ভুটোরিয়া এএনআইকে বলেছেন,"আমি এই ঘোষণা দেখে রোমাঞ্চিত যে স্টেট ডিপার্টমেন্ট আজ আনুষ্ঠানিকভাবে আমেরিকাতে ভিসা মুদ্রণ চালু করেছে ৷ এই প্রয়াসের লক্ষ্য হল বৈধ অভিবাসীদের জন্য ভিসা প্রক্রিয়াকে সহজতর এবং উন্নত করা ৷ আমেরিকাতে বসেই ভিসা পুনর্নবীকরণের জন্য আবেদন করা যাবে ৷ এর জন্য দেশে ফিরে যেতে হবে না ৷ আমি বিশ্বাস করি এই ইতিবাচক পরিবর্তনটি মার্কিন যুক্তরাষ্ট্রে কাজ করতে আসা হাজার হাজার ব্যক্তিকে উপকৃত করবে ৷ আমাদের দেশের কোম্পানি এবং অর্থনীতির বৃদ্ধি তারা অবদান রাখবে ৷"

আরও পড়ুন:

  1. চাকরির ক্ষেত্রে ভিসা-নীতিতে বদল মার্কিন যুক্তরাষ্ট্রের
  2. ভারত-আমেরিকা সম্পর্ক! গত এক বছরে প্রায় দেড় লক্ষ পড়ুয়ার ভিসা মঞ্জুর বাইডেন প্রশাসনের
  3. ভিসা থাকা সত্ত্বেও কেন ভারতীয় পড়ুয়াদের ফেরত পাঠাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.