ওয়াশিংটন, 20 জানুয়ারি: রামমন্দির উদ্বোধন এখন উৎসবে পরিণত হয়েছে ৷ তার রেশ ভারত ছাড়িয়ে বিদেশেও পৌঁছে গিয়েছে ৷ 22 জানুয়ারি, সোমবার অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের আগে সেজে উঠছে আমেরিকা ৷ মার্কিন মুলুকের সব মন্দিরে এখনও শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি ৷ হাজার হাজার ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান নাগরিক এই অনুষ্ঠানে যোগ দেবেন ৷
আমেরিকায় হিন্দু বিশ্ববিদ্যালয়ের সভাপতি কল্যাণ বিশ্বনাথন একটি ব্লগ পোস্টে লেখেন, "ধ্বংস আর অবহেলার হাত থেকে ফের উঠে আসছে রামমন্দির ৷ জাগরুক হচ্ছে সনাতন ধর্ম ৷ 550 বছর পর রামলালার প্রাণ প্রতিষ্ঠা শহরবাসী এবং বিশ্বজুড়ে এক কোটি হিন্দুর জন্য খুবই আনন্দের ৷"
টেক্সাসের শ্রী সীতারাম ফাউন্ডেশনের কপিল শর্মা জানান, 500 বছর ধরে অপেক্ষা করেছে মানুষ ৷ 22 জানুয়ারি অযোধ্যায় নির্মিত রামমন্দিরের উদ্বোধন একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ৷ সারা বিশ্বের হিন্দুদের কাছে বিশ্বাসের দিন ৷ কপিল শর্মা হিউস্টোনে শ্রী রাম জন্মভূমি প্রাণ প্রতিষ্ঠা উদযাপনের বন্দোবস্ত করেছেন ৷
রামায়ণের সুন্দরকাণ্ডে অভিনয়ের মাধ্যমে এই উদযাপন শুরু হবে ৷ এরপর সঙ্গীত, নৃত্যানুষ্ঠানও হবে ৷ তার পরে যজ্ঞ এবং ভগবান রামের পট্টাভিষেক হওয়ার কথা ৷ সব শেষে একটি শোভাযাত্রা বের হবে এবং প্রসাদ বিতরণ করা হবে ৷ এই প্রসঙ্গে কপিল শর্মা বলেন, "অযোধ্যা ধাম থেকে আনা পবিত্র ধূলি রাজ বিতরণ করা হবে ৷ আর প্রসাদও ৷ ওই রাজ অযোধ্যা থেকে উড়িয়ে নিয়ে আসা হয়েছে ৷"
মেরিল্যান্ডের গভর্নর ওয়েস মুর শনিবার রামমন্দির উদযাপন অনুষ্ঠানে অংশ নেবেন ৷ এই অনুষ্ঠানটি ওয়াশিংটন ডিসির শহরতলি এলাকায় ৷ কয়েকজন পাকিস্তানি বংশোদ্ভূত আমেরিকান নাগরিকও এই উৎসবে যোগ দেবেন ৷ এ নিয়ে আমেরিকার বিশ্ব হিন্দু পরিষদের অমিতাভ মিত্তল বলেন, "ভগবান রামের লক্ষ লক্ষ অনুগামীরা দীর্ঘ দিন ধরে এই সময়ের জন্য অপেক্ষা করেছ ৷ আজ তা বাস্তবায়িত হতে চলেছে ৷" আমেরিকাজুড়ে প্রায় 1 হাজার মন্দির রয়েছে ৷ সব মন্দিরেই এই শনি-রবিবার কিছু না কিছু অনুষ্ঠান হবে ৷
আমেরিকার 20টি শহরে গাড়ি নিয়ে যাত্রা হবে ৷ ক্যালিফোর্নিয়ায় সবচেয়ে বড় কার ব়্যালিটি হওয়ার কথা ৷ 600টিরও বেশি গাড়ি এই ব়্যালিতে অংশ নেবে ৷ আমেরিকার ভিএইচপি সংগঠন রামমন্দির উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার দেখাতে দেশের বিভিন্ন জায়গা ইতিমধ্যে ভাড়া করে ফেলেছে ৷ শিকাগো, হিউস্টোন এবং লস অ্য়াঞ্জেলেসের মতো শহরের বড় বড় বিলবোর্ডে এদিন রামমন্দির উদ্বোধন দেখা যাবে ৷ 21 জানুয়ারি সোনি শ্রীমদ রামায়ণ দেখাবে টাইমস স্কোয়ারে ৷
আরও পড়ুন: