ETV Bharat / international

ইরানকে হুঁশিয়ারি ! মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়াচ্ছে আমেরিকা

সম্প্রতি যুদ্ধে ইজরায়েলকে সাহায্যের জন্য অত্যাধুনিক THAAD মিসাইল সিস্টেম পাঠায় পেন্টাগন ৷ এবার কী পাঠাবে বাইডেনের সরকার ?

MIDDLE EAST CONFLICT
মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন (এপি)
author img

By ETV Bharat Bangla Team

Published : 2 hours ago

ওয়াশিংটন, 2 নভেম্বর: এক বছর আগে ইজরায়েলের উপর হামাসের অতর্কিত হামলার কারণে শুরু হয় যুদ্ধ ৷ সময়ের সঙ্গে সঙ্গে সেই যুদ্ধের ঝাঁঝ কয়েকগুণ বেড়ে গিয়েছে ৷ যোগ দিয়েছে ইরান ৷ এবার সেই দেশটিকে হুঁশিয়ারি দিয়ে মধ্য়প্রাচ্যে সামরিক শক্তি আরও বাড়ানোর কথা ঘোষণা করল আমেরিকা ৷

শুক্রবার এই প্রসঙ্গে একটি বিবৃতি প্রকাশ করা হয় পেন্টাগনের তরফে ৷ বিবৃতিতে পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার বলেন, "মধ্যপ্রাচ্যে দেশের নাগরিকদের নিরাপত্তায় প্রশ্ন তৈরি হলে, আমেরিকা তার মোক্ষম জবাব দেবে ৷ ইরান বা তার সঙ্গীদের কোনও রকম রেয়াত করা হবে না ৷"

সম্প্রতি, ইজরায়েলকে যুদ্ধে সাহায্য়ের জন্য অত্যাধুনিক থাড (THAAD) মিসাইল ডিফেন্স সিস্টেম পাঠায় পেন্টাগন ৷ সেই সঙ্গে, যুদ্ধাস্ত্রটি চালনার জন্য প্রশিক্ষিত সেনাও পাঠায় তারা ৷ এবার সেই তালিকায় যোগ হবে ব্যালিস্টিক মিসাইল এবং লং রেঞ্জ B-52 বোম্বার এয়ারক্রাফ্ট ৷ খুব শীঘ্রই সামরিক শক্তি বাড়ানোর কাজ শুরু হয়ে যাবে বলে সাফ জানিয়েছে পেন্টাগন ৷

সাম্প্রতিক সময়ে ইজরায়েলের উপর ইরানের হামলার জেরে পরিস্থিতি আরও ভয়ানক হয়ে উঠেছে ৷ কয়েকদিন আগে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য় করে রকেট হামলা চালায় ইরান সমর্থিত হিজবুল্লা ৷ হামলার জবাবে ইরানের সেনাঘাঁটি লক্ষ্য করে রকেট হামলা চালায় ইজরায়েলের সেনাবাহিনী আইডিএফ ৷

সেদিনের হামলার জবাবে উত্তর ইজরায়েলের কৃষিজমি লক্ষ্য করে রকেট হামলা চালায় হিজবুল্লা ৷ হানায় 7 জনের মৃত্যু হয় ৷ ফলে সময়ের সঙ্গে সঙ্গে পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে ৷ চলতি বছরে ইজরায়েলের উপর দু'বার ভয়াবহ হামলা চালায় ইরান ৷ একটি এপ্রিল মাসে দামাস্কাসে দূতাবাসের উপর ৷ অন্যটি, ইজরায়েলি বিমান হামলায় একের পর এক হিজবুল্লা শীর্ষ নেতার প্রাণহানীর পর অক্টোবর মাসে ৷

ইরানের হামলার জবাবে ইজরায়েল আক্রমণ করলেও, তাতে কোনও লাভ হয়নি ৷ অবশেষে ইহুদি রাষ্ট্রটির পাশে দাঁড়িয়েছে আমেরিকা ৷ আইডিএফ-এর সামরিক শক্তিকে বাড়াতে যুদ্ধাস্ত্র পাঠিয়ে সাহায্য় করেছে পেন্টাগন ৷ এবার সেই সাহায্য়ের পরিমাণ আরও কয়েকগুণ বাড়ানোর ঘোষণা করল তারা ৷

