ETV Bharat / international

প্যালেস্তাইনের শরণার্থীদের ত্রাণ রুখতে রাষ্ট্রসংঘের সংস্থাকে অর্থপ্রদান আপাতত বন্ধ করল ব্রিটেন

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 28, 2024, 12:13 PM IST

UK to Pause Funding to UNRWA: প্যালেস্তাইনের শরণার্থীদের ত্রাণদানকারী রাষ্ট্রসংঘের সংস্থা ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি বা ইউএনআরডব্লিউএ-কে অর্থপ্রদান সাময়িক ভাবে বন্ধ করল ব্রিটেন ৷ বিবৃতি দিয়ে তারা এ কথা জানিয়েছে ৷

ETV BHARAT
ETV BHARAT

লন্ডন, 28 জানুয়ারি: নিয়ার ইস্ট রিজিয়নে প্যালেস্তাইনের শরণার্থীদের জন্য রাষ্ট্রসংঘের ত্রাণপ্রদানকারী সংস্থাকে (ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি বা ইউএনআরডব্লিউএ) আগামী দিনে সাময়িকভাবে যে কোনও রকমের অর্থপ্রদান বন্ধ রাখার সিদ্ধান্ত নিল ব্রিটেন ৷ একটি বিবৃতিতে ব্রিটিশ সরকার এ কথা জানিয়েছে ৷

উল্লেখ্য, পূর্ব ভূমধ্যসাগরের চারপাশে অবস্থিত আন্তঃমহাদেশীয় অঞ্চলই হল নিয়ার ইস্ট রিজিয়ন, যা পশ্চিম এশিয়া, বলকান এবং উত্তর আফ্রিকার কিছু অংশকে ঘিরে রয়েছে ৷

জিনহুয়া সংবাদসংস্থা জানিয়েছে, 2023 সালের 7 অক্টোবর দক্ষিণ ইজরায়েলে হামাস যে হামলা চালিয়েছিল তাতে রাষ্ট্রসংঘের সংস্থার কয়েকজন কর্মীও অংশ নিয়েছিলেন বলে অভিযোগ করেছে তেল আভিভ ৷ আর সেই অভিযোগের পরপরই রাষ্ট্রসংঘের ত্রাণ সংস্থার জন্য আপাতত অর্থ বরাদ্দ বন্ধ করার সিদ্ধান্ত নিল ব্রিটেন ৷

ব্রিটেনের বিদেশ, কমনওয়েলথ ও ডেভলপমেন্ট অফিস শনিবার এক বিবৃতিতে বলেছে যে, এই অভিযোগের কারণে শঙ্কিত ব্রিটেন এবং এই অভিযোগগুলি পর্যালোচনার সময় সংস্থাটির জন্য অর্থায়ন বন্ধ করা হবে ৷ ব্রিটেনের এই পদক্ষেপের আগে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং অস্ট্রেলিয়া-সহ বেশ কয়েকটি দেশও ইউএনআরডব্লিউএ-এর জন্য নতুন করে অর্থবরাদ্দ সাময়িকভাবে স্থগিত করার কথা ঘোষণা করেছে ।

রাষ্ট্রসংঘের ত্রাণসংস্থাকে অর্থপ্রদান স্থগিত করার ঘোষণা করেছে যে দেশগুলি, তাদের রাজনৈতিক ও মানবিক ঝুঁকি এড়াতে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য শনিবার আহ্বান জানিয়েছেন প্যালেস্তাইন লিবারেশন অর্গানাইজেশনের এগজিকিউটিভ কমিটির সেক্রেটারি জেনারেল হুসেইন আল-শেখ । তিনি সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ বলেন যে, "বিশেষত এই সময়ে, প্যালেস্তাইনের জনগণের বিরুদ্ধে চলমান (ইজরায়েলি) আগ্রাসনের মধ্যে আমাদের এই আন্তর্জাতিক সংস্থার সমর্থনের সাংঘাতিক প্রয়োজন ৷"

ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি শুক্রবার এ বিষয়ে বলেছে যে, তাদের যে কর্মীদের বিরুদ্ধে হামাসের সঙ্গে ইজরায়েলে হামলা চালানোর অভিযোগ উঠেছে, তাঁদের অবিলম্বে চুক্তি বাতিল করার এবং তদন্ত শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

1949 সালে রাষ্ট্রসংঘের সাধারণ সভার একটি সহায়ক অঙ্গ হিসেবে প্রতিষ্ঠিত হয় ইউএনআরডব্লিউএ, যারা প্যালেস্তানীয় শরণার্থীদের ত্রাণ ও মানব উন্নয়নে সহায়তা করে ৷

আরও পড়ুন:

  1. গাজায় গণহত্যা চালিয়েছে ইজরায়েল? শুক্রবার রায় দেবে আন্তর্জাতিক আদালত
  2. ইজরায়েল-হামাস যুদ্ধের প্রধান শিকার নারী ও শিশুরা, প্রাণ গিয়েছে 16 হাজারের; দাবি রাষ্ট্রসংঘের
  3. যুদ্ধের সবচেয়ে রক্তক্ষয়ী দিন ! 24 ঘণ্টায় গাজায় 166 জনকে হত্যা করেছে ইজরায়েল

লন্ডন, 28 জানুয়ারি: নিয়ার ইস্ট রিজিয়নে প্যালেস্তাইনের শরণার্থীদের জন্য রাষ্ট্রসংঘের ত্রাণপ্রদানকারী সংস্থাকে (ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি বা ইউএনআরডব্লিউএ) আগামী দিনে সাময়িকভাবে যে কোনও রকমের অর্থপ্রদান বন্ধ রাখার সিদ্ধান্ত নিল ব্রিটেন ৷ একটি বিবৃতিতে ব্রিটিশ সরকার এ কথা জানিয়েছে ৷

উল্লেখ্য, পূর্ব ভূমধ্যসাগরের চারপাশে অবস্থিত আন্তঃমহাদেশীয় অঞ্চলই হল নিয়ার ইস্ট রিজিয়ন, যা পশ্চিম এশিয়া, বলকান এবং উত্তর আফ্রিকার কিছু অংশকে ঘিরে রয়েছে ৷

জিনহুয়া সংবাদসংস্থা জানিয়েছে, 2023 সালের 7 অক্টোবর দক্ষিণ ইজরায়েলে হামাস যে হামলা চালিয়েছিল তাতে রাষ্ট্রসংঘের সংস্থার কয়েকজন কর্মীও অংশ নিয়েছিলেন বলে অভিযোগ করেছে তেল আভিভ ৷ আর সেই অভিযোগের পরপরই রাষ্ট্রসংঘের ত্রাণ সংস্থার জন্য আপাতত অর্থ বরাদ্দ বন্ধ করার সিদ্ধান্ত নিল ব্রিটেন ৷

ব্রিটেনের বিদেশ, কমনওয়েলথ ও ডেভলপমেন্ট অফিস শনিবার এক বিবৃতিতে বলেছে যে, এই অভিযোগের কারণে শঙ্কিত ব্রিটেন এবং এই অভিযোগগুলি পর্যালোচনার সময় সংস্থাটির জন্য অর্থায়ন বন্ধ করা হবে ৷ ব্রিটেনের এই পদক্ষেপের আগে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং অস্ট্রেলিয়া-সহ বেশ কয়েকটি দেশও ইউএনআরডব্লিউএ-এর জন্য নতুন করে অর্থবরাদ্দ সাময়িকভাবে স্থগিত করার কথা ঘোষণা করেছে ।

রাষ্ট্রসংঘের ত্রাণসংস্থাকে অর্থপ্রদান স্থগিত করার ঘোষণা করেছে যে দেশগুলি, তাদের রাজনৈতিক ও মানবিক ঝুঁকি এড়াতে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য শনিবার আহ্বান জানিয়েছেন প্যালেস্তাইন লিবারেশন অর্গানাইজেশনের এগজিকিউটিভ কমিটির সেক্রেটারি জেনারেল হুসেইন আল-শেখ । তিনি সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ বলেন যে, "বিশেষত এই সময়ে, প্যালেস্তাইনের জনগণের বিরুদ্ধে চলমান (ইজরায়েলি) আগ্রাসনের মধ্যে আমাদের এই আন্তর্জাতিক সংস্থার সমর্থনের সাংঘাতিক প্রয়োজন ৷"

ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি শুক্রবার এ বিষয়ে বলেছে যে, তাদের যে কর্মীদের বিরুদ্ধে হামাসের সঙ্গে ইজরায়েলে হামলা চালানোর অভিযোগ উঠেছে, তাঁদের অবিলম্বে চুক্তি বাতিল করার এবং তদন্ত শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

1949 সালে রাষ্ট্রসংঘের সাধারণ সভার একটি সহায়ক অঙ্গ হিসেবে প্রতিষ্ঠিত হয় ইউএনআরডব্লিউএ, যারা প্যালেস্তানীয় শরণার্থীদের ত্রাণ ও মানব উন্নয়নে সহায়তা করে ৷

আরও পড়ুন:

  1. গাজায় গণহত্যা চালিয়েছে ইজরায়েল? শুক্রবার রায় দেবে আন্তর্জাতিক আদালত
  2. ইজরায়েল-হামাস যুদ্ধের প্রধান শিকার নারী ও শিশুরা, প্রাণ গিয়েছে 16 হাজারের; দাবি রাষ্ট্রসংঘের
  3. যুদ্ধের সবচেয়ে রক্তক্ষয়ী দিন ! 24 ঘণ্টায় গাজায় 166 জনকে হত্যা করেছে ইজরায়েল
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.