ETV Bharat / international

রামমন্দির অনুষ্ঠানে উৎসবের মেজাজ মার্কিন মুলুকে, বিলবোর্ডে দেখা যাবে উদ্বোধন - Ram Temple

Ram Mandir Consecration festivities in US: রামমন্দির উদ্বোধনের দিন বিশ্বের বিভিন্ন জায়গা থেকে ভক্তরা এতে যোগ দেবেন ৷ আমেরিকার হিন্দু মন্দিরগুলিতে এখন থেকে উৎসবের মেজাজ ৷ দেশের বিভিন্ন জায়গায় হবে কার ব়্যালি, প্রসাদ বিতরণ, বিল বোর্ডে দেখা যাবে রামমন্দির উদ্বোধন ৷

ETV Bharat
আমেরিকায় রামমন্দির উদ্বোধন অনুষ্ঠান
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 20, 2024, 3:50 PM IST

ওয়াশিংটন, 20 জানুয়ারি: রামমন্দির উদ্বোধন এখন উৎসবে পরিণত হয়েছে ৷ তার রেশ ভারত ছাড়িয়ে বিদেশেও পৌঁছে গিয়েছে ৷ 22 জানুয়ারি, সোমবার অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের আগে সেজে উঠছে আমেরিকা ৷ মার্কিন মুলুকের সব মন্দিরে এখনও শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি ৷ হাজার হাজার ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান নাগরিক এই অনুষ্ঠানে যোগ দেবেন ৷

আমেরিকায় হিন্দু বিশ্ববিদ্যালয়ের সভাপতি কল্যাণ বিশ্বনাথন একটি ব্লগ পোস্টে লেখেন, "ধ্বংস আর অবহেলার হাত থেকে ফের উঠে আসছে রামমন্দির ৷ জাগরুক হচ্ছে সনাতন ধর্ম ৷ 550 বছর পর রামলালার প্রাণ প্রতিষ্ঠা শহরবাসী এবং বিশ্বজুড়ে এক কোটি হিন্দুর জন্য খুবই আনন্দের ৷"

টেক্সাসের শ্রী সীতারাম ফাউন্ডেশনের কপিল শর্মা জানান, 500 বছর ধরে অপেক্ষা করেছে মানুষ ৷ 22 জানুয়ারি অযোধ্যায় নির্মিত রামমন্দিরের উদ্বোধন একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ৷ সারা বিশ্বের হিন্দুদের কাছে বিশ্বাসের দিন ৷ কপিল শর্মা হিউস্টোনে শ্রী রাম জন্মভূমি প্রাণ প্রতিষ্ঠা উদযাপনের বন্দোবস্ত করেছেন ৷

রামায়ণের সুন্দরকাণ্ডে অভিনয়ের মাধ্যমে এই উদযাপন শুরু হবে ৷ এরপর সঙ্গীত, নৃত্যানুষ্ঠানও হবে ৷ তার পরে যজ্ঞ এবং ভগবান রামের পট্টাভিষেক হওয়ার কথা ৷ সব শেষে একটি শোভাযাত্রা বের হবে এবং প্রসাদ বিতরণ করা হবে ৷ এই প্রসঙ্গে কপিল শর্মা বলেন, "অযোধ্যা ধাম থেকে আনা পবিত্র ধূলি রাজ বিতরণ করা হবে ৷ আর প্রসাদও ৷ ওই রাজ অযোধ্যা থেকে উড়িয়ে নিয়ে আসা হয়েছে ৷"

মেরিল্যান্ডের গভর্নর ওয়েস মুর শনিবার রামমন্দির উদযাপন অনুষ্ঠানে অংশ নেবেন ৷ এই অনুষ্ঠানটি ওয়াশিংটন ডিসির শহরতলি এলাকায় ৷ কয়েকজন পাকিস্তানি বংশোদ্ভূত আমেরিকান নাগরিকও এই উৎসবে যোগ দেবেন ৷ এ নিয়ে আমেরিকার বিশ্ব হিন্দু পরিষদের অমিতাভ মিত্তল বলেন, "ভগবান রামের লক্ষ লক্ষ অনুগামীরা দীর্ঘ দিন ধরে এই সময়ের জন্য অপেক্ষা করেছ ৷ আজ তা বাস্তবায়িত হতে চলেছে ৷" আমেরিকাজুড়ে প্রায় 1 হাজার মন্দির রয়েছে ৷ সব মন্দিরেই এই শনি-রবিবার কিছু না কিছু অনুষ্ঠান হবে ৷

আমেরিকার 20টি শহরে গাড়ি নিয়ে যাত্রা হবে ৷ ক্যালিফোর্নিয়ায় সবচেয়ে বড় কার ব়্যালিটি হওয়ার কথা ৷ 600টিরও বেশি গাড়ি এই ব়্যালিতে অংশ নেবে ৷ আমেরিকার ভিএইচপি সংগঠন রামমন্দির উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার দেখাতে দেশের বিভিন্ন জায়গা ইতিমধ্যে ভাড়া করে ফেলেছে ৷ শিকাগো, হিউস্টোন এবং লস অ্য়াঞ্জেলেসের মতো শহরের বড় বড় বিলবোর্ডে এদিন রামমন্দির উদ্বোধন দেখা যাবে ৷ 21 জানুয়ারি সোনি শ্রীমদ রামায়ণ দেখাবে টাইমস স্কোয়ারে ৷

আরও পড়ুন:

  1. মন্দির উদ্বোধনে ভগবানের নৈবেদ্যে স্থান পাচ্ছে কলকাতার 'রাম পিঠে'
  2. রাম মন্দিরের উদ্বোধনের দিন দুপুরে খুলবে শেয়ার বাজার, জানাল আরবিআই
  3. অযোধ্যা স্থানীয়দের ফোনের রিংটোন বা কলার টিউন এখন রামময়

ওয়াশিংটন, 20 জানুয়ারি: রামমন্দির উদ্বোধন এখন উৎসবে পরিণত হয়েছে ৷ তার রেশ ভারত ছাড়িয়ে বিদেশেও পৌঁছে গিয়েছে ৷ 22 জানুয়ারি, সোমবার অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের আগে সেজে উঠছে আমেরিকা ৷ মার্কিন মুলুকের সব মন্দিরে এখনও শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি ৷ হাজার হাজার ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান নাগরিক এই অনুষ্ঠানে যোগ দেবেন ৷

আমেরিকায় হিন্দু বিশ্ববিদ্যালয়ের সভাপতি কল্যাণ বিশ্বনাথন একটি ব্লগ পোস্টে লেখেন, "ধ্বংস আর অবহেলার হাত থেকে ফের উঠে আসছে রামমন্দির ৷ জাগরুক হচ্ছে সনাতন ধর্ম ৷ 550 বছর পর রামলালার প্রাণ প্রতিষ্ঠা শহরবাসী এবং বিশ্বজুড়ে এক কোটি হিন্দুর জন্য খুবই আনন্দের ৷"

টেক্সাসের শ্রী সীতারাম ফাউন্ডেশনের কপিল শর্মা জানান, 500 বছর ধরে অপেক্ষা করেছে মানুষ ৷ 22 জানুয়ারি অযোধ্যায় নির্মিত রামমন্দিরের উদ্বোধন একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ৷ সারা বিশ্বের হিন্দুদের কাছে বিশ্বাসের দিন ৷ কপিল শর্মা হিউস্টোনে শ্রী রাম জন্মভূমি প্রাণ প্রতিষ্ঠা উদযাপনের বন্দোবস্ত করেছেন ৷

রামায়ণের সুন্দরকাণ্ডে অভিনয়ের মাধ্যমে এই উদযাপন শুরু হবে ৷ এরপর সঙ্গীত, নৃত্যানুষ্ঠানও হবে ৷ তার পরে যজ্ঞ এবং ভগবান রামের পট্টাভিষেক হওয়ার কথা ৷ সব শেষে একটি শোভাযাত্রা বের হবে এবং প্রসাদ বিতরণ করা হবে ৷ এই প্রসঙ্গে কপিল শর্মা বলেন, "অযোধ্যা ধাম থেকে আনা পবিত্র ধূলি রাজ বিতরণ করা হবে ৷ আর প্রসাদও ৷ ওই রাজ অযোধ্যা থেকে উড়িয়ে নিয়ে আসা হয়েছে ৷"

মেরিল্যান্ডের গভর্নর ওয়েস মুর শনিবার রামমন্দির উদযাপন অনুষ্ঠানে অংশ নেবেন ৷ এই অনুষ্ঠানটি ওয়াশিংটন ডিসির শহরতলি এলাকায় ৷ কয়েকজন পাকিস্তানি বংশোদ্ভূত আমেরিকান নাগরিকও এই উৎসবে যোগ দেবেন ৷ এ নিয়ে আমেরিকার বিশ্ব হিন্দু পরিষদের অমিতাভ মিত্তল বলেন, "ভগবান রামের লক্ষ লক্ষ অনুগামীরা দীর্ঘ দিন ধরে এই সময়ের জন্য অপেক্ষা করেছ ৷ আজ তা বাস্তবায়িত হতে চলেছে ৷" আমেরিকাজুড়ে প্রায় 1 হাজার মন্দির রয়েছে ৷ সব মন্দিরেই এই শনি-রবিবার কিছু না কিছু অনুষ্ঠান হবে ৷

আমেরিকার 20টি শহরে গাড়ি নিয়ে যাত্রা হবে ৷ ক্যালিফোর্নিয়ায় সবচেয়ে বড় কার ব়্যালিটি হওয়ার কথা ৷ 600টিরও বেশি গাড়ি এই ব়্যালিতে অংশ নেবে ৷ আমেরিকার ভিএইচপি সংগঠন রামমন্দির উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার দেখাতে দেশের বিভিন্ন জায়গা ইতিমধ্যে ভাড়া করে ফেলেছে ৷ শিকাগো, হিউস্টোন এবং লস অ্য়াঞ্জেলেসের মতো শহরের বড় বড় বিলবোর্ডে এদিন রামমন্দির উদ্বোধন দেখা যাবে ৷ 21 জানুয়ারি সোনি শ্রীমদ রামায়ণ দেখাবে টাইমস স্কোয়ারে ৷

আরও পড়ুন:

  1. মন্দির উদ্বোধনে ভগবানের নৈবেদ্যে স্থান পাচ্ছে কলকাতার 'রাম পিঠে'
  2. রাম মন্দিরের উদ্বোধনের দিন দুপুরে খুলবে শেয়ার বাজার, জানাল আরবিআই
  3. অযোধ্যা স্থানীয়দের ফোনের রিংটোন বা কলার টিউন এখন রামময়
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.