পড়ুন: লাদেনের মতো ছক কষে হত্যা হামাস নেতা সিনওয়ারকে, বিবৃতি বাইডেন-নেতানিয়াহু'র

ওয়াশিংটন, 2 নভেম্বর: এক বছর আগে ইজরায়েলের উপর হামাসের অতর্কিত হামলার কারণে শুরু হয় যুদ্ধ ৷ সময়ের সঙ্গে সঙ্গে সেই যুদ্ধের ঝাঁঝ কয়েকগুণ বেড়ে গিয়েছে ৷ যোগ দিয়েছে ইরান ৷ এবার সেই দেশটিকে হুঁশিয়ারি দিয়ে মধ্য়প্রাচ্যে সামরিক শক্তি আরও বাড়ানোর কথা ঘোষণা করল আমেরিকা ৷

শুক্রবার এই প্রসঙ্গে একটি বিবৃতি প্রকাশ করা হয় পেন্টাগনের তরফে ৷ বিবৃতিতে পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার বলেন, "মধ্যপ্রাচ্যে দেশের নাগরিকদের নিরাপত্তায় প্রশ্ন তৈরি হলে, আমেরিকা তার মোক্ষম জবাব দেবে ৷ ইরান বা তার সঙ্গীদের কোনও রকম রেয়াত করা হবে না ৷"

সম্প্রতি, ইজরায়েলকে যুদ্ধে সাহায্য়ের জন্য অত্যাধুনিক থাড (THAAD) মিসাইল ডিফেন্স সিস্টেম পাঠায় পেন্টাগন ৷ সেই সঙ্গে, যুদ্ধাস্ত্রটি চালনার জন্য প্রশিক্ষিত সেনাও পাঠায় তারা ৷ এবার সেই তালিকায় যোগ হবে ব্যালিস্টিক মিসাইল এবং লং রেঞ্জ B-52 বোম্বার এয়ারক্রাফ্ট ৷ খুব শীঘ্রই সামরিক শক্তি বাড়ানোর কাজ শুরু হয়ে যাবে বলে সাফ জানিয়েছে পেন্টাগন ৷

সাম্প্রতিক সময়ে ইজরায়েলের উপর ইরানের হামলার জেরে পরিস্থিতি আরও ভয়ানক হয়ে উঠেছে ৷ কয়েকদিন আগে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য় করে রকেট হামলা চালায় ইরান সমর্থিত হিজবুল্লা ৷ হামলার জবাবে ইরানের সেনাঘাঁটি লক্ষ্য করে রকেট হামলা চালায় ইজরায়েলের সেনাবাহিনী আইডিএফ ৷

সেদিনের হামলার জবাবে উত্তর ইজরায়েলের কৃষিজমি লক্ষ্য করে রকেট হামলা চালায় হিজবুল্লা ৷ হানায় 7 জনের মৃত্যু হয় ৷ ফলে সময়ের সঙ্গে সঙ্গে পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে ৷ চলতি বছরে ইজরায়েলের উপর দু'বার ভয়াবহ হামলা চালায় ইরান ৷ একটি এপ্রিল মাসে দামাস্কাসে দূতাবাসের উপর ৷ অন্যটি, ইজরায়েলি বিমান হামলায় একের পর এক হিজবুল্লা শীর্ষ নেতার প্রাণহানীর পর অক্টোবর মাসে ৷

ইরানের হামলার জবাবে ইজরায়েল আক্রমণ করলেও, তাতে কোনও লাভ হয়নি ৷ অবশেষে ইহুদি রাষ্ট্রটির পাশে দাঁড়িয়েছে আমেরিকা ৷ আইডিএফ-এর সামরিক শক্তিকে বাড়াতে যুদ্ধাস্ত্র পাঠিয়ে সাহায্য় করেছে পেন্টাগন ৷ এবার সেই সাহায্য়ের পরিমাণ আরও কয়েকগুণ বাড়ানোর ঘোষণা করল তারা ৷

পড়ুন: লাদেনের মতো ছক কষে হত্যা হামাস নেতা সিনওয়ারকে, বিবৃতি বাইডেন-নেতানিয়াহু'র
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.