কিয়েভ (ইউক্রেন), 17 মার্চ: রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেবেন না ৷ রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা অঞ্চলগুলিতে বসবাসকারী নাগরিকদের কাছে আবেদন ইউক্রেনীয় সরকারের ৷ দু'বছর ধরে ইউক্রেন-রাশিয়া সংঘাত চলছে ৷ এরই মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মস্কোয় ৷ সেই নির্বাচনে ইউক্রেনীয় সরকারের তরফে ভোট দেওয়া থেকে নাগরিকদের বিরত থাকতে বলা হয়েছে ৷ এমনটাই রিপোর্ট সিএনএনের ।
তিন দিন ধরে রাশিয়ায় রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ৷ রবিবার নিবার্চন শেষ হবে ৷ মনে করা হচ্ছে, জয়লাভ করে ছয় বছরের জন্য প্রেসিডেন্ট হিসাবে ফের ক্ষমতায় আসতে চলেছেন ভ্লাদিমির পুতিন ৷
ইউক্রেনের মন্ত্রী ইরিনা ভেরেশচুক বলেছেন, "ইউক্রেনের নাগরিকদের ভোটের এই প্রহসনে অংশগ্রহণ না করা উচিত ৷ ভোটগ্রহণ, প্রচার, ভোটদান বা নির্বাচনের পর্যবেক্ষক হিসাবে কাজ থেকেও নাগরিকদের বিরত থাকার অনুরোধ । ভোটে সহযোগিতা করবেন না ৷ দখলদারদের ভুয়ো নির্বাচন করতে সাহায্য করবেন না ৷" ভেরেশচুক সতর্ক করে বলেছেন, "যাঁরা স্বেচ্ছায় ভোটে অংশ নিচ্ছেন, তাঁরা ইউক্রেনের আইন ভঙ্গ করছেন ৷ যদিও জোরপূর্বকভাবে ভোটে অংশগ্রহণ করানো বেআইনি নয় ৷"
শুক্রবার থেকে রাশিয়ায় ব্যক্তিগতভাবে ভোটদান পর্ব চলছে ৷ তবে রবিবার ক্রিমিয়াতে সবচেয়ে বেশি সংখ্যক ভোটকেন্দ্র খোলা থাকছে বলে জানা গিয়েছে ৷ সেইসঙ্গে ভোটকেন্দ্র খোলা থাকবে খেরসন, জাপোরিঝিয়া, ডোনেটস্ক এবং লুহানস্ক অঞ্চলের সেই অংশগুলিতে যা রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে বলে মনে করা হচ্ছে ।
নির্বাচন কমিশনের প্রধান হিসেবে নিজেকে দাবি করে ড্যানিল নামে এক ব্যক্তি বলেন, "আভদিভকার বাসিন্দাদের রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার সুবির্ধাথে আমাদের টিম মোবাইল নিয়ে ঘুরছে । ভোট দেওয়ার জন্য যা যা দরকার তা আমাদের কাছে রয়েছে - ব্যালট, একটি ব্যালট বাক্স, একটি স্ক্রিন ।" ভোটের আগে রুশ প্রেসিডেন্ট একটি ভিডিয়ো বার্তা দিয়েছিলেন ৷ সেখানে তাঁকে হুঙ্কার দিতে শোনা যায়, "আমাদের একসঙ্গে এগিয়ে যেতে হবে ৷ প্রতিটি ভোট মূল্যবান ৷ আগামী তিন দিনে আপনারা আপনাদের ভোটাধিকার বুঝে নিন ৷"
আরও পড়ুন: