ETV Bharat / international

শ্রীলঙ্কার জলসীমায় অনুপ্রবেশ, নৌ-কর্তার মৃত্যু; গ্রেফতার ভারতের 10 মৎস্যজীবী - Indian Fishermen Arrested - INDIAN FISHERMEN ARRESTED

Ten Indian Fishermen Arrested in Sri Lanka: শ্রীলঙ্কার জলসীমা পার করার অভিযোগে গ্রেফতার 10 ভারতীয় মৎস্যজীবী ৷ সেদেশের নৌ-বাহিনীর অভিযোগ, মৎস্যজীবীদের ট্রলারের আক্রমণে এক নৌ-বাহিনীর অফিসারের মৃত্যু হয়েছে ৷

Ten Indian Fishermen Arrested
শ্রীলঙ্কায় গ্রেফতার ভারতের 10 মৎস্যজীবী (ইটিভি ভারত)
author img

By PTI

Published : Jun 27, 2024, 11:05 PM IST

কলম্বো, 27 জুন: শ্রীলঙ্কার জলসীমায় অবৈধভাবে মাছ ধরার অভিযোগে গ্রেফতার দশ ভারতীয় মৎস্যজীবী ৷ শুধু অবৈধভাবে মাছ ধরা নয়, নৌ-বাহিনীর এক অফিসারের মৃত্যুতেও অভিযুক্ত ওই দশ মৎস্যজীবী ৷ ট্রলার বাজেয়াপ্ত অভিযান চলাকালীন ট্রলারের ধাক্কায় মারা গিয়েছেন নৌ-বাহিনীর বিশেষ বোট স্কোয়াড্রনের ওই নাবিক ৷

শ্রীলঙ্কার নৌ-বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, 40 বছর বয়সি ওই অফিসার ট্রলার বাজেয়াপ্ত করতে গিয়েছিলেন ৷ সেসময় ভারতীয় ট্রলারের আক্রমণে তিনি গুরুতর আহত হন ৷ ওই আক্রমণ ইচ্ছাকৃত ছিল ৷ নৌ-বাহিনীর অফিসারকে আহত অবস্থায় জাফনার টিচিং হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয় ৷ ময়নাতদন্তে জানা গিয়েছে, মাথা ও মেরুদণ্ডে আঘাত লাগার ফলে তাঁর মৃত্যু হয়েছে ৷ ওই 10 ভারতীয় মৎস্যজীবীকে গ্রেফতার করা হয়েছে এবং তাঁদের ট্রলার বাজেয়াপ্ত করা হয়েছে ৷

জানানো হয়েছে, ট্রলারটিকে কাঁকেসাঁথুরাই বন্দরে নিয়ে আসা হয়েছে ৷ ধৃত মৎস্যজীবীদের আইনি প্রক্রিয়ার জন্য মাইলাদী মৎস্য পরিদর্শকের কাছে হস্তান্তর করা হয়েছে । কাঁকেসাঁথুরাই পুলিশ জাফনার মল্লকাম আদালতে একটি ‘বি’ রিপোর্ট দাখিল করেছে । তাদের বিবৃতিতে বলা হয়েছে, ধৃত মৎস্যজীবীদের বিরুদ্ধে শ্রীলঙ্কার জলসীমায় অবৈধভাবে মাছ ধরা, অভিযানের সময় একজন নৌ-বাহিনীর ব্যক্তির মৃত্যু এবং নৌ-সম্পত্তির ক্ষতি করার অভিযোগ আনা হয়েছে ।

প্রসঙ্গত, পক প্রণালীতে ভারত, বিশেষত তামিলনাড়ু ও শ্রীলঙ্কার মৎস্যজীবীরা মাছ ধরে থাকেন ৷ ফলে মাঝেমধ্যেই জলসীমা পেরিয়ে যাওয়ার অভিযোগ ওঠে ৷ শ্রীলঙ্কার নৌ-বাহিনী জানিয়েছে, তারা এবছর এখনও পর্যন্ত দেশের জলসীমায় অবৈধভাবে মাছ ধরার জন্য 200 জনেরও বেশি ভারতীয় মৎস্যজীবীকে গ্রেফতার করেছে ৷ 27টি ট্রলার আটক করা হয়েছে । 2023 সালে, নৌ-বাহিনী শ্রীলঙ্কার জলসীমায় মাছ ধরার অভিযোগে 35টি ট্রলার সহ 240 ভারতীয় মৎস্যজীবীকে গ্রেফতার করেছিল ।

কলম্বো, 27 জুন: শ্রীলঙ্কার জলসীমায় অবৈধভাবে মাছ ধরার অভিযোগে গ্রেফতার দশ ভারতীয় মৎস্যজীবী ৷ শুধু অবৈধভাবে মাছ ধরা নয়, নৌ-বাহিনীর এক অফিসারের মৃত্যুতেও অভিযুক্ত ওই দশ মৎস্যজীবী ৷ ট্রলার বাজেয়াপ্ত অভিযান চলাকালীন ট্রলারের ধাক্কায় মারা গিয়েছেন নৌ-বাহিনীর বিশেষ বোট স্কোয়াড্রনের ওই নাবিক ৷

শ্রীলঙ্কার নৌ-বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, 40 বছর বয়সি ওই অফিসার ট্রলার বাজেয়াপ্ত করতে গিয়েছিলেন ৷ সেসময় ভারতীয় ট্রলারের আক্রমণে তিনি গুরুতর আহত হন ৷ ওই আক্রমণ ইচ্ছাকৃত ছিল ৷ নৌ-বাহিনীর অফিসারকে আহত অবস্থায় জাফনার টিচিং হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয় ৷ ময়নাতদন্তে জানা গিয়েছে, মাথা ও মেরুদণ্ডে আঘাত লাগার ফলে তাঁর মৃত্যু হয়েছে ৷ ওই 10 ভারতীয় মৎস্যজীবীকে গ্রেফতার করা হয়েছে এবং তাঁদের ট্রলার বাজেয়াপ্ত করা হয়েছে ৷

জানানো হয়েছে, ট্রলারটিকে কাঁকেসাঁথুরাই বন্দরে নিয়ে আসা হয়েছে ৷ ধৃত মৎস্যজীবীদের আইনি প্রক্রিয়ার জন্য মাইলাদী মৎস্য পরিদর্শকের কাছে হস্তান্তর করা হয়েছে । কাঁকেসাঁথুরাই পুলিশ জাফনার মল্লকাম আদালতে একটি ‘বি’ রিপোর্ট দাখিল করেছে । তাদের বিবৃতিতে বলা হয়েছে, ধৃত মৎস্যজীবীদের বিরুদ্ধে শ্রীলঙ্কার জলসীমায় অবৈধভাবে মাছ ধরা, অভিযানের সময় একজন নৌ-বাহিনীর ব্যক্তির মৃত্যু এবং নৌ-সম্পত্তির ক্ষতি করার অভিযোগ আনা হয়েছে ।

প্রসঙ্গত, পক প্রণালীতে ভারত, বিশেষত তামিলনাড়ু ও শ্রীলঙ্কার মৎস্যজীবীরা মাছ ধরে থাকেন ৷ ফলে মাঝেমধ্যেই জলসীমা পেরিয়ে যাওয়ার অভিযোগ ওঠে ৷ শ্রীলঙ্কার নৌ-বাহিনী জানিয়েছে, তারা এবছর এখনও পর্যন্ত দেশের জলসীমায় অবৈধভাবে মাছ ধরার জন্য 200 জনেরও বেশি ভারতীয় মৎস্যজীবীকে গ্রেফতার করেছে ৷ 27টি ট্রলার আটক করা হয়েছে । 2023 সালে, নৌ-বাহিনী শ্রীলঙ্কার জলসীমায় মাছ ধরার অভিযোগে 35টি ট্রলার সহ 240 ভারতীয় মৎস্যজীবীকে গ্রেফতার করেছিল ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.