বেরুট, 8 ডিসেম্বর: পরিস্থিতি ক্রমশ ঘোরালো হচ্ছে সিরিয়ায় ৷ পশ্চিম এশিয়ার দেশটির রাজধানী দামাস্কাসে ঢুকে পড়েছে বিদ্রোহীরা ৷ সিরিয়ার সেনাবাহিনীর দুই শীর্ষ আধিকারিক সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছে, বিমানে চড়ে রাজধানী ছেড়ে চলে গিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ৷ তবে কোথায় গিয়েছেন, তা জানাননি তাঁরা ৷
দামাস্কাসের স্থানীয়দের মতে, বিদ্রোহীদের সঙ্গে সিরিয়ার সেনাবাহিনীর দীর্ঘক্ষণ গুলির লড়াই চলে ৷ নিজেদের অবস্থান ছাড়তে বাধ্য হয় সেনা ৷ এরপর প্রেসিডেন্টের দেশ ছাড়ার খবর প্রকাশ্যে আসার পর 'অত্যাচারী' সরকারের হাত থেকে সিরিয়া স্বাধীন হয়েছে বলে ঘোষণা করে বিদ্রোহীরা ৷ উল্লেখ্য, প্রায় দু'সপ্তাহ আগে বিদ্রোহী সংগঠন ইসলামিস্ট হায়াত তহরির আল-শাম (HTS) সরকার-বিরোধী আন্দোলন শুরু করে ৷ তারপর অল্প সময়ের মধ্যেই 5 দশকের বেশি সময়ের আসাদ জামানার পতন ঘটায় বিদ্রোহীরা ৷
জানা গিয়েছে, প্রেসিডেন্ট দেশ ছাড়লেও, দামাস্কাসে এখনও রয়েছেন প্রধানমন্ত্রী মহম্মদ গাজি আল-জালালি ৷ বিদ্রোহীদের হাতে ক্ষমতা হস্তান্তরে তিনি রাজি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷
অবশ্য, সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রক এর আগে বিদ্রোহীদের হোমসে প্রবেশের কথা অস্বীকার করে ৷ বরং, সেখানে পরিস্থিতি নিরাপদ ও স্থিতিশীল বলে জানানো হয় ৷ রাজধানী দামাস্কাস থেকে প্রায় 140 কিলোমিটার উত্তরে অবস্থিত হোমস ৷ ইতিমধ্যেই শহরটি নিজেদের দখলে নিয়েছে বিদ্রোহীরা ৷ এরপর ধীরে ধীরে দামাস্কাস দখলের পথে এগোতে থাকে তারা ৷ তবে 2018 সালের পর এই প্রথম রাজধানী দখল করল তারা ৷
বিগত প্রায় চার বছর ধরে (2020 সাল থেকে) ইদলিব প্রদেশের একটি অংশ থেকে সিরিয়া দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে সশস্ত্র বিদ্রোহীরা ৷ গত সপ্তাহে দেশের উত্তর-পশ্চিম দিকে থেকে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের সেনার উপর অতর্কিত হামলা চালায় কট্টরপন্থী বিদ্রোহীরা ৷ একের পর এক প্রদেশ দখল করতে থাকে তারা ৷ এর ফলে সেই দেশে গৃহযুদ্ধ শুরু হয় ৷
প্রসঙ্গত, 2011 সালে আসাদ সরকারের বিরুদ্ধে, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন শুরু হয় । সেই আন্দোলন দমিয়ে দেন সিরিয়ার প্রেসডেন্ট ৷ সেই থেকে অশান্তির সূত্রপাত ৷ বিদ্রোহ পরবর্তীতে গৃহযুদ্ধের রূপ নেয় ৷ রাষ্ট্রসংঘের দেওয়া তথ্য় অনুযায়ী, এক দশকেরও বেশি সময় ধরে চলতে থাকা এই যুদ্ধে প্রাণ হারিয়েছেন 3 লক্ষেরও বেশি সাধারণ মানুষ ৷ ঘরছাড়া হয়েছেন কয়েক লক্ষ মানুষ ৷
এদিকে, সিরিয়ার বর্তমান পরিস্থিতির বিচারে সে দেশে বসবাসকারী ভারতীয়দের সুযোগ থাকলে দ্রুত দেশ ছাড়ার পরামর্শ দিয়েছে দিল্লি ৷ এই বিষয়ে একটি নির্দেশিকাও জারি করা হয়েছে বিদেশমন্ত্রকের তরফে ৷ একটি ফোন নম্বর ও ইমেল আইডি চালু করা হয়েছে দামাস্কাসে ভারতীয় দূতাবাসের তরফে ৷ হেল্পলাইন নম্বরটি হল +963 993385973 ৷ এই নম্বরে হোয়াটসঅ্যাপ মেসেজও করা যাবে । যোগাযোগের ইমেল আইডি হল hoc.damascus@mea.gov.in ৷